দেখতে দেখতে আপনার ছোট্ট সোনামনিটি বড় হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরই হয়তো ভাল কোন স্কুলে ভর্তি করিয়ে দেবেন। আপনার স্বপ্ন পূরণের প্রথম সিঁড়িতে পাঁ দেবে ও। তাই নিচ্ছেন নানা রকম প্রস্তুতি, শিখাচ্ছেন বাংলা ইংরেজী, তৈরি করছেন অংকের জন্য। আপনি কি জানেন গুগল প্লে জুড়ে রয়েছে প্রচুর অংক শেখার অ্যাপ যা আপনার সোনামণিটিকে খেলার ছলে শিখিয়ে দেবে যোগ, বিয়োগ, গুণ, ভাগসহ সব ধরণের অংক?
অথবা আপনার সন্তানটি প্লে কিংবা কেজিতে পড়ছে। স্কুলটা ভাল হওয়ায় পড়া-শুনার চাপ বেশি। সারাদিনের সাংসারিক ব্যস্ততায় আপনি তার পড়াশুনায় সময় দিতে পারছেন না। আর আপনার সন্তানটি অন্যান্য বিষয়ে ভাল হলেও, অংকে কিছুটা দূর্বল। যারফলে, অংক করতেই চায় না, বেশির ভাগ সময় আপনার মোবাইল নিয়েই বসে থাকে। নানা রকম গেম খেলায় মগ্ন হয়ে থাকে। থাকবেই তো, এটা তো খেলারই বয়স! দুশ্চিন্তা না করে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন এখানকার অংক শেখার অ্যাপগুলো।
ছোটদের জন্য অংক শেখার অ্যাপ
আপনি খুব সহজে ঘরে বসে ছোটদের অংক শেখাতে পারবেন এই আপগুলোর মাধ্যমে। এই অ্যাপগুলো গেমের মত করেই তৈরি করা হয়েছে। ফলে, বাচ্চারা একদিকে যেমন গেম খেলার মজা পাবে, অন্যদিকে তাদের অংক শেখাও হয়ে যাবে।
আর এই অ্যাপগুলো শুধু প্রি-স্কুলারদের জন্যই নয়, বরং যে কোন ছোট ক্লাসের বাচ্চাদের জন্যই আদর্শ। প্লে থেকে শুরু করে কেজি পর্যন্ত সব ক্লাসের বাচ্চারাই খুব সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখে ফেলবে খেলতে খেলতে। চলুন তাহলে অংক শেখার অ্যাপগুলোর সঙ্গে পরিচিত হই।
আরো দেখুন:
Baby Numbers – Learn to Count
বাচ্চাদের অংক শেখানোর প্রাইমারি অ্যাপ এটি। অ্যাপটির ব্যবহারে আপনার বাচ্চা খেলতে খেলতে নাম্বার চিনবে এবং সহজে গণনা করতে শিখবে। মজার মজার চিত্রাঙ্কন এবং অ্যানিমেশনের মাধ্যমে আপনার সন্তানকে স্কুলের জন্য তৈরি করে দেবে এই অ্যাপটি।
Kids Numbers and Math
খেলতে খেলতে অংক শেখার একটি অসাধারণ অ্যাপ Kids Numbers and Math। বিশেষ করে যে সব বাচ্চারা এখনো স্কুলে যাওয়া শুরু করেনি, তাদের অংক শেখানোর জন্য দারুণ কার্যকরী অ্যাপ এটি। গননা শেখা, গনিত শেখার প্রথমিক কৌশল এবং যোগ বিয়োগসহ সবই রয়েছে এই অ্যাপে।
Math Training for Kids
অংক চর্চা বা অনুশীলন করার জন্য দারুণ এই অ্যাপটিতে বিভিন্ন অপশন রয়েছে যা ছোটদের অংক শেখার জন্য খুবই কার্যকরী। আর বড়রাও মজা পাবেন অ্যাডভান্সড্ লেভেলের অংক শেখার ধাপগুলোতে।
Kids Math
শিক্ষামূলক এই অ্যাপটির মূল ফোকাস নাম্বার আর অংক শেখানোর দিকে। এটি মূলত অংকের গেম। বাচ্চাদের জন্য Educational Math Game খুবই গুরুত্বপূর্ণ। মস্তিষ্ককে একটু ঝালাই করা বা পরীক্ষা করে নেয়ার জন্য এই অ্যাপটি বেশ ভালো। ছোট বড় সব বাচ্চারাই অংক শেখার পাশাপাশি অংক করার গতি বাড়াতে পারবে অ্যাপটির বিভিন্ন অনুশীলনীতে অংশ নিয়ে।
Preschool Math – Kids Learning Mini Games
গননা করা, সংখ্যা চিনা বা পড়ায় ছোটরা খুব সহজে পারদর্শী হয়ে উঠবে এই অ্যাপটির মজার মজার গেম খেলার মাধ্যমে। এই অ্যাপের মূল বৈশিষ্ট্য হলো এখানে যোগ বিয়োগের সাথে sequence patterns ও আরো কিছু ধাপ রয়েছে যা প্রি স্কুলারদের জন্য দারুণ কাজে দেবে।
Let’s Do the Math
বাচ্চাদের ব্যস্ত রাখতে তিনটি ধাপে ১৫টি exercise আছে অ্যাপটিতে। সাথে আছে ৫০টি সংখ্যা যা যোগ বিযোগ করতে সাহায্য করবে ওদের। আপনার সন্তানকে উচ্চতর অংক সম্পর্কে প্রথমিক ধারণা দিতে এই অ্যাপটিকে আপনি চমক হিসেবে ব্যবহার করতে পারেন। তবে অ্যাপটি মূলত বড় বাচ্চাদের জন্য হলেও ছোটরাও অ্যাডভান্সড্ লেভেলে প্রবেশ করার জন্য অ্যাপটি ব্যবহার করতে পারবে।
Einstein Math Game
এটি একটি মাল্টিপ্লেয়ার ম্যাথ গেম যা আপনার সন্তান তার বন্ধুদের সঙ্গে অনলাইনে খেলতে পারবে। গেমটি খেলা খুবই সহজ কিন্ত খেলাটিতে দক্ষ হওয়া একটু কঠিন। কারণ, খেলার ধাপগুলো সুকৌশলে সাজানো হয়েছে। পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে এবং দক্ষতা বাড়াতে হবে সামনে এগিয়ে যাবার জন্য। বুঝতেই পারছেন এটি বড় বাচ্চাদের গেম। বিজ্ঞানী আইনস্টাইনের নামে করা এই ম্যাথ গেমটি আপনি নিজেও খেলতে পারেন আপনার সন্তানের সঙ্গে। এতে সে আরও বেশি আনন্দ পাবে।
Little Panda Math Genius
যে কোন বাচ্চাকে দ্রুত এবং সহজে অংক শেখানোর জন্য মা-বাব এবং শিক্ষকদের জন্য একটি অনন্য অ্যাপ Little Panda Math Genius। অ্যাপটির চমৎকার অ্যানিমেশন আপনার সন্তানকে অংক শেখার জন্য দারুণভাবে আকৃষ্ট করবে। একবার মজা পেয়ে গেলে দেখবেন সারাদিন এটি নিয়েই পড়ে আছে। কারণ, অ্যাপটিতে অনেক চ্যালেঞ্জিং অংক রয়েছে। আর আপনার সন্তান চ্যালেঞ্জ নিতে নিশ্চয়ই পছন্দ করবে।
Math Ninja Time Table
এই অ্যাপটিতে আপনার সন্তান ক্যালকুলাস ও পাটিগনিতে দক্ষ হতে পারবে। একই সাথে সে দারুণ মজাও পাবে। এখানে দক্ষ হওয়ার বিভিন্ন ধাপ রয়েছে। সাধারন ধাপে শুধু গনিত অনুশীলন এবং উচ্চতর ধাপে অনুশীনের পাশাপাশি নিনজাদের সাথে যুদ্ধ গাণিতিক যুদ্ধ করতে হবে যা আপনার সন্তানকে সব ধরণের অংকে দক্ষ করে তুলবে।
এখানে যে ১০টি অংক শেখার অ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে তার সবটিই আপনার বাচ্চার অংক শিখতে বা অংকের প্রতি ভয় দূর করতে সাহায্য করবে। যদি বাচ্চাকে খেলার ছলে বা মজা দিয়ে অংকের দিকে আগ্রহী করে তুলতে চান, তাহলে এখান থেকে অংক শেখার অ্যাপগুলো ডাউনলোড করে নিন আর আপনার বাচ্চাকে অংকে দক্ষ করে তুলুন।
পাশাপাশি এই লেখাটি আপনার ফেসবুকে শেয়ার করে আপনার আত্নীয়-স্বজনদেরকে জানিয়ে দিন যাতে করে তারাও তাদের সন্তানদের অ্যাপগুলোর সাহায্যে অংক শেখাতে পারেন।
Leave a Reply