আপনার যদি একটি ৫ ক্যামেরার স্মার্টফোন থাকে, তবে আপনি ডিএসএলআর এর মতো ফটোগ্রাফি করতে পারবেন। একটা ডিএসএলআর ক্যামেরায় যে-সব সুবিধা পাওয়া যায়, ৫ ক্যামেরাওয়ালা স্মার্টফোনেও প্রায় সে-সব সুবিধা পাওয়া যায়। এ কারণেই অনেকের কাছে ৫ ক্যামেরার ফোনগুলো বেশ জনপ্রিয়।
স্মার্টফোনে ক্যামেরা যুক্ত হয়েছে যে অনেক দিন কেটে গেছে। প্রথম প্রজন্মের ক্যামেরা ফোনগুলিতে ভিজিএ সেন্সর ছিল যা আজকের মানদণ্ডে অহেতুক মনে হতে পারে। কিন্তু এটা স্বীকার করতেই হবে যে, তখনকার ভিজিএ সেন্সরই আজকের ক্যামেরার সূচনা ও সহায়ক ছিল। তখন যদি ভিজিএ ক্যামেরার আবিস্কার না হতো, আজকে আমরা হয়তো ৫ ক্যামেরার স্মার্টফোন নাও পেতে পারতাম।
যাইহোক, এ প্রজন্ম অত্যন্ত ভাগ্যবান যে তারা স্মার্টফোনেই ডিএসএলআর এর মতো ক্যামেরার সুবিধা ভোগ করছে। আর বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের এই ইমেজিং ইনোভেশন সুবিধা যারা দিচ্ছে তাদের মাঝে অন্যতম হলো চাইনিজ স্মার্টফোন কোম্পানী হুয়াওয়ে।
হুয়াওয়ের পাশাপাশি স্যামসাং, অপ্পোসহ আরো অনেক কোম্পানীই এখন ৫ ক্যামেরার মোবাইল ফোন তৈরি করছে। আসুন, এ রকম ৫ কোম্পানীর ৫টি স্মার্টফোন সম্পর্কে জানা যাক যেগুলোতে ৫টি ক্যামেরা রয়েছে।
৫ ক্যামেরার স্মার্টফোন
এর আগে আমি ৪ ক্যামেরার ৪টি ফোন নিয়ে একটি ফিচার লিখেছিলাম যা হৈচৈ বাংলার পাঠকরা খুব পছন্দ করেছে। আপনি চাইলে সেই লেখাটি থেকে ঘুরে আসতে পারেন। অথবা, এখানে থেকেই দেখে নিতে পারেন ৫ ক্যামেরার ফোনগুলো।
১. Huawei P30 Pro
- মেইন ক্যামেরা: ৪০ এমপি, ৮ এমপি, ২০ এমপি
- সেলফি ক্যামেরা: ৩২ এমপি
আমার কাছে ৫ ক্যামেরা যুক্ত স্মার্টফোনের মধ্যে অন্যতম সেরাটি হলো Huawei P30 Pro। চাইনিজ এই স্মার্টফোন কোম্পানীটির পি সিরিজ ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে P30 Pro কে বলা যায় ইমেজিং পাওয়ার হাউজ। কারণ, এটি তার ইউজারকে সর্বোচ্চ ফটোগ্রাফি সুবিধা এবং ব্রিলিয়ান্ট ভিডিওগ্রাফি অভিজ্ঞতা দিয়ে আসছে।
Huawei P30 Pro ফোনের পিছনে একটি কোয়াড-ক্যামেরা মডিউল রয়েছে যা লাইকার ইমেজিং বিশেষজ্ঞদের দ্বারা টিউন করা হয়েছে। এটি এমন একটি স্মার্টফোন যার 5x অপটিক্যাল, 10x হাইব্রিড লসলেস এবং 50x জুম ক্যাপাবিলিটি রয়েছে।
Huawei P30 Pro এর অন্যান্য ফিচার-
- ডিসপ্লে: 6.47 inches
- র্যাম: ৮ জিবি
- রোম: ২৫৬ জিবি
- ব্যাটারি: 4200mAh
দাম: ৮৯, ৯৯৯ টাকা (সম্ভাব্য)
২. Samsung Galaxy S10 Plus
- মেইন ক্যামেরা: ১২ এমপি (২৬ এমএম ওয়াইড), ১২ এমপি (৫২ এমএম টেলিফটো), ১৮ এমপি (১২ এমএম)
- সেলফি ক্যামেরা: ১০ এমপি (২৬ এমএম ওয়াইড), ৮ এমপি (২২ এমএম ওয়াইড, ডেপথ্ সেন্সর)
ক্যামেরার জন্যে স্যামসাং কোম্পানীর স্মার্টফোনের অনেক সুনাম থাকলেও, এটিই তাদের এস সিরিজের প্রথম ফোন যার পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা মডিউল এবং সামনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট-আপ। যারা ক্যামেরা সেটিংস্ এর গ্র্যানিউলার কন্ট্রোলের জন্যে ফোন প্রপেশন মুডের টিংকারিং পছন্দ করেন, তাদের জন্যে এই ফোনটির প্রাইমারি ক্যামেরায় ১.৫ থেকে ২.৪ পর্যন্ত অ্যাপার্চার লেন্স রয়েছে। এটি স্যামসাং কোম্পানীর সেরা ৫টি স্মার্টফোন এর মধ্যে অন্যতম একটি।
Samsung Galaxy S10 Plus এর অন্যান্য ফিচার-
- ডিসপ্লে: 6.4 inches
- প্রসেসর: Exynos 9820
- র্যাম: ১২ জিবি
- স্টোরেজ: ১ টিবি পর্যন্ত
- ব্যাটারি: 4,100 mAh
দাম: ৯৯, ৯০০ টাকা (সম্ভাব্য)
৩. Oppo Reno 10x Zoom
- মেইন ক্যামেরা: ৪৮ এমপি (২৬ এমএম ওয়াইড), ১৩ এমপি (১৩০ এমএম পেরিসকোপ টেলিফটো)
- সেলফি ক্যামেরা: ১৬ এমপি (মটোরাইজড্ পপ-আপ)
Huawei P30 Pro এর বাইরে এটিই একমাত্র স্মার্টফোন যাতে পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে যা 5x অপটিক্যাল জুম, 10x লসলেস জুম এবং 50x ডিজিটাল জুম সুবিধা সম্পন্ন। এই স্মার্টফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেট-আপের একটি হাই-রেজ্যুলেশন ফিচার রয়েছে যা তৈরি করা হয়েছে কোয়াড বেয়ার টেকনোলোজি এবং অপটিক্যাল্লি স্ট্যাবিলাইজড্ ল্যান্স দিয়ে। আর সামনে রয়েছে শার্ক-ইন-ইনস্পায়ার্ড ফ্রন্ট ক্যামেরা মডিউল যা ১৬ এমপি সেন্সর ফিচার সমৃদ্ধ।
Oppo Reno 10x Zoom এর অন্যান্য ফিচার-
- ডিসপ্লে: 6.6 inches
- র্যাম: ৮ জিবি
- স্টোরেজ: ২৫৬ জিবি
- প্রসেসর: Qualcomm Snapdragon 855
- ব্যাটারি: 4,065 mAh
দাম: ৮৯, ৯৯০ টাকা (সম্ভাব্য)
৪. OnePlus 7 Pro
- মেইন ক্যামেরা: ৪৮ এমপি (f/1.6, (wide)), ৮ এমপি (৭৮ এমএম টেলিফটো), ১৬ এমপি (আলট্রা ওয়াইড)
- সেলফি ক্যামেরা: ১৬ এমপি (অটো এইচডিআর)
এই স্মার্টফোনটি ওয়ান প্লাসের প্রথম প্রিমিয়াম অফার যার পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা মডিউল আর সামনে দেয়া আছে একটি মটোরাইজড্ পপ-আপ সেলফি ক্যামেরা মডিউল। লঞ্চ করার পর থেকেই পারফর্মেন্স বাড়ানো এবং ইমেজিং কোয়ালিটিকে আরো উন্নত করার জন্যে ফোনটির অনেকগুলো ফায়ারওয়্যার আপগ্রেড করা হয়েছে।
OnePlus 7 Pro এর অন্যান্য ফিচার-
- প্রসেসর: Qualcomm Snapdragon 855
- ডিসপ্লে: 6.67 অ্যামোলেড
- র্যাম: ১২ জিবি
- স্টোরেজ: ২৫৬ জিবি
- ব্যাটারি: 4,000 mAh
দাম: ৬০, ০০০ টাকা (সম্ভাব্য)
৫. Google Pixel 3
- মেইন ক্যামেরা: ১২.২ এমপি (২৮ এমএম, ডুয়েল লেড ফ্ল্যাশ, অটো এইচডিআর)
- সেলফি ক্যামেরা: ৮ এমপি (২৮ এমএম ওয়াইড এন্ড আল্ট্রা ওয়াইড)
Google Pixel 3 এর মাল্টিপল সেন্সর ক্যামেরা মডিউল নেই। কিন্তু এর সিঙ্গেল সেন্সর ক্যামেরা গুগলের ইমেজিং অ্যালগোরিদম অনুসারে তৈরি যা ফটোগ্রাফিকে যারপরনাই সুবিধাজনক ও উপভোগ্য করে তুলেছে। পারফেক্ট পোট্রেট ফটোগ্রাফির জন্যে এটিই একমাত্র ক্যামেরা ফোন যাতে বোকি ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড ব্লার যুক্ত করা হয়েছে। ফলে, ব্যাকগ্রাউন্ড ও অবজেক্টের মধ্যে ক্লিয়ার পার্থক্য করা যায়।
Google Pixel 3এর অন্যান্য ফিচার-
- ডিসপ্লে: 5.5-inch ওলেড
- প্রসেসর: Qualcomm Snapdragon 855
- র্যাম: ৪ জিবি
- রোম: ১২৮ জিবি
- ব্যাটারি: 2,915 mAh
দাম: ৭৪, ০০০ টাকা (সম্ভাব্য)
আশা করি, উপরোক্ত ৫টি ৫ ক্যামেরার স্মার্টফোন থেকে আপনার পছন্দেরটি বেছে নেবেন। আর কোন ফোনটি আপনি পছন্দ করেছেন বা কিনবেন বলে ঠিক করেছেন, তা আমাদের পাঠকদের জানাবেন যাতে তারাও উৎসাহিত হতে পারে।
Leave a Reply