হলিউড মুভি দেখতে পছন্দ করেন আর ইংলিশ রোমান্টিক মুভি পছন্দ করেন না, এ রকম মুভা লাভার কমই আছে। সবাই হলিউড মুভি দেখেন, অ্যাকশন, থ্রিলার, ডিটেকটিভ কিংবা রোমান্টিক যেমনটাই হোক না কেন। তবে, এর মাঝে রোমান্টিক মুভির চাহিদাটা কোন অংশে কম নয়।
সেই শুরু থেকে আজ পর্যন্ত অনেক মুভি রিলিজ পেয়েছে হলিউড দুনিয়াতে। সে সব মুভির নাম সব মানুষ মনে না রাখলেও এমন কিছু মুভি থেকে গেছে যাদের নাম আজও মুখে মুখে থাকে। প্রতি বছরই অ্যাকশন, থ্রিলার, ডিটেকটিভ এবং রোমান্টিক সব মিলিয়ে অনেক মুভি রিলিজ পায়।
প্রতি বছরের মতো ২০১৮ সালেরও মুভির তালিকা থেকে সেরা ৪টি ইংলিশ রোমান্টিক মুভি বাছাই করা হয়েছে। তো আর দেরি না করে চলুন জেনে নিই, ২০১৮ সালের সেরা ৪টি ইংলিশ রোমান্টিক মুভি সম্পর্কে।
ইংলিশ রোমান্টিক মুভি
১. EVERY DAY
এই মুভিটি ডেভিড লেভিথান নামের একজন ব্যক্তির বইয়ের উপর ভিত্তি করে বানানো হয়েছে। ১৬ বছর বয়সী রায়ানন যে কিনা “A” নামক এক আত্মার প্রেমে পড়ে। মুভিতে দেখা যাবে রায়ানন একদিন জাস্টিন নামের একজন ব্যক্তির সাথে তার সারাদিন অতিবাহিত করে।
কিন্তু আসলে সেটা জাস্টিন থাকে না। সেটা থাকে একটা আত্মা যে কিনা একেক দিন একেকজনের শরীরে স্থান করে নেয়। সেই আত্মা রায়াননকে ভালবেসে ফেলে। কিন্তু যখন সেই আত্মা রায়াননের কাছে তার নিজের রূপ প্রকাশ করে, তখন তাদের মধ্যে একটি কমপ্লিকেটেড রোমান্স শুরু হয়।
২৩শে ফেব্রুয়ারিতে রিলিজ পাওয়া এই মুভিটি IMDb রেটিংস রয়েছে ৬.৩।
২. MIDNIGHT SUN
আপনি কাউকে ভালোবাসেন কিন্তু তাকে দিনের আলোতে দেখতে পারবেন না। তখন ঠিক কেমন লাগবে আপনার, সেটা ভাবতে থাকুন আর জেনে নিন এমনই একটি কাহিনী নিয়ে বানানো হয়েছে এই মুভিটি।
বেল থর্নি, যে কিনা এই মুভির নায়িকা, একটা বাড়ির মধ্যে সারাদিন থাকেন। কারণ, তার এমন একটা রোগ রয়েছে, যা সূর্যের আলোতে বেড়ে যায়। এই নায়িকার একটি সুযোগ আসে তার ক্রাশের সাথে রাত্রিবেলাতে গিটার বাজানোর।
তারা রাতের গ্রীষ্মকালীন ভ্রমণের যাত্রা শুরু করে এবং একে অপরের প্রেমে পড়তে থাকে। এই সময় নায়িকা এক দ্বন্দ্বের মুখোমুখি হয়। সে কি এমন কাউকে ভালবাসবে যাকে কিনা কখনোই সূর্যের আলোতে দেখতে পাবে না!
৬.৬ রেটিং পাওয়া এই মুভিটি রিলিজ পায় ২৩শে মার্চ।
৩. FOREVER MY GIRL
আট বছর আগে লিয়াম পেজ তার হাই স্কুলের সুইটহার্ট কে ছেঁড়ে চলে গিয়েছিল খ্যাতি অর্জনের উদ্দেশ্যে। একই সাথে তার বন্ধু এবং পরিবারের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এক সময় লিয়াম বিশ্বের সবচেয়ে বিখ্যাত রেকর্ডিং শিল্পী হিসেবে লুইসিয়ানাতে তার ছোট্ট শহরে ফিরে আসে।
লিয়াম ফিরে আসে সেখানে তার সাথে অতীতে সম্পর্ক থাকা মানুষগুলোর সাথে আবারো সম্পর্ক ভালো করা জন্য। বিশেষ করে হাই স্কুলের সুইটহার্ট জোসির সাথে। সে যখন সম্পর্কে ভালো করার চেষ্টা করা শুরু করে, তখন সে জানতে পারে এমন একজন কেউ আছে, যে কিনা চিরকালের জন্য তার জীবন পরিবর্তন করতে পারে। এভাবেই এগিয়ে চলে এই রোমান্টিক মুভির কাহিনী।
রেটিং ৬.৬ পাওয়া এই মুভিটি ১৯শে জানুয়ারিতে রিলিজ পায়।
৪. ALITA: BATTLE ANGEL
মুভিতে এলিটাকে ডাঃ ইডো খুঁজে পান, যখন তিনি সাইবর্গের অংশ খুঁজতে থাকেন এবং যা ক্রমশ বিপদজনক ও প্রাণঘাতী হতে থাকে। সে মনে করতে পারে না সে কে বা সে কোথা থেকে এসেছে। সে শুধু এইটুকুই মনে করতে পারে যে, সে একজন মৃত্যুদুত এবং সাইকেল অব ডেথ ও ডেস্ট্রাকশনকে চূর্ণ করতে পারে।
তার উদ্দেশ্য পূরণের পথে তার একটা ছেলের সাথে দেখা হয় যে নায়িকাকে ভালোবেসে ফেলে এবং সম্পূর্ণরূপে মানুষ না হওয়া সত্ত্বেও তাকে রক্ষা করার চেষ্টা করে।
অনেক ইংলিশ রোমান্টিক মুভি রয়েছে হলিউডে। তার মধ্যে থেকে সেরা ৪টি নিয়ে আজকে জানানো হলো। তবে মুভিগুলো কতটা রোমান্টিক তা জানার জন্য অবশ্যই দেখে নিতে হবে উপরের মুভি চারটি। তাহলে আর দেরি কীসের, ইউটিউব, ভিমিওসহ অন্যান্য ভিডিও প্লাটফর্মগুলোতে খুঁজে বের করে দেখে ফেলুন মুভিগুলো।
উল্লেখ্য, আমরা কোন মুভির লিংক দেইনি। কারণ, এ সব প্লাটফর্মে একটা মুভি আজ আছে তো কাল নেই। কারণ, অনেকেই কপিরাইট ইস্যু না মেনে মুভি আপলোড করে থাকেন। আর যখন ধরা খান, তখন সেটি রিমুভ করে দেয়া হয়। তাই, ওই লিংকটি আর লাইভ থাকে না।
Leave a Reply