সদ্য প্রতিষ্ঠিত একটি কোম্পানীর জন্যে লোগো ডিজাইন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে অংশ নিতে পারেন আপনিও, যদি আপনার মধ্যে ব্যতিক্রমী আইডিয়া, সৃজনশীলতা এবং লোগো সম্পর্কে ভাল কনসেপ্ট থেকে থাকে।
কোম্পানীর নাম: Palli Khaamar Agro Ltd
মোটো: মোটো ঠিক করা হয়নি। তবে, ডিজাইনার চাইলে মোটো যুক্ত করতে পারেন।
কোম্পানীর ধরণ: এগ্রো বিজনেস
কোম্পানীর অন্যান্য শাখা: রিয়েল এস্ট্রেট, আমদানি-রপ্তানি, আইটি বিজনেস, ইত্যাদি।
কোম্পানীর মূল ফোকাস: এগ্রো বিজনেস
লোগোর কনসেপ্ট: উন্মুক্ত, যে কোনও কনসেপ্ট অ্যাপ্লাই করা যাবে। তবে, এমন যেন না হয় যে লোগো কেবল এগ্রো বিজনেসকেই হাইলাইট করে। বরং, এমন হওয়া চাই যে, এই লোগোর আন্ডারে যে কোনও বিজনেসই করা যাবে। মূল বিষয় হচ্ছে, লোগোটি দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হতে হবে।
নিজস্ব আইডিয়া: লোগোর জন্যে কোম্পানী তাদের নিজস্ব কোন আইডিয়া শেয়ার করবে না। ডিজাইনারকেই আইডিয়া জেনারেট করতে হবে।
লোগোর টেক্সট্: ইংরেজী
লোগোর ব্যবহার: লোগো ব্যবহার হবে কোম্পানীর ভিজিটিং কার্ড, প্যাড, মানি রিসিট, ওয়েবসাইট, ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজে।
ডিজাইন রিকোয়্যারমেন্ট: লোগো হতে হবে ট্রান্সপারেন্ট যা যে কোন ব্যাকগ্রাউন্ডেই সেট হয়ে যাবে।
লোগো সাইজ: বিভিন্ন প্লাটফর্মে বিভিন্ন সাইজ হবে। সুতরাং, লোগোর সাইজ এমন থাকা চাই যাতে প্রয়োজনমত ছোট-বড় করে নেয়া যায়।
প্রতিযোগীতায় যারা অংশ নিতে পারেন: বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে কোন প্রফেশনাল ডিজাইনার অংশ নিতে পারবেন। বিশেষ করে, লোগো ডিজাইনে এক্সপার্ট যারা, তাদের অগ্রাধিকার থাকবে। তবে, অংশ নিতে পারবেন যে কোন আর্ট শিল্পী, চারুকলার ছাত্র, গ্রাফিক্স ডিজাইনার।
যোগ্যতা: বিশেষ কোন যোগ্যতার, বিশেষ করে অ্যাকাডেমিক যোগ্যতার প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে লোগো ডিজাইনে পূর্ব অভিজ্ঞতা।
ডিজাইনের সময়কাল: ১৫ দিন।
প্রথম কাজ: এ লেখাটিতে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান এবং আপনার সম্পর্কে আমাদের কিছুটা ধারণা দিন।
দ্বিতীয় কাজ: প্রাইমারি ডিজাইন কনসেপ্ট ঠিক করুন এবং আপনার ডামি ডিজাইন আমাদের সঙ্গে শেয়ার করুন।
নির্বাচন প্রক্রিয়া: যাদের ডামি ডিজাইন আমাদের পছন্দ হবে, তারাই কেবল মূল প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন। আর মূল প্রতিযোগীতার জন্যে নির্বাচিত সবাইকে ডামি ডিজাইনটাকে ফাইনাল করতে বলা হবে। তবে, এর মানে এই নয় যে, ফাইনাল ডিজাইন করলেই প্রতিযোগীতায় নির্বাচিত হয়ে যাবেন। মূল প্রতিযোগীদের থেকে আমরা ৫টি লোগো নির্বাচন করবো। আর সেগুলোর উপর কোম্পানীর সঙ্গে সংশ্লিষ্ট সকল এবং আমাদের পাঠকদের ভোট গ্রহণ করবো। এর মাঝে কোম্পানীর মালিক পক্ষের লোকজনের ভোট থেকে মার্কস্ থাকবে ৭০ আর আমাদের পাঠকদের ভোট থেকে নির্ধারিত মার্কস্ ৩০। মোট ১০০। এর মাঝে যে লোগোটি অধিকাংশ ভোট/ মার্কস্ পাবে, সেটিই নির্বাচিত বলে বিবেচিত হবে এবং ডিজাইনার পুরস্কার হিসেবে সন্মানি পাবেন।
সন্মানি: ৫ হাজার টাকা।
বাকী ডিজাইনার যা পাবেন: যিনি প্রতিযোগীতায় প্রথম হবেন, তিনি ৫ হাজার টাকা পাবেন। আর তিনিসহ বাকী ৪ জনের লোগো, ডিজাইন কোয়ালিটি এবং ডিজাইনারদের প্রপেশনাল লাইফ নিয়ে আমরা আমাদের এই ওয়েবসাইটে একটি ফিচার পাবলিশ করবো।
নোর্ট-১: নির্বাচিত ডিজাইনারকে অতিরিক্ত হিসেবে একটা ব্যানার ডিজাইন করে দিতে হবে। লোগোর কালারের সঙ্গে ম্যাচিং করে একটা সিম্পল ডিজাইনের ব্যানার হলেই চলবে। ব্যানারটি (একই ব্যানার) আমরা বিভিন্ন সোশ্যাল পেজে ব্যবহার করবো। শুধু সাইজ পরিবর্তণ হবে।
নোর্ট-২: প্রত্যেক প্রতিযোগীকে এই লেখাটি তাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে। অন্যথায়, প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন না।
Hi, my name is Ishmam, I want to participate too.
Hi Ishmam, you can participate. Please read the comments below & know what to do next.
The dummy design is sent.
Got it, thank, Ishmam.
Hey, I am Mahmud, a graphic designer and working on some market places as freelancer successfully. Please confirm my joining to this contest.Thank You.
Hello Mahmud, you are confirmed in joining this contest. Please know the next by reading the reply that we left against other’s comments.
Bro see my design, I’ve sent it from (akilibop@gmail.com) Thank You
We got the dummy design you sent, please wait.
Hi, this is Tonoy Zahan who wants to participate in the contest, and now just waiting for your approval
Hello Tonoy Zahan, welcome to the contest, you are confirmed, just start designing, please.
thanx bro
Hello, I am Ashikur Rahaman & I can try it.
Hello Ashikur Rahaman, please do it, we have happily accepted you.
Dear sir,
I am Partho Biswas & interested to join this contest, Please accept my request.
Hello Partho Biswas, your request is accepted, please start designing soon.
Hi, I’m Banna & interest to join this contest, I have participated in many logo contests in 99 designs. Of those I have been able to earn 5 stars.
Hello Banna, please join the contest & give us a great logo that will represents the company.