হুয়াওয়ে বাজারে এনেছে মিড রেঞ্জের নতুন ফোন হুয়াওয়ে পি স্মার্ট। বাজার দখলের প্রচেষ্টায় হুয়াওয়ে’র এই ফোনটি আপনাকে সারপ্রাইজ দিবে অনেক দিক দিয়েই। অফারের তুলনায় দারুন প্রতিযোগিতামূলক দামের কারনে পি স্মার্ট কোম্পানিটির সবচেয়ে আকর্ষনীয় সাম্প্রতিক অফারগুলির একটি হয়ে দা ড়িয়েছে।
হুয়াওয়ে পি স্মার্ট এর দুটি ফিচার এর সামগ্রিক প্যাকেজকে হাইলাইট করেছে, একটি হল ডুয়াল ক্যামেরা রিগ এবং অপরটি হল ফুল ভিউ টল এস্পেক্ট রেশিও স্ক্রিন। ফোনটিকে কাছে থেকে দেখলে এর অনেক কিছুই আপনার পরিচিত মনে হবে। এর বিটস এর সাথে আরো অনেক কিছুই হনার ৭এক্স অনুরুপ, যদিও এটির স্ক্রিন তুলনামুলক ছোট এবং প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এর জায়গায় ১৩ মেগাপিক্সেল। এছাড়া অন্যান্য সবকিছু কম বেশি একই রকম।
পি স্মার্ট আরো দিচ্ছে মিড রেঞ্জের কিরিন চিপসেট, ব্যাক সাইডে একজোড়া ক্যামেরা, EMUI ৮ সঙ্গে অ্যান্ড্রয়েড ৮ এবং এলুমিনিয়ামে মুড়ানো ফুল বডির দারুন এক আউট লুক।
আগেই বলেছি হুয়াওয়ে পি স্মার্ট মুলত হনার ৭এক্স এবং মেট ১০ লাইট এর সমন্বিত চেহারায় তৈরি। যার কারনে পি স্মার্ট নিয়ে সংশয়ের কিছুই নেই, অন্যগুলোর মত এটিও আকর্ষণীয় লুকের পাশাপাশি দারুন হ্যান্ডেলিং দিচ্ছে, তাই আশা করা যায় পি স্মার্ট কিনে মোবাইল প্রেমীরা হতাশ হবেন না।
বাংলাদেশের বাজারে পি স্মার্ট এর সম্ভাব্য দাম হতে পারে ১৯, ৯৯০ টাকা। চলুন তাহলে আর দেরি না করে দারুন দারুন সব ফিচারে ঠাঁসা মিড রেঞ্জের হুয়াওয়ে পি স্মার্ট এর আরো বিস্তারিত আলোচনা শুরু করি।
হুয়াওয়ে পি স্মার্ট এর স্পেসিফিকেশন
- ফোনটির বডি তৈরি করা হয়েছে এলুমিনিয়াম দিয়ে।
- ১০৮০*২১৬০ রেজুলেশনের ৫.৫৬ ইঞ্চি IPS LCD স্ক্রিন।
- ১৩ মেগাপিক্সেল+ ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, সাথে ফেজ ডিটেকশন AF, f/২.২ এপেচার, LED ফ্ল্যাশ, ১০৮০পি ভিডিও ক্যাপচার।
- ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
- ১৬ এনএম কিরিন চিপসেট, ওক্টা কোর সিপিইউ, ডুয়াল কোর মালি টি ৮৩০ জিপিইউ।
- মেমরি রয়েছে ৩জিবি/৪জিবি, স্টোরেজ রয়েছে ৩২জিবি/৬৪জিবি। এর সাথে আছে হাইব্রিড মাইক্রো এসডি স্লট।
- অপারেটিং সিস্টেমে হুয়াওয়ে EMUI ৮.০ এর সাথে আছে এন্ড্রয়েড ৮.০ অরিও।
- নন রিমুভেবুল ৩০০০mAh Li-Po ব্যাটারি।
- এছাড়াও রয়েছে ডুয়াল সিম, মাইক্রো ইউএসবি, ওয়াই ফাই, ব্লুটুথ ৪.২, এফএম রেডিও ইত্যাদি।
হুয়াওয়ে পি স্মার্ট এর স্পেসিফিকেশন গুলো সংক্ষিপ্ত আকারে বললাম। ফোনটির ব্যাপারে আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহনে সুবিধার জন্য এবার ফিচার সমূহের বিস্তারিত আলোচনা করব।
ডিজাইন
পি স্মার্ট এ রয়েছে এক্সট্রা লম্বা “ফুলভিউ” স্ক্রিন, এর টপ এবং বটমে বেজেল ট্রিম করা হয়েছে। স্লিম এবং শার্প বডির এই ফোনে রয়েছে ডুয়েল ক্যামেরা। ১৬৫ গ্রাম ওজনের ফোনটি যেমন হালকা তেমন মাত্র ৭.৫ মিলিমিটারের হওয়ায় বেশ পাতলাও।
ফোনের বডির বেশির ভাগটাই মেটালের তৈরি হলেও এর টপ এবং বটমে কিছুটা প্লাস্টিকের উঁকি ঝুঁকি দেখা যায়। বলাই বাহুল্য যে পি স্মার্টকে আপনার বাজেটের মধ্যেই রাখার জন্য এমন প্রয়াস হয়ত নির্মাতার।
ব্যাক পার্টের সিঙ্গিল LED ফ্ল্যাশ এর সাথে ডুয়াল ক্যামেরা প্রথমেই আপনার নজর কাড়বে, আর এর পরেই রয়েছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। এর রিয়ার পার্ট একেবারে ফ্ল্যাট এবং দুই পাশে হালকা বাকানো হওয়ার কারনে চমৎকার হ্যান্ড ফিল এবং ম্যাট ফিনিশের জন্য দারুন রকম নিরাপদ গ্রিপ পাবেন।
ফুল এইচডি রেজুলেশন ডিসপ্লের সাথে ২.৫ডি গ্লাস দেখতে বেশ সুন্দর এবং বাকানো দুই পাশের সাথে নিখুঁতভাবে ফিনিশিং দেয়া হয়েছে। হুয়াওয়ে পি স্মার্ট একটি হাইব্রিড কার্ড স্লট সহ একটি ডুয়াল সিম স্মার্টফোন। এর মানে আপনি দুটি ন্যানো-সিম ব্যবহার করতে পারেন অথবা মাইক্রোএসডি এর জন্য তাদের একটিও দিতে পারেন।
ডিসপ্লে
হুয়াওয়ে পি স্মার্ট এর ট্রেন্ডি ১৮:৯ এস্পেক্ট রেশিও এর সাথে ৫.৬৫” আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ১০৮০পি রেজুলেশনের স্ক্রিনটা খুব ডিসেন্ট এবং এর ইমেজ প্রায় ফ্ল্যাগশিপের কাছাকাছি দারুন শার্প। কালার কন্ট্রাস্ট, ব্রাইটনেস খুবই চমৎকার। কিছু কারণের জন্য কয়েকটি অ্যাপ্লিকেশন ৭২০পি এ চালানোর বলে মনে হতে পারে, কিন্তু এটি সফটওয়্যারের দোষ, স্ক্রিনের নয়।
তবে সূর্যের আলোয় পি স্মার্ট এর স্ক্রিনের ভিজিবিলিটি এভারেজের নিচে, যার কারনে আউটডোরের অতিরিক্ত আলোয় মোবাইলের ভিউ খুব একটা স্পষ্ট নাও হতে পারে।
ব্যাটারি
হুয়াওয়ে পি স্মার্ট এর একটি ৩০০০ এমএএইচ ব্যাটারী রয়েছে, যা ফুল এইচডি + রেজুলেশনের জন্য খুব ভাল ক্ষমতা সম্পন্ন। ব্যবহারের অভিজ্ঞতা থেকে জানা যায় পডকাস্ট স্ট্রিমিং, কিছু ওয়েব ব্রাউজিং এবং অনেক হোয়াটসঅ্যাপ চেকসহ ফোনটি কোন সমস্যা ছাড়াই পুরো দিন চলে। সাধারন ব্যবহারে এটি ২দিন পর্যন্ত টিকে থাকতে পারে।
ফোনটিতে ফার্স্ট চারজিং এর সুবিধা দেয়া হয় নি। বর্তমান বাজারে যেখানে মধ্যম মানের প্রায় সব কোম্পানির ফোনেই ফার্স্ট চারজিং এর সুবিধা থাকে সেখানে পি স্মার্ট পিছিয়ে পড়েছে বলতেই হবে।
ক্যামেরা
আগেই বলেছি হুয়াওয়ে পি স্মার্ট এর রিয়ারে দুটি ক্যামেরা আছে। ক্যামেরা দুটির একটি ১৩ মেগাপিক্সেল মেইন সেন্সর এবং আরেকটি কম রেজুলেশনের ২ মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে এফ/২.০ লেন্স এর ৮ মেগাপিক্সেল সেন্সর। উভই স্ন্যাপারের জন্যই বিউটিফাই সহ অথবা ছাড়া পোট্রেট মুড ব্যবহারের সুযোগ রয়েছে। অপরদিকে শুধু মাত্র রিয়ার ক্যামেরার জন্য বিভিন্ন ধরনের এপেচার মুড কাজ করে।
মেইন মেনুতে সব ধরনের শুটিং মুড রয়েছে যেমন ফটো, এইচডিআর, প্যানোরামা, প্রো, লাইট পেইন্টিং ইত্যাদি। এছাড়া একটি এডভান্স সেটিং মেনুও রয়েছে।
এভারেজ মানের ডাইনামিক রেঞ্জের ছবিগুলো এই শ্রেনির জন্য চমৎকার তবে, এর চেয়েও বেস্ট এর দেখা মেলে অন্যান্য ফোনে। এইচডিআর মুডে ছবির কালার দারুন আসে কিন্তু লো লাইটে খুব একটা ভালো পারফর্মেন্স দিতে পারেনি পি স্মার্ট।
পারফর্মেন্স
হুয়াউই পি স্মার্ট স্মার্টফোনটি সর্বশেষ অ্যান্ড্রয়েড ওরিও এবং হুয়াওয়ে এর নতুন ইএমইআই ৮.০ এ রান হচ্ছে। হুয়াউই পি স্মার্ট স্মার্টফোনটি সর্বশেষ অ্যান্ড্রয়েড অরিও এবং হুয়াওয়ে এর নতুন ইএমইআই ৮.০ টি স্ক্রিনের সাথে। পি স্মার্ট ইমোশন ইউআই ক্রমাগত উন্নতি করছে যেমন উন্নতমানের RAM ব্যবস্থাপনা, অত্যাধুনিক ব্যাটারির ব্যবস্থাপনা, মিস-টাচ ডিটেকশনের উন্নয়ন এবং নির্ভুল হায়ার টাচ। এবং এর ROM এর পারফর্মেন্সও প্রশংসনীয়।
শেষ কথা
সর্বোপরি হুয়াওয়ে খুব চমৎকারভাবেই মিড রেঞ্জ দামের মধ্য হাই রেঞ্জের ফিচার দেয়ার চেষ্টা করেছে এবং অনেকাংশে সফলও হয়েছে বলতে হবে। বাজারে উন্নত ফিচারে ঠাঁসা ফ্ল্যাগশিপ ফোনের অভাব নেই যাদের সাথে তুলনামুলক আলোচনায় হুয়াওয়ে পি স্মার্ট পিছিয়ে পড়তেই পারে। তবে এটা মানতেই হবে যে আপনার ওয়ালেট যদি খুব একটা ভারী না হয় তাহলে ফিচারের ভার কিছুটা কমিয়ে দেয়াটা স্মার্ট ডিসিশন আর সেক্ষেত্রে হুয়াওয়ে পি স্মার্ট অবশ্যই আপনার স্মার্ট পছন্দ হবে।
Leave a Reply