ভুল বশত: ডিলিট বাটন প্রেস করে অনেক সময়ই আমরা আমাদের হার্ড ড্রাইভে থাকা অনেক দরকারি ডাটা হারিয়ে ফেলি। আবার কখনো কখনো অনাকাঙ্খিত ওয়েবসাইট ব্রাউজিং, সফট্ওয়্যার কিংবা পেন ড্রাইভ হয়ে আসা ভাইরাস ঢুকে আমাদের হার্ড ড্রাইভ শাট ডাউন করে দেয়। এ রকম পরিস্থিতিতে দরকার হয় একটি ভাল মানের হার্ড ড্রাইভ ডাটা রিকোভারি সফট্ওয়্যার যা হারিয়ে যাওয়া সব ডাটা রিকোভার করে দিতে পারে।
হার্ড ড্রাইভ থেকে ডিলিট করা ডাটা কখনো পুরোপুরি হারিয়ে যায় না। কম্পিউটারের কোন ফাইল, ফোল্ডার কিংবা কোন ড্রাইভে সেগুলো দেখা না গেলেও, সেগুলো আসলে হার্ড ড্রাইভেই উপস্থিত থাকে। যেমন আপনি হয়তো একটি ফাইল ডিলিট করেছেন আর সেটি রিসাইকেলে বিনে গিয়ে পড়ে রয়েছে। কিন্তু যখনই আপনি রিসাইকেল বিন থেকে সেটি ডিলিট করে দিলেন, তখনই আপনার মনে হল, ফাইলটি দরকারি ছিল! সেই সাথে হয়তো ভাবলেন, এই ফাইল আর কখনোই ফিরে পাবেন না!
আপনার ভাবনাটি স্বাভাবিক হলেও আপনি জেনে অস্বাভাবিক আনন্দ পাবেন যে এই ফাইলটি আপনার হার্ড ড্রাইভ তথা আপনার কম্পিউটার থেকে পুরোপুরি মুছে যায়নি। আপনার দরকার শুধু ডিলিট করা ডাটাগুলো হার্ড ড্রাইভ থেকে বের করে আনার একটি কার্যকরী উপায়। আর এ কাজে সবচেয়ে পারদর্শী ডাটা রিকোভারি সফট্ওয়্যার। তাই আপনার জন্য সেরা ৫টি ডাটা রিকোভারি সফট্ওয়্যারের সন্ধান নিয়ে এলাম যেগুলো ব্যবহার করতে পারবেন ফ্রিতেই।
ফ্রি হার্ড ড্রাইভ ডাটা রিকোভারি সফট্ওয়্যার
এখানকার যে কোন সফট্ওয়্যারের সাহায্যে আপনার মুছে ফেলা, হারিয়ে যাওয়া, নষ্ট হওয়া ডাটা উদ্ধার করতে পারবেন খুব সহজেই। চলুন, সফট্ওয়্যারগুলো সম্পর্কে বিস্তারিত জানি আর যেটি বেশি ভাল মনে হয় সেটি ভবিষ্যৎ প্রয়োজনে কাজে লাগানোর জন্য ডাউনলোড করে রাখি। কিংবা এই পেইজটিই বুক মার্ক করে রাখি, যেখানে এক সঙ্গে সব সফট্ওয়্যার প্রয়োজনের মুহূর্তে পাওয়া যাবে।
Recuva
খুব সহজেই ব্যবহার করা যায় এমন একটি ডাটা রিকোভারি হচ্ছে Recuva । Recuva ইন্টারনাল হার্ড ড্রাইভ ছাড়াও এক্সটারনাল ইউএসবি ড্রাইভ, মেমোরি কার্ড, সিডি ও ডিভিডি ডিস্কের ডাটা রিকোভারি করতে পারে। এমনকি, এই রিকোভারি সফট্ওয়্যারটি FAT ও NTFS উভয় ধরণের ফাইল সিস্টেমেই একইভাবে কাজ করতে পারে।
Recuva রিকোভারি সফট্ওয়্যারটি উইন্ডোজ ৭, ৮ ও ১০ সহ, অন্যান্য ভার্সণ যেমন উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ এক্সপিও সাপোর্ট করে। এমনকি, খুবই পুরনো ভার্সণ উইন্ডোজ ২০০০ থেকেও আপনি ডাটা রিকোভার করতে পারবেন এই প্রি সফট্ওয়ারটি দিয়ে। এক কথায়, কম্পিউটার থেকে ডাটা ডিলিট করা যেমন সহজ তেমনি সহজ এই সফট্ওয়্যার দিয়ে সেগুলো রিকোভার করা।
TestDisk
TestDisk একটি অন্যতম সেরা হার্ড ড্রাইভ ডাটা রিকোভারি সফট্ওয়্যার যা আপনার ডিলিট করা কিংবা নষ্ট হয়ে যাওয়া ডাটা রিকোভার করে দেবে খুব সহজে। এই ওপেন সোর্স সফট্ওয়্যারটি শুধু ডাটা রিকোভারই করে না, একই সাথে এটি হার্ড ড্রাইভের হারানো পার্টিশনকেও ফিরিয়ে আনতে পারে। এমনকি, যে কোন নন-বুটিং ডিস্ককেও ঠিক করে তুলতে পারে TestDisk।
আপনি যদি সফট্ওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে একদম আনাড়িও হন, তাতেও এর সহজ ব্যবহার আপনাকে দিয়ে অনায়াসে কাজ করিয়ে নেবে। আর এক্সপার্ট হলেও তো কথাই নেই, সাধারণ লেবেলের কাজ থেকে শুরু করে অ্যাডভান্সড্ লেবেলের অনেক কাজ করতে পারবেন দারুণ এই ডাটা রিকোভারি সফট্ওয়্যারটি দিয়ে।
Disk Drill
Disk Drill আরো একটি অসাধারণ ডাটা রিকোভারি সফট্ওয়্যার যা সহজেই আপনার ভুল করে ডিলিট করা কিংবা ক্র্যাশ খাওয়া হার্ড ড্রাইভ থেকে ডাটা উদ্ধার করে দেবে। সহজভাবে ব্যবহার করা যায় বলে Disk Drill পৃথিবী জুড়ে বহু কম্পিউটার ব্যবহারকারীর কাছেই তুমুল জনপ্রিয়।
Disk Drill জনপ্রিয় হলেও এর একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে এটি কোন হার্ড ড্রাইভ থেকে ৫০০ মেগার বেশি ডাটা রিকোভার করতে পারে না। তবে, সফট্ওয়্যারটিকে আপনি যখন ডাটা রিকোভারির কাজে লাগিয়ে দেবেন, ড্রাইভ থেকে প্রতিটি ফাইল রিকোভারির আগে আপনাকে সেটির প্রিভিউ দেখিয়ে দেবে। আর প্রিভিউ দেখেই আপনি ঠিক করতে পারবেন কোন ডাটাগুলো আপনার চাই আর কোনগুলো চাই না।
Stellar Data Recovery
ডাটা রিকোভারির ক্ষেত্রে স্টার পারফর্মারদের মত দারুণ কাজ করতে পারে বলেই এই সফট্ওয়্যারটির নাম Stellar Data Recovery। এটি উইন্ডোজ ও ম্যাক উভয় অপারেটিং সিস্টেমেই হারিয়ে যাওয়া ডাটা উদ্ধার করতে পারে।
Stellar Data Recovery দিয়ে আপনি আপনার মোবাইল ফোন ও মেমোরি কার্ডের নষ্ট হওয়া বা মুছে ফেলা ডাটাও উদ্ধার করতে পারবেন। এমনকি, এটি যে কোন ইউএসবি ড্রাইভ থেকেও ডাটা রিকোভারিতে দারুণ দক্ষ।
Undelete 360
রিবন স্টাইল টুলবার আর নীল রঙের থিমের কারণে Undelete 360 এর ইন্টারফেস দেখতে অনেকটা মাইক্রোসফট্ অফিস অ্যাপ্লিকেশনের মত। তবে, এতে ডাটা রিকোভারির অ্যালগোরিদম এমন নিখুঁতভাবে করা হয়েছে যে, সম্ভবত এটিই সবচেয়ে দ্রুত সময়ে ডাটা রিকোভারি করতে পারে।
Undelete 360 ব্যবহার করে আপনি অনায়াসে কম্পিউটার হার্ড ড্রাইভ, ইউএসবি ড্রাইভ, পেন ড্রাইভ, মেমোরি কার্ড ও স্মার্টফোনের ডিলিট করা ডাটা রিকোভার করতে পারবেন। এই সফট্ওয়্যারটির একটি বাড়তি বিশেষত্ব হচ্ছে এটি ডিজিটাল ক্যামেরার ডিলিট করা কিংবা নষ্ট হওয়া ছবি এবং ভিডিওগুলোও রিকোভার করতে সক্ষম।
এখানকার এই ৫টি হার্ড ড্রাইভ ডাটা রিকোভারি সফট্ওয়্যার থেকে আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনটি দিয়ে ডিলিট করা ডাটা রিকোভার করতে পারবেন। একবার আমার ল্যাপটপের হার্ড ড্রাইভ ক্র্যাশ করেছিল আর আমি ভয়ানক বিপদে পড়েছিলাম। সবচেয়ে বেশি বিপদে পড়েছিলাম ভার্সিটির রিসোর্চগুলো নিয়ে যেগুলো না ফেলে পরীক্ষায় ফেল মারার সম্ভবণা ছিল। এক সিনিয়র ভাই তখন Recuva দিয়ে আমার সবগুলো ডাটা রিকোভার করে দিয়েছিল।
তাই বলছি, কার যে কখন কি হয়ে যায় ঠিক নাই, কারণ ইলেকট্রোনিক্স কোন যন্ত্রেরই হোল লাইফ গ্যারান্টি নাই। সুতরাং, বিপদে পড়লে যাতে হাতের কাছে খুঁজে পান, সেজন্যে এই লেখাটি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখুন, প্রয়োজনের মুহূর্তে কাজে দেবে।
মোহাম্মদ জাবেদ says
আমি ডিপ্লোমা ইজ্ঞিনিয়ারিং শেষ করে বর্তমানে সিএসসিতে অধ্যায়ন করছি। নিজের একটা ট্রেনিং সেন্টারও আছে। হার্ড ড্রাইভ রিকোভারির সফট্ওয়্যারের এই কালেকশনটি আমার খুব ভাল লেগেছে।