আপনার যদি একটি স্যামসাং স্মার্টফোন থাকে, তবে নিশ্চয়ই আপনি Palm Swipe to Capture নামক ফিচারটির সাথে পরিচিত। যারা এখনো এই মজার ফিচারটির সাথে পরিচিত হতে পারেননি, তারা নিজেদের স্যামসং ফোনের সেটিংস পেজে গিয়ে দেখুন Advanced Features সেকশনের নিচেই এই ফিচারটি রয়েছে।
আমরা জানি, আমাদের স্মার্টফোনে স্ক্রিনশট নেয়ার কিছু হিডেন সিক্রেট কী রয়েছে যেগুলোর কম্বিনেশন করে ডিসপ্লেতে থাকা স্ক্রিনের শট নেয়া যায়। ফোনের ধরণ অনুযায়ী সিক্রেট কী-এর মধ্যে পার্থক্য থাকতে পারে। কিন্তু প্রায় সব ফোনেই কয়েকটি কী-এর কম্বিনেশনে স্ক্রিনশট নেয়া যায়।
যেমন, স্যামসাং ফোনে স্ক্রিনশট নেয়ার নানা পদ্ধতি আছে। এগুলোর প্রায় সবই বিভিন্ন কী-এর কম্বিনেশন। যেমন, পাওয়ার বাটন কী-এর সঙ্গে আপ কিংবা ডাউন ভলিউম কী-এর কম্বিনেশন।
কিন্তু, এমন অনেক মানুষ আছেন, যারা এই কী-গুলোর কম্বিনেশন করতে পারেন না। যারফলে, স্যামসাং ফোন কোম্পানী স্ক্রিনশট নেয়ার জন্যে সরাসরি একটি ফিচার চালু করেছে। আর এই ফিচারটির নাম হচ্ছে Palm Swipe to Capture যা ব্যবহার করে অন্য কোনও কী ছাড়াই স্ক্রিনশট নেয়া যায়।
কিন্তু, অনেক স্যামসাং স্মার্টফোনের ইউজারই একটি অভিযোগ করেন যে, তাদের মোবাইলে Palm Swipe to Capture অপশনটি কাজ করছে না। আজ আমরা জানবো কেন এই অপশনটি কাজ করছে না আর এটি দিয়ে কিভাবে স্ক্রিনশট নেয়া যায়।
১. নিশ্চিত হয়ে নিন যে অপশনটি অন করা আছে
আপনার স্যামসাং ফোনের সেটিংস্-এ যান। সেখান থেকে Advanced Features সেকশনে ট্যাপ করুন এবং সেখানে দেখুন যে Palm Swipe to Capture অপশনটি রয়েছে।
এই অপশটির সামনের টোগল বাটনটি অন করা না অফ করা আছে, তা দেখে নিন। যদি অফ করা থাকে, তবে অন করে দিন, নিচের ছবির মতো।
২. হাতের প্রান্ত অবশ্যই স্ক্রিনের সংস্পর্শে থাকতে হবে
এটি সেই কালপ্রিট যার ফলে পাম সোয়াইপ কাজ করে না। ফোন ব্যবহারকারীদের মধ্যে অনেকেই ধরে নিয়েছে যে তাদের কেবল পর্দার ওপরের পামটি বাতাসে সোয়াইপ করা দরকার। আবার, কিছু লোক মনে করে যে তাদের সামনের সেলফি ক্যামেরায় তালুতে সোয়াইপ করতে হবে। এদের বেশিরভাগই কখনও মোবাইলের স্ক্রিনটি স্পর্শ করে না।
গুরুত্বপূর্ণ বিষয়টি হ’ল আপনার হাতের প্রান্তটি অবশ্যই আপনার মোবাইল ফোনের স্ক্রিনের সংস্পর্শে থাকতে হবে।
সুতরাং, এই ফিচারটি ব্যবহার করার জন্যে আপনার হাতের প্রান্ত ডান থেকে বাম বা বাম থেকে ডানদিকে সোয়াইপ করুন। মনে রাখবেন আপনার হাতের প্রান্তটি অবশ্যই স্ক্রিন স্পর্শ করতে হবে।
এই তো, আপনার স্যামসাং স্মার্টফোন এখন কোন ঝামেলা ছাড়াই স্ক্রিনশট নিতে পারবে। আর আপনি এখন অবশ্যই ক্যামেরার ক্যাপচারিং শব্দ শুনতে পারবেন।
Leave a Reply