স্ক্রিন রেকর্ডিং এর জন্য মোবাইল স্ক্রিন রেকর্ডার অ্যাপ ব্যবহার করা খুব সহজ। মোবাইল স্ক্রিন রেকর্ডারে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। অনেকে ফোন রুট করানোর কথা বলেন। কিন্তু আমাদের এই পোস্টে বর্ণনা করা অ্যাপগুলোর জন্য আপনার ফোন রুট করানোর প্রয়োজন নেই।
আমরা দিন দিন যতই অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহার বেশি করছি, ততই আমরা আবিষ্কার করছি নতুন কিছু। ভাবনায় এসে পড়ছে কিভাবে এই ডিভাইস থেকে আমরা নতুন কী সার্ভিস পেতে পারি। স্মার্টফোনে কল রেকর্ড করার জন্যে সেরা কিছু অ্যাপ যেমন রয়েছে, তেমনই রয়েছে স্ক্রিন রেকর্ড করার জন্যে ভাল কিছু অ্যাপ।
স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন এর প্রতি সকলের অত্যন্ত আগ্রহ দেখা যায়। অনেক গেমার বা ভিডিও ম্যাকার রয়েছে যারা ভিডিও তৈরিতে স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুন্দর ভিডিও তৈরি করে তাদের দক্ষতা প্রদর্শন করতে চান।
যারা মোবাইল ফোন ব্যবহার করে সহজ পদ্ধতিতে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে চান, তাদের সাথে আজ আমরা পরিচয় করিয়ে দিব এমন কিছু জনপ্রিয় অ্যাপের সাথে যা একই সাথে সময় সাশ্রয় করে, আবার ভিডিও ডেভেলপ বা এডিট করার সুযোগ করে দিবে।
শীর্ষ ৬টি স্ক্রিন রেকর্ডার অ্যাপ
আপনারা নিশ্চয়ই এর আগে পোস্ট করা আমাদের ল্যাপটপ বা পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডার সফট্ওয়্যার সম্পর্কে জেনেছেন। এবার আর পিসির জন্যে নয়, মোবাইলের জন্যে স্ক্রিন রেকর্ডার নিয়ে হাজির হলাম।
ইউটিউবের আপলোডের জন্য হোক আর অন্য যে কোন প্রয়োজনেই হোক, আমাদের প্রায়ই স্ক্রিন রেকডিং এর প্রয়োজন পড়ে। বিশেষ করে যখন মোবাইল কিংবা কম্পিউটার রিলেটেডি ভিডিও টিউটোরিয়াল তৈরির প্রয়োজন হয়, তখনই দরকার হয় ভাল মানের একটি স্ক্রিন রেকর্ডার।
এখানে প্লে-স্টোর থেকে বাছাই করা সেরা ৪টি স্ক্রিন রেকর্ডার অ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল যেগুলো আপনাকে মোবাইলেই ভিডিও টিউটোরিয়াল তৈরির সুবিধা দেবে।
১। AZ SCREEN RECORDER
- দাম: বিজ্ঞাপনসহ ফ্রি/ আইএপি অফার
- ডেভেলপার: Hecorat
- রেটিং: ৪.৬/৫
আমরা প্রথমেই AZ SCREEN RECORDER অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, কারন এই অ্যাপ প্রায় সকল সুবিধা দিবে আপনাকে। গুগল প্লে ষ্টোরে ৪.৬/৫ রিভিউ দেখে সহজেই এর জনপ্রিয়তা সম্পর্কে ধারণা পেতে আপনার কষ্ট হবে না। আমরা দেখেছি এই অ্যাপটি সহজে ব্যবহার করা যায় এবং চমৎকার কিছু ফিচার সমৃদ্ধ।
AZ SCREEN RECORDER অ্যাপটি 240p থেকে 1080p এর উচ্চ রেজুলেশনের ভিডিও ধারণ করতে পারে। অ্যাপে বিট-রেট সেটিং, ওয়াটার মার্ক রিমুভ, ইচ্ছামত ফোল্ডারে ফাইল সেভিং অপশন, সময় কাস্টমাইজ, ভিডিও রেকর্ডের সময় pause এবং resume করার সুবিধা রয়েছে। শুধুমাত্র একটি মাত্র খারাপ অপশন আমরা পেয়েছি তা হল, এটি শুধুমাত্র Android 5.0 Lollipop চালিত ডিভাইসগুলিতে কাজ করে। কিন্তু এরপরেও এটির প্রচুর ব্যবহারকারীর রয়েছে।
২। ADV SCREEN RECORDER
- দাম: বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে/ IAP অফার
- ডেভেলপার: ByteRev
- রেটিং: ৪.৪/৫
এই অ্যাপ্লিকেশনে একটি পরিষ্কার এইচডি ভিডিওকারক অ্যাপ এবং চমৎকার ইউজার ইন্টারফেস রয়েছে। এটি ব্যবহার করার সময় খুব কম মেমোরি খরচ করে। রেকর্ডিং এর সময় থামিয়ে থামিয়ে ভিডিও ধারণ, স্ক্রিনে নতুন কিছু অংকন করাসহ এই অ্যাপ এর অসংখ্য ফিচার রয়েছে। একই সাথে এটি বিনামূল্য এবং সাবক্রিপশন এই দুই মাধ্যমে সার্ভিস দিয়ে আসছে।
ADV SCREEN RECORDER দিয়ে সামনে এবং পেছনের দুই ক্যামেরা থেকেও ভিডিও ধারণ করা যায়। আপনি কাস্টমাইজেশন, ত্রিমাত্রিক ভিডিও ধারণ, ব্যানারসহ আরও অনেক সুবিধা ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের জন্য কোন rooting প্রয়োজন নেই, যদিও এটি আবার Android Lollipop বা পরে চলমান ডিভাইস সাপোর্ট করে। কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য অ্যাপ্লিকেশন সাবক্রিপশন কেনার প্রয়োজন পড়তে পারে।
৩। MOBIZEN SCREEN RECORDER
- দাম: বিজ্ঞাপনের সাথে ফ্রি/ IAP অফার
- ডেভেলপার: MOBIZEN
- রেটিং: ৪.৩/৫
Mobizen অ্যান্ড্রয়েড 4.4 KitKat বা পরে চলমান ডিভাইসের জন্য rooting ছাড়াই ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের ব্যবহারকারী বান্ধব ইন্টারফেসের জন্য এটি আপনাদের জন্য সাজেশন করছি। যা আপনার ভিডিও করাকে সহজ করে তুলবে এবং এটি আপনার অতি দ্রুত চলমান কোন ভিডিওকে সুন্দরভাবে রেকর্ড করতে পারে।
MOBIZEN SCREEN RECORDER এর ফিচারসমৃদ্ধ 12.0 Mbps এবং 60 fps তে সুপার এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারে। এসডি কার্ডে পছন্দমত ফোল্ডারে সংরক্ষণ করার ক্ষমতা এবং এটিতে পরিষ্কার ভয়েস রেকর্ডিং মোড রয়েছে। তবে ফ্রী অ্যাপে ভিডিও রেকর্ডে ওয়াটারমার্ক রয়েছে। এর আরেকটি সংযোজন হলো FaceCam ফিচার।
এছাড়াও অপটিমাইজ, ট্রিম, ভিডিও কাটা সহ আরও অনেক অপশন অন্তর্ভুক্ত রয়েছে। MOBIZEN SCREEN RECORDER এর জন্য ফোন রুট করানোর প্রয়োজন নেই। কিছু বিশেষ বিশেষ ফিচার ব্যবহার করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন সাবক্রিপশন করতে হতে পারে, যেমনঃ ওয়াটারমার্ক দূর করতে।
৪। DU RECORDER – SCREEN RECORDER, VIDEO EDITOR, LIVE
- দাম: বিজ্ঞাপনের সাথে ফ্রি/ IAP অফার
- ডেভেলপার: Screen Recorder & Video Editor
- রেটিং: ৪.৮/৫
যতক্ষণ পর্যন্ত অ্যান্ড্রয়েড ৫.০ বা তার পরবর্তী সংস্করণটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে চালাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ডিউ রেকর্ডারের কোন দোষ খুঁজে বের করা আপনার জন্য কঠিন হবে। এই অ্যাপের অত্যন্ত হাই ইউজার রেটিং রয়েছে এবং এটি সম্পূর্ণরূপে বিনামূল্যে ব্যবহার করা যায়। এটি ফ্রী হলেও এতে কোনও বিজ্ঞাপন নেই, কোনও রেকর্ডিংয়ের নিদিষ্ট কোন সময়সীমা নেই এবং কোনও সাবক্রিপ্সহনের প্রয়োজনীয়তা নেই।
অ্যাপসটি প্রায় ২0 টিরও বেশি ভাষায সাপোর্ট করে এবং আকর্ষণীয় ইউজার ইন্টারফেসের জন্য দারুণ জনপ্রিয়। এটি সব সময় সহজে ব্যবহার করা যায়, বিল্ট-ইন ভিডিও এডিটর, GIF মেকার, ফটো এডিটর রয়েছে। রেকর্ডিং এর সময় থেমে থেমে রেকর্ড করার অপশন রয়েছে। এছাড়াও এক্সটারনাল ড্রাইভে ভিডিও সংরক্ষণের জন্য আপনি পছন্দমত ফোল্ডার বাছাইয়ের সুযোগ পাবেন। এমনকি, আপনি ফেসবুকে, ইউটিউব বা টুইচে লাইভস্ট্রিম করতে পারবেন।
৫। GOOGLE PLAY GAMES
- দাম: সম্পূর্ণ ফ্রি
- ডেভেলপার: Google LLC
- রেটিং: ৪.২/৫
GOOGLE PLAY GAMES আপনার কাছে প্রথম ক্লাসের অ্যাপ মনে নাও হতে পারে যা মনকে জয় করতে পারবে। কিন্তু আপনার মূল প্রয়োজনীয়তাটি যদি গেমিংয়ের ভিডিও রেকর্ডিং এর জন্য হয়, তবে এটি আপনার জন্য ভাল কাজ করবে এটি বলাই যায়।
অ্যাপ্লিকেশনটি গেম প্লে করার পরে তা রেকর্ডিং করে। শুধু গেমগুলি এই অ্যাপ্লিকেশন থেকে সরাসরি চালু করে এবং তারপর রেকর্ড করা যায়। অবশ্যই অ্যাপটি অন্য গেমিং দিক যেমনঃ গেমার প্রোফাইল, চ্যালেঞ্জ, লিডারবোর্ড তৈরি করতে পারে।
৬। LOLLIPOP SCREEN RECORDER
- দাম: বিজ্ঞাপনগুলির সাথে বিনামূল্যে
- ডেভেলপার: Rivulus Studios
- রেটিং: ৪.১/৫
এই অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ললিপপের অফিসিয়াল API ব্যবহার করে, তাই আপনার ডিভাইসে যতক্ষণ Android 5.0+ চালাচ্ছেন ততক্ষণ কোন rooting এর প্রয়োজন হয় না। এটি অন্য সব স্ক্রিন রেকর্ডিং অ্যাপ্লিকেশন এর মত উপযোগী নাও হতে পারে। তবে এতে লুকনো কোন খরচ নেই, আপনি বিনামূল্যে এর সমস্ত ফিচার পাবেন। যেমনঃ উচ্চ রেজল্যুশন, অভিযোজন এবং বিট রেট সেট করার বিকল্প সহ ফুল এইচডি রেকর্ড।
LOLLIPOP SCREEN RECORDER ভিডিওর পাশাপাশি অডিও রেকর্ড করতে পারে। এমনকি, এটি স্লো মোশন রেকর্ডিং করতেও সক্ষম। বিল্ট ইন-ক্যামেরা ব্যবহার করে আপনার ভিডিও গ্রহন এবং সুবিধামত একটি ফোল্ডারে সংরক্ষিত করার সুযোগ দেয় এই অ্যাপ।
আশা করি, যারা স্ক্রিন রেকর্ডার অ্যাপ নিয়ে এতদিন চিন্তিত ছিলেন, আমাদের এই আর্টিকেলটি তাদের জন্য অনেক সহায়ক ভুমিকা পালন করবে। আমরা চেষ্টা করেছি লাখো অ্যাপস এর মধ্য থেকে আপনাদের জন্য সেরা স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনগুলো খুঁজে বের করতে। আর যারা ফটো তুলতে খুব পছন্দ করেন, তারা স্মার্টফোনের জন্যে সেরা কিছু ফটো এডিটিং অ্যাপস্ দেখে নিতে পারেন।
Leave a Reply