ক্রিকেট বাংলাদেশসহ আরও অনেক দেশে সবচেয়ে জনপ্রিয় খেলাগুলির মধ্যে একটি। খেলাটি দেখেন না কিংবা খেলননি এমন লোক পাওয়া যাবে না বললেই হয়। এখনকার এই স্মার্টফোনের যুগে এই ক্রিকেট খেলাটিও হয়ে গেছে স্মার্টফোন গেমসগুলোর মধ্যে একটি। যারা ক্রিকেট খেলতে পছন্দ করেন তাদের কাছে ক্রিকেট গেমসটিও দিন দিন আরও বেশি জনপ্রিয়তা পাচ্ছে। তাই ডেভেলপারও অ্যান্ড্রয়েড ক্রিকেট গেম তৈরি করছেন নিয়মিতই।
অ্যান্ড্রয়েড ক্রিকেট গেম
অনেক ধরণের ক্রিকেট গেমস পাওয়া যাবে গুগল প্লে স্টোরে। সে-সব গেমসের কোয়ালিটি আপনাকে দেবে আসল ক্রিকেট খেলা মত অভিজ্ঞতা। যাতে একই সাথে আপনি বিনোদন ও মজা দুটোই পাবেন। তো চলুন জেনে নেওয়া যাক সেরা ৭টি অ্যান্ড্রয়েড ক্রিকেট গেম সম্পর্কে।
১. World Cricket Championship 2
Nextwave Multimedia Inc কর্তৃক ডেভেলপকৃত এই ক্রিকেট গেমটি আপনি গুগল প্লে-স্টোরে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। রিয়েল লাইফ গ্রাফিক্সের এই গেমটিতে আপনি ডে মোড এবং নাইট মোডেও খেলতে পারবেন। এই গেমটির কিছু সেরা বৈশিষ্ট্যের মধ্যে ৪০টি ক্যামেরা অ্যাঙ্গেল, ইংরেজি এবং হিন্দি ভাষায় কমেন্ট্রি, ৬০টি ব্যাটিং শট এবং ৮টি সেরা বোলিং স্টাইলসহ আরো অনেক কিছু রয়েছে। অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি সেরা 3D ক্রিকেট গেম হলো এই World Cricket Championship 2।
২. Real Cricket 18
বিনামূল্যের এই ক্রিকেট গেমটি ডেভেলপ করেছে “Nautilus Mobile”। গুগল প্লে স্টোরের সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড ক্রিকেট গেম খেলাগুলোর মধ্যে একটি। টেলিভিশন স্টাইলের প্রেজেন্টেশনের সাথে প্রো ক্যামেরা এবং নতুন স্টেডিয়াম গেমটিকে আপনার ভালো লাগানোর জন্য যথেষ্ট। আপনি সারা বিশ্ব জুড়ে মাল্টিপ্লেয়ার মুডে খেলতে পারবেন। আরো কিছু ম
৩. Power Cricket T20 Cup 2018
এই গেমসটিতে আপনি যে কোনো আন্তর্জাতিক টি -২০ স্বীকৃতি প্রাপ্ত দেশের সাথে খেলতে পারবেন। রয়েছে বিভিন্ন মোডের সুবিধা যার মধ্যে পাবেনঃ নেট প্র্যাকটিস, টুর্নামেন্ট মোড, সুপার ওভার মোড এবং চ্যালেঞ্জ মোড। ১৪ টি আন্তর্জাতিক দলের যে কোনো একটি নিয়ে আপনি খেলতে পারবেন। যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড, আফগানিস্তান।
৪. Cricket T20 Fever 3D
টুর্নামেন্ট, ওডিআই এবং টি-২০ ম্যাচ প্রতিটাই পাওয়া যাবে এই গেমসটিতে। এটি রিয়েল লাইফ অ্যানিমেশনের একটি ফুল এইচডি 3D গ্রাফিক্স গেম। অনেকটা IPL ধাঁচের এই ক্রিকেট গেমটিতে আপনি পাবেন ৮টি ওয়ার্ল্ড ক্লাস ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম, মাল্টিপ্লেয়ার মোডসহ আরও অনেক সুবিধা। এছাড়াও পাবেন বাউন্ডারির পর চিয়ারলিডার ড্যান্স।
৫. Beach Cricket
ক্রিকেট খেলার সব নিয়ম কানুন ঠিক থাকবে কিন্তু খেলাটা মাঠে না হয়ে হবে বিচে। এমন ইচ্ছা যদি থাকে, তাহলে খেলতে পারেন এই Beach Cricket নামের দারুণ এই গেমটি। কারণ, এই গেমটির মাধ্যমে আপনি পাবেন বিচে ক্রিকেট খেলার মজা। নিয়ম কানুন একই রেখে বিচ ক্রিকেট হিসাবে এই গেমটি খুবই জনপ্রিয়।
৬. Cricket Unlimited 2017
পাওয়ার প্লে স্টাইলের সাথে যদি টুর্নামেন্ট, ওয়ানডে, টি-২০ এবং আইপিএল ফরম্যাটে খেলতে চান, তাহলে অবশ্যই খেলতে হবে এই ক্রিকেট গেমটি। সহজ এবং সিম্পল কন্ট্রোলের এই অ্যান্ড্রয়েড ক্রিকেট গেম আপনার অবশ্যই ভালো লাগবে।
৭. Big Bash Cricket
ডেইলি চ্যালেঞ্জ, সিক্রেট ট্রফি, এবং গ্রেট গেম-প্লে’র বৈশিষ্ট্যসহ অ্যান্ড্রয়েডের জন্য একটি সেরা ক্রিকেট গেম এটি। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগের উপর নির্ভর করে এই ক্রিকেট গেমটি তৈরি করা হয়েছে। গ্রাফিক্স কোয়ালিটি খুবই ভালো এই ক্রিকেট গেমটির। কুইক ম্যাচ, ফুল টি-২০ এবং বিগ ব্যাশ লীগ খেলতে পারবেন এতে।
আপনি যদি ক্রিকেট গেম খেলতে ভালোবাসেন তাহলে অবশ্যই এই পোস্টটি আপনার জন্য। এতে গুগল প্লে স্টোরের সেরা সাতটি অ্যান্ড্রয়েড ক্রিকেট গেম নিয়ে আলোচনা করা হয়েছে যা খেলে আপনি মজা পাবেন এবং গেমগুলোর গ্রাফিক্স আপনাকে দিবে বাস্তবসম্মত ক্রিকেট অভিজ্ঞতা।
Leave a Reply