আমার আগের লেখা সেরা কিছু ইংলিশ ডিকশনারি অ্যাপস্ থেকে নিশ্চয়ই আপনার পছন্দেরটি ডাউনলোড করে নিয়েছেন এবং ব্যবহার করা শুরু করেছেন। এবার, আসুন সেরা কিছু বাংলা ডিকশনারি অ্যাপস্ সম্পর্কে জানা যাক।
বিভিন্ন ধরণের বাংলা শব্দ জানার জন্য আমাদের একটি বাংলা অভিধান বিশেষ প্রয়োজনীয়। আর স্মার্টফোনের এই যুগে সেই অভিধান এখন আর বইয়ের মতো বয়ে না বেড়ালেও চলে। জাস্ট একটা অ্যাপস দিয়েই সহজেই বাংলা অভিধানের কাজ চালানো যায়।
অ্যান্ড্রয়েড বাংলা ডিকশনারি অ্যাপস্
ইংরেজিতে যেমন ডিকশনারি, বাংলাতে তেমনি অভিধান বলা হয়। যে কোনো বাংলা শব্দের আরও অধিক মানে জানতে যা অধিক প্রয়োজনীয়। অ্যান্ড্রয়েডের জন্য বিভিন্ন বাংলা ডিকশনারি অ্যাপস রয়েছে। সেখান থেকে বাছাই করা সেরাগুলো সম্পর্কে অল্প কিছু ধারণা নিন আর প্রয়োজনীয়টি ডাউনলোড করে ব্যবহার করতে শুরু করুন।
১. Bangla Dictionary
এই বাংলা ডিকশনারি অ্যাপসটি আপনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং ব্যবহার করতে পারবেন অফলাইনে। এছাড়াও শেয়ারিং অপশন ব্যবহার করে সরাসরি “ইন্টারনেট ব্রাউজার” বা অন্য অ্যাপ্লিকেশন থেকে যে কোনো শব্দ অনুসন্ধান করতে পারবেন।
অ্যাপসটিতে রয়েছে MCQ অপশন। পাবেন অটোসাজেশন সুবিধা যার ফলে আপনার পুরো শব্দ টাইপ করতে হবে না।
২. Bangla Dictionary (Halal IT)
আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই ব্যবহারের সুযোগ পাবেন এই ডিকশনারি অ্যাপসটি। খুব সহজে ব্যবহারযোগ্য এই অ্যাপসটির শব্দভান্ডার ক্রমাগত আপডেট করা হচ্ছে। ফলে আপনি পাবেন নিত্য নতুন সব বাংলার অধিক অর্থ।
৩. Bangla Dictionary (Offline)
কোন শব্দের সাথে সেই শব্দের Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Suffix, Prefix ইত্যাদি বিভিন্ন সময় দরকার হয়ে যায়। এই প্রয়োজনীয়তা মিটাতে আপনি ব্যবহার করতে পারেন এই ডিকশনারি অ্যাপসটি।
এছাড়াও ইংরেজী থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি একটি পূর্ণ বাক্য ট্রান্সলেট করার ক্ষেত্রেও এই অ্যাপসটি আপনাকে সাহায্য করবে। সম্পূর্ণ নতুন ডিজাইন এবং ইউজার ইন্টারফেসের এই অ্যাপসটি আপনি নিজের মতো কাস্টমাইজও করতে পারবেন।
৪. Bengali-English Dictionary
অফলাইনের এই ডিকশনারি অ্যাপসটির মাধ্যমে আপনি যে কোনো শব্দ অনুসন্ধান করতে পারবেন এবং একই সাথে সেটির উচ্চারণটিও শুনতে পারবেন। অ্যাপসটিতে আপনি ডিকশনারির থেকেও বেশি কিছু পাবেন। এতে রয়েছে ওয়ার্ড ট্রেইনার। যার ফলে আপনি আপনার ব্যক্তিগত অভিধানে সমস্ত শব্দ যোগ করতে পারবেন এবং তা ওয়ার্ড ট্রেইনারের মাধ্যমে শিখতে পারবেন।
আপনার লেখার দক্ষতা, আপনার শোনার দক্ষতা, আপনার উচ্চারণ এবং আপনার পড়া দক্ষতা বাড়িয়ে তুলতে ওয়ার্ড ট্রেইনারের রয়েছে বিভিন্ন ধরণের অনুশীলন।
৫. Bangla Dictionary(Quotes)
এই ডিকশনারি অ্যাপসটিতে আপনি ডিকশনারির সমস্ত বৈশিষ্ট্য তো পাবেনই একই সাথে পাবেন বিভিন্ন “Quotes”। যা জীবন পরিবর্তণ করা এবং আপনাকে সাহস যোগাবে আপনার দৈনন্দিন জীবনে এগিয়ে যেতে।
এছাড়াও রয়েছে ফ্লাশ কার্ড সুবিধা। যার ফলে আপনি দক্ষতার সাথে কোন শব্দ মনে রাখতে পারবেন। কারণ এই ফ্লাশ কার্ডের এক পাশে রয়েছে শব্দ এবং অপর পাশে তার অর্থ। ভুলে গেলে জাস্ট কার্ডটি উল্টালেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত অর্থ। সবচেয়ে সহজ উপায়ে ইংরেজি ব্যাকরণ শিখতে পারবেন এর ব্যাকরণ বিভাগে।
খুব সহজেই ডিকশনারি প্রয়োজনীয় কাজ সেরে ফেলুন আপনার স্মার্টফোনে। আলোচিত বাংলা ডিকশনারি অ্যাপস্ থেকে আপনার পছন্দেরটা ডাউনলোড করে নিন। আর উপভোগ করুন ডিকশনারির সুবিধার সাথে আরও অনেক মজার মজার ফিচার।
Leave a Reply