কোন শব্দের অর্থ মুহূর্তে জানার জন্য সবচেয়ে ভালো উপায় ডিকশনারি। ডিকশনারিতে পাওয়া যায় না এমন শব্দ খুব কমই আছে। কিন্তু এতো শব্দভাণ্ডারের ডিকশনারির সাইজ তো আর ছোট হয় না। তাই অতো বড় একটি বই সাথে নিয়ে ঘুরে বেড়ানো কখনোই সহজ নয়। কিন্তু স্মার্টফোনের এই যুগে এখন আর শব্দের অর্থ খোঁজার কাজে অনেকেই ডিকশনারি ঘাঁটার প্রয়োজন মনে করেন না। ডিকশনারি অ্যাপস্ দিয়েই কাজ সহজে সমাধা করে ফেলেন।
অ্যান্ড্রয়েড ডিকশনারি অ্যাপস্
ডিকশনারি অ্যাপস অবশ্যই একটি সহজ সরঞ্জাম। অনেক উন্নতমানের ফিচারের সাথে ওয়ার্ড অফ দি ডে আপনার শব্দভান্ডারকে প্রসারিত করতে সাহায্য করবে। এছাড়াও যে কোনো শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিমও সহজে খুঁজে পাবেন ডিকশনারি অ্যাপসের মাধ্যমে। তো চলুন জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ডিকশনারি অ্যাপস্ সম্পর্কে।
১. Advanced English Dictionary and Thesaurus
প্রায় ১.৪ মিলিয়ন শব্দ এবং অনন্য কিছু বৈশিষ্ট্য নিয়ে তৈরি করা হয়েছে এই ডিকশনারি অ্যাপসটি। যা আপনি ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। এর মধ্যে রয়েছে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দসহ ভয়েস সার্চের সুবিধা। সেই সাথে আরো থাকছে হাইপারনিমস্ বা জেনেরিক শব্দ এবং মেরোনিমস্ বা শব্দের পার্ট।
সার্চ দেয়ার সঙ্গে সঙ্গে যে কোন শব্দের সবচেয়ে নির্ভরযোগ্য অর্থ পাবেন Advanced English Dictionary and Thesaurus এ। আর সেই সাথে দ্রুত মুখস্ত করার টিপস্ও রয়েছে প্রতিটি শব্দের সঙ্গে। অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারবেন অফলাইনেও।
২. Dictionary
ওয়েবস্টার অভিধান, আমেরিকান হেরিটেজ অভিধান এবং রজেট ট্রেসার এই তিনটি উৎস থেকে আপনি শব্দ খুঁজে পাবেন এই ডিকশনারি অ্যাপে। অ্যাপটিতে আপনি ৪০টিরও বেশি ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। অ্যাপটির অধিকাংশ ফিচারই আপনি পাবেন অফলাইনে।
অতিরিক্ত কিছু ফিচার হিসাবে পাবেন “Idioms of The Day”, “Audio Pronunciations”, “Word Etymologies” এবং অন্যান্য বিভিন্ন অভিধান (আর্থিক, চিকিৎসা ইত্যাদি)। এছাড়াও “Spelling Bee, Hangman, Match Up” ওয়ার্ড গেম খেলতে পারবেন এই ডিকশনারি অ্যাপসটির মাধ্যমে।
৩. English Dictionary
আরও একটি ফ্রি ডিকশনারি অ্যাপস্ English Dictionary। এতে রয়েছে প্রায় 287000 শব্দের ইংরেজি ব্যাখ্যা। অ্যাপসটির বিভিন্ন নতুন ফিচার রয়েছে যা সাধারণত অন্যান্য ডিকশনারিগুলোতে নেই। এতে রয়েছে Randomizer। যার ফলে আপনি র্যান্ডম শব্দগুলো দেখতে পারবেন।
তাছাড়াও আপনি হালকা এবং ঘাড় থিমের মধ্যে থেকে নিজের পছন্দের থিম বাছাই করতে পারবেন। এছাড়াও এই অ্যাপসে রয়েছে সামান্য কিছু অ্যানিমেশনও।
৪. Pocket Thesaurus
ইংরেজী ভাষাকে আরও বেশি করে বোঝার জন্য আরও একটি সুন্দর ডিকশনারি অ্যাপ Pocket Thesaurus। প্রায় 90,000 এরও বেশি কমন ওয়ার্ড নিয়ে তৈরি এই ডিকশনারি অ্যাপসটি সম্পূর্ণ অফলাইনের।
অ্যাপসের “Floating Thesaurus” ফিচারের মাধ্যমে আপনি যে কোনো শব্দের সমার্থক শব্দ দেখতে পারবেন জাস্ট সেই শব্দের উপরে ক্লিক করে।
৫. Offline Dictionary
অফলাইন ডিকশনারি হিসাবে আরও একটি ভালো অ্যাপস এটি যা একাধিক ভাষায় ফোকাস করে। এটি প্রায় ২৪টি ভাষা সমর্থন করে। প্রতিটি ভাষার নিজস্ব ডিকশনারি রয়েছে যা অফলাইনে ব্যবহারের জন্য ডাউনলোড করা যায়।
অ্যাপসটির কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এক্সাম্পল সেনটেন্স, শব্দ সংশোধন এবং অডিও উচ্চারণ।
বিভিন্ন সময় যে কোনো শব্দের অর্থের প্রয়োজন পড়েই যায়। সেই প্রয়োজন খুব সহজেই মিটানো যায় স্মার্টফোনে ডিকশনারি অ্যাপস্ ব্যবহার করে। এখানে এমন কিছু ডিকশনারি অ্যাপস নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো অফলাইনেই কাজ করে। তাই দেরি না করে পছন্দের ডিকশনারিটি ডাউনলোড করে নিন আর ব্যবহার করুন নিজের সুবিধামত। আর অন্যদেরকেও ব্যবহারে উৎসাহিত করতে শেয়ার করুন আপনার টাইম লাইনে।
Leave a Reply