অ্যান্ড্রয়েড ফোনের স্টাইল পরিবর্তণ করার জন্য এবং ফোনটিকে স্টার্টআপ করার সময় সতেজ দেখানোর জন্য সেরা উপায় হলো সেরা অ্যান্ড্রয়েড লঞ্চার অ্যাপস্ ব্যবহার। কোম্পানি কর্তৃক বাজারে আসার আগেই ডিফল্টভাবে প্রতিটা অ্যান্ড্রয়েড সেটেই একটি করে লঞ্চার বা স্কিন রিপ্লেসমেন্ট অ্যাপস দেওয়া থাকে। পরবর্তীতে আরও উন্নতমানের কিংবা আরও স্টাইলিশ লঞ্চার ইন্সটল করা যায়। বিভিন্ন ধরণের এবং বিভিন্ন স্টাইলের লঞ্চার পাওয়া যায়। যা আপনার অ্যাড্রয়েড ডিভাইসটির স্টার্টআপকে একটি নতুন লুক দিতে পারে।
লঞ্চার কি?
লঞ্চার মূলত এক ধরণের ইউটিলিটি সফট্ওয়্যার বা অ্যাপ্লিকেশন। এ ধরণের সফট্ওয়্যার সাধারণত ডিভাইসকে সাজাতে এবং ডিভাইসের সৌন্দর্য্য বাড়াতে ব্যবহার করা হয়। কম্পিউটারসহ মানুষের জন্য ব্যবহার্য্য প্রায় সব ধরণের ডিভাইসের জন্যই লঞ্চার রয়েছে। লঞ্চার ডিভাইসের অপারেটিং সিস্টেমে ইনস্টল হয়ে ডিভাইসকে আরো সুন্দর ও ব্যবহারের জন্য আকর্ষণীয় করে তোলে।
অ্যান্ড্রয়েড লঞ্চার কি?
এক কথায়, যে লঞ্চার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য বিশেষভাবে ডেভেলপ করা, সেটিই অ্যান্ড্রয়েড লঞ্চার। এ ধরণের লঞ্চারগুলো অ্যান্ড্রয়েড ইন্টারফেসের একটা পার্ট যা দিয়ে একজন ইউজার তার স্মার্টফোনের হোম স্ক্রিণকে সুন্দরভাবে সাজাতে পারে। হোম স্ক্রিণ সাজানো এবং মোবাইল অ্যাপ লঞ্চ করাসহ নানা রকম কাজে এই ধরণের লঞ্চারগুলো ব্যবহৃত হয়।
সেরা অ্যান্ড্রয়েড লঞ্চার অ্যাপস্
আপনার ডিভাইসের ইউজার ইন্টারফেসের লুক পরিবর্তণের সবচেয়ে ভালো উপায় হলো অ্যান্ড্রয়েড লঞ্চার। নতুন নতুন থিম এবং স্টার্টআপের পরিবর্তণ আনার জন্যই মূলত ব্যবহার করা হয় অ্যান্ড্রয়েড লঞ্চার অ্যাপস। এবার জেনে নেওয়া যাক সেরা কিছু অ্যান্ড্রয়েড লঞ্চার অ্যাপস্ সম্পর্কে।
Nova Launcher
বর্তমান সময়ের অন্যতম সেরা একটি লঞ্চার অ্যাপস হলো নোভা লঞ্চার। সেরা স্ক্রিন রিপ্লেসমেন্ট অ্যাপসগুলোর সাধারণত অধিকাংশ ফাংশন এক হলেও এই লঞ্চারের ক্ষেত্রে কিছু বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। যে বিষয়গুলো লক্ষণীয় তার মধ্যে উইজেট ডকের সাথে ফোল্ডার, ট্যাব এবং ব্যাকড্রপসের জন্য কালার কন্ট্রোল ইত্যাদি। এছাড়াও ভার্টিকাল কিংবা হরাইজন্টাল স্ক্রলিং এবং কাস্টম ইফেক্টও পাওয়া যাবে এই লঞ্চারটিতে। আরো যে-সব বিশেষ বিশেষ ফিচার রয়েছে সেগুলো নিচে আলোচনা করা হল-
- আইকন থিম: প্রায় এক হাজারের মত আইকন থিম রয়েছে, যেখান নিজের পছন্দ মত থিম ব্যবহার করা যাবে।
- সাব-গ্রিড পোজিশনিং: স্ট্যান্ডার্ড লঞ্চারগুলোর চেয়েও অধিকতর কন্ট্রোলিং সুবিধাসহ, নোভা লঞ্চার দিচ্ছে আইকনগুলোকে হোম স্ক্রিনের গ্রিড এবং সাব-গ্রিড পজিশন করার সুবিধা।
- কালার কন্ট্রোল: লেবেল, ড্রয়ার ট্যাব, আন-রিড ব্যাজ ও ব্যাকগ্রাউন্ডের জন্যে রয়েছে কালার কন্ট্রোলিং সুবিধা। অর্থাৎ আপনার ইচ্ছে মতো এগুলোর যে কোনটিতে যে কোন কালার ব্যবহার করতে পারবেন।
- কাস্টোমাইজ অ্যাপ ড্রয়ার: ভার্টকেল ও হরাইজন্টাল স্ক্রলিং সুবিধাসহ, কোস্টম ট্যাব ও ইফেক্ট ব্যবহার করতে পারবেন।
- ইম্প্রুভ উইজেট ড্রয়ার: দ্রুত খুঁজে পাওয়ার সুবিধা প্রদানের জন্যে রয়েছে অ্যাপের গ্রুপ অনুযায়ী উইজেট সাজানোর ব্যবস্থা।
- ইনফিনিট স্ক্রল: স্ক্রিন ও ড্রয়ারগুলোতে বিরতিহীন স্ক্রলিং ব্যবস্থা।
- ব্যাকআপ/ রিস্টোর: ডেস্কটপ লে-আউট ও লঞ্চার সেটিংয়ের জন্যে রয়েছে ব্যাপআপ সুবিধা।
Apex Launcher
দীর্ঘ সময়ের জন্য জনপ্রিয় একটি লঞ্চার ছিল এই লঞ্চারটি। সেরা অ্যান্ড্রয়েড লঞ্চার অ্যাপস্ এর তালিকায় এটি এখনো অনন্য অবস্থানে রয়েছে। অভিনব ট্র্যান্সিশন ইফেক্টের সাথে আপনার ইচ্ছামত ইলিমেন্ট হাইড করা যাবে এই অ্যাপসটি দিয়ে। এছাড়াও মাল্টিপল ড্রয়ার ইফেক্ট, প্রতিটি ফোল্ডারের জন্য আলাদা প্রিভিউ স্টাইল এবং ব্যাকগ্রাউন্ড ইত্যাদি সুবিধা রয়েছে এই অ্যাপে।
অন্যান্য ফিচার-
- গ্রিড স্টাইলসহ সর্বোচ্চ ৯টি হোম স্ক্রিন সুবিধা।
- ৫টি পেজ ও প্রতি পেজে সর্বোচ্চ ৭টি আইকনসহ স্ক্রলেবল ডক সুবিধা।
- হোম স্ক্রিন, ড্রয়ার ও ডকের জন্য ইনফিনিট ও ইলাস্টিক স্ক্রলিং সুবিধা।
- ট্যাবলেট ও কিউবের জন্যে ফ্যান্সি ট্রানজিশন সুবিধা।
- সার্চ বার, স্টেটাস বার ও ডক হাইড করে রাখার সুবিধা।
- ড্রয়ার থেকে অ্যাপ হাইড করার সুবিধা।
- শর্টকাট ও ফোল্ডারের জন্যে কাস্টম আইকন ও লেবেল ব্যবহারের সুবিধা।
- ভিন্ন ভিন্ন ফোল্ডারের জন্যে ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড ও প্রিভিউ ব্যবহারের সুবিধা।
- অনাকাঙ্খিত বা অনিচ্ছাকৃত পরিবর্তণ থেকে বাঁচার জন্যে স্ক্রিন লক সুবিধা।
Hola Launcher
হোম স্ক্রিনে ব্যাক না করেই যদি আপনি আপনার অ্যাপসে অ্যাক্সেস পেতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে এই অ্যাপসটি। কারণ এর “ওমনি সোয়াইপ টুল” আপনাকে সরাসরি হোম স্ক্রিনে ব্যাক না করিয়েই অ্যাক্সেস দিবে অ্যাপসে। ব্যাটারি সেভার, পাওয়ার ম্যানেজার, এন্টি ভাইরাস অ্যাপস, টাস্ক ম্যানেজার এবং ফাইল ম্যানেজার ইত্যাদি বৈশিষ্ট্য এই অ্যাপসটির অন্তর্ভুক্ত। এছাড়াও DIY থিমের কারণে আপনি খুব সহজেই পারসোনালাইজড করতে পারবেন থিমগুলোকে।
অন্যান্য ফিচার সমূহ-
- হোলা বুস্ট: এই ফিচারের মাধ্যমে আপনি গেম ও অ্যাপগুলোকে বুস্ট করতে পারবেন। র্যাম বুস্টের মাধ্যমে মেমোরি স্পেস বাড়াতে পারবেন। ব্যাটারি সেভসহ আপনার ডিভাইসটির স্পিড বাড়াতে পারবেন। হোম স্ক্রিন সরাসরি অপটিমাইজ করাসহ যাবতীয় কাজ সহজেই সম্পন্ন করার জন্য রয়েছে ওয়ান ট্যাপ বুস্ট সিস্টেম।
- পাওয়ার ম্যানেজার: এই ফিচারটি ব্যবহার করে আপনার ডিভাইসটির ব্যাটারি সমস্যা সমাধান করতে পারবেন।
- চার্জার মাস্টার: ফোন ব্যবহারের সময় ব্যাটারির অবস্থা মনিটর করতে পারবেন এই ফিচারটি ব্যবহারের মাধ্যমে।
- অ্যাপ ম্যানেজার: অপ্রয়োজনীয় অ্যাপ আন-ইনস্টল করাসহ নতুন ও দরকারি অ্যাপ ইনস্টল করতে এই ফিচারটি দারুণ কাজে দেবে।
- গেম বুস্টার: এই ফিচারটি আপনার লঞ্চকৃত যে কোন গেমের স্পিড বাড়িয়ে দেবে ৩০% পর্যন্ত।
Evie Launcher
এই অ্যাপসটির রয়েছে একটি ইউনিভার্সাল সার্চ ফাংশন যার মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন, কন্টাক্টস্ এবং আরও অনেক কিছু খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। এছাড়াও অনুসন্ধানের সময় শর্টকাটও তৈরি করতে পারবেন। লে-আউট, ওয়ালপেপার, অ্যাপ আইকন ইত্যাদি আপনি আপনার ইচ্ছামত সাজিয়ে নিতে পারবেন এই লঞ্চারটি ব্যবহারের মাধ্যমে।
আরো যে-সব সুবিধা রয়েছে এই অ্যাপে-
- কুইক নেভিগেশন: যে কোন অ্যাপ কিংবা উইজেটে যাওয়ার জন্যে কুইক নেভিগেশন দারুণ কাজের ফিচার।
- কাস্টম শর্টকাট: যাদেরকে আপনার প্রায়ই কল দিতে হয় তাদের নাম ও নাম্বার শর্টকাট করে রাখতে পারবেন। এমনকি, যে অ্যাপগুলো আপনার প্রায়ই ওপেন করতে হয় এবং যে গেমগুলো আপনি প্রায়ই খেলে থাকেন, সেগুলো শর্টকাট করে রাখতে পারেন এই ফিচার ব্যবহার করে।
- পারসোনালাইজেশন: এই ফিচারটি ব্যবহার করে আপনি যে কোন লে-আউট ইমপোর্ট ও কাস্টোমাইজ করতে পারবেন। এমনকি, আইকন, ওয়ালপেপার ও অন্যান্য উইজেটগুলোকে সাইজ ও কালার কাস্টোমাইজ করতে পারবেন এই ফিচারের মাধ্যমে।
Arrow Launcher
সেরা অ্যান্ড্রয়েড লঞ্চার অ্যাপস্ এর তালিকায় গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা মাইক্রোসফটের একটি দুর্দান্ত লঞ্চার হলো এই অ্যারো লঞ্চারটি। আপনার ইচ্ছামত নিউজ ফিড পারসোনালাইজড করতে পারবেন। এর ফলে আপনি নিউজ, ফিড, কন্টাক্টস, ডকস ইত্যাদি পাবেন আপনার পারসোনালাইজড করা ফিডে। এছাড়াও ওয়ালপেপার, থিম, অ্যাকসেন্ট কালার ইত্যাদি আপনার ইচ্ছামত পরিবর্তণ করে নিতে পারবেন।
আরো যে-সব গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে-
- প্রায়ই দরকার হয় এমন অ্যাপগুলো এবং গুরুত্বপূর্ণ নাম্বারগুলোকে হোম স্ক্রিনে কিংবা যে কোন ফোল্ডারে পিন করে রাখতে পারবেন।
- মোবাইলের থিম, কালার, ওয়ালপেপার, আইকন প্যাকসহ প্রায় সবকিছুই কাস্টোমাইজ করতে পারবেন।
- নিউজ, ক্যালেন্ডার, কন্টাক্ট ও ইভেন্টসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো পারসোনালাইজ করতে পারবেন।
- আপনার কম্পিউটারের সঙ্গে সিঙ্ক করে মোবাইলের যে কোন ছবি, ভিডিওসহ আরো অনেক কিছু এডিট করতে পারবেন।
- আপনার ফোনে থাকা অ্যাপ, গেম, কন্টাক্টসহ যে কোন কিছু দ্রুত সার্চ করতে তো পারবেনই সেই সাথে ওয়েব সার্চও করতে পারবেন।
Tsf Launcher 3D Shell
বর্তমানে বেশিরভাগ ফ্ল্যাট পদ্ধতির UI থাকা সত্ত্বেও জনপ্রিয় কিছু 3D লঞ্চারের মধ্যে রয়েছে এই লঞ্চারটি। ইন্টারেক্টিভ আইকন, 3D উইজেট, আনলিমিটেড ডক বার ইত্যাদি বৈশিষ্ট্য এই লঞ্চারটিকে করেছে অনন্য। ১০টিরও বেশি এক্সক্লুসিভ উইজেট, যেমনঃ ম্যাসেজ, ক্লক, আবহাওয়া, মেমো, মিউজিক, গ্যালারী প্রভৃতি রয়েছে এই লঞ্চারটিতে।
এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে এই লঞ্চারটিতে, দেখুন সেগুলো-
- অ্যানিমেশন, ট্রানজিশন ইফেক্ট, সব ধরণের অপারেশন, মেন্যু ভিজিবল ও ইন-ভিজিবল করার সুবিধা।
- থ্রিডি হোম স্ক্রিন ব্যবহারের সুবিধা, একই সাথে প্রি-হুইলিং হোম স্ক্রিনও ব্যবহার করা যাবে। ১০টির মত ভিন্ন ভিন্ন হোম স্ক্রিন রয়েছে এতে।
- অগণিত ডক বার রয়েছে অ্যাপটিতে। সেই সাথে রয়েছে সেগুলোকে বড়-ছোট করাসহ অন্যান্য কাস্টোমাইজেশন অপশন। এমনকি, যে কোন ডক, আইকন ও ফোল্ডার হাইড করা যাবে খুব সহজে।
- ফোল্ডার ও ডক বারসহ হোম স্ক্রিনের জন্য ব্যাচ আইকন সিলেক্ট করা যাবে।
- মেসেজ, ক্লক, মিউজিক, ওয়েদার, মেমো ও গ্যালারিসহ আরো কিছু টিএসএফ লঞ্চার সুবিধা রয়েছে।
Next Launcher 3D Shell Lite
3D শেল লাইটটি প্রো সংস্করণের একটি ডাম্প ডাউন সংস্করণ। 3D উইজেট, ট্রান্সিশন ইফেক্ট, এবং স্লিক লাইভ ওয়ালপেপার এই লঞ্চারটিকে জনপ্রিয় করে তুলেছে। এছাড়াও লঞ্চারটিতে পাবেন আইকন এডিটর, অ্যাডিশনাল ট্রান্সিশন এবং থিম মিক্স মোড যা এটিকে সেরা অ্যান্ড্রয়েড লঞ্চার অ্যাপস্ এর তালিকায় স্থান দিয়েছে।
Go Launcher
গুগল প্লে স্টোরের ব্যবহারকারীদের জনপ্রিয় হোমস্ক্রীন অ্যাপ্লিকেশনের মধ্যে একটি হলো এই লঞ্চারটি। এর সহজ ইন্টারফেসের জন্য এটি বিখ্যাত এবং কাস্টমাইজেবল থিম যা আপনার ভালো লাগতে বাধ্য। আপনার স্মার্টফোনটিকে যদি আপনি স্টাইলিশ এবং আরও বেশি পারসোনালাইজড করতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো লঞ্চার হলো এই লঞ্চারটি।
স্ক্রিন 3D ইফেক্ট, অ্যাপ উইজেট, এক লাখেরও বেশি ফ্রি HD ওয়ালপেপার দিয়ে খুব সহজেই আপনি পারবেন আপনার ফোনের হোম স্ক্রিন, মেনু এবং লক স্ক্রিনটিকে পারসোনালাইজড করে ফেলতে।
Action Launcher3
এই অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কুইক থিম, কভারস এবং কুইকপ্যাড বৈশিষ্ট্যগুলো। এর মধ্যে Quickpage আপনাকে আপনার ইন্টারফেস থেকে লুকানো হোম স্ক্রীনে অ্যাক্সেস করার অনুমতি দেয়। “At a Glance widget” এর মাধ্যমে আপনি ওয়েদার, ডেট এবং নেক্সট ক্যালেন্ডার এপয়েন্টমেন্ট ভিউ দেখতে পারবেন। এছাড়াও কাস্টমাইজ করা যাবে গুগল সার্চ বার।
Atom Launcher
আরো একটি সেরা অ্যান্ড্রয়েড লঞ্চার অ্যাপস্ Atom Launcher। স্বয়ংক্রিয় প্যানেল, নিজস্ব উইজেট এবং অন্যান্য কাস্টমাইজেবল বৈশিষ্ট্যগুলোর সাথে একটি অদৃশ্য ডকসহ প্রচুর ক্ষুদ্র অ্যাপ্লিকেশন রয়েছে এই লঞ্চারটিতে। গ্যালারী এবং থিম ইমেজের মাধ্যমে খুব সহজেই নিজস্ব অ্যাটম থিম বানানো সম্ভব।
ডিজিটাল ক্লক, কুইক সেটিংস, ক্লক+সার্চ বৈশিষ্ট্যও রয়েছে এই লঞ্চারটির। আইকন কাস্টমাইজও করা যাবে এই লঞ্চারে। সুইপ আপ, সুইপ ডাউন এবং ডবল ট্যাপ গ্যাসচারের সুবিধাও রয়েছে এতে।
যে কোনো স্মার্টফোনের স্টার্টআপ স্ক্রিনের লুক কিংবা স্টাইল পরিবর্তণে সবচেয়ে বড় ভুমিকা পালন করে লঞ্চার। প্রতিটি লঞ্চারই কোন না কোন সুবিধা প্রদান করে থাকে। তবে সেরা লঞ্চারটি বাছাই করে নিয়ে নিজের ফোনটির স্টার্টআপ স্ক্রিনের পরিবর্তণ করে দিতে বেছে নিতে পারেন এই পোস্টে উল্লিখিত এই দশটি লঞ্চার অ্যাপস। যেগুলো আপনার ফোনের জন্য অবশ্যই একটি ভালো এবং চমৎকার লঞ্চার হবে এবং আপনার ফোনটিকে করে তুলবে অসাধারণ।
সোহেল রানা says
অ্যান্ড্রয়েড এর জন্য লাঞ্চার অ্যাপস আসলেই অনেক গুরুত্বপূর্ণ, পোস্টটি পড়ে উপকৃত হলাম।