গ্লোবাল বিজনেস বা বিশ্ব ব্যবসাকে বছরের পর বছর ধরে পুরুষরাই ডমিনেট করে আসছে। যারফলে, ব্যবসায়ী মানেই পুরুষ, এমন ধারণা মানুষের মাথায় পাকাপোক্ত হয়ে গিয়েছে। কিন্তু কোকো চ্যানেল ও অ্যাস্টি লডারের মতো সফল নারী ব্যবসায়ী আসার পর মানুষের এমন ধারণা বদলে যেতে শুরু করেছে।
গত কয়েক বছরে নারীদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা এতই বেড়েছে আর তাদের মাঝে সফল হওয়ার পার্সেন্টেসটাও দিন দিন এতই বাড়ছে যে ব্যবসা সম্পর্কে মানুষের পুরনো ধ্যান-ধারণা বদলে গিয়েছে। নারীরাই বদলে দিচ্ছে বিশ্ব ব্যবসার কাঠামো, নারীরাই সৃষ্টি করছে গ্লোবাল বিজনেসের নতুন যুগ। আর এসব ব্যবসায়ী নারীদের মধ্যে রয়েছে অপূর্ব সুন্দরীরাও।
পুরুষের পাশাপাশি টেকনোলোজিসহ প্রায় সব ধরণের ব্যবসাতেই নারীরাও এখন সফলতার সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে। গড়ে তুলছে বিভিন্ন ধরণের ইন্ড্রাস্ট্রি, কর্মসংস্থান সৃষ্টি করেছে লাখো লাখো পুরুষের, অবদান রাখছে বিশ্ব অর্থনীতিতে। এ রকমই ৫জন সুন্দরী নারী সম্পর্কে জানুন যারা নিজ নিজ ব্যবসায় দারুণভাবে সফল হয়েছেন।
বিশ্বের ৫ জন সুন্দরী ও সফল নারী ব্যবসায়ী
বিশ্ব ব্যবসা ক্ষেত্রে সফল হয়েছেন এবং দুর্দান্তভাবে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন এমন নারীর সংখ্যা অসংখ্য। আমরা সেখান থেকে বাছাই করে সেরা ১০জন সুন্দরী নিয়ে সাজিয়েছি এই তালিকা। এরা সবাই সফল উদ্যোক্তা এবং সফল হওয়ার জন্যে যে ১০টি বৈশিষ্ট্য দরকার তার সবই এদের মধ্যে আছে। আসুন, এদের ও এদের ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানি।
Sophia Amoruso
- কোম্পানী: Nasty Gal and Girlboss Media
- বর্তমান বয়স: ৩৪
- বর্তমান মূলধন: ২৮০ মিলিয়ন ডলার
২০০৬ সালে Sophia Amoruso ইবে স্টোর হিসেবে Nasty Gal প্রতিষ্ঠা করেন। রাতারাতি পরিচিতি পাওয়া এই অনলাইন স্টোরের প্রধান পণ্য ছিল ভিন্টেজ ক্লথিং যা এত বেশি বিক্রি হয় যে খুব অল্প সময়ে Sophia Amoruso কে মিলিওনিয়র বানিয়ে দেয়।
২০১২ সালে নিজস্ব ক্লথিং প্রোডাকশন আর সেগুলোর অবিশ্বাস্য সেলিং থেকে Nasty Gal কে মাল্টি-মিলিয়ন ডলার মূল্যের কোম্পানীতে পরিণত করতে সক্ষম হন Sophia Amoruso। সম্প্রতি দ্যা নিউইয়র্ক টাইমস্ Sophia Amoruso এর নিজস্ব ব্র্যান্ড Girlboss কে বেস্ট সেলার ব্র্যান্ড হিসেবে পুরষ্কৃত করেছে।
মজার ব্যাপার হচ্ছে Sophia Amoruso ছোট বেলায় চোর ছিলেন। একবার একটি ডিপার্টমেন্টাল স্টোরে চুরি করে ধরাও পড়েছিলেন।
নতুন ব্যবসায়ীদের জন্যে Sophia Amoruso এর উল্লেখযোগ্য উপদেশ: হাল ছেড়ো না, কোন কিছুকে ব্যক্তিগতভাবে নিও না, আর কোন কিছুর ইত্তর হিসেবে ‘না’ বোলো না।
Huda Kattan
- কোম্পানী: Huda Beauty
- বর্তমান বয়স: ৩৫
- বর্তমান মূলধন: ৫৫০ মিলিয়ন ডলার
অ্যামেরিকার একজন সাধারণ মেকাপ আর্টিস্ট ছিলেন। সেই সাথে শুরু করেছিলেন বিউটি ব্লগিং। এক পর্যায়ে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন কসমেটিক লাইন আপ কোম্পানী Huda Beauty যা অল্প সময়েই অ্যামেরিকার নারীদের কাছে জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠে।
Huda Kattan এর বাবা-মা দু’জনই জন্ম সূত্রে ইরাকের নাগরিক। তার ফ্যামিলী নাগরিকত্ব নিয়ে অ্যামেরিকায় চলে আসলে ১৯৮৩ সালে Huda Kattan জন্মগ্রহন করেন। ইউনিভার্সিটি অব মিশিগান থেকে ফিন্যান্সের উপর মেজর সম্পন্ন করে তিনি চাকরি নিয়ে দুবাইতে চলে যান।
চাকরির পাশাপাশি একজন প্রি-ল্যান্স মেকাপ আর্টিস্ট হিসেবে সেখানে কাজ করতে শুরু করেন। এক সময় বুঝতে পারেন তাকে দিয়ে চাকরিটা হবে না, বরং মেকাপ আর্টিস্ট হিসেবেই তিনি বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। সুতরাং, চাকরি ছেড়ে অ্যামেরিকায় ফিরে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন।
ব্যতিক্রমী মেকাপ সার্ভিসের জন্যে অল্প সময়েই তার প্রতিষ্ঠান তুমুল জনপ্রিয়তা অর্জণ করে। আর এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই কসমেটিক কোম্পানী গড়ে তোলেন তিনি যে কোম্পানী এখন ৫৫০ মিলিয়ন ডলারের অধিকারী।
Jennifer Hyman
- কোম্পানী: Rent The Runway
- বর্তমান বয়স: ৩৭
- বর্তমান মূলধন: ৩০০ মিলিয়ন ডলার
ব্যবসার জন্যে একটি ব্যতিক্রমী আইডিয়া খুঁজে পাওয়া সত্যিই বেশ কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু Jennifer Hyman সেটি পেরেছেন যা তাকে রাতারাতি ধনী করে তুলেছে। চলার পথে দরকারি জিনিসপত্র ভাড়া দেয়ার কোম্পানীর নাম Rent The Runway যা প্রতিষ্ঠা করে মিলিয়ন ডলারের মালিক তিনি।
নিউইয়র্কে জন্ম নেয়া এই সুন্দরী নারী সোশ্যাল স্টাডিজের ওপর গ্র্যাজুয়েশন করেন এবং হার্ভাড বিজনেস স্কুল থেকে এমবিএ করেন। এমবিএ করার সময়ই Jennifer Fleiss নামের একজন সহপাঠীর সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং দু’জনে মিলে ২০০৯ সালে Rent The Runway কোম্পানী প্রতিষ্ঠা করেন।
Pamela Slim
- কোম্পানী: Barclays Global Investor
- বর্তমান বয়স: ৩৬
- বর্তমান মূলধন: ২৭৫ মিলিয়ন ডলার
লেখালেখি তার শখ ছিল, সামাজিক কাজ ছিল কমিউনিটি বিল্ডিং আর প্রপেশন হিসেবে নিয়েছিলেন কনসালটেন্সি। একজন কনসালটেন্ট হিসেবে চাকরি করেছেন এইচপি, থ্রিকম, সিসকো সিস্টেমসহ আরো কিছু কোম্পানীতে। এক সময় নিজেই প্রতিষ্ঠা করেন Barclays Global Investor নামে একটি ফিন্যান্স কনসালটেন্সি প্রতিষ্ঠান যা তাকে দ্রুত মিলিয়নিয়র বানিয়ে তোলে।
Sara Blakely
- কোম্পানী: Spanx
- বর্তমান বয়স: ৪৭
- বর্তমান মূলধন: ১ বিলিয়ন ডলার
অ্যামেরিকার বিখ্যাত ইন্টিমেট অ্যাপারেল কোম্পানী Spanx এর মালিক Sara Blakely এখন ১ বিলিয়ন ডলারের মালিক। অথচ যখন তিনি কোম্পানীটি প্রতিষ্ঠার আইডিয়া নিয়ে ঘুরছিলেন, তখন কেউই তাকে পাত্তা দিচ্ছিলো না। আর নিজের কাছে যে সামান্য টাকা ছিল তা দিয়ে এত বড় কোম্পানী প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। পরবর্তীতে এই কোম্পানীটিকেই টাইমস্ ম্যাগাজিন ১০০ প্রতিষ্ঠিত কোম্পানীর তালিকায় স্থান দেয় আর Sara Blakely কে ১০০ এর মাঝে ৯৩ তম পাওয়ারফুল ফিগার হিসেবে মনোনীত করে।
Sara Blakely ১৯৭১ সালে ফ্লোরিডায় জন্ম গ্রহণ। তার খুব শখ ছিল আইনজীবি হওয়ার কিন্তু ল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে মাস্ কমিউনিকেশন নিয়ে গ্র্যাজুয়েশন করেন।
এই ছিল বিশ্বের ৫জন সুন্দরী ও সফল নারী ব্যবসায়ী সম্পর্কে ছোট্ট আলোচনা। আশা করি, এদের কাছ থেকে ইনস্পাইরেশন নিয়ে আপনিও নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।
Leave a Reply