২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছে শাওমি রেডমি নোট ৫ প্রো (Xiaomi Redmi Note 5 Pro) স্মার্টফোন। ফোনটিতে ৫.৯৯ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লের সাথে রয়েছে ১০৮০ x ২১৬০ পিক্সেল রেজুলেশন।
শাওমি রেডমি নোট ৫ প্রো ১.৮ গিগাহার্জ ওক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসরে চলবে এবং সাথে রয়েছে ৪জিবি র্যাম। ফোনটিতে ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যেটা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরাতেও থাকছে দুর্দান্ত অফার, কারন শাওমি রেডমি নোট ৫ প্রো এর রিয়ারে ১২ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং সেলফি প্রেমীদের জন্য ২০ মেগাপিক্সেল এর ফ্রন্ট শুটার।
রেডমি নোট ৫ প্রো স্মার্টফোন চলবে অ্যান্ড্রয়েড ৭.১.১ এবং একে শক্তি যোগাবে ৪০০০মিলি আম্পায়ারের নন রিমুভেবল ব্যাটারি। ফোনের আয়তন ১৫৮.৬০ x ৭৫.৪০ x ৮.০৫ (উচ্চতা x প্রস্থ x পুরুত্ব) এবং ওজন ১৮১ গ্রাম।
শাওমি রেডমি নোট ৫ প্রো একটি ডুয়াল সিম (GSM এবং GSM) স্মার্টফোন যার দুটি স্লটই ন্যানো সিম কার্ড সাপোর্ট করবে। কানেকটিভিটি অপশনে পাচ্ছেন ওয়াই ফাই, GPS, ব্লুটুথ, USB OTG, FM, ৩জি এবং ৪জি। সেন্সরে রয়েছে কম্পাস, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর, এক্সেলেরোমিটার, এম্বিয়েন্ট লাইট সেন্সর এবং গাইরোস্কোপ।
শাওমি রেডমি নোট ৫ প্রো হাইলাইট
শাওমি রেডমি নোট ৫ প্রো স্মার্টফোনে রয়েছে দারুন আর আকর্ষণীয় সব ফিচার। এক নজরে দেখুন তাদের কিছু হাইলাইট।
- রেডমি নোট ৫ প্রো এর প্রথম উল্লেখযোগ্য ফিচার হল এর প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৩৬ SoC এবং একটি ১৮:৯ রেজুলেশনের ডিসপ্লে।
- ফোনের জেনারেল পারফরমেন্স বেশ ভালো এবং ক্যামেরাও দারুন ডিসেন্ট bokeh effects উপহার দেয়।
- শাওমি রেডমি নোট ৫ প্রো স্মার্টফোনের ভারতীয় বাজার মুল্য শূরু হয় ১৩,৯৯৯ রুপি থেকে। বাংলাদেশে ফোনটি মার্চ মাস থেকে পাওয়া যেতে পারে পারে এবং এর দাম মোবাইল প্রেমীদের হাতের নাগালেই থাকবে বলে আশা করা যায়।
এবার শাওমি রেডমি নোট ৫ প্রো স্মার্টফোনের দারুন ফিচার গুলো সম্পর্কে আরো একটু বিস্তারিত বলব, চলুন শুরু করি।
ডিজাইন
ফ্রন্টের দিক থেকে শাওমি রেডমি নোট ৫ প্রো অনেকটাই তার সহোদর শাওমি রেডমি নোট ৫ এর মত। ফোনটির ডিসপ্লের বাম এবং ডান দিকে টপ এবং বটমের চাইতে অপেক্ষাকৃত দৃশ্যমান বর্ডার রয়েছে। ১৮১ গ্রাম ওজনের ফোনটাকে আপনার কিছুটা ভারী মনে হতে পারে তবে এটা মুলত এর মেটাল বডি এবং হেভি ব্যাটারির জন্য হয়েছে।
ফোনের ডান দিকে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন যেটা বাইরের দিকে সামান্য বাড়ানো। একেবারে টপে রেডমি নোট স্মার্টফোনের মতই IR emitter রয়েছে। ফোনের বটমে রয়েছে ৩.৫ এমএম হেডফোন সকেট, মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার গ্রিল।
বেশ কয়েকটি রঙে পাওয়া যাবে রেডমি নোট ৫ প্রো, এগুলো হলঃ ব্ল্যাক, শেম্পেন গোল্ড, রোজ গোল্ড, লেক ব্লু।
এত কিছু ভালোর মধ্যে এখানে আপনার জন্য রয়েছে ছোট্ট একটু হতাশা। কারণ এই ফোনে টাইপ সি পোর্ট (Type-C port) নেই। বাম দিকে রয়েছে হাইব্রিড ডূয়াল সিম কার্ড স্লট যার দুটিতেই ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে অথবা ২য় টিতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।
ডিসপ্লে
৫.৯৯ ইঞ্চির ডিসপ্লেটি ফুল এইচডি এবং রেজুলেশন যেটা সাধারন ফুল এইচডি ডিসপ্লের চেয়ে তুলনামুলক বেশি চওড়া। শাওমি তার এই ফোনে ৪৫০ নিটের সর্বোচ্চ ব্রাইটনেস দিয়েছে এর অর্থ হল রেডমি নোট ৫ প্রো এর ডিসপ্লে সরাসরি সূর্যের আলোর নিচেও খুব ভালোভাবেই কাজ করতে থাকবে। এতে স্ক্রিন প্রটেকশনের জন্য গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। শাওমি সাধারনত অন-স্ক্রিন নেভিগেশন বাটন দিয়ে থাকে, তবে এটায় কোন ক্যাপাসিটিভ বাটন নেই। স্ক্রিনের উপরে রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, একটি ডিফিউজড সেলিফি ফ্লাশ, ইয়ারপিস এবং সেন্সর।
ক্যামেরা
শাওমি রেডমি নোট ৫ প্রো এর অন্যতম সেরা আকর্ষণ হল এর ক্যামেরা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে এর সত্যতা জানা যায়। ১২ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরার সেন্সরে রয়েছে ১.২৫ Micron pixels এবং একটি f/2.2 এপেচার। অপর ৫ মেগাপিক্সেল ক্যামেরার কাজ হল পোট্রেট মোড ইফেক্টকে আরো বেটার করা।
ফ্রন্টের ২০ মেগাপিক্সেল সেন্সর দিনের আলোয় বেশ ভালো সেলফি ক্যাপচার করে, যদিও কড়া রোদে HDR খুব একটা ইফেকটিভ না। প্র্যাকটিস করলে ডেপথ মোড খুব ভালো কাজ করে। টেষ্ট শটগুলিতে বেশিরভাগ ব্যাকগ্রাউন্ডেই দাগ/অস্পস্টতা দূর করতে পেরেছে। এখানে একটি সেলফি লাইটও আছে যেটা লো লাইটে হোয়াইট ব্যালান্স করবে। প্রয়োজনে বিউটিফিকেশন অন করতে পারেন এবং আপনার ফেসিয়াল ফিচারের কিছু অংশ মডিফাই করতে পারেন।
ব্যাটারি
৪০০০mAh ব্যাটারি আছে শাওমি রেডমি নোট ৫ প্রো ফোনে, যেটা স্বাভাবিক ভাবেই মিডিয়াম বা হেভি ইউজেও একটি পুরো দিন টিকে থাকবে। চার্জার কুইক চারজিং সাপোর্ট করবে না, তবে ফোন নিজেই সেটা করে নিতে পারবে।
পারফর্মেন্স
৪জিবি র্যামের রেডমি নোট ৫ প্রো পরীক্ষামূলক ব্যবহারের ফলাফল এসেছে দারুন চমৎকার। স্ক্রিনে কিছু কিছু ফিঙ্গারপ্রিন্ট এটাচ হয়ে গেলেও বডির অন্যন্য অংশে তেমন কোন ছাপ বা ময়লা ধরার বিষয়টি চোখে পড়েনি। কল রিসেপশন বেশ ভালো এবং এর স্পীকার কিছু কিছু মিডিয়া প্লেব্যাকের ক্ষেত্রে যথেষ্ট্য লাউড। ফোনটি চলেও খুব চমৎকার এমনকি গেমিং এর সময়ও স্লো হয়ে যায় না, তবে কিছুটা গরম হয়ে যায়। সব থেকে ভালো বিষয় হল অতিরিক্ত ক্যামেরার ব্যবহারেও ফোন খুব একটা বেশি গরম হয় না।
অভিমত
সামান্য কিছু বাজেট বাড়িয়ে শাউমি রেডমি নোট ৫ প্রো কেনাটা যথেষ্ট্যই লাভজনক হবে বলে আমি মনে করি। কারণ এতে আপনি পাচ্ছেন উন্নত ক্যামেরা সেট, বেটার ব্যাটারি লাইফ, এমনকি একটি শক্তিশালী প্রসেসরও। সুতরাং কাউনডাউন শুরু করে দিন, আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশেও পাওয়া যাবে শাওমির অসাধারন এই ফোন সেটটি।
বিঃ দ্রঃ এই আর্টিকেলের সকল তথ্যই ইন্টারনেট এবং শাওমির অফিসিয়াল সাইট থেকে সংগৃহীত।
Leave a Reply