এই সপ্তাহেই চায়নার সাংহাই এ শাওমি কোম্পানি তাদের নতুন স্মার্টফোন মি মিক্স ২এস এর অ্যানাউন্স করেছে। বর্তমান সময়ে শাওমি প্রায় সবার কাছেই খুবই জনপ্রিয় একটি স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। ব্র্যান্ডটি তাদের ইউজারদের কথা মাথায় রেখেই এবার বাজারে এনেছে শাওমি মি মিক্স ২এস স্মার্টফোন। তবে ফোনটির দাম তুলনামূলকভাবে একটু বেশিই হবে বলেই ধারণা করা হচ্ছে। উচ্চমান সম্পন্ন এ স্মার্টফোনটি খুব সহজেই আপনার মন কেড়ে নিতে সক্ষম হবে। তাছাড়া এই ফোন তারা তৈরি করেছে বেজেল লেস ডিসপ্লের। তাই অনায়াসেই আপনি Xiaomi Mi MIX 2S ফোনটি দেখে মুগ্ধ হয়ে যাবেন।
শাওমি মি মিক্স ২এস রিভিউ
মি মিক্স ২এস এর রিভিউ শুরু করার আগেই বলে নেওয়া ভালো যে, এই ফোনটির মূল্য কত হবে তা এখনো জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজার টাকার মত দাম পড়তে পারে। চলুন তাহলে শুরু করা যাক মি মিক্স ২এস এর রিভিউ।
মি মিক্স ২এস এর ডিসপ্লে
5.99 ইঞ্চির LED ডিসপ্লে পাওয়া যাবে শাওমি মি মিক্স ২এস স্মার্টফোনে। রয়েছে 18:9 রেশিওর 1080*2160 রেজ্যুলেশনের Full HD ডিসপ্লে যা আপনার কাছে খুবই চমৎকার লাগবে। 403 ppi density এবং 16M colors থাকায় যথেষ্ট সার্প ডিসপ্লে পাবেন এবং আপনি এই স্মার্টফোনটি থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন ডে-লাইটে। ডে-লাইটেও স্ক্রিন যথেষ্ট উজ্জ্বল থাকে এবং কনট্রাস্টও ডে-লাইটের সাথে মানিয়ে নিতে সক্ষম। তাই ডিসপ্লে নিয়ে কোনো প্রকার সমস্যা হবার কথা নয়।
ফুল এইচডি 2160p হওয়ায় আপনি এই ফোনটিতে 4K ভিডি দারুনভাবে উপভোগ করতে পারবেন। স্ক্রিন প্রটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৪ প্রটেকশন। তবে ফোনটির সব দিক বিবেচনা করে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রটেকশন দেওয়া উচিত ছিলো।
প্রসেসর
মি মিক্স ২এস এর প্রসেসর হিসেবে পাচ্ছেন Qualcomm SDM845 Snapdragon 845 2.8 GHz Octa-core প্রসেসর যা খুবই উচ্চমানের একটি প্রসেসর। জিপিইউ দেওয়া হয়েছে Adreno 630. প্রসেসরের দিক থেকে শাওমি তাদের প্রায় হ্যান্ডসেটেই স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে থাকে এবং এটিতে তারা আরো ভালোমানের প্রসেসর ব্যবহার করেছে। তাই বলা যায় তারা এইদিক দিয়েও ঘাটতি রাখেনি।
ক্যামেরা
আপনারা যদি ইতোমধ্যে শাওমি ইউজার হয়ে থাকেন, তাহলে জানেনই তারা সব সময় ভালোমানের ক্যামেরা দিয়ে থাকে। তবে যারা ছোট-খাট রকমের ফটোগ্রাফার তাদের জন্য এই ফোনটি একেবারেই বেস্ট চয়েস হতে পারে। শাওমি তাদের মি মিক্স ২এস এ মেইন ক্যামেরা/রেয়ার ক্যামেরায় Dual 12 MP (f/1.8, 1/2.55″, 1.4µm) + 12 MP (f/2.4, 1/2.9″, 1.0µm) ব্যবহার করেছে। রেয়ার ক্যামেরায় 2x অপটিক্যাল জুম, dual pixel phase detection auto focus, dual-LED dual-tone flash, 4-axis OIS ক্ষমতা রয়েছে।
রেয়ার ক্যামেরায় Geo-tagging, face detection, touch focus, panorama, HDR মোড রয়েছে এবং ভিডিও করা যাবে 720p@120fps, 1080p@30fps, 4K 2160p@30fps কোয়ালিটিতে। ফ্রন্ট বা সেলফি ক্যামেরায় 5 MP, (f/2.0, 1.4µm) ব্যবহার করা হয়েছে। ফেইস ডিটেকশনের জন্য ভালো ছবি তোলা যাবে সেলফিতে। সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে 1080p কোয়ালিটিতে। লো লাইটে উভয় ক্যামেরাতেই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। তবে সেলফি ক্যামেরা 5MP দেওয়ায় কিছুটা কম মনে হয়েছে।
র্যাম এবং স্টোরেজ
হ্যান্ডসেটটি ৩ টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটিতে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। অন্য দুটিতে যথাক্রমে 6 GB RAM এবং 128 GB/64 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। তবে কোনো মেমোরিকার্ড শ্লট দেওয়া হয়নি। যার জন্য আপনি বাড়তি স্টোরেজ ব্যবহার করতে পারবেন না। তবে ইন্টারনাল স্টোরেজ বেশি থাকায় মনে হয় না আপনার বাড়তি স্টোরেজ ব্যবহারের দরকার পড়বে।
সাউন্ড
MP3, WAV, Vibration এ্যালার্ট রয়েছে। লাউডস্পিকার রয়েছে। Active noise cancellation দেওয়া হয়েছে তবে হ্যান্ডসেটটিতে 3.5 mm headphone jack দেওয়া হয়নি। তার বদলে USB-C headphone adapter দেওয়া হয়েছে 3.5 mm headphone jack এর জন্য।
কানেকটিভিটি:
Wi-Fi 802.11 a/b/g/n/ac, wi-fi direct, dual-band, hotspot, 5.0 bluetooth, A2DP, LE রয়েছে। জিপিএস এ A-GPS, Glonass, BDS দেওয়া হয়েছে। NFC দেওয়া হয়েছে। Dual Nano Sim সাপোর্টেড। ইউএসবি 2.0, Type-C 1.0 Reversible Connector দেওয়া হয়েছে কিন্তু FM Radio দেওয়া হয়নি।
অন্যান্য ফিচার
Fingerprint (rear-mounted), gyro, proximity, accelerometer, compass সেন্সর দেওয়া হয়েছে হ্যান্ডসেটটিতে। নেটওয়ার্ক প্রযুক্তিতে রয়েছে GSM/HSPA/CDMA/EVDO/3G/4G. মেসেজিং এর ক্ষেত্রে SMS, MMS, Push EMAIL, EMAI এবং IM রয়েছে। ব্রাউজার HTML 5 সাপোর্টেড। আরো রয়েছে ফাস্ট চার্জিং 3.0 (9V/2A Fast charging), Qi Wireless Charging, Photo/Video Editor, Document Viewer.
ব্যাটারি এবং হ্যান্ডসেট কালার
সেটটিতে থাকছে নন-রিমুভেবল ৩৪০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। তবে ব্যাটারির ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে হ্যান্ডসেটটিতে। যারা অনেক বেশি সময় নিয়ে ফোন ইউজ করেন, তাদের জন্য এটা খুবই খারাপ খবর। স্ক্রিন অন টাইমে প্রায় ৫ ঘন্টা ১১ মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। তাদেরকে ব্যাটারি আরো বাড়ানো উচিত ছিলো। ফোনটি দুইটি কালারে পাওয়া যাবে। একটি কালো আর অন্যটি সাদা।
সর্বশেষে সংক্ষিপ্ত স্পেসিফিকেশন দেখে নিন
- অপারেটিং সিস্টেম : Android v8.0 (Oreo), MIUI 9.5
- ডিসপ্লে : 5.99 Inches (1080 x 2160)p
- প্রসেসর : Qualcomm Snapdragon 845, 2.8 GHz Octa-core, Adreno 630
- ক্যামেরা মেইন : Dual 12 MP (f/1.8, 1/2.55″, 1.4µm)+12 MP (f/2.4, 1/2.9″, 1.0µm)
- ক্যামেরা ফ্রন্ট : 5 MP, (f/2.0, 1.4µm)
- র্যাম : 6 GB/8 GB
- স্টোরেজ : 256/128/64 GB
- ব্যাটারি ও কালার : Non-removable 3400 mAh Battery (Li-Ion) & Black, White
- ওজন ও আয়তন : 191 grams & 150.9*74.9*8.1 mm
শাওমি মি মিক্স ২এস স্মার্টফোনটি বর্তমান সময়ের সাথে একদমই খাপ খায়। স্ন্যাপড্রাগন৮৪৫ প্রসেসর এবং ৬জিবি/৮ জিবি র্যামের সাথে ৬৪/১২৮ এবং ২৫৬জিবি স্টোরেজ সুবিধা সত্যিই দুর্দান্ত। যারা র্যাম এবং একই সাথে স্টোরেজ সমস্যায় সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য এই স্মার্টফোনটি দারুনভাবে কাজে আসবে। তবে ব্যাটারি ব্যাকআপ সত্যিই হতাশাজনক একটা বিষয়।
Leave a Reply