সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিভিশনে একবার মজা করে বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে তার সময়কাল শেষ হওয়ার পর তিনি যেন চাকরি করে খেতে পারেন সেজন্য লিংকডইন এ অ্যাকাউন্ট খুলেছেন! অর্থাৎ এখানে তিনি লিংকডইন ব্যবহার করে চাকরি পাওয়ার কথাই বুঝিয়েছিলেন। গতো কয়েক বছর যাবত লিংকডইন এর গুরুত্ব আসলে এমনই।
সারা পৃথিবী পেশাগত নেটওয়ার্কিং এর সমার্থক শব্দ এখন লিংকডইন। পৃথিবী জুড়ে সাড়ে ৩০ কোটির বেশি পেশাজীবী মানুষের এক বিশাল মিলন মেলা এটি। যে ওয়েবসাইটটি শুধুমাত্র পেশাগত যোগাযোগের জন্যই বিশেষভাবে তৈরী করা হয়েছে। Jobvite এর এক সার্ভে অনুযায়ী বর্তমানে পৃথিবীর ৮৭ শতাংশ প্রতিষ্ঠান তাদের কর্মী নিয়োগের জন্য লিংকডইন ব্যবহার করে থাকে।
তাই লিংকডইন ব্যবহার করে চাকরি খোঁজা এবং পাওয়ার চেষ্টা করা, কর্মজীবনে প্রবেশের জন্য খুবই দারুণ একটি পদক্ষেপ।
তবে ক্রম বর্ধমান এই নেটওয়ার্কে বিপুল সংখ্যক মানুষের স্রোতে যেন হারিয়ে না যান, সে কারণে অন্যদের থেকে এগিয়ে থাকা খুবই জরুরী। লিংকডইন দিয়ে চাকরি প্রাপ্তির জন্য সে-রকম কিছু বিষয় চলুন এখনই জেনে নেওয়া যাক!
লিংকডইন ব্যবহার করে চাকরি পাওয়ার উপায়
লিংকডইন সম্পর্কে ভালো করে জানুন
শুরুতেই লিংকডইন বিষয়টি আসলে কী, সে সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া দরকার। আসলে জীবনের সব ক্ষেত্রেই কথাটি সত্যি। যে কাজটি করতে চলেছেন, সেটি সম্পর্কে যদি ভালোভাবে না জানেন, তাহলে বেশি দূর আগানো আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে।
ফেসবুক বা টুইটার অনেকটা একই রকম হলেও লিংকডইন এ রয়েছে বেশ কিছু ভিন্নতা। ফেসবুকে পারসোনাল প্রোফাইলের পাশাপাশি বিজনেস প্রোফাইল বা পেজও রয়েছে এখন এবং ফেসবুক ব্যবহার করে চাকরি পাবার উপায় ফেসবুক নিজেই আমাদের জন্যে সৃষ্টি করে দিয়েছে।
তবু, ফেসবুক বা টুইটার কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে চাকরির ব্যাপারে লিংকডইন এর পার্থক্য কী, লিংকডইন কেন ব্যবহার করা হয়, কিভাবে সেটিকে ব্যবহার করলে আরও বেশি ইফেক্টিভ হয় সেগুলো সম্পর্কে শুরুতেই সঠিকভাবে জানুন।
সুন্দর একটি প্রোফাইল তৈরী করুন
প্রথমেই জেনে নিন যে ১১টি কারণে আপনার লিংকডইন ব্যবহার করা উচিৎ। এরপর, সুন্দর রুচিশীল একটি প্রোফাইল যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমেই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। একদম সিভির মতো করে নির্ভুল তথ্য দিয়ে প্রোফাইলটি সাজান।
যে সব বিষয়ে আপনি দক্ষ সেগুলো স্পষ্টভাবে উল্লেখ করুন। যদি পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থাকে, সেটিও লিখে ফেলুন। একদম সিভির মতো করে নিজের যোগ্যতা এবং অন্যান্য দরকারী তথ্য দিয়ে লিংকডইন প্রোফাইলটি সুন্দর করে সাজিয়ে ফেলুন। আর অবশ্যই নিজের একটি সুন্দর স্বাভাবিক একটি প্রোফাইল ছবি দিন।
সিম্পল ও আকর্ষণীয় একটি হেডলাইন দিন
নাম শুনেই হয়ত বুঝতে পারছেন এটির গুরুত্ব কেমন হতে পারে! সম্পূর্ণ প্রোফাইলের প্রতিনিধিত্ব করবে এখানে লেখা লাইনটি। কেউ যখন আপনার নাম লিখে লিংকডইনে সার্চ দিবে, তখন আপনার নামে ঠিক নিচের আপনার এই লাইনটি দেখাবে।
চাকরিজীবী যারা, তারা সাধারণত এই জায়গাটিতে নিজেদের পদবী ও প্রতিষ্ঠানের নাম লিখে থাকেন, তবে চাকরি প্রার্থীদের জন্য এরকম কোন পরিচয় না দেওয়াই ভালো।
ধরুন, আপনি কোথায় পড়াশোনা করেছেন বা কী করেছেন সেটি না দিয়ে যদি লিখেন, “ওয়েব ডেভেলপে আমার দক্ষতা রয়েছে। ভালো চাকরির সন্ধান করছি।” তাহলে সেটা বেশি আকর্ষণীয় হবে। তবে নিজের দক্ষতা আর প্রয়োজনের কথাটি হেডলাইনে লেখার সময় অবশ্যই ইংরেজিতে লিখবেন।
নিজের উপস্থিতি জানান দিন
এই মুহূর্তে আপনার যদি কোন চাকরি না থেকে থাকে, তাহলে নিজেকে গুরুত্বহীন বলে মনে হতে পারে। আপনি সবার কাছে অদৃশ্য এই ভাবনা আসা স্বাভাবিক। লিংকডইন এ এই সমস্যা থেকে মুক্তি পাবার চমৎকার একটি উপায় হচ্ছে, লিংকডইন গ্রুপ!
২০ লক্ষাধিক গ্রুপের মধ্য থেকে আপনার পছন্দের চাকরি ধরণ বা প্রতিষ্ঠানের ধরণ বা আপনার যোগ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু গ্রুপে আজকেই জয়েন করে ফেলুন।
সেখানে আপনি নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সাথে সাথে জানতে পারবেন নতুন সব তথ্য হাজারও রকম আলোচনা থেকে। এভাবে নিজের উপস্থিতিটুকু তুলে ধরতে পারবেন সবার সামনে।
চমৎকার একটি নেটওয়ার্ক তৈরী করুন
বলা হয়ে থাকে, লিংকডইন প্রোফাইলের সফলতা পেতে হলে অন্তত ৫০ জন মানুষের সাথে কানেক্ট থাকা জরুরী। এর বেশি যত মানুষের সাথে সম্পর্ক তৈরী করতে পারবেন, তত বেশি চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যাবে। কারণ অনেক সময় দেখা যায়, কোন প্রতিষ্ঠানে একটি বা দুইটি পদ খালি হওয়ার কারণে তারা আর চাকরির জন্য সরাসরি বিজ্ঞপ্তি দেওয়ার ঝামেলায় যায় না, তাদের কর্মীদের চেনাজানা মানুষের মধ্য থেকে কয়েকজনকে যাচাই করে চাকরি দিয়ে দেয়।
সেক্ষেত্রে আপনার যদি ওই কোম্পানির সিনিয়র কোন কর্মীর সাথে লিংকডইনের মাধ্যমে একটি ভালো যোগাযোগ থাকে, তাহলে সে আপনার জন্য সুপারিশ করতেই পারেন। কারণ, তিনি আপনার প্রোফাইল থেকে আপনার স্কিল এবং এক্সপেরিয়েন্স সম্পর্কে অবহিত আছেন। তাই যতটা পারুন নেটওয়ার্ক গড়ে তুলুন।
পছন্দের প্রতিষ্ঠানকে ফলো করুন
কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের আসল পেজকে লিংকডইন এ খুঁজে বের করা একেবারেই সহজ। তাই, যে সব প্রতিষ্ঠানে আপনার কাজ করা ইচ্ছে রয়েছে, সে সব প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরী করে আজকে থেকেই ফলো করুন।
এতে তাদের কার্যক্রম ও কর্মী নিয়োগের খবরগুলো জানতে পারবেন সাথে সাথে। চাকরি খোঁজার ক্ষেত্রে সব সময়ের জন্যই এটি একটি কার্যকরী টিপস।
ব্যবহার করতে পারেন লিংকডইন এর প্রিমিয়াম ক্যারিয়ার ফিচার
লিংকডইন মূলত ফ্রিতেই ব্যবহার করা যায়। তবে চাকরির বাজারে এখন কোন বিষয়ে দক্ষ লোকের চাহিদা বেশি, আপনার প্রোফাইল কে কখন দেখছে, কোন চাকরীতে আপনার প্রতিযোগীর সংখ্যা কত, এরকম সব দারুণ সুবিধা রয়েছে প্রিমিয়াম ক্যারিয়ারে।
প্রিমিয়াম ক্যারিয়ার ফিচার আপনাকে চাকরি প্রাপ্তি সম্ভাবনাকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে। আর এ-সব সুবিধাগুলো পেতে হলে মাসে আপনাকে ২৫০০ টাকার মতো খরচ করতে হবে। তবে প্রথম মাসে এই সুবিধাগুলোও ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
এ সময়ে ভালো একটি চাকরি পাওয়া আসলেই অনেক কঠিন। তবে যদি লিংকডইন ব্যবহার করে চাকরি পেতে চান, তাহলে অন্তত পক্ষে ছুটোছুটি যন্ত্রণাটুকু থেকে রেহাই পাবেন। প্রয়োজন শুধু একটুখানি ধৈর্য, আপনার সফলতা কামনা করছি।
Leave a Reply