ইন্টারনেট ব্যবহার করে কিন্তু গুগল ব্যবহার করে না, এমন মানুষ পাওয়া দুষ্কর। গুগলে প্রতি সেকেন্ডে ৭৫,৩৫৬ জন মানুষ সার্চ করে এবং প্রতিদিন সার্চ করে ৩.৫ বিলিয়ন লোক। আর এই লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন কারণে প্রতিদিন গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে। আপনার যদি গুগল সার্চ টিপস এবং ট্রিকস জানা থাকে, তবে আপনি আপনার প্রয়োজনীয় বিষয়টি খুব সহজেই খুঁজে পাবেন।
আপনি নিশ্চয়ই জানেন, সার্চ ইঞ্জিন কি ও এটি কিভাবে কাজ করে। যদি না জেনে থাকেন, তো নীল রঙের লিংকে ক্লিক করে জেনে আসতে পারেন। আসলে মানুষের জানার শেষ নেই, প্রতিনিয়তই আমাদেরকে জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। যে কোন বিষয় সম্পর্কে একটু আধটু নয়, বরং বিস্তারিত জেনে রাখা ভাল।
যাইহোক, সার্চ ইঞ্জিন নিয়ে লেখাটিতে আপনি আরো জেনেছেন যে, গুগল ছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। তবে, পৃথিবীর অধিকাংশ ইন্টারনেট ইউজারই কোন কিছু খুঁজে পেতে গুগল সার্চ ইঞ্জিনই ব্যবহার করে থাকেন। শিক্ষার্থীরা পড়া লেখার টপিক খোঁজার জন্য, কেউ গবেষণার জন্য, কেউ বিনোদনের জন্য আবার কেউ ডাউনলোড ফাইল খোঁজার জন্য গুগল ব্যবহার করে।
প্রতিদিন এত মানুষ গুগলে সার্চ করলেও, খুব কম মানুষ তার কাঙ্ক্ষিত তথ্য গুগলে খুঁজে পায়। কারণ অধিকাংশ মানুষ গুগলে সার্চ করার কৌশল সম্পর্কে অনভিজ্ঞ।
তবে এই লেখা পড়ার পর আপনাকে আর গুগলে সার্চ দিয়ে হতাশ হতে হবে না। এখানে আমি গুগলে সার্চ ইঞ্জিনের জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো টিপস এবং ট্রিকস শেয়ার করব।
গুগল সার্চ টিপস এবং ট্রিকস
১. উদ্ধৃতি চিহ্ন ব্যবহার
গুগল সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম এমনভাবে তৈরি করা, আপনি ভুল শব্দ লিখলেও এটি আপনাকে সঠিক ফলাফল প্রদর্শন করবে। তবে আপনি যদি উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করেন, তবে কাঙ্ক্ষিত তথ্য খুব সহজেই পাবেন।
আপনি যদি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ সম্ভাবণা ও রিস্ক সম্পর্কে জানতে চান তবে গুগল সার্চ অপশনে উদ্ধৃতি চিহ্ন দিয়ে লিখুন যেমন:
“আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ সম্ভাবণা ও রিস্ক”
২. সুনির্দিষ্ট তথ্য পেতে – চিহ্ন ব্যবহার
ধরুন আপনি শুধু আইফোনের বেস্ট অ্যাপগুলো দেখতে চাচ্ছেন। তাহলে সার্চ অপশনে লিখুন:
best app -android
এই ভাবে সার্চ করলে অ্যান্ড্রয়েডের সম্পর্কিত কোন অ্যাপ বা লেখা দেখাবে না। বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখুন।
৩. নিদিষ্ট ওয়েবসাইটের তথ্য পেতে
অনেক সময় আমাদের ওয়েবসাইটের নাম জানা থাকে, কিন্তু ওয়েবসাইটের কোথায় কোন তথ্য আছে, এটা খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি একটি নির্দিষ্ট সাইট থেকে তথ্য পেতে চান, যেমন আপনি hoicoibangla সাইটের শুধু হ্যাকিং সম্পর্কিত আর্টিকেল গুলো পেতে চান। তাহলে সার্চ অপশনে লিখুন:
হ্যাকিং site:hoicoibangla.com
৪. নিদিষ্ট শিরোনামের তথ্য পেতে
ধরুন, আপনি শুধু মোবাইল আসক্তি থেকে মুক্তি পাবার ১৫টি উপায় এই শিরোনামের লেখা চাচ্ছেন। তাহলে লিখুন:
allintitle:মোবাইল আসক্তি থেকে মুক্তি পাবার ১৫টি উপায়
৫. নিদিষ্ট ফাইল ডাউনলোডের ক্ষেত্রে
সাধারণত তথ্য পাওয়ার পাশাপাশি আমরা অধিকাংশ মানুষ গুগলে বিভিন্ন ফাইল ডাউনলোডের জন্য সার্চ করে থাকি। আর ফাইল ডাউনলোড করতে গেলে বেশীরভাগ সময় ভোগান্তিতে পরতে হয়।
তবে আপনার যদি ভিডিও, অডিও, ই বুক কিংবা অ্যাপ ডাউনলোডের প্রয়োজন পড়ে, তাহলে গুগলে ফাইল টাইপ নির্দিষ্ট করে দিন। যেমন:
file:pdf The Da Vinci Code
এই ভাবে আপনি ফাইল টাইপ নির্দিষ্ট করে দিয়ে, যেকোন কিছু ডাউনলোড করতে পারবেন।
৬. গুগল টুলস এবং সেটিংসের ব্যবহার
গুগল সার্চ ইঞ্জিনের চমৎকার দুইটি ফিচার হল টুলস এবং সেটিংস। টুলসের মাধ্যমে আপনি আপনার সার্চ রেজাল্টের সময় নির্ধারণ করে দিতে পারবেন। যদি আপনি শুধু আজকের অর্থনীতির খবর জানতে চান। তবে গুগল সার্চে আপনি অর্থনীতি লিখে, সময় নির্ধারণ করে দিন। তাহলে শুধুমাত্র আজকের দিনের অর্থনীতির খবরগুলো গুগলে আসবে।
সেটিংস ব্যবহার করে আপনি আপনার সার্চ রেজাল্টকে নিয়ন্ত্রণ করতে পারবেন। গুগল সার্চ ইঞ্জিনের সেটিংস ব্যবহার করে যেসব কাজ করতে পারবেন:
- সেফ সার্চ অপশন চালু করা
- একটি পেজে কতটি রেজাল্ট দেখাবে তা নির্ধারণ করা
- দেশ নির্ধারণ করা
- ভাষা নির্ধারণ করা
- সময় নির্ধারণ করা
- ফাইল টাইপ নির্ধারণ করা
- যেকোন কিছু ফিল্টার করা
শেষ কথা
উপরে উল্লেখিত সার্চ কৌশল গুলো আপনি পড়ার পাশাপাশি আপনার নিজের মোবাইল বা কম্পিউটারের গুগল সার্চ ইঞ্জিনে প্রয়োগ করে দেখতে পারেন। আর এখন থেকে এই কৌশলগুলো প্রয়োগ করে, সার্চ করার চেষ্টা করতে থাকুন।
Leave a Reply