বর্তমান সময়ে কম্পিউটার, স্মার্টফোন অথবা ওয়েবসাইট ব্যবহার করে না, এ রকম মানুষ পাওয়া সত্যিকার অর্থেই দুষ্কর। কম্পিউটারে বা স্মার্টফোনে আমরা অনেকেই অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করি। আমরা হয়তো জানি অনেক সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করতে অর্থের প্রয়োজন হয় কিন্তু অনলাইনে এমন কিছু ওয়েবসাইট আছে ঐসব সফটওয়্যারের সেবাগুলো ফ্রিতে দিয়ে থাকে। এই সব ওয়েবসাইটের মাধ্যমে সহজেই অনেক কাজের সমাধান করা যায়।
যে ৫টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট প্রত্যেকের জানা থাকা জরুরি
আপনি হয়তো এই সব ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে সার্চ করার মাধ্যমে খুঁজে পেতে পারেন। তবে আজকে আমি ইন্টারনেট দুনিয়ায় খুঁজে এই রকম গুরুত্বপূর্ণ ৫টি ওয়েব সাইট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ৫টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার কাজ খুবই স্মার্টভাবে সমাধান করতে পারবেন এবং সেই সাথে আপনার মূল্যবান সময় বাঁচাতে পারবেন।
FireFox Sender
ইন্টারনেটে ফাইল আদান-প্রদানের জন্য আমরা সাধারনত Google Drive, Microsoft Onedrive ইত্যাদি মাধ্যম ব্যবহার করি। আর এই সবগুলো মাধ্যম ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই উক্ত মাধ্যমে সাইন আপ করতে হয় কিংবা সাইন আপ করা থাকলে আবার লগইন করতে হয়।
অনেক সময় আমাদের একটি ফাইল পাঠানোর প্রয়োজন পড়ে, তখন আসলে লগইন করা বা সাইন আপ করা অনেক সময়ের ব্যপার এবং বিরক্তিকর। তবে, এ বিরক্তি থেকে আপনি খুব সহজেই পরিত্রাণ পেতে পারেন FireFox Sender এর মাধ্যমে। এর মাধ্যমে লগইন কিংবা সাইন আপ ছাড়াই খুব সহজে আপনি যে কাউকে আপনার কাঙ্খিত ফাইল পাঠাতে পারবেন।
উক্ত সাইটে আপনার ফাইলটি আপলোড এরপর আপনাকে একটি লিংক দিয়ে দিবে। এই লিংক আপনার বন্ধুকে বা আপনি যাকে পাঠাতে চান তাকে দিলে, লিংকে ক্লিক করার মাধ্যমে সে ফাইলটি ডাউনলোড করতে পারবে। আপনি চাইলে লিংকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন এবং ফাইলটি ২৪ ঘন্টা পর স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটের সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে ফলে আর নিরাপত্তারও কোনো ঝুঁকি থাকছে না।
Virus Total
ভাইরাসের ব্যাপারে প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীকে সতর্ক থাকতে হয়। আর ভাইরাস থেকে মুক্তির জন্য অনেকেই টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কিনে রাখেন নিজের কম্পিউটারের নিরাপত্তার জন্য। তবে আমরা যদি একটু সতর্ক থাকি, তাহলে খুব সহজে ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। সফটওয়্যার ইনস্টলেশনের সময় আমরা যদি সফটওয়ারটি ভাইরাস যুক্ত কিনা যাচাই করে নেই, তাহলে অন্তত কিছুটা হলেও ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।
কোন ধরনের অ্যান্টিভাইরাস ইন্সটল এবং অর্থ ব্যয় না করে খুব সহজেই আপনি আপনার সফ্টওয়ারটি ভাইরাসযুক্ত কিনা যাচাই করতে পারবেন Virustotal ওয়েবসাইটের মাধ্যমে। এ ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিশ্বের বিখ্যাত সব অ্যান্টিভাইরাস দিয়ে আপনার সফটওয়্যারটি বা ফাইলটি যাচাই করতে পারবেন।
Temp Mail
গড়ে একটি অফিস কর্মী প্রতিদিন ১২১টি ইমেইল গ্রহন করে এবং প্রায় ৪০টি ব্যবসায়িক ইমেইল পাঠায়। আর বিশ্বে প্রতিদিন প্রায় ২৬৯ বিলিয়ন ইমেইল পাঠানো হয়। বুঝতেই পারছেন কি পরিমান ইমেইল দৈনিক পাঠানো হচ্ছে। অনেক সময় অনেক সাইটের সাইনআপ এর জন্য আমাদের ইমেইল প্রয়োজন হয়। কিন্তু এসব সাইটে সাইন আপ এর ফলে ইমেইলে অসংখ্য জাঙ্ক এবং স্প্যাম মেইল আসে।
এ-সব সমস্যা আপনি এড়াতে পারেন Temp Mail ওয়েবসাইটের মাধ্যমে। এই সাইট আপনাকে সাময়িক সময়ের জন্য একটি ইমেইল দিবে এবং ইমেইল এর মাধ্যমে আপনি ইমেইল এর যাবতীয় কাজ করতে পারবেন।
Zamzar
আমাদের অনেক সময় ফাইল কনভার্টের প্রয়োজন হয়। আর এ কনভার্ট এর জন্য প্রয়োজন হয় সফটওয়্যার ইন্সটলের। Zamzar ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফাইলকে যে-কোন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। অডিও ফাইল, ভিডিও ফাইল, টেক্সট ফাইল, যে কোন ফাইলকে আপনি কনভার্ট করতে পারবেন।
Let’s Enhance
একটি কম রেজুলেশনের ছবিকে হাই রেজুলেশন এ কনভার্ট করতে আমরা অনেকেই বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি । কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না এই কাজটা আমরা খুব সহজেই Let’s Enhance ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি।
এ সাইটটি ব্যবহার করতে আপনার কোন ধরনের ছবি এডিটিং এর জ্ঞান থাকার প্রয়োজন নেই। শুধু আপলোড করবেন এবং Quality সিলেক্ট করে দিবেন এবং ডাউনলোড করবেন।
শেষ কথা
আশাকরি সকলেই ৫টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সম্পর্কে জেনে গিয়েছেন। তাহলে আর দেরি কেন এখনই ওয়েবসাইটগুলো ব্যবহার শুরু করে দিন অথবা বুকমার্ক করে রাখুন এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দিন।
Leave a Reply