আমাদের বাঙ্গালিদের মধ্যে জার্মান, ইটালি, ফ্রান্স সহ অন্যান্য দেশের সাপোর্টার থাকলেও, ব্রাজিল – আর্জেন্টিনার সাপোর্টারের সংখ্যা বা ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে উত্তেজনা অন্য সব দেশের চেয়ে অনেক বেশি। আর এই জন্যেই আজকের এই পোস্টটায় আলোচনা করব এমন কয়েকটা টপিকে, যে ৫টি ক্ষেত্রে ব্রাজিলই সবার উপরে।
পাঁচবার বিশ্বকাপ জয়ী, মিশন হেক্সার টার্গেটে খেলতে নামা ব্রাজিল যে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে সবচেয়ে উপরে, এ ব্যাপারটা সকলেরই জানা। কিন্তু, সেটা ছাড়াও, বিশ্বকাপের আরও কিছু ক্ষেত্রে এখন পর্যন্ত ব্রাজিলই সবার উপরে। আর এখানে ব্যবহার হওয়া বেশির ভাগ তথ্যই ফিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেয়া।
যে ৫টি ক্ষেত্রে ব্রাজিলই সবার উপরে
একটা কথা বলে নেই। এই পোস্টটা পড়ে আর্জেন্টিনা ফ্যানদের আসলে দুঃখ পাওয়ার কারণ নেই। কারণ, সামনের পর্বেই আর্জেন্টিনার বিশ্বকাপ রেকর্ড নিয়ে লিখব ইনশাআল্লাহ। আর এখানে যে-সব তথ্য দিয়েছি তার কোনটিই আমার মনগড়া কিংবা কোন ফেইক সোর্স থেকে নেয়া নয়, বরং সব তথ্যই ফিফার অফিসিয়াল ওয়েবসাইটের।
তো, চলুন, কথা না বাড়িয়ে বরং জেনে নেই সেই সকল ক্ষেত্র সম্পর্কে যেগুলোতে ব্রাজিলই সবার উপরে।
১) বিশ্বকাপ জয়ঃ
এই পয়েন্টটা নিয়ে আসলে খুব বেশি আলোচনার কিছু নাই। আমরা সবাই জানি যে সর্বোচ্চ বিশ্বকাপ জয়ের রেকর্ড ব্রাজিলের। এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক (৫) বার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ এই পাঁচ বারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে এখন পর্যন্ত সর্বাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ব্রাজিলেরই দখলে।
২) সর্বাধিক গোলঃ
বিশ্বকাপ দল হিসেবে সর্বাধিক গোলের রেকর্ডও কিন্তু এই ব্রাজিলেরই দখলে। বিশ্বকাপের শুরুতে রেকর্ডটা ছিল জার্মানির দখলে। কিন্তু, ম্যাক্সিকোর সাথে গত ম্যাচে ২ গোল দেয়ার পর এই পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিলের মোট গোল সংখ্যা ২২৮, যা কোন দলের পক্ষে বিশ্বকাপে সর্বাধিক গোল। ২২৬টি গোল দিয়ে দ্বিতীয় অবস্থানে জার্মানি।
৩) সর্বাধিক ম্যাচ জয়ঃ
বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ডটাও ব্রাজিলেরই। গত ম্যাচে ম্যাক্সিকোকে হারানোর পর, এই পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিলের মোট ম্যাচ জয় ৭৩টি। যেখানে ৬৭ ম্যাচ জয় করে দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি। ৪৫টি ম্যাচ জিতে তৃতীয় অবস্থানে ইটালি। আর, ৪৩টি ম্যাচ জিতে চতুর্থ অবস্থানে রয়েছে আর্জেন্টিনা।
৪) সর্বাধিক দর্শকসম্পন্ন ম্যাচঃ
ফিফায় সর্বাধিক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটি হল, ১৯৫০ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি, যেটা অনুষ্ঠিত হয় ব্রাজিলে। আর ম্যাচটি খেলেছিলও ব্রাজিল। প্রতিপক্ষ হিসেবে ছিল উরুগুয়ে। যদিও, দুর্ভাগ্যজনকভাবে, ১,৭৩,৮৫০ জন দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত সেই ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয় ব্রাজিল।
৫) সর্বাধিক বার বিশ্বকাপে পার্টিসিপেশনঃ
সর্বাধিক বার বিশ্বকাপে পার্টিসিপেশনের রেকর্ডও কিন্তু ব্রাজিলেরই। মোট ২০টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ হয়েছে ব্রাজিলের। ১৮টি বিশ্বকাপে অংশগ্রহণ করে যুগ্নভাবে দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি। আর এই বিশ্বকাপে অংশ গ্রহণ করতে না পারা ইটালি। আর ১৬টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়ে তৃতীয় স্থানে আর্জেন্টিনা।
তো আর কি, বুঝতেই পারছেন এই ৫টি ক্ষেত্রে ব্রাজিলই সবার উপরে। ব্রাজিল সবার উপরে এমন কোন তথ্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সামনে আর্জেন্টিনা আর জার্মানির উপরও সেইম টপিকে আর্টিকেল লিখব। তাই, তাদের ব্যাপারে এমন কোন তথ্য থাকলেও শেয়ার করতে পারেন আমাদের সাথে। আর অবশ্যই পোস্টটা শেয়ার করে আপনার ব্রাজিল ফ্যান এবং ব্রাজিল হেটার বন্ধুদের এই তথ্যগুলো জানাতে ভুলবেন না।
Leave a Reply