কাউকে দূর থেকে ভালোবাসার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। যার মধ্যে সবচেয়ে সুন্দর অনুভূতিটা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন, তাকে কোন কিছু জানানো ছাড়াই আপনি নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যাবেন। ভালোবাসা যে শুধু পাওয়ার নাম নয়, এটি তার একটি বড় পরিচয় এবং সবার দ্বারা একাজটি করা সম্ভবও নয়। আপনি যাকে ভালোবাসেন সে কোন দিনও জানবে না যে, তাকে কেউ হৃদয়ের গভীর থেকে পছন্দ করে। এই সত্যিটা মেনে নেয়ার মত সাহস অনেকের মধ্যেই থাকে না।
তবে শুধু যে উপরের কারণগুলির কারণেই এমনটি ঘটবে তা বলা ভুল হবে। এর পিছনে একজন ব্যক্তির ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক কিছু কারণও থাকতে পারে। তবে যতগুলি কারণ অনুমান করা সম্ভব, তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রত্যাখ্যাত হওয়ার ভয়।আপনার ভালোবাসার মানুষটি যদি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে সেটি কতটা কষ্টদায়ক হতে পারে আপনার জন্য, সেই অনুমান করেই হয়তো আপনি আপনার মনের কথা জানাতে নিরুৎসাহিত হয়ে পড়েন।
দ্বিতীয় কারণটি হচ্ছে ভবিষ্যত ভাবনা। আপনি হয়তো একজন শিক্ষার্থী এবং আপনি এটি চান না যে এই মুহুর্তে এমন কোন কিছুর সাথে জড়িয়ে পড়ার মাধ্যমে আপনার পড়াশোনার ব্যঘাত ঘটুক। একই কথা চাকুরীজীবি বা অন্যান্য পেশার মানুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। নিজের ভবিষ্যত ভাবনা থেকে অনেকেই ভালোবাসার কথা গোপন রাখতে পছন্দ করেন।
তৃতীয় কারণটি হতে পারে, আপনি যে পরিবার এবং যে ধরনের সংষ্কৃতির মধ্যে বড় হয়েছেন, সেখানে এ ধরনের সম্পর্কে জড়ানোর অনুমতি নেই। তো কারণ যাই হোক না কেন, আপনি যদি আপনার আবেগ আপনার পছন্দের মানুষটি থেকে লুকিয়ে রাখতে চান, তাহলে তার উপায়গুলো চলুন জেনে নেয়া যাক।
প্রয়োজনে মিথ্যার আশ্রয় নিন:
যদি এমনই হয় যে, আপনি যে মেয়েটিকে পছন্দ করে তার সাথে প্রতিনিয়তই আপনার দেখা হয় বা আপনারা একসাথে সময় অতিবাহিত করেন, সেক্ষেত্রে আমি বলবো যে, আপনি যা করতে চাইছেন তা করা আপনার জন্য প্রায় অসম্ভব ব্যাপার। মেয়েরা আবেগ প্রকাশ বা বুঝতে পারার ব্যাপারে ছেলেদের চাইতে শতগুন এগিয়ে। আপনি যতই চেষ্টা করেন না কেন খুব বেশি দিন নিজের অনুভূতি গোপন রাখতে পারবেন না।
যদি কোনও ব্যাপারে সে আপনার সাহায্য চায়, তাহলে সম্ভব হলে তাকে সহযোগীতা করুন। এজন্য যতটা সম্ভব তার সামনে স্বাভাবিক এবং শান্ত থাকার চেষ্টা করুন। তার কোন বিষয়ে অনেক বেশি আগ্রহ দেখানো থেকে বিরত থাকুন। হঠাৎ করেই তার কথাতে চমকে যাওয়া বা তার সামনে ঘাবড়ে যাওয়া ইত্যাদি অনেক বিষয় থেকে মেয়েরা কোন ছেলে তাদের প্রতি আগ্রহী কিনা তা বুঝতে সক্ষম।
- কিছু ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা কোন না কোনভাবে আপনার অনুভূতি টের পেয়ে যাবে। এক সময় সে আপনাকে সরাসরি জিজ্ঞাসা করবে যে আপনি তাকে ভালোবাসেন কিনা বা তার প্রতি আপনার কোন আবেগ কাজ করছে কিনা। আমি জানি, এ ধরনের প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া কতটা কঠিন। কিন্তু তারপরেও আপনি যদি আপনার সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে তাকে ভদ্রভাবে না সূচক উত্তর করুন।
- আপনার যদি মিথ্যা বলতে সংকোচ বোধ হয়, তাহলে তাকে জিজ্ঞাসা করুন যে কেন তার এটি মনে হলো। তারপর তাকে আপনাদের সম্পর্কটি কেমন বা আপনার মনে এখনও তাকে নিয়ে তেমন কোন চিন্তাভাবনা নেই, সেটি বোঝানোর চেষ্টা করুন।
- একটি বিষয় না বললেই নয়, সেটি হলো যে যখন কোন মেয়ে আপনাকে সরাসরি এ ব্যাপারে প্রশ্ন করবে, তখন যদি শুধুমাত্র প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে আপনি আপনার আবেগ গোপন করে থাকেন, তাহলে অবশ্যই তাকে সত্যি কথা বলুন। কারণ, হয়তো আপনার প্রতিও তার আবেগ কাজ করছে।
অন্য কারো প্রতি নিজের আগ্রহ প্রকাশ করুন:
যদি আপনি যাকে পছন্দ করেন, তাকে কোনভাবে এটি বিশ্বাস করাতে পারেন যে আপনার অন্য কোন মেয়ের প্রতি আগ্রহ রয়েছে বা আপনি অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে আছেন, তাহলে প্রবল একটি সম্ভাবনা রয়েছে যে সে আপনার আবেগ সম্পর্কে জানতে পারবে না।
অন্য কোন মেয়ের দিকে নিজের আগ্রহ প্রকাশের মাধ্যমে আপনি সফলতার সাথেই আপনার উদ্দেশ্য সাধন করতে পারবেন। যখন আপনার অন্যান্য বন্ধুদের সাথে সময় অতিবাহিত করেন, তখন যে কোন কথার প্রসঙ্গে আপনি যাকে পছন্দ করেন তার সামনে অন্য মেয়েটির প্রশংসা করুন। আর আপনি ওই মেয়েটির প্রতি কতটা আগ্রহী তা প্রকাশ করুন। এতে আপনি যাকে ভালোবাসেন সে ভাবতে বাধ্য হবে যে তার প্রতি আপনারে কোন আগ্রহ নেই।
তবে অবশ্যই নিজের কাজটি উদ্ধারের জন্য অন্য কোন মেয়ের সাথে মিথ্যা অভিনয় করা থেকে বিরত থাকুন। প্রত্যেকটি মানুষেরই নিজস্ব আবেগ রয়েছে এবং আপনি যতটা নিজেকে মূল্যায়ন করেন ততটা অন্য একজনের আবেগেরও মূল্যায়ন করতে শিখুন।
অন্য কোন বিষয়ে একাগ্রতা নিবেশ করুন:
আপনাকে মনে রাখতে হবে আপনি যতটা অন্য কোন কাজে ব্যস্ত থাকবেন, ততটাই তার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন। এ সময়ে আপনার শখের কোন কাজ বা এমন কিছু কাজ করতে পারেন, যা আপনার করতে ভালো লাগে এবং যার পেছনে আপনাকে যথেষ্ট সময় দিতে হয়। একটি দক্ষতা অর্জনের মাধ্যমে আপনি যে শুধু আপনার উদ্দেশ্য সাধন করতে পারবেন তাই নয় বরং এটি আপনার মধ্যে যথেষ্ট সাহস ও আত্মবিশ্বাস জন্ম দেবে।
আপনার যদি মনে হয় যে আপনি যাকে ভালোবাসেন, আপনি তার যোগ্য নন, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি এই মুহুর্তে আপনার অনুভূতি গোপন করলেও সেই সময়টিতে কোন না কোন দক্ষতা অর্জনের চেষ্টা করুন। যখন আপনি দক্ষ এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, তখন আপনার মনের কথাটি তার কাছে ব্যক্ত করুন।
একটি মানুষের পক্ষে তার মনের অনুভূতিকে গোপন করার পিছনে বেশ কিছু পরিস্থিতি দায়ী থাকে। হতে পারে যে আপনি যাকে পছন্দ করেন সে হয়তো আপনারই কোন কাছের বন্ধুকে পছন্দ করে। অথবা এমনও হতে পারে যে, পূর্বে তার সাথে আপনার সম্পর্ক ছিল কিন্তু কোন কারণ বশতঃ আপনার এখন আর একসাথে নেই। কারণ যাইহোক না কেন এ ধরনের পরিস্থিতিতে আপনি যে মেয়েটিকে পছন্দ করেন, তার কাছে আপনার আবেগ অনুভূতি গোপণ রাখাটাই স্বাভাবিক ব্যাপার।
Leave a Reply