সেরা ৫টি মোবাইল ক্লিনিং অ্যাপস্ থেকে বেচে নিন আপনার পছন্দের অ্যাপস্ আর সব সময় ক্লিন রাখুন আপনার সাধের মোবাইল। মোবাইলের যত্নের উপর নির্ভর করে সেটি আপনাকে কেমন সার্ভিস দেবে। তাই কিছুটা হলেও এর যত্ন নেয়া উচিৎ। বিশেষ করে মোবাইলের ভেতরটা সব সময় ক্লিন রাখা উচিৎ।
অনেক সময় দেখবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অনেকটা স্লো কাজ করছে। একটা ফাংশন চালু হতে অনেক সময় নিচ্ছে কিংবা খামোখা হ্যাং করে বসে আছে। এর অনেক কারণের মধ্যে সবচেয়ে বড় কারণগুলো হল- ফাইল আর ফোল্ডারে অনেক অপ্রয়োজনীয় জিনিস জমে মোবাইলের স্পেস সংকট তৈরি করা।
আরো পড়ুন:
- মোবাইলে ছবি তুলুন আর ঘরে বসে আয় করুন একটি অ্যাপ দিয়ে
- ফটোগ্রাফারদের জন্য ৫টি ফ্রি ফটোগ্রাফি থিম
- আউটসোর্সিং এর জন্য সেরা ১০টি ওয়েবসাইট
আমরা যখন কোন কিছু ব্রাউজ করি, তখন ব্রাউজার সেগুলো ক্যাশ করে রাখে যাতে পরবর্তী ব্রাউজের সময় সহজেই আমাদেরকে সার্ভ করতে পারে। কিন্তু এই ক্যাশ ক্লিন করা না হলে জমতে জমতে এক সময় পাহাড় পরিমাণ হয়ে যায় আর মোবাইলকে স্লো করে দেয়। আবার আমাদের অজান্তেই অনেকগুলো প্রোগ্রাম চালু হয়ে থাকে যা মোবাইলকে স্লো করে দেয়, অনেক সময় হ্যাং করিয়ে ফেলে। এ জাতীয় নানাবিধ সমস্যা থেকে মোবাইলকে দূরে রাখার উপায় হচ্ছে মোবাইল ক্লিনিং অ্যাপস্ ব্যবহার করা।
সেরা ৫টি মোবাইল ক্লিনিং অ্যাপস্
এখানে ৫টি সেরা মোবাইল ক্লিনিং অ্যাপস্ নিয়ে আলোচনা করা হল যেখান থেকে যে কোনটি ব্যবহার করে আপনি আপনার মোবাইলের স্বাস্থ্য ভাল রাখতে পারেন। এটি আপনার মোবাইলের ডিস্ক স্পেস বাড়িয়ে দেবে, মোবাইলকে আরো দ্রুত গতি সম্পন্ন করবে। আর সবচেয়ে বড় কথা এখানকার সব অ্যাপস্ই আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন।
১. Clean Master
১৯ মিলিয়ন ভোট আর ৪.৫ স্টার রেটিং নিয়ে ক্লিন মাস্টার দখল করে আছে সবচেয়ে সেরা মোবাইল ক্লিনিং অ্যাপস্ এর অবস্থানটি। এই পাওয়ার হাউজ অ্যাপটি সব ধরণের দরকারি ফিচার নিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে সব সময় সম্পূর্ণভাবে ক্লিন করে রাখবে। এটা জাংক ফাইল ক্লিন করে, পারফর্মান্স বাড়িয়ে আপনার মোবাইলের ডাটাকে সব ধরণের ক্ষতি থেকে মুক্ত করে রাখবে।
প্রধান প্রধান ফাংশনগুলোর মধ্যে রয়েছে ক্যাশ ক্লিয়ার, খালি ফোল্ডার ক্লিনিং, ফোন এবং ব্রাউজার হিস্ট্রি ক্লিনিং। অ্যাপটির ইন্টারফেস খুবই সিম্পল যা আপনাকে অন্যান্য অ্যাপ ব্যবহারে কোন রকম অসুবিধা সৃষ্টি করে না।
২. CCleaner
হ্যাঁ, সি ক্লিনার প্রায় একই রকম আরেকটি ফ্রি মোবাইল ক্লিনিং অ্যাপস্ যা মূলত ডেস্কটপের ডিস্ক স্পেস বাড়িয়ে থাকে। ক্লিন মাস্টারের মত এটিও একটি মাল্টি ফাংশনাল অ্যাপ যা আপনার মোবাইলকে সর্বোচ্চ ক্লিনিং সুবিধা দিয়ে থাকে।
৩. Startup Manager
অনেকেই প্রয়োজনে হোক আর অপ্রয়োজনে হোক অ্যান্ডয়েড ফোনকে প্রায়ই রিবুট দিয়ে থাকেন। আর অবাক হয়ে দেখেন যে প্রক্রিয়াটা অনেক স্লো। বিশেষ করে লেটেস্ট মডেলের ফোনগুলো, যেগুলোর হার্ডওয়্যার অনেক পাওয়ারফুল, সেগুলো রিবুট নিতে অনেক সময় নেয়।
এই অ্যাপটি আপনাকে রিবুট সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান দেবে, রিবুট করার সময় স্পিড বাড়িয়ে দেবে এবং আপনার অ্যান্ড্রয়েডকে রাখবে সুরক্ষিত। অন্য সব অপারেটিং সিস্টেমের মত, রিবুট করার সময় অ্যান্ড্রয়েডকে বিশেষ কিছু অ্যাপ স্টার্ট করার জন্য কনফিগার করা যায়। এই অ্যাপটি সেক্ষেত্রেও আপনাকে সহযোগিতা করবে।
৪. Systweak Android Cleaner
সিস্টুইক অ্যান্ড্রয়েড ক্লিনার একই সাথে ফ্রি মোবাইল ক্লিনিং অ্যাপস্ এবং ব্যাটারি সেভার অ্যাপস্ হিসেবে কাজ করে। এটি শুধু আপনার মোবাইলের ক্যাশ ক্লিয়ার করে স্পিডই বাড়ায় না, সাথে সাথে আপনার মোবাইলের ব্যাটারিও সেভ করে। এটি অ্যান্ড্রয়েডের সব রকম জাংক ফাইল, ডুপ্লিকেট ফাইল, খালি ফোল্ডার, ডুপ্লিকেট কন্টাক্ট সহ সব ধরণের অপ্রয়োজনী এবং অব্যবহৃত ফিচার রিমুভ করে মোবাইলের ক্ষমতা বাড়িয়ে দেয় কয়েকগুণ।
৫. App Cache Cleaner
এই অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত ফাইল এবং ফোল্ডার স্ক্যান করে নেয়। এরপর একটা একটা করে সব অপ্রয়োজনীয় জিনিস মুছে দিয়ে মোবাইলের ভেতরটাকে একেবারে পরিস্কার করে ফেলে। ফলে, মোবাইলের স্পিড বেড়ে যায় কয়েকগুণ। এছাড়াও, আপনি ম্যানুয়ালি যে কোন সময় মোবাইলে থাকা সব ফিচার এবং ক্যাশ ক্লিয়ার করতে পারবেন একটি মাত্র ট্যাপের মাধ্যমে।
Leave a Reply