অবসর সময় বন্ধুদের সাথে খেলতে কার না ভালো লাগে। কিন্তু এখন আর আমরা চাইলেও সেই সুযোগ তেমন একটা পাই না। সারাদিন মোবাইলে একা একা গেম খেলেই সময় কাটাই। তবে, মাল্টিপ্লেয়ার মুড গেমস আমাদেরকে মাঠে না গিয়েও ঘরে বসেই বন্ধুদের সঙ্গে খেলার সুযোগ করে দেয়।
মোবাইলে একা খেলে যতটুকু আনন্দ পাই না কেনো, তারপরেও কোথায় যেনো একটা শুন্যতা থেকেই যায় আমাদের। মনে হয়, যদি এমন হতো মোবাইল দিয়েই বন্ধুদের সাথে এই গেমটা খেলতে পারতাম! এমন যদি হয় আপনার ইচ্ছা অথবা আপনি যদি চান বন্ধুদের সাথে মোবাইল দিয়েই গেম খেলবেন, তবে আপনার জন্যই আমাদের এই আয়োজন।
আমরা এখানে আপনাকে বিশ্বের সেরা কিছু অনলাইন মাল্টিপ্লেয়ার মুড গেমস এর সন্ধান দেবো। যেগুলো দিয়ে আপনি চাইলেই আপনার কোন বন্ধুদের সাথে খেলতে পারবেন। চাই সে দেশে কিংবা দেশের বাইরে ভিন্ন কোনো দেশের হোক। এর আগে আমরা মাল্টিপ্লেয়ার পিসি গেম নিয়ে আলোচনা করেছিলাম যা বন্ধুদের সাথে কম্পিউটারে খেলা যায়। এবার আমাদের আয়োজন মোবাইল গেম নিয়ে যা বন্ধুদের সঙ্গে নিয়ে একসাথে খেলা যাবে।
আমরা সাধারণত মোবাইলে গেম খেলি সময় কাটানোর জন্য। আমরা চাই আমাদের অবসর সময়টুকু যেনো একেবারেই বিষাদময় না হয়। আর এই জন্যই আমরা মোবাইল গেম এর শরনাপন্ন হই। কিন্তু যখন মোবাইল ছিলো না, কিংবা মোবাইলে গেম খেলতে জানতাম না অথবা শৈশবে কোন এক সময় যখন আমরা বিষণ্ণ হয়ে যেতাম। মন ভরে থাকতো হতাশায়, তখন আমরা আমাদের সময়টাকে একটু ভালোভাবে কাটানোর জন্য আমরা কি করতাম?
নিশ্চয়ই বন্ধুদের সাথে খেলতে যেতাম। কিন্তু সমস্যা হয়েছে এই প্রযুক্তির যুগে। প্রযুক্তি আমাদেরকে যেমন অনেক সুবিধা দিয়েছে, সবাইকে কাছে এনে দিয়েছে। তেমনি কেড়েও নিয়েছে অনেক কিছু। এখন আর চাইলেই আমরা মাঠে বন্ধুদের সাথে খেলতে যেতে পারি না।
কিন্তু এই প্রযুক্তি এখন আর বন্ধুদের সাথে খেলার কোন প্রতিবন্ধকতাও রাখেনি। হয়তো মাঠে গিয়ে খেলতে পারবেন না কিন্তু আপনি চাইলেই এখন মাঠে না গিয়েও বন্ধুদের সাথে খেলতে পারবেন। কেননা এখন এমন কিছু মোবাইল গেমস রয়েছে যেগুলো আপনি বন্ধুদের সাথে মিলে খেলতে পারবেন আপনার মোবাইল দিয়েই।
আপনাকে শুধু অনেক গেমস এর মধ্যে থেকে খুঁজে সেই সঠিক গেমটি বের করে নিতে হবে, যেটা দিয়ে আপনি বন্ধুদের সাথে খেলতে পারবেন। কিন্তু সমস্যা হলো ইন্টারনেটে হাজার হাজার গেমস এর মধ্যে আপনি সেই সঠিক গেমসটি কোথায় খুঁজে পাবেন।
তাই আপনার এই সমস্যা সমাধানের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এখানে আমরা আপনার জন্য বেছে বেছে কিছু সেরা মাল্টিপ্লেয়ার মুড গেমস এর সন্ধান দেবো। যেগুলো দিয়ে আপনি আপনার বন্ধুদের খেলতে পারবেন।
ফ্রি মাল্টিপ্লেয়ার মুড গেমস
এখানে আমরা অনলাইনে ছড়িয়ে থাকা অসংখ্য মাল্টিপ্লেয়ার মুড গেমস এর তালিকা থেকে সেরা ১০টি গেম আপনার জন্য বাচাই করেছি। আর এখানকার সব গেমই ফ্রি। চলুন, দেখে নেয়া যাক এমন ১০টি সেরা অনলাইম মালিপ্লেয়ার মুড গেমস।
Mortal Kombat X
Mortal Kombat X একটি ফাইটিং গেম। আপনি যদি থ্রিলার কোন গেম খুঁজে থাকেন আর অন্য কারো সাথে সেটা খেলে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চান, তবে এই গেমটি আপনা জন্য আদর্শ। এখানে আপনি আপনার পছন্দ মতো প্লেয়ার চয়েজ করে নিয়ে আরো তিনজন বন্ধুকে গেমটি খেলার জন্য চ্যালেঞ্জ জানাতে পারবেন।
তারপর একসাথে চারজন মিলে খেলতে খেলতে একন একটা পর্যায়ে পৌছে যাবেন, যেখানে শুধু পাবেন থ্রিলার অনুভূতি। এই গেমটির ফাইটিং হবে অনেকটা নিষ্ঠুর প্রকৃতির। আপনার কাজ শুধু মেরে ফেলা। মারতে মারতে এক সময় জিতে যাবেন আপনি।
8 Ball Pool
আপনি যদি শান্তিপ্রিয় মানুষ হোন, অ্যাকশন পছন্দ না করেন, তবে এই গেমটি খেলতে পারেন। Pool গেমকে বলা হয় ভদ্রলোকের খেলা। এখানে আপনাকে কোনরকম ঝামেলার মুখোমুখি না হয়ে শুধু শট খেলতে হবে। আর গেমটি খেলতে পারবেন খুব শান্ত পরিবেশে।
এখানে আপনি চাইলে আপনার ফেসবুক বন্ধুদের চ্যালেঞ্জ জানাতে পারেন আপনার সাথে গেমটি খেলতে। অথবা, আপনি মাল্টিপ্লেয়ার মুডে বিশ্বের যে কোন প্রান্তের মানুষের সাথেও খেলে পয়েন্ট অর্জন করতে পারবেন।
Order & Chaos 2: Redemption
অ্যান্ড্রয়েডের জন্যে সেরা কিছু অ্যাকশন গেম এর একটি হলো Order & Chaos 2: Redemption। এই গেমটিতে আপনাকে বড় বড় অদ্ভুতুড়ে প্রানিদের সাথে লড়তে হবে। যাদের সাইজ আপনার থেকে কয়েকগুন বড়। আর তাই তাদের সাথে ফাইট করা মোটেই সহজ হবে না। এটাই হলো আপনার চ্যালেঞ্জ।
কিন্তু এখানে আপনাকে অনেক শক্তিশালী একজন ফাইটার হতে হবে। এর জন্য আপনাকে দেয়া হবে কিছু চরিত্র যেগুলো থেকে আপনি নিজের চরিত্র বাছাই করে নিয়ে অনেক শক্তিশালী একজন হতে পারবেন। যা আপনার চ্যালেঞ্জ পুরণে অনেক সহায়তা করবে।
Chain Reaction
Chain Reaction এমন একটি গেম যা আপনাকে ঘন্টার পর ঘন্টা তার মধ্যে আটকে রাখতে সক্ষম। আপনি যখন এটা খেলবেন, নিজের অজান্তেই এর মধ্যে এডিক্টেট হয়ে যাবেন। এটা খুব সহজ একটি গেম কিন্তু এর রিয়েকশন অনেক বেশি। এই মজার গেমটি আপনি একসাথে আপনার ৮ বন্ধুর সাথে খেলতে পারবেন।
Fruit Ninja
এই গেমটিও বেশ মজার, তাই বিশ্বজুড়ে অনলাইন গেমারদের কাছে দারুণ জনপ্রিয়, সবাই খেলতে পছন্দ করে। আপনি যদি কোন বাচ্চার ট্যাব ও দেখেন, সেখানে দেখবেন এই টাইপের একটা গেম আছে আর কিছু থাক বা না থাক। কেনো জানেন? কারণ, এটা খেলা খুবই সহজ। দেখা যায় শুধু ভেসে আসা ফ্রুটস কাটলেই পয়েন্ট যোগ হয়।
কিন্তু এই গেমটি যদি আপনি পুরোপুরিভাবে খেলতে চান, তবে দেখবেন খেলাটা মোটেই অতটা সহজ নয়। কেননা এই গেমটা যাতে অন্যদের সাথে মিলে অনলাইনে খেলতে পারেন, সেভাবে তৈরী করা হয়েছে।
Glow Hockey
আপনি যদি ফুটবল খেলতে পছন্দ করেন, তবে Glow Hockey গেমটি আপনার জন্য আদর্শ। নামে হকি কিন্তু কেনো ফুটবলের সাথে তুলনা করলাম? সেটা বলতেছি। এই গেমটিতে রয়েছে একটি মাঠ আর দুটো গোলপোস্ট। যেমনটা হকি আর ফুটবলেও থাকে।
যেহেতু আমাদের দেশে বেশিরভাগ মানুষই হকির সাথে পরিচিত না, তাই এটাকে ফুটবল বলেও চালানো যায়। তবে আপনি যদি দুধের স্বাদ গোলে না মেটাতে চান, অর্থাৎ সত্যিকারের ফুটবলই খেলতে চান, সেরা ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফুটবল গেম থেকে বেছে নিন আপনার পছন্দেরটি।
হকি হলেও Glow Hockey ফুটবলের মতোই। এখানে আপনার কাজ হলো আপনার প্রতিপক্ষের গোলপোস্টে বল জড়ানো। এই গেমটি খেলার সময় এর প্রতিপক্ষকে আপনি চাইলেই নির্বাচন করে নিতে পারবেন। আর তারপর তার সাথে মাল্টিপ্লেয়ার মুডে খেলতে পারবেন।
GT Racing 2
রেসিং গেম ছাড়া মাল্টিপ্লেয়ার গেমস এর মজা কোথায়! রেসিং গেমের মতো অনুভূতি অন্য কোন গেমস এ থাকে না, এটা সবারই জানা। আর যখন মাল্টিপ্লেয়েরমুড গেমস এর কথা আসে তখন রেসিং গেমতো থাকবেই।
আপনি যদি রিয়েল রেসিং গেমের আনন্দ পেতে চান, তবে এই গেমটি আপনার জন্য। এর রয়েছে দারুন সাউন্ড আর গ্রাফিক্স যা আপনাকে বাস্তব রেসিংয়ের অনুভূতি দেবে। GT Racing 2 চাইলেই আপনার বন্ধুদের সাথে মিলে খেলতে পারবেন।
Shadowgun Deadzone
এই গেমটি এমন কিছু হাই কোয়ালিটির গ্রাফিক্স ব্যাবহার করা হয়েছে, যার কারণে গেমটি অন্য সব গেমস থেকে আলাদা মর্যাদা পেয়েছে। এই গেমটি আপনি আপনার এন্ড্রয়েড সিস্টেমে খেলতে পারবেন না। গেমটি খেলতে হলে আপনার লাগবে আইফোন। আইফোনের মাধ্যমে ফ্রেন্ডসদেরকে ইনিভাইট করে তাদের দেখিয়ে দিতে পারবেন কে হিরো।
Modern Combat 5: Blackout
এই গেমটি সম্পর্কে আমরা আমাদের সেরা মোবাইল গেমস এর তালিকায় দিয়েছি। এই গেমটি সম্পর্কে আর নতুন করে কি বলবো। যারা মোবাইল গেম খেলে থাকেন, তারা মোটামুটি সবাই এই গেমের সাথে পরিচিত। কেনো এটা এমন একটি গেম যার গ্রাফিক্স আর সাউন্ড আপনাকে থ্রিলার অনুভূতি দেবে। আর আপনি চাইলে এখন এটা ফ্রেন্ডসদের সাথে মিলেও খেলতে পারবেন।
N.O.V.A 3 Freedom Edition
যদি অ্যাকশনের জন্য কোন গেমকে সিলেক্ট করা হয়, তবে নিঃসন্দেহে N.O.V.A 3 Freedom Edition গেমটি অনেক উপরে থাকবে। এতে ব্যবহার করা হয়েছে বিশ্বমানের গ্রাফিক্স, যা আপনার গেম খেলার অনুভূতি ই বদলে দেবে। আপনি এই গেমটি আপনার পছন্দ মতো ৭টি মুডে খেলতে পারবেন। আর চাইলে প্রায় ১২জন অন্য প্রতিযোগিদের সাথেও খেলতে পারবেন মাল্টিপ্লেয়াত মুডে।
আমরা বিভিন্ন সাইট থেকে অনেক কষ্ট করে আপনাদের জন্য এই গেমের তালিকাটা করেছি, যাতে আপনারদের উপকারে আসে। আশা করি যেই গেমসগুলোর বর্ণনা এখানে দেয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর কাজে আসবে। আপনাদের যদি এই গেম লিস্টিটি ভালো লাগে, তবে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। এই জন্য আপনার fb এ শেয়ার করুন। যাতে করে তারাও গেমগুলো খেলতে পারে।
Leave a Reply