মোবাইলের ইন্টারন্যাল স্টোরেজে আর কতো কুলোবে বলুন? ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারছেন না মন মতো, একটা মুভি ডাউনলোড করতে পারছেন না স্পেস এর কারণে। চিন্তা নেই একটা মাইক্রো এসডি কার্ড একটা কার্যকর উপায় হতে পারে আপনার মোবাইলের স্পেস বাড়ানোর জন্য।
যদি আপনি প্রচুর পরিমাণে গান শুনতে ভালোবাসেন, ছবি তুলতে পছন্দ করেন প্রচুর পরিমানে অথবা আপনি যদি হয়ে থাকেন টিভি শো এবং সিনেমাপ্রেমী তাহলে আপনার জন্য অবশ্যই একটি ভালোমানের মাইক্রো এসডি কার্ড অথবা আমরা যেটাকে মেমোরি কার্ড বলি সেটা দরকার।
মাইক্রো এসডি কার্ড
চিন্তা নেই আজ আলোচনা করবো কিছু ভালো মানের মাইক্রো এসডি কার্ড নিয়ে, স্টোরেজ ক্যাপাসিটি এবং স্পীড এর উপর ভিত্তি করে, চলুন শুরু করা যাক।
লক্ষ্য রাখুন সাধারণ কিছু বিষয়
যখন একটি মেমোরি কার্ড কিনতে যাবেন তখন কিছু সাধারণ বিষয়ের প্রতি নজর দেওয়া প্রয়োজন যেমন- SDHC, SDXC, UHS, Class এবং A ratings। যদি আপনি শব্দগুলো শুনে অবাক হয়ে থাকেন তাহলে আপনার জন্য থাকলো সামান্য ব্যাখ্যা।
SDHC and SDXC – SDHC মানে হলো Secure Digital High Capacity এবং SDXC মানে হলো Secure Digital (e) Xtended Capacity। সাধারণ একটা বিষয় নিয়ে এই দুটার মধ্যে যে পার্থক্য সেটা হলো স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে। SDHC মাইক্রো এসডি কার্ডগুলোর ক্যাপাসিটি থাকে ৩২ জিবি পর্যন্ত। আর ৬৪ জিবি এবং এর উপরেরগুলো হয়ে থাকে SDXC . লক্ষ্য রাখার বিষয় এটা যে, যদি আপনার মোবাইলে SDXC সাপোর্টেড না থাকে তাহলে এটা কিনে কোনো লাভ হবে না। তাই মেমোরি কার্ড কেনার আগে মোবাইলের স্টোরেজ ক্যাপাসিটি দেখে নিন।
Class – আপনি হয়তো মেমোরি কার্ডের গায়ে 2, 4, 6 অথবা 10 লেখা থাকতে দেখবেন একটা গোলাকার C অক্ষরের মধ্যে। এই নাম্বারগুলো মেমোরির ক্লাস নির্দেশ করে। মেমোরি ক্লাসের মাধ্যমে মেমোরির রিড করার ক্ষমতা বুঝা যায়। যেমন 2 লেখা থাকলে মেমোরির রিড স্পীড হবে 2 MBps এবং 10 লেখা থাকলে বুঝতে হবে এর ক্ষমতা 10 MBps। উল্ল্যেখ করা প্রয়োজন যে, এর কারণে দামের ও হেরফের হয়ে থাকে।
UHS – এর মানে হলো Ultra High Speed । মেমোরির মধ্যে U চিহ্নিত দেখে কেনা উচিত।
A1 rating- ভালোমানের মাইক্রো এসডি কার্ডে আপনি A1 লেখা দেখতে পাবেন। এর মানে হলো কতো দ্রুত আপনার মেমোরিতে থাকা অ্যাপগুলো চালু হচ্ছে বা আপনার অ্যাপ পারমিশন, অডিও, গ্রাফিক্স ইত্যাদি কতো দ্রুত সম্পন্ন হচ্ছে। যদি আপনি এসব বিষয়ে একটু খুতখুতে টাইপের হন, তাহলে A1 rating দেখে কেনা ভালো।
এখন আসা যাক কিছু ভালো মানের ব্র্যান্ডের ব্যাপারে যেগুলোর ভালোমানের স্পীড সহ সুনাম রয়েছে। আপনার সুবিধার্থে আলোচনা করবো কিছু ভালো ব্র্যান্ডের মাইক্রো এসডি কার্ড নিয়ে।
Sandisk
Sandisk এর নাম হয়তো সবাই শুনে থাকবেন। এটি এমন একটি প্রথম দিককার কোম্পানি যেটি সবাইকে A1 rating এর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলো। 98 MBps পর্যন্ত ট্রান্সফার স্পীড নিয়ে থাকছে এই ব্র্যান্ডের ১৬ জিবি এবং ৩২ জিবি ওয়ালা মেমোরি কার্ডগুলো। এছাড়াও ৪০০ জিবি পর্যন্ত যে কোনো মাইক্রো এসডি কার্ডের থাকছে 100MBps ট্রান্সফার স্পীড। এটা মাইক্রো এসডি কার্ড কোম্পানিগুলোর মধ্যে প্রাচীন এবং অন্যতম, তাই নিঃসন্দেহে কিনতে পারেন Sandisk মাইক্রো এসডি কার্ড।
Samsung
সবার পরিচিত ব্র্যান্ড স্যামসাং এর ও রয়েছে মাইক্রো এসডি কার্ড যা বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে এর সহজপ্রাপ্যতা ও সুলভ মূল্যের জন্যে। The Samsung EVO Select মাইক্রো এসডি কার্ডেও থাকছে Class 10 UHS 3 যা আপনাকে দেবে ৩২ জিবি থেকে শুরু করে ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি কার্ড অপশন। এতে থাকছে ভেরাইটি অনুযায়ী 100 MBps ও 95 MBps রিড এবং রাইট স্পীড। বাংলাদেশের যে কোনো মোবাইলের দোকানেই পাওয়া যাবে স্যামসাং এর মাইক্রো এসডি।
PNY
Samsung EVO Select এর মতো PNY Elite X মাইক্রো এসডি কার্ডেও পাওয়া যাবে Class 10 UHS 3 এর মতো সুবিধা। যা আপনাকে দেবে ৩২ জিবি থেকে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ডের সুবিধা। আর এতে থাকছে 90 MBps পর্যন্ত ট্রান্সফার স্পীড। কিন্তু আপনার যদি ১২৮ জিবি মেমোরিতে না পোষায়, তাহলে Sandisk অথবা Samsung ছাড়া কোনো উপায় নেই। কারণ PNY এর ১২৮ জিবির উপর এসডি কার্ড নেই।
Transcend
এটাও একটা প্রাচীন পুরাতন নাম মেমোরি কার্ড ব্যবহার কারীদের কাছে। Transcend Premium 400x সিরিজের মাইক্রো এসডি কার্ডে চয়েজ রয়েছে ১৬ জিবি থেকে ১২৮ জিবি পর্যন্ত। এবং সাথে থাকছে Class 10 UHS 1।
এই ব্র্যান্ডের এসডি কার্ডগুলোর মধ্যে অন্য ব্র্যান্ডগুলোর মতো আল্ট্রা হাই স্পীড সুবিধা বেশি পরিমাণে নেই। এতে রয়েছে 60 MBps ট্রান্সফার স্পীড সুবিধা। আপনারা যারা এই ব্র্যান্ডের মধ্যে হাই স্পীডের মেমোরি খুঁজছেন তাদের জন্য রয়েছে Transcend Ultimate 633x সিরিজের মাইক্রো এসডি কার্ড। যাতে থাকবে Class 10 UHS 3 সুবিধা এবং রিড এবং রাইট স্পীড থাকছে 85 MBps পর্যন্ত কিন্তু এই সিরিজের মেমোরি শুধু রয়েছে ৩২ জিবি এবং ৬৪ জিবির।
তাহলে এই ছিলো কিছু ভালো ব্র্যান্ডের মাইক্রো এসডি কার্ড যেগুলো তাদের নিজস্ব অবস্থানে ইউনিক। একটি ভালো ব্র্যান্ডের ভালো মাইক্রো এসডি কার্ডে স্টোর করে রাখতে পারেন আপনার প্রিয় গুরুত্বপূর্ণ ছবি,ফাইল,ভিডিও,গান এবং সিনেমা ছাড়াও অনেক কিছু।
Redoan says
মেমোরি কার্ড বা মাইক্রো এসডি কার্ড কেনার ক্ষেত্রে দারুণ গাইডলাইন।