কোথাও বেড়াতে গিয়েছেন কিংবা বন্ধুদের সঙ্গে জম্পেশ আড্ডায় বসেছেন, হঠাৎ আনমনা হয়ে গেলেন। পাশের বন্ধু বা বান্ধবীটি জানতে চাইলো- কি হলো, কার কথা ভাবছিস! বিশেষ একজনের কথা ভাবলেও আপনি তা বলতে চাইছেন না, তাই অন্য কথা বলে দিলেন। আপনার বন্ধু বা বান্ধবীটি সেটা ধরতে পারলো না। কিন্তু ধরিয়ে দেবে যন্ত্র, একেবারে হাতে নাতে, ছবিসহ!!!
হুম, এমনই একটি ইলেকট্রোনিক ডিভাইস আবিস্কারের নেশায় পেয়ে বসেছে ড্যান নেম্রোদফ নামের একজন গবেষককে যিনি ইউনিভার্সিটি অব টরেন্টো স্কারবরোতে কর্মরত। ইতিমধ্যেই এই গবেষক পদ্ধতিটি আবিস্কার করে ফেলেছেন বলে জোর দাবি জানিয়েছেন যা ‘ইনিউরো’ নামের সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।
তার আবিস্কৃত পদ্ধতি ব্যবহার করে জানা যাবে একজন মানুষ কার কথা ভাবছে, কাকে নিয়ে চিন্তা করছে! তার এই পদ্ধতিটির নাম ইলেকট্রোএনকেফ্যালোগ্রাফি যা মানুষের মস্তিস্ক থেকে বের করে আনবে ভাবনার মানুষটির ছবি।
সায়েন্স জার্নালে বলা হয়েছে, মানুষ যখন কোনও কিছু ভাবে তখন একই সাথে মনে মনে সে জিনিসটিও দেখে আর মানুষের মস্তিস্ক সেই জিনিসটির একটা অবয়ব মেমোরিতে জমা করে রাখে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় মেন্টাল ইমপ্রেশন। আর এই ইমপ্রেশনকে ডিজিটাল পদ্ধতিতে রিক্রিয়েট করে খুব সহজেই পাওয়া যেতে পারে ভাবনায় তৈরি হওয়া ছবি।
তবে, এই পদ্ধতি ব্যবহার করে যে ইলেকট্রোনিক ডিভাইস তৈরি হবে, তা কবে নাগাদ বাজারে আসবে সে ব্যাপারে কোন নির্দিষ্ট্য কোন সময় উল্লেখ করা হয়নি ‘ইনিউরো’ জার্নালে।
Leave a Reply