সময়ের বিবর্তনের সাথে সাথে মটোরোলা তাদের ইউজারদের জন্য মটোরোলা মটো জি৬ প্লাস নিয়ে হাজির হয়েছে। স্মার্টফোনের বাজারে লেনোভোর মালিকানাধীন এই প্রতিষ্ঠান, মটোরোলা খুব জনপ্রিয় এবং পুরনো নামকরা একটি ব্রান্ড। বিশ্বের নামি দামি ব্রান্ড মোবাইলের ভিতরে মটোরোলার যথেষ্ট চাহিদা রয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী মটোরোলা Moto G6 Plus হ্যান্ডসেটটি লঞ্চ করতে চলেছে আগামী ১৯শে এপ্রিল ২০১৮। অন্যান্য সব জি সিরিজের মতই প্রায় একই সব ফাংশন থাকলেও কিছু নতুনত্ব রয়েছে এ ফোনটিতে। চলুন, দীর্ঘ প্রতীক্ষার পর রিলিজ ডেট নির্ধারিত হওয়া মটোরোলার জি সিরিজের নতুন এই হ্যান্ডসেটটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
মটোরোলা মটো জি৬ প্লাস এর প্রধান স্পেসিফিকেশন
- অপারেটিং সিস্টেম : এন্ড্রয়েট ভার্সন (৮.০) ওরিও
- ডিসপ্লে: IPS LCD ৫.৯৩ ইঞ্চি (১৯২০*১০৮০) পিক্সেল
- প্রসেসর: (2.2 GHz) কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬
- ক্যামেরা: প্রাইমারি (ডুয়েল ১৬ + ১৩ মেগাপিক্সেল), ফ্রন্ট (৮ মেগাপিক্সেল)
- র্যাম: ৪ জিবি
- স্টোরেজ: ৬৪ জিবি/২৫৬ জিবি
- ব্যাটারি: ৩৫০০ মিলি এ্যাম্পিয়ার (লিথিয়াম আয়ন)
- ফিঙ্গারপ্রিন্ট: Yes
মটো জি৬ প্লাস ডিসপ্লে
৫.৯৩ ইঞ্চির আইপিএস এলসিডি ১৯২০*১০৮০ পিক্সেলের প্রতি ইঞ্চিতে ৪০১ পিক্সেল ঘনত্বের এবং ১৬ এম কালারসের নজরকাড়া ডিসপ্লে দেওয়া হয়েছে হ্যান্ডসেটটিতে। ১৮.৯ রেশিও এবং বেজেল লেস ডিসপ্লে; সাথে স্ক্র্যাচ প্রতিরোধী কর্নিং গোরিলা গ্লাস থ্রি প্রটেকশন রয়েছে। কিন্তু বর্তমানের কথা বিবেচনা করে ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস ফাইভ প্রটেকশন দিলে ভালো হতো।
মটোরোলা কর্তৃপক্ষ ঘোষণা করেছে, মটো জি৬ প্লাস ফোনটি teal, golden,silver & indigo কালারের হবে। ফোনটিতে মাল্টি টাচ সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে আপনি পাশাপাশি দুইটি সফটওয়্যার একত্রে রান করাতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়াই।
মটো জি৬ প্লাসের প্রসেসর
প্রসেসর হিসেবে মটো জি৬ প্লাসে থাকছে ২.২ গিগাহার্জের কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬, যা হ্যান্ডসেটটিকে ভালো পারফরমেন্স দিতে সক্ষম। চিপসেট Qualcomm SDM৬৩৬ থাকছে এবং জিপিইউ দিচ্ছে Adreno ৫০৮। যার ফলে সহজেই এই মোবাইলটি হাই রেজ্যুলেশনের গেমস্ খেলার উপযোগী।
মটো জি৬ প্লাস এর ক্যামেরা
ক্যামেরা হিসেবে পিছনের ক্যামেরা (১৬ + ১৩) মেগাপিক্সেল f/২.০ এপেচার এবং ফ্রন্ট বা সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। অটোফোকাস এবং টাচ ফোকাস দেওয়া হয়েছে মটো জি৬ প্লাস ফোনটির ক্যামেরার সাথে। জিও ট্যাগিং, ফেইস সনাক্তকরণ, ডিজিটাল জুম ও অটো-HDR মোড দেওয়া হয়েছে। এমনকি, প্যানোরামা মোডও রয়েছে ফোনটিতে।
পিছনে ডুয়েল এলইডি ফ্লাশ থাকছে তবে সেলফিতে কোনো ফ্লাশ দেওয়া হয়নি। ভিডিও রেকর্ডিং করা যাবে ১০৮০পিক্সেল@৩০এফপিএস এ যা ভিডিওর জন্য যথেষ্ট। সেলফি ক্যামেরার সাহায্যে Group সেলফি তোলার জন্য রয়েছে ওয়াইড অ্যাংগেল ক্যামেরা এবং ফটোগ্রাফির জন্য রেয়ার ক্যামেরা একেবারে উপযুক্ত। মোবাইলটি দিয়ে লো লাইটেও রেয়ার ক্যামেরার সাহায্যে কোনোরূপ নয়েজ ছাড়াই ভালোমানের এবং নিখুঁত ছবি তোলা সম্ভব হবে।
মটোরোলা মটো জি৬ প্লাস এর মেমোরি
Motorola Moto G6 Plus মোবাইলটিতে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে যা মাইক্রোএসডি ব্যবহার করে সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। র্যাম বেশি থাকায় ভালো মানের গেইম খেলতে পারবেন স্মুথলি।
মটো জি৬ প্লাস সাউন্ড
Motorola Moto G6 Plus হ্যান্ডসেটটিতে লাউডস্পিকার, স্টেরিও স্পিকার এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। ফোনটির সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। অন্যান্য সব মটো জি সিরিজের মতই আরো আছে MP3, AAC, WAV, Flac player, ভাইব্রেশন সাউন্ড সিস্টেম। একটিভ নয়েজ ক্যানছেলেশন সিস্টেমও আছে।
মটো জি৬ কানেকটিভিটি
ব্লুটুথ – ৪.২, LE, EDR, A2DP, aptX. WLAN : Wi-fi ৮০২.১১ a/b/g/n, ডাইরেক্ট ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট রয়েছে। মাইক্রো ইউএসবি ২.০, ৩জি, ৪জি, ডুয়েল সিম, জিপিএস ও NFC সুবিধা পাওয়া যাবে মটোরোলার এই ফোনটিতে। USB Type-C পোর্ট সুবিধা রয়েছে চার্জিং এবং ডাটা ট্রান্সফারের জন্য।
অন্যান্য ফিচার
প্রক্সিমিটি, জাইরোস্কোপ, এম্বিয়েন্ট লাইট, অ্যাকসিলারোমিটার, কম্পাস এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এই ফোনটিতে। মেসেজিং এর জন্য ফোনটিতে আছে এসএমএস, এমএমএস, ইমেইল, ইমেইল পুশ ও আইএম। MP4/H.264 Player, ফটো/ভিডিও এডিটর, ডকুমেন্ট ভিউয়ার এবং জিপিএস : A-GPS, Glonass দেওয়া হয়েছে। ব্রাউজার এইচ টি এম এল ৫.০ সাপোর্টেড। রয়েছে এফ এম রেডিও।
মটোরোলা মটো জি৬ প্লাস এর ব্যাটারি
৩৫০০ মিলি এ্যাম্পিয়ারের নন রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফোনটিতে। টার্বো বা ফাস্ট চার্জিং সুবিধাও দেওয়া হয়েছে মটোরোলার জি সিরিজের এই ফোনটিতে। যার ফলে মাত্র ৩০ মিনিট সময়ের ভিতরে ফোনটি ৫০% চার্জ সম্পন্ন করতে পারবে। সুতরাং, চার্জের সমস্যা নিয়ে মাথাব্যথার কোনো কারণই নেই। সম্পূর্ণ এক দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদিও মটোরোলার দাবি, ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে ১৫ মিনিট চার্জ দিয়ে ৬ ঘন্টা চলতে সক্ষম হ্যান্ডসেটটি।
ফোনটির দাম যথেষ্ট রিজনেবল রাখা হয়েছে। ভারতীয় মূল্যে সেটটির দাম রাখা হয়েছে ১৬, ৯৯৯ ইন্ডিয়ান রুপি এবং আমাদের দেশের হিসাব করলে প্রায় ২২ হাজার টাকার কাছাকাছি। সুতরাং ৪ জিবি র্যাম এবং ভালো মানের ক্যামেরা সহ Motorola Moto G6 Plus ফোনটি আপনি অনায়াসেই কিনে ফেলতে পারেন।
সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে, ওভারঅল মটোরোলা মটো জি৬ প্লাস ফোনটি বেশ ভালো মানেরই। কারণ, স্ন্যাপড্রাগন প্রসেসর সমৃদ্ধ একটি ব্রান্ড নিউ ফোন আপনি পাচ্ছেন তাও খুবই কম দামের ভিতরে।
ফোনটির বডিতে এ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে। তবে সিঙ্গেল সিম হিসেবে ন্যানো সিম থাকছে এবং ডুয়েল সিম হিসেবেও ন্যানো সিম ডুয়েল স্ট্যান্ডবাই রয়েছে। ফোনটির ডিজাইন দেখতে খুবই আকর্ষনীয় এবং স্মার্ট। বর্তমানের সাথে মানানসই একটি বিশাল ৫.৯৩ ইঞ্চির ডিসপ্লে সহ এই ফোনটিই হতে পারে আপনার বেস্ট চয়েস।
Leave a Reply