সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার এর সম্মান গুগল ক্রোমের কাছে গেলেও মজিলা ফায়ারফক্সের আছে আকাশচুম্বী জনপ্রিয়তা। অন্যান্য ব্রাউজারের তুলনায় মজিলা ফায়ারফক্স দেয় অনেক প্রয়োজনীয় সুবিধা। যার কারণে অনেক ইউজারের কাছে অন্যান্য ব্রাউজারের থেকে মজিলা ফায়ারফক্স বেশি ভালো লাগে। আপনিও যদি তাদের একজন হয়ে থাকেন, তবে এই দরকারী মজিলা ফায়ারফক্সের অ্যাড-অন গুলো ইন্সটল করে আপনার ব্রাউজারকে বানিয়ে নিন আরো শক্তিশালী।
মজিলা ফায়ারফক্সের অ্যাড-অন
এই বছর বেরিয়েছে ফায়ারফক্সের নতুন ভার্সন- ফায়ারফক্স কোয়ান্টাম। বলা হচ্ছে পূর্ববর্তী ব্রাউজারের তুলনায় এর গতি হবে দ্বিগুন। তো ফায়ারফক্স লাভাররা, নতুন বছরে নতুন ফায়ারফক্সের সাথে থাকুন এবং এই দরকারী অ্যাড-অনগুলো ইন্সটল করে উপভোগ করুন আরো সহজ আর আনন্দময় ব্রাউজিং।
Imacros
ইন্টারনেটে ব্রাউজ করার সময় আমাদের প্রায়ই নানা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার দরকার পড়ে। এইসব রেজিস্ট্রেশন ফর্মে অনেক তথ্য দিতে হয়। আপনি যদি বারবার এসব তথ্য দিতে দিতে ক্লান্ত হয়ে থাকেন, তাহলে এই অ্যাড-অনটি ব্যাবহার করে দেখতে পারেন।
এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার সকল ফর্ম এর তথ্য পুরন করে দিবে। এছাড়াও এই অ্যাড-অনটি লগিন, স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপলোড এবং ডাউনলোড করার মতো কাজ করতে পারবে। সময় বাঁচানোর সাথে সাথে আপনার নেট ব্রাউজিংকে আরো সহজতর এবং গতিশীল করতে অ্যাড করে নিন এই অ্যাড-অনটি।
Awesome Screenshot Plus
আপনার পিসিতে যদি স্ক্রিনশট নেওয়ার প্রক্রিয়া জটিল হয়, তাহলে ব্রাউজিং এর সময় ওয়েব পেজ এর স্ক্রিনশট নিতে এই মজিলা ফায়ারফক্সের অ্যাড-অন ট্রাই করে দেখতে পারেন। Awesome Screenshot Plus আপনাকে ওয়েব পেজ এর যে কোন অংশের স্ক্রিনশট এক ক্লিকেই তোলার সুবিধা দিবে। এমনকি, স্ক্রিনশট নেওয়ার পর তাতে টেক্সট লাগানো, সেন্সেটিভ অংশ ঝাপসা করার মতো কাজগুলোও এই অ্যাড-অনের মাধ্যমে করতে পারবেন অনায়াসেই।
Xmarks Sync
ইন্টারনেট এ ব্রাউজ করার সময় যখন আপনার প্রয়োজনীয় ওয়েবসাইট সংরক্ষন করার প্রয়োজন হয়, তখন আপনি তা বুকমার্ক করেন। কিন্তু আপনি যদি কয়েকটি ডিভাইসে কয়েকটি ব্রাউজার ব্যাবহার করেন, তাহলে এই বুকমার্ক হ্যান্ডেল করা আপনার জন্য একটু কষ্টকর হবে। Xmarks Sync অ্যাড-অনটি ব্যাবহার করার মাধ্যমে এই কষ্ট কমিয়ে নিতে পারেন।
এই অ্যাড-অনটির মাধ্যমে আপনি বুকমার্কগুলো ব্যাকআপ এবং সিঙ্ক্রোনাইজ করে তা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি এবং ক্রোমে ব্যাবহার করতে পারবেন। এই অ্যাড-অনটি পিসি ইউজাররা ফ্রি তে ব্যাবহার করতে পারবেন, কিন্তু অ্যান্ড্রয়েড, আইওএস ও ব্ল্যাকবেরির জন্য এটি কিনে নিতে হবে।
Evernote Web Clipper
ইন্টারনেট এ সবচেয়ে জনপ্রিয় নোট কপি করার বা ওয়েব ক্লিপিং এর অ্যাপ হলো এভারনেট। ব্রাউজ করার সময় আমরা অনেক টেক্সট , লিঙ্ক বা প্রয়োজনীয় জিনিস কপি করে থাকি। পরবর্তীতে দরকার হলেও অনেক সময় সেগুলো আর খুঁজে পাই না। এই অ্যাড-অনটি আপনার টুকে রাখা সব নোট বা টেক্সট ক্লাউডে সংরক্ষন করে রাখবে। যার ফলে কপি করা বা টুকে রাখা সব নোট বা টেক্সট কোনো ঝামেলা ছাড়াই আপনি খুঁজে পাবেন যে কোনো সময়।
Evernote Web Clipper অ্যাড-অনটির মাধ্যমে আপনি ওয়েব পেজ এবং আর্টিকেল টুকে রাখতে পারবেন। পরবর্তীতে এসব নোট সার্চ করা, নোটে রিমাইন্ডার যুক্ত করার মতো ফিচারও পাবেন এতে।
DownThemAll
DownThemAll অ্যাড-অনটি একটি ফ্রি, ওপেন সোর্স ডাউনলোড ম্যানেজার যা আপনার ডাউনলোড স্পিড সর্বোচ্চ ৪০০% পর্যন্ত বাড়িয়ে দিতে পারবে। ইউজাররা খুবই তাড়াতাড়ি এই অ্যাড-অনটির মাধ্যমে একটি ওয়েব পেজের সকল লিঙ্ক, ছবি ডাউনলোড করতে পারবেন।
এই অ্যাড-অনটিকে কাস্টমাইজ করার মাধ্যমে নির্দিষ্ট ফাইল বা ফাইল টাইপ ফিল্টার করে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাড-অনটি স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রয়োজনীয় ফাইল ডাউনলড করতে পারবে এবং আপনার ইচ্ছা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সেগুলো রিনেম করতে পারবে।
LastPass
বর্তমান সময়ে বিভিন্ন কাজের জন্য অনেক ধরনের সাইটে আমাদের অ্যাকাউন্ট খুলতে হয়। এসব অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যাবহার করতে হয়। নিরাপত্তার খাতিরে একই পাসওয়ার্ড সব জায়াগায় ব্যবহার করা যায় না। আবার ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড পাসওয়ার্ড মনে রাখাও খুবই ঝামেলার ব্যাপার। তাই ব্যবহার করুন LastPass অ্যাড-অনটি।
এটি আপনার সকল ওয়েবসাইটের জন্য শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার পাশাপাশি তা মনে রাখবে। ফলে আপনাকে কষ্ট করে তা আর মনে রাখতে হবে না। আপনার যা লাগবে তা হলো শুধু মাত্র একটি মাস্টার পাসওয়ার্ড। নিরাপদ থাকার পাশাপাশি সময় বাঁচানোর জন্য এর বিকল্প হতে পারে না।
Adblock Plus
ইন্টারনেট ব্রাউজ করার সময় বিভিন্ন ওয়েব পেজ এ অতিরিক্ত অ্যাড এর কারণে আমাদের অনেক সময় মেজাজ খারাপ হয়ে যায়। এই অ্যাডগুলো দূর করে ব্রাউজিং এর গতি বাড়াতে দরকার একটি ভালো অ্যাড ব্লকার টুল। ইন্টারনেট এ অসংখ্য অ্যাড ব্লকার টুল এর মধ্যে সবচেয়ে সেরা হলো Adblock Plus অ্যাড-অনটি।
অ্যাড ব্লকার প্লাস অত্যন্ত জনপ্রিয় একটি মজিলা ফায়ারফক্সের অ্যাড-অন যার রয়েছে ১৩.৪ মিলিয়ন ইউজার। এই সর্বসেরা টুল ইন্টারনেটে ব্রাউজ করার সময় সর্বোচ্চ অ্যাড দূর করে আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে করবে আরো মসৃণ।
uBlock Origin
আপনি যদি আরো ফিচারওয়ালা অ্যাডব্লকার চান তাহলে এই অ্যাড অনটি ব্যবহার করে দেখতে পারেন। uBlock Origin এর রয়েছে ৩.৬৪৫ মিলিয়ন ইউজার। নির্দিষ্ট পেজের জন্য এই টুল টি অন/অফ করে রাখতে পারবেন এবং ব্লক করা সকল অ্যাড, স্ক্রিপ্ট, কুকিস এর বিস্তারিত বর্ণনা দেখতে পারবেন। এই অ্যাড-অনটির আরেকটি সুবিধা হলো, এটি অন্যান্য টুলের তুলনায় কম র্যাম এবং সিপিউ ব্যবহার করে। যারফলে অ্যাড ব্লকের পাসাওয়াশি ব্রাউজিং হবে মসৃণ।
এই ছিলো মজিলা ফায়ারফক্সের জন্য কয়েকটি দরকারি অ্যাড-অন এর আলোচনা। এই কয়েকটি মজিলা ফায়ারফক্সের অ্যাড-অন ব্যবহার করার মাধ্যমে আপনার ব্রাউজিং আরো আরামদায়ক এবং গতিশীল করার সাথে সাথে মজিলা ফায়ারফক্স কে আরো বেশি কার্যকর এবং উপযোগী করে তুলতে পারবেন । আজ এই পর্যন্তই থাক, অ্যাড-অনগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না।
Leave a Reply