কাউকে ভালবাসলে তার কাছ থেকে পাওয়া সামান্য অবহেলাও অনেক বড় হয়ে উঠে। যাকে ভালোবাসা হয় এবং সবচেয়ে বেশি বিশ্বাস করা হয়, সেই যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে কষ্টের পরিমাণ যেন বেড়ে যায় কয়েকগুন। কারো প্রতি বিশ্বাস বিভিন্ন কারণে ভেঙ্গে যেতে পারে।
বিশ্বাস ভঙ্গ হতে পারে তা প্রতারণার কারণে, হতে পারে অমানবিকতা কিংবা অবিশ্বস্ততার কারণেও। এর মধ্যে যাই হোক না কেন, তা আপনার ইমোশনাল ফিলিংসের উপর অবশ্যই আঘাত আনবে এবং আপনাকে গভীর মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দিবে।
কোন কারণে ভালোবাসায় বিশ্বাস ভেঙ্গে যেতেই পারে। কিন্তু তার মানে এই না যে আপনার রিলেশনটাই শেষ হয় গেলো। তো চলুন জেনে নেওয়া যাক ভালোবাসায় যদি বিশ্বাস ভেঙ্গে যায় তাহলে কীভাবে তা জোড়া দিবেন।
ভালোবাসায় বিশ্বাস ভাঙ্গলে জোড়া দেয়ার উপায়
১. আপনার কর্মের দায় নিন
আপনি যদি কারো বিশ্বাস ভেঙ্গেই ফেলেন, তাহলে শুরুতে যে কাজটি করা উচিৎ তা হল ভুল স্বীকার করা। ইন্টারপার্সোনাল রিলেশনশিপে অবশ্যই আপনার সত্যিটা স্বীকার করা উচিৎ। আপনি যদি কারো সাথে বিশ্বাসঘাতকতা করেন, তবে আপনার নিজের এক্সপেন্স পরিষ্কার করে অন্য ব্যক্তিকে বলেন যে, তাদের সুখ আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
- আরো পড়ুন: কিভাবে বুঝবেন কেউ একজন আপনাকে ভালবাসে
আপনার সব ভুল স্বীকার করুন। এমনকি যদি এমন কিছু অংশ থাকে, যা আপনি লুকিয়ে রাখতে পারবেন, তাও স্বীকার করে নিন। শুধুমাত্র আপনার সমস্ত ভুল স্বীকারেই একমাত্র বিশ্বাস ফিরে আসতে পারে। মনে রাখতে হবে, যখন আপনি কারো সাথে বিশ্বাসঘাতকতা করছেন, তখন তা খুব সহজে ঠিক হয়ে যাবে না।
২. ক্ষমা চেয়ে নিন
বিশ্বাস ভেঙ্গে গেলে ক্ষমা অবশ্যই চেয়ে নিতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত অধিকাংশ সময়েই তা উপেক্ষিত হয়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে, আপনি যার বিশ্বাস ভঙ্গ করলেন তার কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথেই সে আপনাকে মাফ করে দিবে না। এ জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে অপেক্ষা করতে হবে বিশ্বাস ফিরে আশা পর্যন্ত।
কারণ একজনের বিশ্বাস যদি ভেঙ্গে যায়, তাহলে খুব সহজেই যে তা ফিরে আসবে তা আশা করাটা বোকামি। তাই কারো বিশ্বাস ভেঙ্গে ফেললে ক্ষমা চেয়ে নিন আর ধৈর্য ধরুন আপনাকে বিশ্বাস করা পর্যন্ত।
৩. কথা বলার জন্য সময় নির্ধারণ করুন
কারো বিশ্বাস ফিরিয়ে আনার জন্য কথার চেয়ে ভালো কিছু হতে পারে না। আপনি যদি তাকে আপনার প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে চান, তাহলে আপনার সেই মানুষটির সাথে কথা বলার জন্য কিছু সময় নির্ধারণ করে নেওয়া উচিৎ।
সেই সময়টুকু শুধু মাত্র তাকেই দিন, অন্য কোন কাজ করবেন না সেই সময়। কারণ তাকে বুঝতে দিতে হবে যে আপনি তার প্রতি যথেষ্ট কেয়ারিং। কথা বলার সময় সেই ব্যক্তিটিকেও দিতে হবে। “সময় সবকিছুই” এই কথাটা মনে রেখে এগোতে হবে।
৪. নিজের উপর বিশ্বাস রাখুন
কারো বিশ্বাস পাওয়ার আগে নিজের উপর নিজের বিশ্বাস থাকা সবচেয়ে দরকার। বিশ্বাস ভেঙ্গে ফেললে নিজেকে অপরাধী মনে করাটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এই না যে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন।
নিজেকে বুঝাতে হবে যে ভুল প্রতিটা মানুষই করে। নিজেই নিজের উপর রাগ অভিমান করা ঠিক না। নিজেকে নিজে সান্ত্বনা দিতে হবে। আর বিশ্বাস রাখতে হবে নিজের উপর।
৫. আপনার অনুভূতি প্রকাশ করুন
কারো বিশ্বাস ভেঙ্গে ফেললে সেই বিশ্বাস ফিরিয়ে আনা খুব কঠিন হবে, সেটাই স্বাভাবিক। তবে সেই বিশ্বাস ফিরিয়ে আনতে আপনার নিজের মধ্যে থাকা অনুভুতিগুলো প্রকাশ করুন। বোঝানোর চেষ্টা করুন আপনি আবারো বিশ্বস্ত হতে চান। সেই সঙ্গে আপনার সঙ্গীর অনুভুতিগুলোও বোঝার চেষ্টা করতে হবে। কারণ যে মানুষটির বিশ্বাস ভঙ্গ হয়েছে আপনার প্রতি তার অনুভুতিগুলো হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে। তাই, ভালোবাসায় বিশ্বাস ভেঙ্গে গেলে নিজের অনুভুতিগুলো প্রকাশ করতে ভুলবেন না।
ভালোবাসা আমাদের সুন্দর এবং সুস্থ জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই ভালোবাসায় কঠিন সময় আসতেই পারে। কোন কারণে সঙ্গীর বিশ্বাস হয়তো ভেঙ্গে যেতে পারে। নিজের উপর বিশ্বাস রেখে, ধৈর্য ধারণ করে বিশ্বাস ফিরে পাবার চেষ্টা করুন। তাতে করে হয়তো ভালোবাসায় বিশ্বাস যদি ভেঙ্গেও যায়, তাহলে আবার জোড়া লাগাতে পারবেন।
Leave a Reply