ভারতবর্ষে দাবা খেলার জন্ম, এমনটাই সর্বাধিক প্রচলিত। প্রতিপক্ষের ঘুঁটি আয়ত্তে আনার মাধ্যমে নতস্বীকারে বাধ্য করাই হলো দাবা খেলার মূল লক্ষ্য। এই দাবা খেলা যেমন বুদ্ধির খেলা একই সাথে তেমনি ধৈর্য্যের খেলাও বটে। বর্তমান সময়ে বাংলাদেশেও এই খেলা তুমুল জনপ্রিয় হয়ে উঠছে। আর এখন এই খেলা আরও বেশি করে খেলা সম্ভব হচ্ছে, কারণ এখন যে কোনো জায়গায় নিজের অ্যান্ড্রয়েড ফোনেই দাবা খেলা যায়।
অ্যান্ড্রয়েড দাবা গেম
দাবা সবচেয়ে পুরানো বোর্ড গেম যেটা মানুষ এখনও খেলে। বিভিন্ন প্রতিযোগিতাও হয় এই দাবা খেলা নিয়ে। আপনি চাইলে এখন আর বোর্ড, ঘুঁটি না নিয়েই অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনেই দাবা খেলতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেরা কিছু দাবা গেম সম্পর্কে।
১. Chess
এএল ফ্যাক্টরি লিমিটেডের দাবা খেলা মোবাইলের জন্য সবচেয়ে জনপ্রিয় দাবা গেম। এতে সব ধরণের মৌলিক উপাদান আছে। গেমসটিতে আপনি পাবেন ১২টি স্তরের ডিফিকাল্টি, ক্যাসুয়াল এবং প্রো গেম মোড, অ্যাচিভমেন্ট, লিডারবোর্ড এবং এমনকি ক্লাউড স্টোরেজও।
সহজ ইন্টারফেসের এই গেমসে আপনি পাবেন আটটি দাবা বোর্ড থিম। দুইজন প্লেয়ারে খেলার সুবিধা এবং অনলাইনে বন্ধুদের সাথেও খেলতে পারবেন জনপ্রিয় এই দাবা গেমটি।
২. Chess – Play and Learn
এই দাবা গেমটিতে আপনি একা খেলতে পারবেন, আবার ইচ্ছা করলে অনলাইনে চ্যালেঞ্জও করতে পারবেন অন্য কাউকে। উপরন্তু, খেলাটিতে 50,000 এর বেশি চেস পাজল রয়েছে। 20টি থিমযুক্ত বোর্ড, পিস এবং ব্যাকগ্রাউন্ড রয়েছে।
যেহেতু গেমসের মধ্যে “Learn” কথাটি রয়েছে তাই এই গেমস থেকে আপনি শেখার মতো কিছু পাবেন। আপনি পাবেন শীর্ষস্থানীয় গ্র্যান্ডমাষ্টারদের থেকে হাজার হাজার ভিডিও এবং ইন্টারএকটিভ লেসন এবং টিপস। সেই সাথে হাইলাইটসহ ইন্টারএকটিভ টিউটোরিয়াল।
৩. Chess With Friends
এই দাবা খেলার গেমসটি জনপ্রিয় অনলাইন দাবা গেম। যা আপনি অনলাইনে আপনার বন্ধুদের সাথে খেলতে পারবেন কিংবা র্যান্ডম মানুষের সাথে খেলতে পারবেন। সূক্ষ্ম পয়েন্টগুলো জানার জন্য এর একটি প্র্যাকটিস মোড রয়েছে।
গেমসটির ফিচারের মধ্যে রয়েছে ইন-গেম চ্যাট, গেম রিপ্লে এবং একসঙ্গে একাধিক গেমের জন্য সাপোর্ট সুবিধা। ডাউনলোড করুন আর বন্ধুদের সাথে জমিয়ে দাবা খেলুন।
৪. CT-ART
যারা দাবা খেলা শিখতে চান, তাদের জন্য সেরা দাবার গেম এটি। এতে ২২০০ টি মৌলিক এক্সারসাইজ, ১৮০০টি অক্জিলিয়ারী এক্সারসাইজ এবং ৫০ টি বিষয় রয়েছে শিখার জন্য। প্রতিটি এক্সারসাইজের একটি ভিন্ন লক্ষ্য আছে এবং আপনি একটি ভিন্ন কৌশল শিখতে পারবেন।
এছাড়াও, গেমসটি আপনার ELO ইম্প্রুভমেন্ট ট্র্যাক করবে আপনার প্রোগ্রেস হিসাবে। এই গেমসটি, গেমসের চেয়ে নির্দেশমূলক অ্যাপস হিসাবে বেশি কাজ করবে। যাইহোক, এ-সব সামান্য কৌশল শেখাই আসলে দাবা খেলতে প্রয়োজন।
৫. Lichess – Free Online Chess
মোবাইলের সবচেয়ে জনপ্রিয় দাবা গেমের মধ্যে অন্যতম এটি। এর প্রধান ভিত্তি অন্য খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইনে দাবা খেলা। প্রায় 150,000 জন খেলোয়াড়দের মধ্যে একটি ম্যাচ খুঁজে পাওয়া কঠিন কিছু নয়। বিভিন্ন গেম মোড, টুর্নামেন্ট এবং আপনার খেলার পরিসংখ্যান দেখাতে পারে।
এছাড়াও আপনি ইচ্ছা করলে কারো সাথে অফলাইনেও খেলতে পারবেন। ৮০ টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এই গেমসটিতে। প্র্যাকটিস করতে পারবেন চেস পাজলের মাধ্যমে, ভালোই লাগবে এই দাবা গেমসটি।
দাবার বোর্ড কিংবা ঘুটি জোগাড় করার মতো সমস্যার কারণে এখন আর দাবা খেলা আটকাবে না। কিংবা ঘুটি হারিয়ে যাওয়ার ভয়ও নেই। জাস্ট ডাউনলোড করে নিন অ্যান্ড্রয়েডের জন্য যে কোনো একটি চেস গেম। আর শুরু করে দিন দাবা খেলা। যদি চান তো একা। আর যদি একা ভালো না লাগে, তাহলে তো মাল্টিপ্লেয়ার মোড রয়েছেই। এছাড়াও বন্ধুদের সাথে খেলতে পারবেন অনলাইনেও। তো আর দেরি না করে ডাউনলোড করে ফেলুন চেস গেম।
Leave a Reply