আপনি কি মনে করেন বিড়াল সম্পর্কে আপনার সবকিছু জানা আছে? যদি মনে করেন বিড়ালের ভেতর বাহির সবই জানেন, তবে আরেকবার চিন্তা করুন। কারণ, আমরা বিড়াল সম্পর্কে এমন কিছু বিস্ময়কর তথ্য নিয়ে হাজির হয়েছি যেগুলো আপনি হয়তো জানেন না।
পোষা প্রাণীর মধ্যে বিড়ালের বিশেষ কদর রয়েছে। দেখতে অনেক কিউট হওয়ায় প্রায় সব ধরণের মানুষই বিড়াল ভালবাসেন। তবে, শিশু এবং কিশোররাই বিড়ালকে সবচেয়ে বেশি ভালবাসে।
বিড়ালের মধ্যে এমন কিছু রহস্যময় আচরণ এবং আদরণীয় অঙ্গ-ভঙ্গি দেখা যায় যেগুলো এটিকে ভালবাসতে বাধ্য করে।
এই ভালবাসার প্রাণীটি সম্পর্কে আমরা কতটুক জানি! চলুন, আজ জানা যাক বিড়ালের কিছু বিস্ময়কর তথ্য।
বিড়াল সম্পর্কে বিস্ময়কর তথ্য
১. বিড়ালের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে বেশি
বিড়ালের ভিশন বা দৃষ্টিশক্তি ২০০ ডিগ্রি যা মানুষের চেয়ে ২০% বেশি। যদিও বিড়ালরা মানুষের মতো বহুদূরের জিনিস দেখতে পায় না, কিন্তু তাদের দৃষ্টির সীমার মধ্যে সবকিছু তারা মানুষের চেয়ে বেশি পরিস্কারভাবে দেখতে পায়। তার উপর বড় কথা হচ্ছে, বিড়ালরা রাতে এমন পরিস্কারভাবে দেখতে পায় যা মানুষ কখনোই দেখতে পায় না।
২. বিড়াল দুর্দান্ত অভিনেতা
বেস্ট ফ্রেন্ডস অ্যানিমাল সোসাইটির নো-কিল শেল্টারে পোষা প্রাণী বিশেষজ্ঞ এবং বিড়াল বিভাগের টিম লিডার জেসিকা ওয়াটসন বলছেন, “বিড়ালরা দুর্দান্ত অভিনয় করতে পারে। শিকার ধরার সময়, বিশেষ করে ইঁদুর ধরার সময় তারা এমন কিছু অভিনয় করে যা ইঁদুরেরা কস্মিনকালেও ধরতে পারে না। আবার, মানুষের সাথেও তারা দারুণ অভিনয় করে। আপনিও নিশ্চয়ই বিভিন্ন ভিডিওতে বিড়ালের বিস্ময়কর অভিনয় দেখেছেন এবং দারুণ মজা পেয়েছেন। না দেখে থাকলে Funny cats compilation লিখে ইউটিউবে সার্চ দিন।
৩. বিড়াল জীবনের ৭০ ভাগ সময় ঘুমিয়ে কাটায়
Veterinary Hub এর চালানো এক জরিপের ফলাফল থেকে উঠে এসেছে যে, বিড়াল তাদের জীবনের প্রায় ৭০ পার্সেন্ট সময়ই ঘুমিয়ে কাটিয়ে দেয়। বিড়াল প্রতিদিন ১৩ থেকে ১৬ ঘন্টা ঘুমায়। এটাই বিড়ালের জীবন!
৪. বিড়াল যখন মেয়র
Stubbs নামের একটি বিড়াল ২০ বছর ধরে যুক্তরাজ্যের পশ্চিম তীরের দেশ আলাক্সার একটি ছোট শহর, তালকিতনার মেয়র ছিল। কমলা রঙের কিউট লুকিং এই বিড়ালটি যদিও মেয়রের কোনও ক্ষমতা ব্যবহার করতো না, তবু তালকিতনার লোকেরা তাকে মেয়র হিসেবেই মানতো আর বহু টুরিস্ট বিড়ালটিকে দেখতে আসতো।
৫. বিড়ালের ভান্ডারে একশো’র অধিক শব্দ রয়েছে
বিড়ালের শব্দ হিসেবে আমরা কেবল “মিঁউ” শব্দটির সঙ্গেই পরিচিত। কিন্তু প্রকৃতপক্ষে বিড়ালের শব্দ ভান্ডারে রয়েছে ১০০টিরও অধিক ভিন্ন ভিন্ন শব্দ। বিখ্যাত বিড়াল বিশেষজ্ঞ জিসকিন বলেছেন, “বিড়ালরা সাধারণ কান্নার শব্দ থেকে শুরু করে কুঁচকানো পর্যন্ত বিভিন্ন রকমের একশোর অধিক কণ্ঠস্বরে কথা বলতে পারে।
৬. যে বিড়াল ১০৫ কোটি টাকার মালিক
Guinness World Records এর মতে পৃথিবীর সবচেয়ে ধনী বিড়াল (wealthiest cat) হচ্ছে Blackie যে কিনা ১০৫ কোটি টাকার মালিক। ইউনাইটেড কিংডমের বাসিন্দা Ben Rea মারা যাওয়ার সময় তার ১২.৫ মিলিয়ন ডলারের সম্পত্তি তার পোষা বিড়ালের নামে উইল করে দিয়ে যান।
৭. পৃথিবীর সবচেয়ে লম্বা বিড়াল ৪৮.৫ ইঞ্চি
সাধারণত পোষা বিড়ালগুলো ছোট আকৃতির হয়ে থাকে। কিন্তু আপনি জেনে হয়তো অবাক হতে পারেন যে, পৃথিবীর বৃহত্তম বিড়ালটি ৪৮.৫ ইঞ্চি লম্বা। Stewie নামের এই বিড়ালটির নাম Guinness World Records-এ স্থান পেয়েছিল।
৮. মানুষের চেয়ে বিড়ালের টেস্ট বাডস্ কম
কোন খাবার টক, কোনটি লবনাক্ত, কোনটি মিষ্টি বা তিতা, ইত্যাদি খাবারের স্বাদ বোঝার জন্যে মানুষের প্রায় ১০ হাজার টেস্ট বাডস্ রয়েছে। কিন্তু বিড়ালের টেস্ট বাডস্ এর সংখ্যা ৪৭০। এর কারণ এটা হতে পারে যে, বিড়ালের খাবার মানুষের খাবারের মতো বৈচিত্রপূর্ণ নয়। বিড়াল কেবল নির্দিষ্ট কয়েকটি খাবারই খেয়ে থাকে। তাই, তাদের বেশি টেস্ট বাডস্ এর প্রয়োজন নেই।
৯. বিড়ালরা উট এবং জিরাফের মতো হাঁটে
আপনি কি কখনও খেয়াল করেছেন যে বিড়ালরা উট এবং জিরাফের মতো হাঁটে? তাদের হাঁটার সিকোয়েন্স প্রথমে উভয় ডান পায়ে এবং তারপরে উভয় বাম পায়ে থাকে। তাই, তারা একবারে তাদের দেহের অর্ধেক এগিয়ে যায়। প্রাণীদের মধ্যে একমাত্র উট আর জিরাফই এভাবে হেঁটে থাকে।
১০. মহাকাশে বিড়ালের পদধ্বনি
আপনি নিশ্চয়ই কুকুর বা বানরের মহাকাশ ভ্রমণের কথা শুনেছেন। কিন্তু বিড়ালের মহাকাশে যাওয়ার কথা কি এর আগে আর শুনেছেন? ১৯৬৩ সালের অক্টোবর মাসের ১৮ তারিখে Felicette নামের একটি বিড়াল স্পেস শিপে চড়ে মহাকাশে যাওয়ার সৌভাগ্য অর্জণ করে।
আশা করি, বিড়াল সম্পর্কে উপরোক্ত বিস্ময়কর তথ্যগুলো আপনার ভাল লেগেছে। মজার এই তথ্যগুলো আপনার বন্ধুদের জানাতে চাইলে এই লেখাটি নিজের টাইম লাইনে শেয়ার করে দিন।
Leave a Reply