রাশিয়া বিশ্বকাপ ২০১৮ এর সেরা খেলোয়াডের মুকুট উঠেছে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ এর মাথায়। সুতরাং, ওয়ার্ল্ড কাপের সবচেয়ে মূল্যবান গোল্ডেন বল জেতার গৌরব অর্জণ করেছেন তিনিই।
লুকা মডরিচ এর যোগ্য নেতৃত্বেই প্রথমবারের মত বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। ফাইনালে আসার আগে যতগুলো ম্যাচ জিতেছিল ক্রোয়েশিয়া তার সবগুলোতেই প্লেমেকার হিসেবে দূর্দান্ত খেলেছেন লুকা মডরিচ।
২০১৮ ওয়ার্ল্ড কাপে রীতিমত বিস্ময়ের জন্ম দিয়েছে ক্রোয়েশিয়া আর বিস্ময়ের নায়ক ছিলেন লুকা মডরিচ। বিশ্ব ফুটবলের বিষেজ্ঞরা অনেক আগেই গোল্ডেন বলের সম্ভাব্য বিজয়ী হিসেবে তার নাম উচ্চারণ করেছেন বহুবার। লুকা মডরিচের সবচেয়ে বড় গুণ গোল মেকিং। নিজে যেমন গোল করায় পারদর্শী, তেমনি অন্যদেরকে গোল করানোতে দক্ষ হিসেবে সুনাম কুড়িয়েছেন বহুবার।
রিয়াল মাদ্রিদে মাঝ মাঠের এই দূর্দান্ত খেলোয়াড অনেক আগেই নজর কেড়েছেন ফুটবল প্রেমীদের। ক্রোয়েশিয়ার জাতীয় দলেও দারুণ খেলা উপহার দিয়েছেন বারবার। তাই, ক্রোয়েশিয়ার কোচ জেকতো দালিক মনে প্রাণে লুকা মডরিচের গোল্ডেন বল জেতার আশা করছিলেন। শুধু তার আশাই নয়, ক্রোয়েশিয়ার ফুটবল লাভারদের মনের আশাই পূর্ণ করলেন মডরিচ।
উল্লেখ্য, ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বল পুরস্কারের প্রচলন শুরু হয় ১৯৮২ সালে।
Leave a Reply