বাংলাদেশে নারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংগঠনের কারণে তাদের নিরাপত্তা নিশ্চিত করা আগের চেয়ে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও সরকার নারীদের নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহণ করছে, তবুও প্রযুক্তিও এ ক্ষেত্রে একটি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। বিপদ এড়াতে মেয়েদের জন্য নিরাপত্তা অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
নারীদের নিরাপত্তা আরো নিশ্চিত করার জন্য রয়েছে কিছু মোবাইল অ্যাপ যেগুলো নারীদের নিরাপদ রাখতে সাহায্য করবে। সম্প্রতি টুইটারে চালু হওয়া #yesallwomen প্রচারাভিযান আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয় যে, এই যুগ, এই অগ্রগতিপ্রিয় সমাজ যেখানে সর্বদা নারী-পুরুষ সমান অধিকারের কথা বলা হয় সেখানেও নারীরা দিনের পর দিন কীভাবে সহিংসতা, নির্যাতনের শিকার হচ্ছে।
নারীদের এই সমস্যাটি মোকাবেলা করতে সাহায্য করার জন্য অনেকগুলি ব্যক্তিগত নিরাপত্তা অ্যাপ্লিকেশান তৈরি করা হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস এর জন্য তৈরি করা আমাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ৬টি অ্যাপ্লিকেশনের একটি তালিকা দেয়া হল। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা অ্যাপটি বেছে নিন।
মেয়েদের জন্য নিরাপত্তা অ্যাপ
মেয়ে হিসেবে আমাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। বিপদের সময় প্রিয়জনদের জরুরী মেসেজ পাঠানো কিংবা অটো কল করাসহ নানাভাবে এই অ্যাপগুলো মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করবে। কোন কোন অ্যাপ রয়েছে যেগুলো অ্যালার্ম বাজিয়ে লোকজন জড়ো করে ফেলবে। সুতরাং, বাড়ির বাইরেও নিরাপদ থাকতে ব্যবহার করুন এই অ্যাপগুলো।
১। VithU App
কেউ যখন কোন বিপদজনক পরিস্থিতির শিকার হয়, তখন জরুরী নম্বর ডায়াল করার মতো সময় তার কাছে থাকে না। VithU এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনি ওই মূহুর্তে কাউকে ফোন করার সমস্যায় পড়বেন না বরং আপনি আপনার পাওয়ার বাটনটি দুইবার প্রেস করলেই এটি আপনার কন্টাক্ট লিস্ট থেকে যাদেরকে মনোনীত রিসিভার বা অভিভাবক হিসেবে সিলেক্ট করেছেন তাদের কাছে একটি অ্যালার্ট মেসেজ অবিলম্বে পৌঁছে যাবে।
সতর্ক বার্তাগুলি তালিকাভুক্তদের কাছে প্রতি দুই মিনিট অন্তর অন্তর পাঠানো হবে। রিসিভার আপনার লোকেশনেরও একটি লিংক পাবে। প্রতি ২ মিনিট পরপরই আপনার আপডেট লোকেশনের লিংক তাদের পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও এতে রয়েছে একটি “টিপস ফিড” অপশন যা আপনাকে জরুরী অবস্থায় বিভিন্ন নিরাপত্তা টিপস প্রদান করবে।
আপনি যদি কোন অপরাধের শিকার হন অথবা কোন অপরাধ ঘটতে দেখেন তবে আপনি মেনুবারের “Submit Your Story” অপশনের মাধ্যমে সেই ঘটনা “চ্যানেল ভি” তে পোস্ট দিতে পারেন।
২। Circle of 6 App
Circle of 6 একটি অনন্য অ্যাপ্লিকেশন যা আপনাকে আপনার ৬ জন ঘনিষ্ঠ পরিচিতদের সাথে সংযুক্ত করে দেয়। অ্যাপ্লিকেশনটির বিভিন্ন নোটিফিকেশন রয়েছে যা ব্যবহারকারী তার পরিচিতদেরকে সতর্ক করার জন্য ট্যাপ করতে পারেন। যদি আপনি একটি নিরাপদের কারো সাহায্যে বাড়ি যেতে চান কিংবা কোনো বিপদজনক পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনার নির্বাচিত ৬ জনকে সতর্কতা বার্তা পাঠাতে সাহায্য করবে।
Circle of 6 App আপনাকে বিপদের সময় আপনার নির্ধারিত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেবে। এ ধরণের সমস্যা ছাড়াও আপনি চাইলে রিলেশনশিপের সমস্যা নিয়েও কর্তৃপক্ষের সাথে কথা বলে পরামর্শ চাইতে পারেন।
৩। Chilla
Chilla আকারে অত্যন্ত ছোট একটি ব্যক্তিগত নিরাপত্তা অ্যাপ্লিকেশন যা শুধুমাত্র একটি চিৎকারের সাথে সাথে চালু হয়ে যেতে পারে। যদি কোনো নারী সংকটাপন্ন হয়, তবে সে শুধুমাত্র জোরে জোরে চিৎকার করে অ্যাপটিকে চালু করে দিতে পারে। চালু হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর অবস্থান তার অভিভাবককে পাঠিয়ে দেয় এমনকি তখন যদি ফোন লকও করা থাকে তবুও এটি কাজ করবে। মেয়েদের জন্য নিরাপত্তা অ্যাপ হিসেবে এটি অসাধারণ।
Chilla অ্যাপে এসওএস সুবিধাও রয়েছে। যদি বিপদে পড়া ব্যক্তি পাওয়ার বাটনটি ৫বার প্রেস করেন তবে এটি সাথে সাথেই আগে থেকে সেট করা কন্টাক্টগুলোকে সতর্ক করবে। এটি সেট করা কন্টাক্টে ফোন দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীর অবস্থান এবং ইমেলের সাথে একটি এসএমএসও পাঠাতে পারে। জোরে চিৎকার শনাক্ত করা হলেই অ্যাপ্লিকেশনটি সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ফোন আনলক করে আগে থেকে সেট করা কন্টাক্টে ফোন দেয়। অ্যাপটি অন না থাকা অবস্থাতেও পাওয়ার বোতামের বৈশিষ্ট্যটি কাজ করে।
৪। Watch Over Me
Watch Over Me একটি বিনামূল্যের অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীকে একা ভ্রমণ করার সময় একটি টাইমার সেট করতে দেয়। যখন আপনি এমন অবস্থায় থাকেন, আপনার সাহায্য প্রয়োজন কিন্তু আপনার কাছে কল করার সময় নেই, তখন শুধু আপনার ফোনকে ঝাঁকান। ব্যাস, আপনার ফোনটি লক থাকলেও ফোনের অ্যালার্ম, ভিডিও ক্যামেরা অটোমেটিক চালু হয়ে যাবে। সেই সাথে, আপনার ফোনটি বন্ধুর মতই আগে থেকে সেট করা পরিচিতজনের কাছে একটি সতর্কতা বার্তা পাঠিয়ে দেবে।
আপনি চাইলে অ্যালার্ট টাইপ হিসেবে টেক্সট, ভিডিও বা ছবিও সিলেক্ট করতে পারেন। বিপদের সময়ে টাইমার শেষ হওয়ার আগে যদি আপনি “I’m Safe” বাটনে ক্লিক না করেন তাহলে আপনার বন্ধু এবং পরিবারকে অবিলম্বে আপনার অবস্থান সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
৫। Women Safety
আমাদের তালিকার পরবর্তী নারী নিরাপত্তার অ্যাপটি হলো Women Safety। অ্যাপটি তার ব্যবহারকারীর অবস্থান কেবল একটি বাটন স্পর্শের মাধ্যমে আগে থেকে সেট করা কন্টাক্টগুলোতে জানাতে পারে। ব্যবহারকারীর অবস্থানও জিপিএস লিঙ্কের মাধ্যমে সেট করা কন্টাক্টগুলোতে পাঠিয়ে দেওয়া হবে।
অ্যাপটি ছবি তোলার জন্য সামনের এবং পিছনের ক্যামেরা ব্যবহার করতে পারেন, যা সরাসরি সার্ভারে আপলোড করা হয়। অ্যাপ্লিকেশনটি তিনটি রঙের মাধ্যমে পরিস্থিতির ভয়াবহতা নির্বাচন করতে পারে এবং সেই অনুযায়ী এটি ব্যবস্থা গ্রহণ করে।
৬। BSafe
BSafe অ্যাপটি নারীদের নিরাপত্তা নিশ্চিত করে। এটি একটি লাইভ জিপিএস ট্রেইলের মাধ্যমে আপনার সাথের কন্টাক্টগুলোকে আপনার অবস্থান সম্বন্ধে জানাবে। আগে থেকে সেট করা কন্টাক্টগুলোতে এটি সতর্কতা বার্তা পাঠাবে। এছাড়া এতে একটি “গার্ডিয়ান সতর্কতা” বাটন আছে যেটি প্রেস করলে অবিলম্বে আপনার বন্ধুদের বা পরিবারের সদস্যদের কাছে আপনার অবস্থানসহ সতর্ক বার্তা পৌছে যাবে।
মেয়েদের জন্য নিরাপত্তা অ্যাপ হিসেবে এগুলো আশা করি আপনার খুব কাজে লাগবে। নারীদের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে এই অ্যাপগুলো যে কোন সময় যে কোন জায়গায় দারুণ ভূমিকা পালন করতে পারে। নিশ্চিতভাবে, যে কোন ক্ষেত্রে, এই অ্যাপ্লিকেশানগুলি কোনও ফোনে থাকা গেমগুলোর তুলনায় অনেক গুরুত্বপূর্ণ এবং সহায়ক হতে পারে। তাই এখনি এখান থেকে কোন একটি নিরাপত্তা অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার নিরাপত্তার ক্ষেত্রে সতর্ক হন।
সানজিদা জামান says
সব মেয়েদের জন্যই খুব গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি। ধন্যবাদ।