বাইরের দেশে পড়াশুনা করতে যাওয়ার স্বপ্ন থাকে অনেকেরই। কিন্তু সাধ থাকলেও, সাধ্য না থাকায় অনেকেই বাধ্য হন স্বপ্ন ত্যাগ করতে। কিন্তু আপনি হয়তো জানেন না যে, বিদেশে বিনা খরচে পড়াশুনা করার সুযোগ আছে অনেকের জন্যেই।
আসলে, বিদেশে পড়তে যাওয়া মানেই একগাদা টাকা খরচ নয়, অন্তত সবসময় নয়। যদি আপনি একটু বুদ্ধি খাটান, একটু পরিশ্রম করতে রাজি থাকেন। সত্যিই আপনি যদি একটু আলাদা, নতুন কিছু করতে উৎসাহী হয়ে থাকেন, তবে খুবই অল্প খরচে, এমন কি বিনা খরচেও পড়াশুনা করতে চলে যেতে পারেন দেশের বাইরে।
যারা বিদেশে পড়তে যেতে আগ্রহী তাদের জন্যই বিশ্বের যে ১০টি দেশে বিনা খরচে বা অল্প খরচে পড়াশুনা করতে পারবেন তার তালিকা। বিশেষ করে বাংলাদেশী ছাত্রদের জন্য এই দশটি দেশ খুবই উপযোগী।
বিদেশে বিনা খরচে পড়াশুনা
বিদেশে পড়াশুনার জন্যে, বিশেষ করে বিনা খরচে পড়ার জন্যে প্রয়োজন স্কলারশিপ। বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতেই রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। যেমন, রয়েছে কানাডার হাম্বার কলেজে ইন্টারন্যাশনাল এন্ট্রান্স ও ব্যাচেলর ডিগ্রি স্কলারশিপ। যাইহোক, আমরা আজ আলোচনা করবো এমন ১০টি দেশের ইউনিভার্সটি নিয়ে যেগুলো বলতে গেলে বিনা খরচেই পড়াশুনা করা যায়। চলুন, দেশগুলোর পড়াশুনা সম্পর্কে বিস্তারিত জানি।
১। চীনঃ
বাংলাদেশি ছাত্রদের জন্য পড়াশুনার সবচেয়ে ভাল জায়গা হতে পারে চীন। পড়াশোনা, থাকা খাওয়ার খরচ সহ এমনকি যাতায়াত ভাড়া অন্তর্ভুক্ত স্ক্লারশিপ পেতে পারেন আপনি এই দেশে। শর্ত একটাই, চীনা ভাষা জানতে হবে।
এখানে আপনি হয়ত ভয় পেতে পারেন, চীনা ভাষার মত এত জটিল একটা ভাষা? না বাবা, আমাকে দিয়ে হবে না!
ভয়ের কোন কারণ নেই। বিদেশি ছাত্রদের সুবিধার জন্যই রয়েছে চীনা ভাষার সহজ রূপ, ফিনইন (pinyin), যেখানে ইংরেজি বর্ণমালা ব্যবহার করে আধুনিক ম্যান্দারিন শেখানো হয়। এই পদ্ধতিতে আপনি অল্প দিনেই শিখে নিতে পারেন চীনা ভাষা। তাহলেই স্কলারশিপ আপনার হাতের মুঠোয়!
চীনা ভাষা শেখানোর সুব্যবস্থা রয়েছে ঢাকা ইউনিভার্সিটির ইন্সটিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজে (আই এম এল) এবং কলাভবনের অধীনে পরিচালিত কনফুশিয়াস ইন্সটিটিউটে। পড়ানোর পাশাপাশি এখানে ছাত্রদের রেজাল্টের ওপর ভিত্তি করে সরাসরি স্ক্লারশিপ দেয়া হয়। এছাড়া ব্র্যাক ইউনিভারসিটিতেও রয়েছে বিশেষ সুব্যবস্থা। স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা এখানেও রয়েছে। এর বাইরে কোন প্রতিষ্ঠানে ভর্তি হলে যাচাই করে নেবেন এবং স্কলারশিপ পাবার সুযোগ আছে কিনা জেনে নেবেন।
চীনা ভাষা শিখতে খরচও কম। দশ থেকে বারো হাজারের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি এবং পনেরো হাজারের ভেতরেই ব্র্যাক ইউনিভারসিটিতে আপনি সম্পূর্ণ চীনা ভাষার ওপর কোর্স শেষ করতে পারবেন।
২। জার্মানিঃ
বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য কম খরচে বা প্রায় বিনা খরচে ভাল সাবজেক্টে পড়ার দ্বিতীয় সেরা সুযোগ হল জার্মানিতে। তবে এখানেও আপনি সবচেয়ে ভাল সুযোগ পাবেন জার্মান ভাষা জানা থাকলে। কারণ বেশিরভাগ উন্নত কোর্সগুলো হয় সে দেশের স্থানীয় ভাষাতে। ঢাকাস্থ ধানমন্ডির গ্যাটে ইন্সটিটিউট ও আই এম এল-এ আপনি শিখতে পারবেন জার্মান। গ্যাটে ইন্সটিটিউট-এ রয়েছে স্কলারশিপ পাবার সুযোগ।
জার্মানিতে পাবলিক ইউনিভারসিটিতে আন্ডারগ্র্যাজুয়েট কোর্স করতে কোন টিউশন ফি নেই। আপনাকে সামান্য কিছু এডমিনিস্ট্রেটিভ ফি দিতে হবে, বছরে একশ পঞ্চাশ থেকে তিনশ ইউরো। এক্ষেত্রে অবশ্য বাডেন-ওয়ারটেমবারগ স্টেট ব্যাতিক্রম। এরা ২০১৭ সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়ন এর বাইরের দেশ থেকে আসা ছাত্রদের কাছ থেকে টিউশন ফি রাখে । ভবিষ্যতে হয়তো অন্যান্য স্টেটেও এ নিয়ম চালু হতে পারে, তাই সময় থাকতেই আপনার সু্যোগ লুফে নিন।
তবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ঠিকই টিউশন ফি নেয়-এ ক্ষেত্রে সতর্ক থাকবেন। থাকা খাওয়ার খরচ আপনার, যদি না ভাল কোন স্কলারশিপ এর ব্যবস্থা করে যান। মুনিক ও বারলিন শহরে থাকার খরচও তুলনামূলকভাবে কম।
জার্মানির শিক্ষাব্যবস্থাও অনেক উন্নত এবং ওদের ইউনিভার্সিটি বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম। অনেক বিষয়ে পড়ার সুযোগ আছে এ দেশে। তবে আপনার বিষয় যদি সায়েন্স, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, বা ইকোনমিক্স হয় তাহলে সবচেয়ে বেশি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা।
৩। ফ্রান্সঃ
খুব কম খরচে আপনি পড়তে পারেন ফ্রান্সের ইউনিভার্সিটিতে। কারণ ফ্রান্সের টিউশন ফি অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশী ছাত্রদের জন্য বছরে খরচ হবে ৩,১০০ আমেরিকান ডলারের মত। তবে বড় বড় ইউনিভারসিটিগুলোতে এই খরচ আরও বেশি হবে। কিন্তু এর সাথে বেড়েছে ছাত্রদের জন্য বরাদ্দ স্কলারশিপের পরিমাণও।
তবে জার্মানির মত এখানেও ফ্রি সাবজেক্টগুলো শেখানো হয় মূলত স্থানীয় ভাষায়। তবে গ্রাজুয়েট লেভেলে ইংরেজিতে পড়ার সুযোগ ক্রমেই বাড়ছে।
ফরাসি ভাষা শেখার সুযোগ রয়েছে আই এম এল (ঢাকা ইউনিভার্সিটি) ও আলিয়াঁস ফ্রাঁসেজ-এ। আলিয়াঁস ফ্রাঁসেজ এর শাখা রয়েছে ধানমন্ডি, গুলশান-১ ও উত্তরায়।
৪। গ্রিসঃ
ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের ছাত্ররা বিনা খরচে পড়তে পারে গ্রিসে। বাংলাদেশ যদিও এই সুবিধার অন্তর্ভুক্ত নয়, তবুও এ দেশি ছাত্র-ছাত্রীরা অনেক কম খরচে পড়তে পারবে। বছরে ১,৫০০ থেকে ২,০০০ ডলারের মত খরচ হতে পারে। গ্রিসে জীবনযাত্রার খরচও অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় কম। বিদেশে বিনা খরচে পড়াশুনা করার জন্যে তাই গ্রিস থাকতে পারে আপনার পছন্দের তালিকায়।
৫। নরওয়েঃ
প্রচুর পরিমাণে পাবলিক ইউনিভার্সিটি থাকায় এবং সকল বিদেশি ছাত্রদের জন্য বিনা খরচে পড়ার ব্যবস্থা থাকায় নরওয়ে হয়ে উঠেছে বিদেশি ছাত্রদের পড়াশুনার জন্য স্বর্গ। আপনাকে অবশ্য একটি সেমিস্টার ফি দিতে হবে, ৩৫ থেকে ৭০ ইউরোর মত খরচ পড়বে। এওছাড়া মাসিক থাকা খাওয়ায় এক থেকে দুই হাজার ইউরো খরচ হবে।
প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে রয়েছে টিউশন ফি, যদিও তা অন্যান্য দেশের তুলনায় কম। বছরে সাত থেকে দশ হাজার ইউরো এর মত খরচ হতে পারে।
৬। ব্রাজিলঃ
ল্যাটিন আমেরিকায় উচ্চশিক্ষার জন্য প্রধান দেশ ব্রাজিল। সামান্য রেজিস্ট্রেশন ফি দিলেই আপনি পোস্ট-গ্র্যাজুয়েট পর্যায় পর্যন্ত পড়াশোনা করতে পারবেন এখানে। তবে আপনাকে জানতে হবে পর্তুগীজ ভাষা।
৭। আর্জেন্টিনাঃ
আর্জেন্টিনার পাবলিক ইউনিভার্সিটিতে খুবই সামান্য খরচে ভর্তি হওয়া যায়। এছাড়াও রয়েছে বিভিন্ন স্কলারশিপের সুযোগ। স্প্যানিশ ভাষা জানা থাকলে পাবলিক ইউনিভার্সিটিতে সহজেই আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষার সাথে অনেক মিল থাকায়, এবং উচ্চারণ সহজ হওয়ায়, স্প্যানিশ ভাষা শেখাও সহজ।
৮। স্পেনঃ
স্পেনের পড়াশোনার খরচ খুবই কম। বছরে এক থেকে তিন হাজার ডলার খরচ করলেই এখানের পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারবেন আপনি। থাকার খরচ অবশ্য সেই তুলনায় একটু বেশি, বছরে বারো থেকে চোদ্দ হাজার ডলারের মত।
৯। চেক রিপাবলিকঃ
চেক ভাষা জানা থাকলে বিনা খরচে পড়াশুনা করা যাবে এখানে। কিন্তু শুধুমাত্র ইংরেজি জানলেও আপনি স্বল্প ব্যায়ে পড়তে পারবেন। বিষয়ভেদে ৫,০০০ থেকে ১৫,০০০ ডলারের মত খরচ হতে পারে। থাকা খাওয়ার খরচও অনেক ইউরোপিয়ান দেশের তুলনায় এখানে কম, বছরে ৯,০০০ ডলারের মত।
১০। বেলজিয়ামঃ
বেলজিয়াম-এ বিদেশি ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য খুবই আকর্ষণীয় সুযোগ রয়েছে। ডাচ কিংবা ফরাসি ভাষার যে কোন একটা জানা থাকলেই আপনি ভর্তি হতে পারবেন এখানের ইউনিভার্সিটিতে। খরচ হবে বছরে চার থেকে পাঁচ হাজার ডলারের মত। থাকা খাওয়ার জন্য বছরে বারো থেকে তেরো হাজার ডলার ব্যয় হতে পারে।
যে দেশেই পড়তে যেতে চান না কেন, সেখানের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ভাল ভাবে ধারণা নিয়ে যাওয়া উচিত। ভাষা শিখতে ও স্কলারশিপ সম্পর্কে জানতে আইএমএল ও বাংলাদেশে সেই দেশের দূতাবাসে খোঁজ নিন। অনলাইনে সহজেই আপনার পছন্দের ইউনিভারসিটিতে আবেদন করতে পারেন। ভাল করে প্রস্তুতি নিয়ে এগুলে দেখবেন বিদেশে বিনা খরচে পড়াশুনা করার সুযোগ আছে আপনার হাতেরই মুঠোয়। সবশেষে, কানাডায় ফ্রিতে পড়াশুনা করার উপায় দেখে নিতে পারেন।
Mostakim says
আমি স্যার বিদেশে পড়াশোনা করতে চাই।
MD:SHAHID BABU. says
আমার খুব আশা যে, বিদেশী কোনও ভালো ইউভার্সিটিতে গিয়ে পড়াশোনা করার। যেহেতু আমার পরিবারের আবস্থা ভালো না, তাই যদি কোনো স্কলারশিপ পাওয়া যায় আমার জন্য; তবে জানাবেন।
Md Rakibul Islam says
আমি বাহিরের ভালো বিশ্ববিদ্যালয়ে ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়তে চাই। আশা করি, স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন । ইনশাআল্লাহ
সাবিহা রহমান সারা says
আমার স্বপ্ন যে অনার্স কমপ্লিট করবো বাহিরের কোন ভালো ইউনিভার্সিটি থেকে, যদিও আমার ফ্যামেলির অবস্থা তেমন ভালো না, যদি কোন ভালো স্কলারশিপ হয়, প্লিজ জানাবেন🙏