বিজ্ঞান বললেই চোখের সামনে ভেসে ওঠে বিস্ময়কর আধুনিক সভ্যতা। বর্তমান সভ্যতার যত শোভন আছে, জীবন ধারণের যত জিনিস আছে, বিশেষ করে পৃথিবীর যত প্রাপ্তি আছে, তার সবই আধুনিক বিজ্ঞানের অবদান।
বিজ্ঞান ছাড়া বিশ্বাস করাই কঠিন যে, মানব সভ্যতা চলমান। আসলে, সবকিছুই স্থবির হয়ে যাবে যদি বিজ্ঞানের বিস্ময়কর ছোঁয়া না থাকে।
বিজ্ঞান কলেজ বললেই এমন একটি প্রতিষ্ঠান চোখের সামনে ভেসে ওঠে যেখানে ফিজিক্স, কেমেস্ট্রি, বায়োলোজির মতো জটিল বিষয়গুলো পড়ানো হয়। আর যেখানে তৈরি হয় ভবিষ্যতের বিজ্ঞানী, চিকিৎসক, টেকনোলোজিস্ট। আপনি নিশ্চয়ই জানেন যে ৩ কারণে বিজ্ঞান বিভাগে পড়া উচিৎ। এখন জেনে নিন সেরা কিছু বিজ্ঞান কলেজ সম্পর্কে।
বাংলাদেশে বিজ্ঞান কলেজের সংখ্যা খুবই কম। বর্তমান প্রজন্মের মধ্যে সচেতন বহু নাগরিকেরই দাবী রয়েছে বেশি বেশি বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার। আশা করা যায় যে, ভবিষ্যতে সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে আরো অনেক বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হবে।
এখানে দেশের সেরা কিছু বিজ্ঞান কলেজ নিয়ে আলোচনা করা হয়েছে।
বাংলাদেশের সকল বিজ্ঞান কলেজ
এর আগে আমরা সুনাম ও ফলাফলের দিক থেকে ঢাকার সেরা ১০টি কলেজ সম্পর্কে বিস্তারিত লিখেছিলাম যেখানে বিজ্ঞান কলেজ ছিল না। তাই, আজকের লেখায় থাকছে বাংলাদেশের সকল বিজ্ঞান কলেজ।
১. সরকারি বিজ্ঞান কলেজ
- অবস্থান: তেজগাঁও, ঢাকা।
- মোটো: শৃঙ্খলা, শিক্ষা, চরিত্র ও উন্নতি
ঢাকায় এটিই একমাত্র সরকারি বিজ্ঞান কলেজ যা সর্বাধিক জনবহুল এলাকা ফার্মগেটে অবস্থিত। তবে, লোকেশনের দিক থেকে এটি আসলে তেজগাঁওতে পড়েছে। কিন্তু যাতায়াতের জন্যে কিংবা কাউকে ঠিকানা দেয়ার জন্যে আপনাকে ফার্মগেটই বলতে হবে। কারণ, ফার্মগেট ওভার ব্রিজের সঙ্গেই এটি অবস্থিত।
শুরুতে এই কলেজটির নাম ছিল টেকনিক্যাল হাই স্কুল যা ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে নাম পরিবর্তণ করে রাখা হয় ইন্টারমেডিয়েট টেকনিক্যাল কলেজ। এটা ছিল ১৯৬২ সাল যখন আজকের এই বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটি স্কুল থেকে কলেজে রূপান্তরিত হয়। তখনো এটি একটি সাধারণ স্কুল ছিল। কিন্তু ১৯৮৫ সালে এই সাধারণ কলেজটিই অসাধারণ হয়ে উঠে বিজ্ঞানের বিস্ময়কর ছোঁয়ায় যার নাম হয়ে যায় সরকারি বিজ্ঞান কলেজ।
প্রায় ২৪০০ শিক্ষার্থী পড়ছেন সরকারি বিজ্ঞান কলেজে যা ৯ একর জমির উপর প্রতিষ্ঠিত। এইচ এস সি থেকে অনার্স পর্যন্ত বিভিন্ন বিভাগে বিষয় হিসেবে রয়েছে গণিত, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়নসহ বাংলা ও ইংরেজী। প্রতি বছর ১লা জানুয়ারীতে এই কলেজে ভর্তি কার্য্যক্রম শুরু হয় যেখানে সারা দেশের বিভিন্ন স্কুল থেকে জিপিএ ফাইভ পাওয়া ছাত্ররাই বেশি ভর্তি হয়ে থাকে।
ঢাকার বাহির থেকে আসা ছাত্রদের জন্যে রয়েছে দু’টি আবাসিক হল। যার একটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে আর অন্যটি বাংলাদেশের বিখ্যাত অর্গানিক কেমিস্ট ও বহুল পরিচিত বিজ্ঞানী ড. কুদরত ই খুদার নামে।
যোগাযোগ:
- ঠিকানা: ৩৪/বি, ফার্মগেট, তেজতুরি বাজার রোড, তেজগাঁও, ঢাকা-১২১৫।
- ফোন: ৯১১৩৯৬২, ৮১২২৮১৭
- ফেসবুক পেজ: govt.sciencecollege
- ওয়েবসাইট: Government Science College
২. Dhaka Science College
ঢাকার প্রথম বেসরকারি বিজ্ঞান কলেজ এটি। ১৯৯৭ সালে ঢাকার মালিবাগ মোড়ে প্রতিষ্ঠিত হয় এই ব্যতিক্রমী বিজ্ঞান কলেজটি। সহজ লোকেশন জানতে চাইলে বলতে হবে মালিবাগের হোসাফ সেন্টারের পাশে। ঢাকার যে কোনও লোকেশন থেকে মালিবাগ মোড়ে নেমে একটুখানি হাঁটলেই Dhaka Science College পেয়ে যাবেন।
শিক্ষামন্ত্রণালয়ের নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রতিটি চ্যাপ্টারের গভীরতা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ক্লাস নেয়া হয়। প্রতিটি ক্লাসের সময় সীমা ৪৫ মিনিট যা দুই ভাগে বিভক্ত করা হয়। প্রতিটি অধ্যায়ই ক্লাস লেকচার এবং কুইজের মাধ্যমে সম্পন্ন করা হয় যা ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বুঝতে বিশেষ সুবিধা হয়। প্রতি সপ্তাহেই চ্যাপ্টার ভিত্তিক টিউটোরিয়াল পরীক্ষা নেয়া হয়।
Dhaka Science College কতৃপক্ষের ভাষ্য মতে, এ কলেজের ছাত্র-ছাত্রীদের কোচিং করতে হয় না। কারণ, কলেজের মূল ক্লাস শুরুর আগে ও ক্লাস শেষে প্রত্যেক শিক্ষার্থীর জন্যে অতিরিক্ত কোচিং এর ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত কোচিংসহ মাসিক বেতন ৬০০ টাকা বলে কতৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।
যোগাযোগ:
- ঠিকানা: ২৬০/৩, মালিবাগ মোড়, ঢাকা।
- ফোন: ৯৩৫২৪৯৯, ৯৩৫৩২১৬
- সেল ফোন: ০১৮১৯৯৪৪০০১, ০১৯১৩৪১৬৯৪১
৩. United College of Aviation, Science and Management
নামেই বুঝতে পারছেন এটি সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট কলেজ যার মূল ফোকাস হচ্ছে এভিয়েশন। ২০০৯ সালে ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত হয় United College of Aviation, Science and Management যা এভিয়েশনের উপর বাংলাদেশের প্রথম কলেজ হিসেবে স্বীকৃত।
United College of Aviation দেশের সুবিধাবঞ্চিত এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত Omar Sultan Foundation এর একটি সিস্টার কনসার্ন। কলেজটি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনুমোদিত যার কলজে কোড নাম্বার ৬৫৯৭। একই সাথে এটি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডেরও অনুমোদিত যেখানে কলেজটির কোড হচ্ছে ৫০৪১৬।
United College of Aviation-এ আপনি Computer Science and Engineering (CSE) এবং Aeronautical Engineering এর উপর গ্র্যাজুয়েশন করতে পারবেন। এছাড়াও, Aeronautical Engineering এর উপর বিভিন্ন ডিপ্লোমা কোর্সও রয়েছে। আরো আছে Cabin Crew ও E-Ticketing – এর উপর শর্ট কোর্স। এছাড়াও, Pilot Course এবং PGD leadership and stretegic management এর উপর প্রপেশনাল কোর্সের ব্যবস্থা রয়েছে কলেজটিতে।
যোগাযোগ:
- মেইন ক্যাম্পাস: বাড়ি-১৬, রোড-৪, সেক্টর-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।
- সেকেন্ড ক্যাম্পাস: বাড়ি-২৯, রোড-৪, সেক্টর-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।
- ফোনে যোগাযোগ: 7911832, 01677306032, 01970608071, 01749306090
- ইমেলে যোগাযোগ: info@uca.edu.bd, admission@uca.edu.bd
- ওয়েবসাইট: United College of Aviation
- ফেসবুক পেজ: UCABD
৪. Sylhet Science and Technology College
চা বাগানের জন্যে বাংলাদেশের বিখ্যাত জেলা সিলেটের একমাত্র বিজ্ঞান কলেজ হিসেবে Sylhet Science and Technology College এর ব্যাপক সুনাম রয়েছে। কলেজটি হযরত শাহজালাল মাজার শরীফের নিকটে মীরের ময়দানে অবস্থিত।
১৮৭২ সালে মহিবুর রহমান ফাউন্ডেশন কতৃক প্রতিষ্ঠিত এই বিজ্ঞান কলেজটি হোস্টেল সুবিধা রয়েছে। রয়েছে সিসিটিভি সুবিধা এবং ছাত্র-ছাত্রীদের জন্যে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।
যোগাযোগ:
- ঠিকানা: অর্নব-০৩, মীরের ময়দান, দরগা মহল্লা রোড, সিলেট।
- ফোন: ০৮২১-৭১৫৬৯৯ (অফিস), ০১৯৩৮-৮৮৮২৪০ (অধ্যক্ষ)
- ইমেল: syl.sstc.bd@gmail.com, sstc13@yahoo.com
- ওয়েবসাইট: SSTC on the Web
- ফেসবুক পেজ: SSTC on Facebook
৫. Ullapara Science College
Ullapara Science College বাংলাদেশের উত্তরাঞ্চলীয় এলাকা সিরাজগঞ্জে জেলার ঝিকিরায় অবস্থিত একটি কো-এডুকেটিভ কলেজ। প্রায় ৫ একর জমির উপর এই বিজ্ঞান কলেজটি প্রতিষ্ঠা করেন সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী খান।
Ullapara Science College এর এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার (EIIN) হল ১২৮৬৭৪ এবং মান্থলি পে অর্ডার নাম্বার (MPO) হল ৮২০৯০২৩১০১।
যোগাযোগ:
- ঠিকানা: ঢাকা নগরবাড়ি মহাসড়ক, ঝিকিরা, ২নং ওয়ার্ড, উল্লাপাড়া পৌরসভা, সিরাজগঞ্জ।
- ফোন: অধ্যক্ষ- ০১৭৮৩-৬২৯৬৯৬, প্রধান সহকারি- ০১৭১২-৬৮৮৬৭০
- ইমেল: principal@usc.edu.bd
- ফেসবুক পেজ: USC on Facebook
৬. Delta Computer Science College
রংপুর সদরের ডেল্টা মোড়ে অবস্থিত রংপুর বিভাগের একমাত্র বিজ্ঞান কলেজ Delta Computer Science College। এটি অত্যন্ত তৃপ্তিদায়ক, সম্পূর্ণ প্রাকৃতিক, খোলামেলা ও শব্দহীন পরিবেশে অবস্থিত। লেটেস্ট টেকনোলোজির সাথে নিজেদেরকে খাপ খাওয়ানো ও যোগ্য করে গড়ে তোলার মিশন নিয়ে ২০০০ সালে এই কম্পিউটার বিজ্ঞান কলেজটি প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজগুলোর মধ্যে Delta Computer Science College বর্তমানে CSE রেজাল্টের দিকে প্রথম অবস্থানে আছে বলে কতৃপক্ষের সূত্রে জানা গিয়েছে। Delta Computer Science College এর নানা রকম সুবিধার মধ্যে রয়েছে,
- কম্পিউটার ল্যাব – হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক সুবিধাসহ।
- হোস্টেল – বাইরের ছাত্র-ছাত্রীদের জন্যে।
- জব প্লেসমেন্ট – কলেজ থেকে পাশ করা গ্র্যাজুয়েটদের জন্যে।
যোগাযোগ:
- ঠিকানা: ডেল্টা মোড়, আর কে রোড, রংপুর সিটি, রংপুর।
- ফোন: 01712081815, 01715572398
- ইমেল: gm.rangpur@yahoo.com
- ওয়েবসাইট: Delta on the Web
- ফেসবুক পেজ: Delta on Facebook
৭. Noakhali Science and Commerce School and College
নোয়াখালীর জেলা শহর মাইজদিদে একটি আর সোনাপুরে আরেকটি ক্যাম্পাস নিয়ে নোয়াখালী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান Noakhali Science and Commerce School and College। নাম থেকেই বুঝতে পারছেন এটি শুধু কলেজই নয়, এর স্কুল শাখাও রয়েছে। আর এটি শুধুই বিজ্ঞান কলেজ নয়, রয়েছে কমার্সও বিভাগও।
Noakhali Science and Commerce School and College ২০০৯ সালে ডা. আফতাব উদ্দিন প্রতিষ্ঠা করেন। আর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
যোগাযোগ:
- ঠিকানা: মাইজদি, নোয়াখালী সদর ও সোনাপুর।
- ফোন: 01715-434289
- ফেসবুক পেজ: NSCSC on Facebook
আশা করি, বাংলাদেশের এই সকল বিজ্ঞান কলেজ সম্পর্কে জেনে আপনার ভালো লেগেছে। যদি আপনার জানা মতে এমন কোন বিজ্ঞান কলেজ থাকে যা এখানে অন্তর্ভিক্ত করা হয়নি, তবে অবশ্যই কমেন্টে সেই কলেজের নামটি আমাদের জানাবেন। আমরা কলেজটিকে এই লিস্টে অ্যাড করে দেবো।
Amran says
কিসের জন্য ভুল তথ্য দেন, হুমমম! দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয় লিখে সার্চ দিলে তৃতীয় নাম্বারে চলে আসে শাহজালাল ইউনিভার্সিটি। আর আপনি তাকে চার নম্বরে রাখছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, এটা কি মানা যায়? বিজ্ঞান ও প্রযুক্তির দিক দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1 নম্বর স্থানে রাখা উচিত।