বর্তমান সময়ে অনেকেই ছবি তোলার জন্য বেছে নেন পছন্দের স্মার্টফোনটিকে। সেই সাথে ছবিটিকে মনের মতো করতে ব্যবহার করেন বিভিন্ন ফটো এডিটিং অ্যাপস। আমরা এমন একটা ফটো এডিটিং অ্যাপস খুঁজে নেওয়ার চেষ্টা করি যাতে আমরা ইউনিক কিছু পাবো। যাতে আমরা সহজেই এবং খুব কম সময়ের মধ্যেই পছন্দের ছবিটিকে আরও সুন্দর এবং মনোরম করে ফেলতে পারি। এই পোস্টে আমরা বিভিন্ন রকমের ফ্রি ফটো এডিটিং অ্যাপস্ সম্পর্কে জানবো।
ফ্রি ফটো এডিটিং অ্যাপস্
গুগল প্লে স্টোরে বিভিন্ন রকমের ফটো এডিটিং অ্যাপস রয়েছে। কিন্তু দেখা যায় বেশিরভাগ অ্যাপসই পেইড অ্যাপস। অর্থাৎ আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। কিন্তু বিভিন্ন ফ্রি অ্যাপসও রয়েছে যার মাধ্যমে খুব সুন্দরভাবেই আপনি এডিট করে নিতে পারেন আপনার বাছাই করা ছবিটি। তাই চলুন দেখে নিই গুগল প্লে স্টোরের সেরা পাঁচটি ফ্রি ফটো এডিটিং অ্যাপস।
১. Snapseed
এটি গুগল এর মালিকানাধীন একটি ফ্রি ফটো এডিটিং অ্যাপস। যা দিয়ে JPG এবং RAW ফরম্যাট এর ছবিগুলো এডিট করতে পারবেন খুব সহজেই। এতে রয়েছে ২৯টি টুলস। যা দ্বারা আপনি যে কোন ছবিকে করে ফেলতে পারেন মনের মতো। এছাড়াও এতে রয়েছে Healing, Brush, Perspective যা দ্বারা ছবিটিকে আরও সুন্দর করা যাবে।
এছাড়াও Crop, Rotate, White Balance দিয়ে আপনি ছবিটিকে আরও দৃষ্টিনন্দন করে ফেলতে পারবেন। তাছাড়াও আরও যোগ করা যাবে Text। Curves থেকে আপনি ছবিটির Brightness level কে অ্যাডজাস্ট করতে পারবেন। রয়েছে Lens Blur সুবিধা। তা ছাড়াও আপনি আরও অ্যাড করতে পারবেন Frames যা আপনার ছবিটিকে করে তুলবে আরও সুন্দর ও মনের মতো।
২. Pixlr
এটি Autodesk এর সত্ত্বাধিকারী একটি চমৎকার ফটো এডিটিং অ্যাপস। মৌলিক ছবির সম্পাদনা জন্য এটি একটি চমৎকার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটিতে একটি সুষম ইন্টারফেস রয়েছে যা আপনাকে খুব সহজেই ইফেক্টগুলো এবং ফিল্টারগুলি খুঁজে বের করতে সাহায্য করবে। এতে রয়েছে “Pixelate” নামক একটি টুলস যা আপনাকে খুব সহজেই ছবির যে কোন অংশ হতে blur out করতে সাহায্য করবে।
এছাড়াও Pixlr দিয়ে আপনি ফটো কোলাজ করতে পারবেন। রয়েছে Auto Fix সুবিধা। যার মাধ্যমে খুব সহজে এক ক্লিকেই ছবির Color এর সামঞ্জস্য করতে পারবেন। Overlays এর মাধ্যমে ছবির মোড ঠিক করা, টোন বাড়ানো, ইমেজকে দ্রুত রিসাইজ করাসহ আরো অনেক ধরণের এডিটিং করতে পারবেন এই ফ্রি ফটো এডিটিং অ্যাপস্ দিয়ে। এছাড়াও আরও বিভিন্ন ফিচার এই অ্যাপসটিকে আপনার পছন্দের তালিকায় রাখতে বাধ্য করবে।
৩. Cymera
এটি মূলত portraits এর জন্য ডিজাইন করা হলেও এটি দিয়েও আপনি খুব সুন্দরভাবে ছবি এডিটের কাজ করতে পারবেন। আপনি সরাসরি ছবি তুলে কিংবা আপনার ফটো গ্যালারি থেকেও ছবি নির্বাচন করতে পারবেন। ছবি তোলার সময় এই ইমেজ এডিটিং অ্যাপসটি সাতটি ভিন্ন লেন্স এবং চারটি শুটিং মোড দেখায়।
দারুণ এই অ্যাপটিতে রয়েছে বিশটি ফিল্টার, আলংকারিক প্রভাব, প্রতিকৃতি এবং বাস্তবিক মেকআপ ইফেক্ট। তাছাড়াও Brightness, Contrast, Mosaic, Crop, Rotate সুবিধাও রয়েছে এই অ্যাপসটিতে। অ্যাপসটি থেকে সরাসরি ফেসবুক, টুইটার, টাম্বলারসহ আরও বিভিন্ন জায়গায় সরাসরি শেয়ার করার সুযোগ রয়েছে। Cymera বিনামূল্যে হলেও এর পর্দার নীচে একটি ছোট, সহনীয় ব্যানার প্রদর্শিত হয়।
৪. Adobe Photoshop Express
অ্যাডোব ফটোশপ এক্সপ্রেস একটি সুগঠিত অ্যাপ যেখানে অ্যাডোব এর সেরা ফটো এডিটিং টুলসগুলো সহজেই ব্যবহার করা যায়। এই অ্যাপসে কাজ করতে হলে প্রথমে আপনাকে একটি ফ্রি Adobe ID তে সাইন ইন করতে হবে। এই অ্যাপসটিতে রয়েছে 60+ professional looks এবং Denoise and Defog এর মতো সেবাগুলো একদম ফ্রিতে। গুগল প্লে স্টোরে থাকা এটি অন্যতম সেরা ফ্রি ফটো এডিটিং অ্যাপস্।
Adobe Photoshop Express এ ছবি এডিট করতে হলে আপনাকে Hold, drag and drop এই সহজ কাজটি করতে হবে। অর্থাৎ যে ছবিটি এডিট করবেন সেটি Hold করে ধরুন। Drag করে নিয়ে আসুন এবং Drop করে দিন। খুব সহজেই Replace করতে পারবেন একটি ছবি থেকে আরেকটি ছবি। একটি ছবিকে Adjust/fix করে দিতে পারবেন এবং যেকোন Look apply করতে পারবেন। Crop, Resize, Straighten, Rotate, Refine, Flip এর মতো সুবিধা ছাড়াও রয়েছে Remove red eye and pet eye এর সুবিধা। Auto-Fix, Filters এবং Watermark images এর সুবিধাও রয়েছে এই অ্যাপসে। আর এডিট কমপ্লিট হয়ে গেলে তা ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামে শেয়ার করার অপশন তো রয়েছেই।
৫. APUS Camera
User Interface সুবিধা প্রকাশ পাওয়ায় এই ফটো এডিটিং অ্যাপসটি নৈমিত্তিক ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এটিতে কোলাজ, মেকআপ এবং ফিল্টারের ইফেক্ট রয়েছে। এই অ্যাপসে একটি মজার ফাংশন রয়েছে। তা হলো এটি দিয়ে কোন ছবি তোলার পর তা আপনার বয়স এবং লিঙ্গ বলে দেওয়ার চেষ্টা করে।
যদি আপনি নিজের ছবি তুলতে খুবই যত্নশীল হয়ে থাকেন এবং একটি মজার অ্যাপস খুঁজে থাকেন, তাহলে এই অ্যাপসটি আপনার জন্য এবং এটি অবশ্যই আপনার স্মার্টফোনে থাকা দরকার। বিভিন্ন ধরনের স্টিকার, ৮০টি বিভিন্ন রকমের ফটো কোলাজ, সিম্পল ইন্টারফেস এবং কাউন্টার, লাইভ ফিল্টার সাথে দ্রুত ক্যাপচার এই অ্যাপসটিকে আপনার ভালোলাগায় পরিণত করবে।
সেরা ৫টি ফ্রি ফটো এডিটিং অ্যাপস্ সম্পর্কে জানলেন যা যে কোন অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজ করতে পারবেন। এখন আপনার পছন্দ অনুযায়ী যে কোনটি অথবা একাধিক কিংবা সবগুলোই ডাউনলোড করে নিতে পারেন। যে কোন অ্যাপসের মাধ্যমেই আপনি আপনার পছন্দের ছবিটিকে করে ফেলতে পারবেন আরও আকর্ষণীয়। তাই দেরি না করে চট করে ডাউনলোড করে নিন আর ফ্রিতে ইউজ করে ফটো এডিটর হয়ে উঠুন।
Leave a Reply