সৌখিন এবং প্রপেশনাল ফটোগ্রাফারদের জন্য ৫টি ফ্রি ফটোগ্রাফি থিম নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। শখের বশে যদি ফটোগ্রাফি করে থাকেন, সেটাকে একটা প্রপেশনাল রূপ দিতে পারেন সুন্দর একটি ওয়েবসাইট তৈরির মাধ্যমে। আর যদি ফটোগ্রাফি হয় আপনার প্রপেশন, তাহলে তো আপনার একটি ওয়েবসাইট থাকা অপরিহার্য্য।
শখ হোক আর প্রপেশন হোক, আপনার সমস্ত ফটোগ্রাফি যদি এক জায়গায় গুছিয়ে রাখতে পারেন, তবে যে কোন সময় যে কোন দরকারে সেগুলো হাতের কাছে পাবেন। নিজের একটি ফটোগ্রাফি ওয়েবসাইট আপনার সৌখিনতাকে যেমন আরো সৌন্দর্য্যময় করে তুলবে, তেমনি আপনার প্রপেশনকে ছড়িয়ে দেবে সবার কাছে। সুতরাং, কোন খরচ ছাড়াই বেচে নিতে পারেন সুন্দর একটি ফ্রি ফটোগ্রাফি থিম আর কোন ডেভেলপার ছাড়াই নিজে নিজে তৈরি করে ফেলতে নিজের একটি ওয়েবসাইট।
৫টি ফ্রি ফটোগ্রাফি থিম
ওয়েডিং ফটোগ্রাফি, কর্পোরেট ফটোগ্রাফি কিংবা, নিউজ ফটোগ্রাফি এবং আরো নানা ধরণের ফটোগ্রাফি রয়েছে যা এখন আমাদের দেশে চমৎকার একটি প্রপেশন হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রপেশনে প্রবেশের জন্য আপনার একটি ওয়েবসাইট থাকা জরুরী যেখানে আপনি আপনার রুচি, শিল্পবোধ, কাজের অভিজ্ঞতা, পূর্ববর্তী কাজের পোর্টপোলিও তুলে ধরতে পারবেন।
- চাইলে আপনার বেতন হতে পারে ৩ লাখ ২ হাজার ৪শ টাকা
- সোশাল মিডিয়া ম্যানেজার হিসেবে আয় করতে পারেন ঘন্টায় ১১২৫ থেকে ৩০০০ টাকা
কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করতে আপনাকে গুনতে হবে অনেকগুলো টাকা। বিশেষ করে একটি ফটোগ্রাফি ওয়েবসাইটের ডিজাইনের জন্য একটা মোটা অংক বেরিয়ে যাবে আপনার পকেট থেকে। আর এ ডিজাইন যদি পেয়ে যান ফ্রিতে এবং সেটা যদি অর্ডার দিয়ে তৈরি করা ডিজাইন থেকেও সুন্দর হয়, তাহলে? বাজি ধরে বলতে পারি, যে ৫টি ফ্রি ফটোগ্রাফি থিম নিচে দেয়া হল, আমাদের দেশের অনেক ডিজাইনারই এ রকম সুন্দর ডিজাইন করতে পারবে না। বিশেষ করে একটা ফটোগ্রাফি ওয়েবসাইটের জন্য যে ফাংশনালিটি দরকার সেটা ক্রিকেট করতে পারবে না। আর যারা পারবে তারা আপনার কাছে বিশাল একটা অ্যামাউন্ট দাবী করে বসে থাকবে। একটা সাইটের জন্য এত টাকা খরচ করা বোকামী নয় কী? সুতরাং, এখান থেকে একটা ফ্রি ফটোগ্রাফি থিম পছন্দ করে ওয়ার্ডপ্রেসে বানিয়ে ফেলুন আপনার ফটোগ্রাফি ওয়েবসাইট।
ফটোম্যানিয়া – ফ্রি ফটোগ্রাফি থিম
ভিজুয়াল বিউটি, গ্রাফিক্যাল রিফাইনমেন্ট আর অসাধারণ ডিজাইনের কারণে ফটো ম্যানিয়া হতে পারে আপনার ফটোগ্রাফি ওয়েবসাইটের জন্য প্রথম পছন্দের থিম। এই মডার্ন থিমটি ছোট থেকে বড় যে কোন ডিভাইসের সঙ্গে দারণ মানানসই হবে। বামপাশে সিঙ্গেল ড্রপ ডাইন মেনু আর ডানপাশে দুইটি চমৎকার বাটন সহকারে এই থিমের টপবারটি খুবই আকর্ষণীয় করে ডিজাইন করা হয়েছে। মেইন নেভিগেশন বারের বামপাশে কাস্টম লোগো আর ডানপাশে রয়েছে হোভার ইফেক্টসহ স্টিকি মেন্যু। মেনুর পরই একই পাশে পাবেন সোশাল শেয়ার বাটনগুলো।
এই থিমের মেইন বডির উপরে একটি অসাধারণ স্লাইডার যুক্ত করা হয়েছে যেখানে আপনি আপনার সেরা ছবিগুলো শো করতে পারবেন। আর সেগুলোকে আপনি যে কোন পেজের সঙ্গে লিংক করতে পারবেন। মূল বডিতে আপনি ট্যাবড্ পোস্ট যুক্ত করতে পারবেন যেখানে আলাদা আলাদাভাবে ফ্যাশন, কিডস্, ওয়েডিং কিংবা প্রকৃতিসহ নানা ক্যাটেগরিতে ছবি আপলোড করতে পারবেন। প্রত্যেকটা ক্যাটেগরির পরই ‘রিড মোর’ বাটন যুক্ত করার সুযোগ রয়েছে।
ফটোগ্রাফি – ফ্রি ফটোগ্রাফি ওয়ার্ডপ্রেস থিম
একটা ফটোগ্রাফি ওয়েবসাইটকে সুন্দর করে সাজানোর জন্য যত ধরণের ইলেমেন্টের প্রয়োজন হয়, এ থিমে তার সব ইলেমেন্ট এবং ফিচার রয়েছে। ছবির উপরে টাইটেল এবং ‘রিড মোর’ বাটনের ব্যবহারসহ দারণ একটি স্লাইডিং অপশন রয়েছে এই থিমে। এই থিমে আপনি আপনার ইনস্টাগ্রাম ইমেজগুলোকে অটোমেটিক সাজাতে পারবেন।
ফটোগ্রাফি থিমে অনেকগুলো গ্যালারি সেকশন রয়েছে। আর প্রত্যেকটা গ্যালারির জন্যই ৪টা করে লে-আউট যুক্ত করা হয়েছে। এক একটা লে-আউটের ডিজাইন এক এক রকম। একেক গ্যালারির জন্য আপনি একেক ধরণের লে-আউট ব্যবহার করতে পারেন। এছাড়া, ব্লগ সেকশনের জন্য রয়েছে ৩টি লে-আউট আর সিঙ্গেল গ্যালারি পেজের জন্যও রয়েছে ৩টি ভিন্ন ধরণের লে-আউট। ‘টিম এন্ড টেস্টিমোনিয়াল’ নামে একটি অপশন রয়েছে যার মাধ্যমে আপনি আপনার টিম মেম্বারদের ছবিসহ বিস্তারিত বিবরণ আপলোড করতে পারবেন। আর থিমটিতে যে কোন ধরণের পরিবর্তণ করার জন্য রয়েছে ‘কাস্টোমাইজার’ অপশন।
পিক্সাগ্রাফি – পিক্সেল পারফেক্ট ফটোগ্রাফি থিম
বিখ্যাত থিম প্রোভাইডর কোম্পানি থিম ফ্রেশিয়ার তৈরি একটি চমৎকার ফ্রি ফটোগ্রাফি থিম ‘পিক্সাগ্রাফি’। থিমটির টপ বারের ডানপাশে সোশাল ফলো বাটনের ডিজাইন যে কারো নজর কাড়বে খুব সহজে। এই থিমের একটি আলাদা বৈশিষ্ট্য হচ্ছে মূল নেভিগেশন মেনুকে সেট করা হয়েছে স্লাইডারের নিচে সচরাচর যা স্লাইডারের উপরে সেট করা হয়ে থাকে।
থিমটির ব্যাক টু টপ বাটনের ডিজাইনও দারণ। এই বাটনে্ হোভার ইফেক্ট দেয়া হয়েছে। পিক্সাগ্রাফি থিমটি উ-কমার্স, বিবিপ্রেসসহ সব ধরণের ওয়ার্ডপ্রেস প্লাগইনই সাপোর্ট করে। আপনার পছন্দ মত ডিজাইন করে নেয়ার জন্য থিমে একটি কাস্টোমাইজার যুক্ত করা হয়েছে যা দিয়ে আপনি খুব সহজেই প্রয়োজনীয় পরিবর্তন সম্পন্ন করতে পারবেন।
ফটো পারফেক্ট – পারফেক্ট ওয়ার্ডপ্রেস ফটোগ্রাফি থিম
ফটো পারফেক্ট এর ডিজাইন খুবই সিম্পল কিন্তু আকর্ষণীয় আর রেসপন্সিভ। যে কোন ধরণের ফটোগ্রাফস্ সাজানোর জন্য এটি একটি দারুণ থিম। এই থিমের হোম পেজে সম্পূর্ণ জায়গা জুড়ে একটি দারুণ এনিমেশন দেয়া হয়েছে যা খুব সহজেই আপনার ভিজিটরদের মনোযোগ আকর্ষণ করতে পারবে।
আর হেডার ইমেজে দুইটি মেনু যুক্ত করা হয়ছে। একটি প্রাইমারি এবং আরেকটি মেইন মেনু হিসেবে ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি একটি মেনু হাইড করেও রাখতে পারবেন। তবে দুইটি মেনুর ডিজাইনই দারুণ আকর্ষণীয় আর দুটিকেই কলাপ্স করার অপশন রয়েছে আর দেয়া হয়েছে ট্রানজিশন ইফেক্ট।
ফটো লাইট – ফ্রি ফটোগ্রাফি থিম
ফটো লাইট একটি লাইট-ওয়েট ফটোগ্রাফি থিম। ফিচার স্লাইডারের খুব নিকটে তৈরি করা হয়েছে মেইন নেভিগেশন মেনু যা থিমটিতে একটি আলাদা সৌন্দর্য্য তৈরি করেছে। আর স্লাইডারে রয়েছে পোস্ট টাইটেল এবং সংক্ষিপ্ত বর্ণনা। আপনার পাঠকরা ‘রিড মোর’ বাটনে ক্লিক করে পুরো ফিচারটি পড়তে পারবে।
থিমের মূল বডি সেকশনের কিছুটা অংশও স্লাইডারের ভেতর সেট করা হয়েছে। আর প্রতিটি টাইটেল এবং পোস্টেই দেয়া হয়েছে মাউস হোভার ইফেক্ট। হোমপেজের জন্য কোন সাইডবার রাখা হয়নি। তবে ক্যাটেগরি এবং সিঙ্গেল পেজগুলোতে বামপাশে সাইডবার ডিজাইন করা হয়েছে।
আশা করি, এই ৫টি ফ্রি ফটোগ্রাফি থিম থেকে সুন্দর একটি থিম আপনি ইতিমধ্যেই বাছাই করে ফেলেছেন আপনার ফটোগ্রাফি ওয়েবসাইটের জন্য। আপনার ওয়েবসাইট তৈরিতে কোন ধরণের সহযোগীতার প্রয়োজন হলে আমাদের জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। টেক ট্রেইনি পরিবার আপনাকে সহযোগীতা করতে সর্বদা প্রস্তুত। আর আমাদের পোস্টগুলো শেয়ার করে আমাদেরও সহযোগীতা করুন।
Leave a Reply