মোবাইল অ্যাপ বর্তমানে প্রযুক্তির নেতৃত্ব দিচ্ছে এবং জটিল কাজগুলি সহজতর করার জন্য আমাদের সাহায্য করছে। অ্যাপের বাজারে বর্তমানে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে চাহিদার শীর্ষে। প্রায় প্রতিটি কাজই হয়ে পড়ছে অ্যাপ ভিত্তিক। সেই কারণে অনেকেই এখন ঝুঁকে পড়ছেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের দিকে। আর তাই, আমরাও আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি কয়েকটি অ্যাপ ডেভেলপমেন্ট শেখার ওয়েবসাইট এর সঙ্গে।
এখনকার সময়ে শুধু ইন্টারনেট সার্চ করেই খুঁজে পাওয়া সম্ভব অনেক কিছু। এমন কি খুঁজে পাওয়া সম্ভব কীভাবে ফ্রিতে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শেখা যায়। তবে, অ্যাপ ডেভেলপমেন্ট শেখার সঠিক রিসোর্চ খুঁজে পাওয়া সব সময় সহজ নয়। আমরা তাই, এমন কিছু ওয়েবসাইটের সন্ধান নিয়ে এসেছি, যেগুলোতে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শেখার সব ধরণের রিসোর্চ পাবেন।
অ্যাপ ডেভেলপমেন্ট শেখার ওয়েবসাইট
অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনার আগ্রহ থাকে, তাহলে আপনি বাছাই করে নিতে পারেন কিছু ওয়েবসাইট। যেগুলোর মাধ্যমে আপনি ফ্রিতে অ্যাপ ডেভেলপমেন্ট শেখার কাজটি করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক, ফ্রিতে অ্যাপ ডেভেলপমেন্ট শেখার সেরা ৫টি ওয়েবসাইট সম্পর্কে।
১. Android Developers
অ্যান্ড্রয়েড ডেভেলপার ওয়েবসাইটটি হলো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য গুগলের একটি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে স্ক্র্যাচ থেকে শুরু করে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য সব ধরণের টিউটোরিয়াল রয়েছে। এমনকি, প্রতিটি বিষয়ের ডকুমেন্টেশনও রয়েছে এই ওয়েবসাইটে।
প্রত্যেকটি টিউটোরিয়ালের আলাদা দিক-নির্দেশনা আপনাকে বিষয়টিকে ভালভাবে বুঝতে সহায়তা করবে। এমনকি, প্রথম স্টেজগুলোতেই সহজ টিউটোরিয়ালের পাশাপাশি কিছু অ্যাডভান্সড্ টিপস্ ও ট্রিকস্ থাকায় শুরু থেকেই আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন। এই ওয়েবসাইটটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং এর ক্ষেত্রে বিগিনার্সদের জন্য একটি পারফেক্ট ওয়েবসাইট।
২. Core Servlets
এই ওয়েবসাইটটি আপনাকে বিভিন্ন বিভাগ ভাগ করে অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল সরবরাহ করে। প্রত্যেকটি বিভাগেই রয়েছে কিছু অনুশীলন এবং প্রতিটি অনুশীলনের রয়েছে উদাহরণ এবং সমাধান। ওয়েবসাইটের উল্লিখিত হিসাবে এটিকে স্ব-বিন্যস্ত অ্যান্ড্রয়েড প্রশিক্ষণ কোর্স হিসাবে বলা হয়।
এই অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল দিয়ে শুরু করতে, আপনাকে অবশ্যই জাভা প্রোগ্রামিং এর উপর সর্বনিম্ন জ্ঞান থাকতে হবে। তবে এতে চিন্তার কিছু নেই কারণ এই ওয়েবসাইটটি আপনাকে জাভা প্রোগ্রামিং শেখার জন্য জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালও প্রদান করে।
৩. Vogella
ওয়েবসাইটটি আপনাকে অ্যান্ড্রয়েড ভিডিও টিউটোরিয়ালগুলোর প্রারম্ভিক থেকে শুরু করে উন্নত বিষয় সরবরাহ করে। প্রতিটি বিষয় উদাহরণ এবং কোড স্নিপট দিয়ে ভালভাবে ব্যাখ্যা করা হয়। এটি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটি পরীক্ষা করার জন্য IDE ইনস্টল করার প্রারম্ভ থেকে ব্যাখ্যা করে।
অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে নতুনদের জন্য এটি দারুণ একটি ওয়েবসাইট। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালের বিশাল কালেকশন রয়েছে Vogella-এর। প্রতিটি টিউটোরিয়াল অত্যন্ত ভালভাবে লেখা এবং অসাধারণ কোড এক্সাম্পল ও অধিকতর রিসোর্সের জন্য লিঙ্ক প্রদান করা হয়।
৪. Mobile Tuts+
মোবাইল টিউটস+ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য অনুপ্রেরণা এবং তথ্যের বিস্তৃত রিসোর্স। “Envato” নেটওয়ার্কে অংশ হিসাবে এরা মোবাইল ডেভেলপমেন্ট সংক্রান্ত কিছু সেরা কন্টেন্ট ইন্টারনেটে সরবরাহ করে। এক্সপেরিয়ান্সড ডেভেলপার কিংবা কমপ্লিট বিগিনারদের জন্য অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে বিনামূল্যে টিউটোরিয়ালের একটি বিশাল অ্যারে রয়েছে এই ওয়েবসাইটটির।
যদি আপনি মজার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান কিংবা আপনার দক্ষতা বাড়াতে চান, তাহলে এই অনলাইন রিসোর্সটি আপনার জন্য একটি গ্রেট স্টার্টিং পয়েন্ট হতে পারে। কিছু সময় এবং ধৈর্যের ফলে আপনি একটি দুর্দান্ত অ্যাপ তৈরি করতে সক্ষম হবেন এবং এটি Google Play store এ পাবলিশ করতে পারবেন।
৫. Java Code Geeks
নামটি দেখে মনে হতেই পারে ওয়েবসাইটটি শুধুমাত্র জাভা প্রোগ্রামিং টিউটোরিয়াল প্রদান করে। যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং জাভাতে সম্পন্ন করা হয় তাই এটি বিনামূল্যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়ালও প্রদান করে।
ওয়েবসাইটটি আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপকে প্রারম্ভিক এবং সহজ পদ্ধতিতে প্রোগ্রামিং করাতে সহায়তা করে। সবগুলো টিউটোরিয়াল কমপ্লিট করার পর আপনি স্ক্র্যাচ থেকে আপনার নিজের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন।
আপনি উপরের যে কোনো ওয়েবসাইট থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ শিখতে পারেন। ওয়েবসাইটগুলোতে টিউটোরিয়ালের সাথে সোর্স কোড, প্র্যাকটিস এবং একই সাথে প্রবলেম সলভ দেওয়া আছে। যার ফলে আপনি খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। আর এর ফলে আপনি হয়ে যেতে পারবেন একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার এবং ডেভেলপ করতে পারবেন আপনার প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ একদম স্ক্র্যাচ থেকে। তাই আর দেরি না করে আজই শুরু করে দিন অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স।
Leave a Reply