বাংলাদেশ সময়ে আজ রাত নয়টাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া-এর মধ্যকার রাশিয়া বিশ্বকাপ ২০১৮-এর ফাইনাল ম্যাচ। কাকে সাপোর্ট করছেন আপনি? যাকেই করুন না কেন, ম্যাচ শুরু হওয়ার আগে চলুন এক ঝলকে দেখে নেই ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার এ পর্যন্ত হেড টু হেড-এর ফলাফল।
এ পর্যন্ত ফুটবলের ইতিহাসে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছে মোট পাঁচবার। এর মধ্যে ফুটবল বিশ্বকাপে মুখোমুখি হওয়ার রেকর্ড মাত্র একবার। আর সেটা ছিল ১৯৯৮ সালে ফ্রান্সেই অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে।
ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া
মজার ব্যাপার হল এই পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েও একবারও ফ্রান্সের বিরুদ্ধে জয় লাভ করতে পারে নি ক্রোয়েশিয়া। আজকের ফাইনালে কি সেই ধারাই অব্যহত থাকবে, নাকি প্রথমবার ফাইনালে আসা ক্রোয়েশিয়া প্রথমবারের মত ফ্রান্সকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতার রেকর্ডটাও গড়বে, সেটাই দেখার বিষয়। তো চলুন, দেখে নেই এ পর্যন্ত হেড-টু-হেডে কার অবস্থান কেমন।
র্যাংকিংঃ
ফিফার সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবলে ক্রোয়েশিয়ার র্যাংকিং ২০ আর ফ্রান্সের র্যাংকিং ৭।
জয়-পরাজয়ঃ
ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার এ পর্যন্ত হওয়া পাঁচটি খেলায় ফ্রান্স জয় লাভ করেছে ৩টিতে, ক্রোয়েশিয়া কখনোও জয় লাভ করতে পারেনি। আর বাকী দু’টো ম্যাচ ড্র হয়েছে। এই পাঁচটি খেলায় এ পর্যন্ত ক্রোয়েশিয়ার বিপক্ষে মোট নয়টি গোল স্কোর করতে সক্ষম হয়েছে ফ্রান্স। আর ফ্রান্সের বিপক্ষে এ পর্যন্ত তিনটি গোল স্কোর করেছে ক্রোয়েশিয়া।
বিশ্বকাপঃ
এ পর্যন্ত ক্রোয়েশিয়ার বিশ্বকাপে অংশগ্রহণ পাঁচ বার। আর ফ্রান্সের বিশ্বকাপে অংশগ্রহণ পনেরো বার। এর মধ্যে ফ্রান্সের সবচাইতে ভাল অবস্থান ছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপেই। সেবার চাম্পিয়ন হয় তারা। মজার ব্যাপার হল, ক্রোয়েশিয়ারও সবচেয়ে ভাল অবস্থান ২০১৮-রাশিয়া বিশ্বকাপের আগ পর্যন্ত ছিল ফ্রান্স বিশ্বকাপেই। সেবার তৃতীয় হয়েছিল তারা। ঐ বিশ্বকাপেই সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া এবং পরাজিত হয়েছিল ২-১ গোলে।
বিশ্বকাপ ফাইনালঃ
রাশিয়া বিশ্বকাপের ফাইনালসহ এ পর্যন্ত তৃতীয়বারের মত ফাইনাল খেলছে ফ্রান্স। এর আগে একবার চাম্পিয়ন এবং একবার রানার্স আপ হয়েছিল তারা। কিন্তু, এই রাশিয়া বিশ্বকাপেই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। এর আগে তারা কখনোই ফাইনালে কোয়ালিফাই করতে পারে নি।
সত্যি কথা বলতে, প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ক্রোয়েশিয়ার চেয়ে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে ফ্রান্স। কিন্তু, তারপরও এবারের বিশ্বকাপে যে আমরা অন্য এক ক্রোয়েশিয়াকে দেখছি, সেকথাও কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং আজকে রাতে যদি অবিশ্বাস্য কিছু ঘটাতে পারে ক্রোয়েশিয়া, তাহলেও মনে হয় সেটাকে অঘটন বলাটা ঠিক হবে না।
Leave a Reply