ফেসবুকে ঘুরাঘুরি করছেন, হঠাৎ একটি ভিডিওর উপর চোখ আঁটকে গেল। ভিডিওটি দেখলেন, খুবই ভাল লাগলো। কিছুদিন পর বন্ধুদের সঙ্গে আড্ডার সময় ভিডিওটির কথা বললেন, সবাই মুগ্ধ হয়ে শুনলো এবং তারাও ভিডিওটি দেখতো চাইলো। কিভাবে দেখাবেন?
আবার ধরুন, ফেসবুকে একটি শিক্ষনীয় ভিডিও দেখলেন যা দেখার পর ভাবলেন, ভিডিওটি অবশ্যই আপনার ছোট ভাইয়ের, বোনের কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের দেখা উচিৎ। কিন্তু তখন আপনি একা, বাসায় পরিবারের সদস্যরা নেই, বিশেষ করে যাদের আপনি দেখাতে চান। তখন আপনার মাথায় যে চিন্তাটি আসবে, সেটি হচ্ছে ডাউনলোড করে রাখা। কিন্তু কিভাবে?
আবার ধরুণ, ফেসবুকে ঢুকে দেখলেন, ফেসবুক আপনার গত বছরের অ্যাক্টিভিটি নিয়ে কিংবা কোন বন্ধুর সঙ্গে সম্পর্কের গভীরতা নিয়ে কিংবা আপনার জন্মদিন নিয়ে দারুণ একটি ভিডিও বানিয়েছে। আপনাকে নিয়ে ফেসবুকের বানানো এই ভিডিওটি অবশ্যই আপনি কালেকশনে রাখতে চাইবেন, কিন্তু কিভাবে?
অথবা, ফেসবুকে প্রবেশ করে এমন একটি ভিডিও দেখলেন যা শেষ হবার পর মনে হলো, এটি আপনার কালেকশনে অবশ্যই থাকা উচিৎ। এখন উপায় কী! উপায় একটাই ডাউনলোড করা, তবে………
তবে, কোন সমস্যা নেই। ফেসবুক থেকে যে কোন ভিডিওই ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সহজ উপায়
ফেসবুক থেকে যে কোন ধরণের ভিডিও ডাউনলোড করার জন্যে নিচের ধাপগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন-
যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেটির উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন।
উপরের ছবির দিকে খেয়াল করুন, রাইট বাটন ক্লিক করার পর আপনি ৪টি অপশন দেখতে পাবেন। প্রথমটি Pause, দ্বিতীয়টি Unmute, তৃতীয়টি Show Video URL এবং শেষটি Show Video URL at Current Time.
তৃতীয় অর্থাৎ Show Video URL এর উপর ক্লিক করুন।
উপরের ছবির মতো একটি বক্সের ভেতর ভিডিও ইউআরএল দেখতে পাবেন। ইউআরএল অর্থাৎ বক্সের ভেতর ফেসবুক লিংকটির উপর ক্লিক করে আপনার কম্পিউটার থেকে কন্ট্রোল প্লাস এ (Ctrl+A) চেপে পুরো লিংকটি সিলেক্ট করুন। এরপর কন্ট্রোল সি (Ctrl+C) চেপে ইউআরএলটি কপি করুন।
এবার এই লিংক থেকে ভিডিওটি ডাউনলোড করার জন্যে আপনাকে একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইটটির নাম ডাউনভিডস্ ডট নেট। নিচের লিংকে ক্লিক করে ডাউনভিডস্ ডট নেটে যান।
উপরের ছবির মত ডাউনভিডস্ এর হোম পেজ দেখতে পাবেন। ছবিটির হাইট কমানোর জন্যে আমি মাঝখানের কিছু অংশ কেটে দিয়েছি। যাইহোক, লাল অ্যারো সাইন (১) দিয়ে দেখানো ঘরটিতে আপনার কপি করা লিংকটি পেস্ট করে দিন। কপি থেকে পেস্ট করার জন্যে কন্ট্রোল ভি (Ctrl+V) চাপুন। এবার ডানপাশে থাকা Download বাটনে ক্লিক করুন। লাল অ্যারো সাইন ২ দিয়ে দেখানো হয়েছে। এবার যে পেজটি আসবে তা নিচের ছবির মত।
উপরের ছবির মত Download This Video লেখা আরেকটি উইন্ডো দেখতে পাচ্ছেন। এ উইন্ডোর উপর অর্থাৎ লেখাটির উপর ক্লিক করুন। ব্যস্, ডাউনলোডের অপশন চলে আসবে, আপনার কাজ শুধু ফোল্ডার সিলেক্ট করে দেয়া। মানে কোথায় সেভ করতে চাইছেন, তা সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করুন, ডাউনলোড হয়ে যাবে।
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্যে ডাউনভিডস্ ডট নেটের মত আরো অনেক ওয়েবসাইট আছে। যেমন, গেটএফভিড ডট কম, ডাউনফেসবুক ডট কম ইত্যাদি। সব ওয়েবসাইটের ডাউনলোড পদ্ধতি প্রায় একই রকম। আপনি ভিডিওর লিংক কপি করে এ ধরণের যে কোন ওয়েবসাইটে পেস্ট করে ডাউনলোড করে নেবেন। সুতরাং, আপনি যে কোন ওয়েবসাইটই ব্যবহার করতে পারেন।
তবে, সব ওয়েবসাইট ঠিক মতো কাজ করে না। আবার, কিছু ওয়েবসাইট আছে যেগুলো প্রচুর অ্যাড শো করে। এমনকি, কিছু ওয়েবসাইট আছে যেখানে অনেকগুলো ডাউনলোড বাটন দেয়া। কাজেই, কনফিউজড্ হয়ে যাবেন। এমনকি, ভুল বাটনে ক্লিক করে অন্য কিছু ডাউনলোড করে বসতে পারেন। তাই, সবচেয়ে ভাল ওয়েবসাইটটির বর্ণনা দিলাম। ভাল থাকুন।
Leave a Reply