কোটি কোটি ফেসবুক ইউজারদের মধ্যে সবাই চায় নিজের অ্যাকাউন্টটা একটু বিশেষ রকমের হোক। আজকে আমি এমনই একটা বিষয় পদ্ধতি দেখাবো, যেটি ব্যবহার করে নিজের ফেসবুক আইডিটাকে বিশেষ বা স্পেশাল করে তুলতে পারবেন। এটি মূলত সিঙ্গেল নামের ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া।
সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়টিই আপনাদের সাথে শেয়ার করব। আগেই একটা কথা বলে রাখি, ফেসবুক শুধুমাত্র ইন্দোনেশিয়ার মানুষদেরই সিঙ্গেল নাম ব্যবহারের অনুমতি দেয়। কারণ ইন্দোনেশিয়ার নাগরিকদের নাম সাধারণত এক শব্দ বিশিষ্ট হয়। তাই আমি ইন্দোনেশিয়ান প্রক্সি ব্যবহার করে এক শব্দের নাম দিয়ে আইডি খোলা শেখাব।
এক শব্দের নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট
ইন্দোনেশিয়া ছাড়া এক শব্দের নাম দিয়ে আর কোন দেশের মানুষ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না। মানে ফেসবুক অন্য দেশের মানুষের জন্য সে অপশন রাখেনি। কিন্তু প্রযুক্তির এই যুগে যেমন সবকিছুই সম্ভব, তেমনি বাংলাদেশ থেকেও সিঙ্গেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা অসম্ভব নয়। আসুন, জেনে নেই কিভাবে এমন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন।
যা যা লাগবে-
- একটি অ্যান্ড্রয়েড ফোন (যে কোন ভার্সনের হলেই হবে)
- একটি ভিপিএন সফট্ওয়্যার
- গুগল ক্রোম ব্রাউজার
প্রক্রিয়া ১: প্রথমে আপনার মোবাইলে One Click VPN অ্যাপটি ইনস্টল দিন । অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে পাবেন না। তাই নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড দিয়ে নিন।
প্রক্রিয়া ২: অ্যাপটি ওপেন করুন, অ্যাপটি রিফ্রেশ হলে আপনি অনেকগুলো দেশের নাম পাবেন। সেখান থেকে ইন্দোনেশিয়া (Indonesia) সিলেক্ট করে কানেক্টে করুন। কানেক্ট হলে নোটিফিকেশন বারে Key দেখতে পাবেন। প্রথমটায় কানেক্টেড না হলে নিচে আবার ইন্দোনেশিয়া খুঁজে কানেক্টে করুন।
প্রক্রিয়া ৩: এবার ক্রোম Chrome ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারে লিখে কিংবা এখান থেকে কপি-পেস্ট করে web.facebook.com সাইটে প্রবেশ করুন। অবশ্যই web. হতে হবে, এটা মাথায় রাখতে হবে।
প্রক্রিয়া ৪: এবার ল্যাঙ্গুয়েজ সেটিংস অপশন থেকে ভাষা ইন্দোনেশিয়া (Bhasa Indonesia) সেভ করুন।
প্রক্রিয়া ৫: এবার create new account সিলেক্ট করুন। প্রথমেই নামের বক্স থাকবে। এখানে আপনার কাঙ্খিত সিঙ্গেল নামটি ইনপুট দিন। এরপর পর্যায়ক্রমে বাকি বক্সগুলো আপনার তথ্য দিয়ে পূরণ করুন। যেভাবে স্বাভাবিকভাবে আইডি খুলতে হয় সেভাবেই খুলুন।
হয়ে গেল আপনার সিঙ্গেল নেম আইডি। এবার উপভোগ করুন এক শব্দের নাম দিয়ে তেরি করা আপনার বিশেষ রকমের ফেসবুক আইডি। এখন আপনার কাঙ্খিত সিঙ্গেল নেমড ফেসবুক আইডি ব্যবহার করা শুরু করুন।
এই ধরনের কাজের ফলে আইডিতে রিপোর্ট করলে সিঙ্গেল নামের আইডি ফেসবুক থেকে মুছে ফেলা বা টেক ডাউন করা সম্ভব। কারণ, এটা অবৈধ পন্থা এবং আমি নিজেও অনেক এক শব্দের নামের আইডিতে রিপোর্ট করে ফেসবুক থেকে মুছে ফেলেছি।
ফেসবুকে সিঙ্গেল বা এক শব্দের নাম নিয়ে বেশ সুন্দর একটি পোস্ট। যারা নিজের পুরো নাম ব্যবহার না করে শুধু মাত্র এক শব্দের ডাক নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান, তাদের জন্যে এই টিউটোরিয়ালটি খুব হেল্পফুল হবে।
এক শব্দের নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা বেশ মজার একটা ব্যাপার। কিন্তু সবাই তো আর জানে না যে কিভাবে এটা সম্ভব। জানানোর জন্যে তাই হৈচৈ বাংলাকে ধন্যবাদ।
ইমোজি দিয়ে ফেসবুক আইডি খোলার ট্রিক চাই!!!