স্বাভাবিক পরিস্থিতির তুলনায় ফেসবুকে কোন মেয়েকে আকৃষ্ট করাটা একটু ভিন্ন ধরনের। একই সাথে এটি খুব সহজ এবং খুবই জটিল একটি কাজ। এক্ষেত্রে খারাপ খবরটি হচ্ছে, যখন ফেসবুকে কোন মেয়েকে আকৃষ্ট করার প্রশ্ন ওঠে, তখন বাঁধাধরা কোন নিয়মই সেখানে আর কাজে লাগে না।
ফলে দেখা যায় বিনা কারণে মেয়েটিকে বিরক্তিকর ম্যাসেজ পাঠানো, মেয়েটির ছবিতে “কি সুন্দর লাগছে” এ ধরনের কমেন্ট করা বা পোক করা ছাড়া আমাদের আর কোন কাজ থাকে না। আর মজার বিষয় হচ্ছে আমরা এগুলি করে এটাই ভাবতে থাকি যে, মেয়েটি হয়তো আমাদের ম্যাসেজের রিপ্লাই দেবে বা আকৃষ্ট হয়ে পড়বে।
কোন কোন ছেলে রীতিমত মেয়েদের অনুনয় বিনয় পর্যন্ত করতে থাকে যেন একবার তার সাথে মেয়েটি কথা বলে। অনেকে আবার আবেগে ভরা কোন ছবি ম্যাসেজ করে পাঠায়। অনেকে জানে না যে এমন কিছু মেয়ে আছে যারা সহজে কারো প্রেমে পড়ে না। তাই, ফেসবুকে কোন মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করতে যাওয়ার আগে তার সম্পর্কে ভাল করে জেনে নিন।
আপনাকে বুঝতে হবে যে, আবেগ ভরা ছবি বা মেসেজ কোন মেয়েকে আপনার প্রতি আকৃষ্ট করে না। এতে বরং হিতে বিপরীতটাই বেশি হয়ে থাকে। ছেলেদের এ ধরনের কার্যকলাপে মেয়েরা যথেষ্ট পরিমাণে বিরক্ত হয়। একই সাথে বার বার এমন কাজ করতে থাকলে আপনার প্রতি তার নেতিবাচক ধারণার সৃষ্টি হওয়াটাই অতি স্বাভাবিক।
তাই ফেসবুকে কোন মেয়েকে যদি ভালো লেগেই যায়, তাহলে তাকে বিরক্ত না করে কিভাবে নিজের প্রতি আকৃষ্ট করবেন চলুন সেই কৌশলগুলি জেনে নিই।
প্রোফাইল পিকচার পরিবর্তন করুন:
অনলাইনে আপনার ফেসবুক প্রোফাইলই হচ্ছে আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। আপনার প্রোফাইল পিকচার হিসেবে সুন্দর কোন একটি ছবি নির্বাচন করুন। আমি অনেক মানুষকেই দেখেছি যারা ইচ্ছামতো ছবি তুলে সেটিকে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে থাকে। অনেকে আবার বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে ছবি তুলে সেটিকেও ব্যবহার করে থাকেন।
এখন বিবেচ্য বিষয় হলো আসলেই কি আপনার প্রোফাইল পিচকারটি আকর্ষণীয়? নিজের কাছে প্রশ্ন করুন। প্রোফাইলে আপনার মুখমন্ডল যেনো ভালোভাবে দেখা যায়, এমন একটি ছবি ব্যবহার করাই সবচেয়ে উত্তম।
প্রোফাইলের নাম সংশোধন করুন:
ফেসবুকের প্রোফাইলের নামও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। প্রোফাইলের নাম হিসেবে নিজের প্রকৃত নামটিই ব্যবহার করা সবচেয়ে ভালো। অনেককে দেখা যায় নামের আগে বা পরিবর্তে বেশি কিছু বিশেষণ ব্যবহার করে থাকেন, যা সত্যিকার অর্থে বিরক্তিকর।
মেয়েরা কখনোই এমন কাউকে পছন্দ করে না যারা নিজের ঢোল নিজেই পেটাতে ভালোবাসে। বেশ কিছু মানুষ এমনও রয়েছে যারা নিজেদের প্রকৃত পরিচয়ের পরিবর্তে নিজেদের ছেঁকা খাওয়া প্রেমিক হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। ব্যাপারটি যতটা না বিরক্তিকর তারচেয়ে বেশি হাস্যকর। এমন ধরনের নাম ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখুন। কারণ, এতে কোন মেয়ে আপনার প্রতি আকৃষ্ট তো হবেই না বরং আপনার প্রতি হাজারো ধরনের নেতিবাচক ধারণা তার মনে জন্ম নেবে।
আপনার ফ্রেন্ডলিষ্টের দিকে নজর দিন:
আপনার ফ্রেন্ডলিষ্টে কারা রয়েছে এটা থেকে আপনি ফেসবুকে কি করতে চান, তার পরিষ্কার ধারণা পাওয়া যায়। আপনি যে মেয়েকে আকৃষ্ট করতে চাইছেন, কোনভাবে সে যদি আপনার বিষয়ে জানতে আগ্রহী হয়, তবে অবশ্যই সে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখবে। তখন অস্বাভাবিক কোন কিছু যদি তার চোখে পড়ে, তাহলে সেখান থেকেই সে নিজের সিদ্ধান্ত পরিবর্তণ করে ফেলতে পারে।
একারণে ফেসবুকে যাতে তাকে বন্ধু হিসাবে যোগ করবেন না। পাশাপাশি ফ্রেন্ড রিকোয়েষ্ট গ্রহণ করার ব্যপারেও সর্তকতা অবলম্বন করুন। আপনার পরিচিত নয়, এমন কোন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠানো বা রিকোয়েষ্ট গ্রহণ করা থেকে যথাসম্ভব বিরত থাকুন।
পোষ্ট এবং কমেন্ট করার আগে ভাবুন:
ফেসবুকে ষ্ট্যাটাস দেওয়া কিংবা যখন তখন পোষ্ট দেওয়াটা আজকের যুগের একটা বাজে অভ্যাসে পরিণত হয়েছে। উঠতে বসতে কোন সময় বা স্থান বিবেচনা না করেই পোষ্টিং এবং ষ্ট্যাটাস দেওয়াটা যেন একটা ফ্যাশন। আপনারও যদি এমন অভ্যাস থেকে থাকে, তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা দুঃসংবাদ।
আপনার স্বভাব চরিত্র কেমন এটা আপনার করা পোষ্ট এবং অন্যদের ছবি বা ষ্ট্যাটাসে আপনার কমেন্ট পড়লেই ভালোভাবে বোঝা সম্ভব। একারণে ষ্ট্যাটাস দেওয়া, পোষ্টিং করা এবং কারো পোষ্টে কমেন্ট করার প্রতি যত্নবান হন। আপনি যদি চান যে আপনি যাকে ফেসবুকে পছন্দ করেন, সে আপনাকে ভালো ভাবুক, তাহলে অন্যদের প্রতিও সেই ধরনেরই আচরণ করুন।
যোগাযোগের ক্ষেত্রে ভদ্রতা বজায় রাখুন:
আপনার কোন মেয়েকে পছন্দ হলে আপনি তার সাথে যোগাযোগের চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে আপনার চেষ্টার মধ্যে যেন কোন অভদ্রতা বা খারাপ কিছু প্রকাশ না পায়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। হঠাৎ করেই কোন মেয়েকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাবেন না।
প্রথমে তার ছবি এবং অন্যান্য পোষ্টে সৃজনশীল কমেন্ট করার চেষ্টা করুন। এতে সে আপনার সম্পর্কেও জানতে আগ্রহী হয়ে পড়বে। পরবর্তীতে তাকে ম্যাসেজ করুন। ম্যাসেজের সময় যদি সে কোন কারণে আপনার ম্যাসেজের রিপ্লাই না দেয়, তাহলে অযথা বার বার ম্যাসেজ দিয়ে বিরক্ত করবেন না। ধৈর্য্য ধরুন এবং কিছু দিন পর আবার যোগাযোগের চেষ্টা করুন।
মেয়েদের আকৃষ্ট করার বাঁধাধরা কোন নিয়ম নেই। না সেটা আসল পৃথিবীতে, আর না ভার্চুয়াল পৃথিবীতে। তবে স্থান যেটাই হোক না কেন, যে কোন মানুষকেই ব্যক্তিত্বের দ্বারা নিজের প্রতি আকৃষ্ট করা সম্ভব, এটা অস্বীকার করার উপায় নেই। ফেসবুকে কোন মেয়েকে আপনার ভাল লেগে যেতেই পারে এবং সেই মেয়েটি হয়ে উঠতে পারে আপনার স্বপ্নের মানুষ। আর স্বপ্নের মানুষকে বাস্তবে পাওয়ার উপায় রয়েছে অবশ্যই। আপনাকে তাই বুঝে শুনেই তাকে পাওয়ার চেষ্টা করতে হবে।
ফেসবুকে বা অন্য কোন সোশ্যাল মিডিয়াতে আপনার যদি কোন মেয়েকে ভালো লেগে যায়, তাহলে তাড়াহুড়া করে কোন কাজ না করে ধৈর্য্য সহকারে প্রথমে নিজের প্রোফাইল এবং অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন। প্রয়োজনে সময় নিন এবং সবকিছু ঠিকমত গুছানো হয়ে গেলে তারপরই মেয়েটির সাথে যোগাযোগের চেষ্টা করুন।
অনিক আল মাহবুব অপু says
ভাই আমি খুব জ্বালায় আছি, আমার আইডি টিকে না। বার বার ফেস লক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি করনীয়??
টি আই অন্তর says
আপনি নিশ্চয়ই ফেসবুকের কোনও রুল ব্রেক করছেন কিংবা একই আইডি বিভিন্ন ডিভাইস থেকে অ্যাক্সেস করছেন। সবচেয়ে ভাল হয় আপনি যদি আইডি খোলার পর টু-স্টেপ ভেরিফিকেশন সেট করে নেন, তাহলে যে কোনও ডিভাইস থেকেই লগইন করুন না কেন, কোন সমস্যা হবে না।
অনিক আল মাহবুব অপু says
যন্ত্রনার শেষ অবধি পৌঁছে গেছি। এত স্বাধ করে আইডি করেছিলাম। এখন ২৪ ঘন্টাও আইডি টিকে না😥😥
Eskayef saykat says
ভাই, ফেসবুকে ভাললাগা কোন মেয়েকে আকৃষ্ট করার বিষয়ে দারুণ একটি লেখা, খুব ভাল লেগেছে। আমার আপনার কাছ থেকে কিছু হেল্প দরকার, কাইন্ডলি একটু হেল্প করবেন।