“সোশ্যাল মিডিয়ার জগতে ফেসবুকেই সবচেয়ে সেরা” এই ধারণা নিয়ে এখনো যারা আছেন, তাদেরকে বলব আপনার ধারণা একেবারেই ভুল। ফেসবুক ছাড়াও এখন উন্নত দেশে ফেসবুকের বিকল্প কিছু সাইট জনপ্রিয়িতা লাভ করেছে। ফলে অনেকেই এখন ফেসবুক ছেড়ে সে-সব প্লাটফর্মকেই বেছে নিচ্ছে।
ফেসবুকের অতিরিক্ত নিয়ম এবং বিভিন্ন অ্যাডের কারণে অনেক ইউজারই এখন ফেসবুকের বিকল্প সাইটের খোঁজ করছেন। আজকে তেমনি কিছু ফেসবুকের বিকল্প সোশ্যাল মিডিয়ার কথা বলব, যে-সব সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ফেসবুকের বিকল্প হিসাবে আপনিও ইউজ করতে পারেন।
তাহলে চলুন কথা না বাড়িয়ে মুল পর্বে যাওয়া যাক, ওয়েবসাইটগুলো সম্পর্কে জানা যাক।
ফেসবুকের বিকল্প সোশ্যাল মিডিয়া
Vero
ভিরো সাবক্রাইবার ভিত্তিক একটি সোশ্যাল মাধ্যম, যেটি বর্তমানে ফেসবুকের বিকল্প হিসাবে বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে। এই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে কোন অ্যাড শো করে না। আর এর অস্তিত্ব কেবল অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেই পাবেন। তারা আপনার ডাটা কালেক্ট করে আপনাকে তা প্রদর্শন করবে।
এটা বলা হয়ে থাকে যে এই সোশ্যাল মিডিয়া তারাই বেশি পছন্দ করে, যারা নিজের শেয়ার করা তথ্যের উপর অধিক কন্ট্রোল করার ইচ্ছা রাখে। সাইন আপ করতে গিয়ে পেমেন্ট করতে হয়, এজন্য এই সাইটটি তাদের প্রথম মিলিয়ন ইউজারকে লাইফটাইম ফ্রি চালানোর সুযোগ দিয়েছে। যে কারণে তাদের ইউজার সংখ্যাও এখন অনেক।
Mastodon
গতবছর, Mastodon টুইটারের সাথেও ভালই পাল্লা দিয়েছে। এটিও এখন ফেসবুকের বিকল্প সোশ্যাল মিডিয়া হিসাবে অনেক জনপ্রিয়তা লাভ করছে৷ Mastodon এর ইন্টারফেসটাও দারুণ। তাদের ইন্টারফেসে আছে কলামের মত ৪ টা কার্ড।
আপনি যদি এটিকে ফেসবুকের আল্টারনেটিভ হিসাবে ইউজ করেন, তাহলে নিজেই কনফিউজড হয়ে যাবেন এই ভেবে যে আপনি কি ফেসবুক চালাচ্ছেন নাকি Mastodon।
Ello
আমাদের দেশে এখন পর্যন্ত ফেসবুক খুব জনপ্রিয়, সেই শুরু এখন পর্যন্ত সমান জনপ্রিয়তায় আছে। ফেসবুকও তাদের নতুন নতুন ফিচার অ্যাড করছে আর আমরাও সেটা হজম করছি। কিন্তু আপনি কি জানেন যে দেশে ফেসবুকের জন্ম, সেখানের মানুষ অন্ধভাবে কেবল ফেসবুকই চালায় না, তারা কিন্তু প্রযুক্তির সবচেয়ে ভালটাই চয়েস করে।
তেমনি আপনি আমি হয়তো এই সাইটটি চিনি না কিন্তু Ello আমেরিকায় অনেক জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। তারা এখন এই সাইটটি ফেসবুকের অল্টারনেটিভ হিসাবেই ইউজ করছে। এই সাইটটি অ্যাড ফ্রি। কয়েকদিন আগে ফেসবুক থেকে ডাটা পাচার হওয়ার একটি অভিযোগ উঠে যে কারণে ফেসবুক সমালোচনায় আসে। কিন্তু এখানে এই সমস্যা হবে না, Ello এই বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেয়।
Digg
যদি আপনি সোশ্যাল মিডিয়াকে বিভিন্ন তথ্য জানার জন্য, নিজেকে আপডেট রাখার জন্য ইউজ করে থাকেন, তাহলে আমি বলব আপনি এই প্ল্যাটফর্মটি ইউজ করতে পারেন। এখানে আপনি ডেইলি হাজার হাজার তথ্য পাবেন।
এছাড়াও Flipboard, feedly, Google News, Apple নিউজ এক্ষেত্রে আপনার সাহায্য করতে পারে। এই সাইটের বিভিন্ন নিউজের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভিডিও এবমগ স্টোরিও পেয়ে যাবেন। ফেসবুকের মত এখানে একাউন্ট না করে আপনি ব্রাউজ করতে পারবেন।
Steemit
এই সাইটটি ইতিমধ্যেই ১০ মিলিয়ন ভিউয়ারের একটি মাইলফলক অর্জণ করেছে। সোশ্যাল মিডিয়ার প্রতিযোগিতায় এই সাইটটি একটুও পিছিয়ে নেই। বরং এই সাইটে আপনি পাবেন বাড়তি ইনকামের সুবিধা। হ্যাঁ, এটা সত্য, এখানে একটা পোস্ট করলেই আপনি পাবেন ক্রিপ্টোকারেন্সি।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমাদের সাইটে এর আগেও কিছু লেখা দেয়া হয়েছে। স্টিমিট এই কয়েক বছরেই অনেক জনপ্রিয়তা লাভ করেছে। ফেসবুকের বিকল্প সাইটের তালিকায় ইউজাররা স্টিমিটকেই সবার আগে রাখছে।
Raftr
এই সাইটটি একজন ইয়াহু ডেভেলপার দিয়েই বানানো হয়েছে৷ এটা আপনাকে তাদের সাথেই পরিচয় করিয়ে দেবে, যারা আপনার পছন্দের জিনিসই তাদের পছন্দের তালিকায় রাখে। মানে একই চিন্তাভাবনার মানুষদেরকে এক প্ল্যাটফর্মে আনাই এই সাইটের উদ্দ্যেশ্যে।
Raftr এ সাইন আপ করার পরেই দুইটা অপশন পাবেন। একটি হল বিশ্বে কি হচ্ছে তা জানার অপশন, আরেকটি হল আপনার বন্ধুদের সাথে কানেক্ট করার অপশন। আপনার প্রোফাইল বিল্ট করার জন্যই এটি আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিবে যা নিরাপদে সংরক্ষিত থাকবে।
Diaspora
ফেসবুকের বিকল্প সাইট হিসাবে Diasporaও অনেক জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। সাইটটি একেবারেই অলাভজনক প্লাটফর্ম হিসাবে বানানো হয়েছে। আর সবচেয়ে মজার কথা হল এই সাইটটির কোন মালিক নাই। এখানে একাউন্ট খুলে আপনি ইচ্ছামত কাস্টমাইজ করতে পারবেন।
আপনি চাইলে প্রোফাইলে আপনার পরিচয় সম্পর্কিত তথ্য দিতে পারবেন, আবার না চাইলে হাইড করে রাখতে পারবে। এজন্য আমি বলব ফেসবুকের বিকল্প হিসাবে এই সাইটিই সেরা একটি সাইট৷ এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, যে কাউকে মেনশন করতে পারবেন, টেক্সট ফরমেট করতে পারবেন।
ফেসবুকের বিকল্প সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানলেন। চাইলে, এগুলোর যে কোনটিতে কিংবা একের অধিক প্লাটফর্মে জয়েন করতে পারেন। আর শেয়ার করে আপনার বন্ধুদের জানাতে পারেন যে ফেসবুকেরও বিকল্প আছে।
তাজওয়ার উচ্ছাস says
😮 স্টিমইট ছাড়া আর কোনটারই নাম শুনি নাই। আপনার পোস্টের মাধ্যমেই জানতে পারলাম।
মুনতাকিমুল আবেদীন says
সোশ্যাল মিডিয়া ছাড়াও
Steemit আর্টিকেল লিখার জন্য পেমেন্ট করে থাকে। তাই এই সাইট অনেক জনপ্রিয়তা লাভ করেছে।