ফুটবল খেলায় প্রতি মৌসুমেই খেলোয়াড়রা দলবদল করেন। খেলোয়াড়রা এক দল থেকে অন্য দলে যান। ফুটবল ক্লাবগুলো খেলোয়াড় কেনার পাশাপাশি বিক্রিও করে। কখনো কখনো কোন খেলোয়াড় কিনতে বিপুল পরিমাণ অর্থ খরচ করে ক্লাবগুলো। সেক্ষেত্রে ঐ খেলোয়াড় সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন হিসেবে গন্য হন।
চলুন দেখে নিই, সর্বকালের সবচেয়ে দামি ১৫টি দলবদলের তালিকা।
ফুটবলে সর্বকালের সবচেয়ে দামি ১৫টি দলবদলের তালিকা
নেইমার ২২২ মিলিয়ন
২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার সময় দলবদলের বিশ্বরেকর্ড গড়েন নেইমার। এই দল বদলের ফলেই নেইমার বনে যান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। সর্বকালের সবচেয়ে দামি ১৫টি দলবদলের তালিকাতে নেইমারের অবস্থান প্রথম।
কিলিয়ান এমবাপ্পে ১৮০ মিলিয়ন
২০১৭ সালে নেইমারকে পিএসজি তে নিয়ে আসার পর আরেক চমক দেখায় ফরাসি জায়ান্টরা। তারা মোনাকো থেকে কিলিয়ান এমবাপ্পে কি নিয়ে আসেন ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে।
যদিও এ দলবদলটি পুরোপুরি সমাপ্ত হবে এ বছর। উয়েফার “ফিনান্সিয়াল ফেয়ার নীতি” এড়াতে গতবছর এমবাপ্পেকে ঘরে এনেছিল পিএসজি। এ বছর পিএসজি পরিশোধ করবে সেই অর্থ।
ফিলিপে কৌতিনহো ১২০ মিলিয়ন (শর্তসাপেক্ষে আরও ৪০ মিলিয়ন)
২০১৮ সালের জানুয়ারীর দলবদলে কুতিনহোকে দলে টানতে নিজেদের রেকর্ড ভেঙেছিল বার্সেলোনা। কৌতিনহোই এখন বার্সেলোনার সবচেয়ে দামি খেলোয়াড়।
ওউসমান ডেম্বেলে ১০৫ মিলিয়ন (শর্তসাপেক্ষে আরও ৪৫ মিলিয়ন)
২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ডেম্বেলেকে নিজেদের ডেরায় ভেড়ায় বার্সেলোনা।
পল পগবা ১০৫ মিলিয়ন
২০১৬ সালে পল পগবাকে সে সময়ের বিশ্ব রেকর্ড গড়ে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসেন মরিনহো। তবে বিশ্বরেকর্ডটা টিকে ছিল মাত্র এক বছর।
গ্যারেথ বেল ১০০ মিলিয়ন
২০১৩ সালে সবাইকে চমকে দিয়ে টটেনহাম থেকে ১০০ মিলিয়ন ইউরোতে গ্যারেথ বেলকে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। ট্রান্সফারের অংক ৩ ঘর ছোঁয়ার ঘটনা এটিই প্রথম ।
রোনালদো ১০৫ মিলিয়ন
২০১৮ সালের সবচেয়ে অবিশ্বাস্য আর আলোচিত দলবদল এটি। রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। রোনালদো এখন ইতালিয়ান লিগের সবচেয়ে দামি খেলোয়াড়।
রোনালদো ৯৪ মিলিয়ন
২০০৯ সালে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে আসেন ক্রিস্টিয়ানো রোনালদো।
হিগুয়েন ৯০ মিলিয়ন
২০১৬ সালে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে নাপোলি ছেড়ে জুভেন্টাসে চলে এসেছিলেন হিগুয়েন।
নেইমার ৮৬.২ মিলিয়ন
২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়াতে ৮৬.২ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছিল বার্সেলোনাকে।
লুকাকু ৮৪.৮ মিলিয়ন
২০১৭ সালে ৮৪.৮ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন লুকাকু।
ভার্জিল ভ্যান ডাইক ৮৪.৫ মিলিয়ন
২০১৮ সালে সাউদাম্পটন থেকে ৮৪.৫ মিলিয়ন ইউরোতে লিভারপুলে এসেছেন ভ্যান ডাইকক; যা তাকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হিসেবে।
সুয়ারেজ ৮২.৩ মিলিয়ন
২০১৪ সালে লিভারপুল থেকে গিয়েছিলেন বার্সেলোনায়।
হামেস রদ্রিগেজ ৮০ মিলিয়ন
২০১৪ বিশ্বকাপে আলো ছড়িয়ে জিতেছিলেন বিশ্বকাপের গোল্ডেন বুট। বিশ্বকাপ শেষেই মোনাকে থেকে যোগ দিয়েছিলেন রিয়ালে।
আলভারো মোরাতা ৭৮.৯ মিলিয়ন
২০১৭ সালে মোরাতা রিয়াল মাদ্রিদ থেকে চলে এসেছেলেন চেলসিতে।
এই ছিল সর্বকালের সবচেয়ে দামি ১৫টি দলবদলের তালিকা।
Leave a Reply