ইন্টারনেটের মাধ্যমে যারা অর্থ উপার্জনের আগ্রহী তাদের কাছে ফরেক্স শব্দটি অতি পরিচিত। কিন্তু ফরেক্স ট্রেডিং সম্পর্কে পরিষ্কার ধারণা আছে এমন ব্যক্তি আপনি খুব কমই খুঁজে পাবেন। অনেকে ফরেক্স ট্রেডিং, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কে মিলিয়ে ফেলেন।
হ্যাঁ, ফরেক্স কে আপনি ফ্রিল্যান্সিং বলতেই পারেন। কারণ, এটিও একটি মুক্তপেশা। তবে এটি আউটসোর্সিং নয়, কারণ এখানে আপনি কারো হয়ে কাজ করার বিনিময়ে কোন অর্থ পাচ্ছেন না। আপনি নিজেই এখানে একজন উদ্যোক্তা।
যারা ফরেক্স করেন, তারা নিজেদের প্রয়োজনেই এ সম্পর্কে জ্ঞান অর্জণ করেন এবং ভালো ট্রেডিং করার উদ্দেশ্য নিত্য নতুন কৌশল অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণের মাধ্যমে শিখতে থাকেন। তাই সঠিক ধারণা না থাকার কারণে আমাদের অনেকের মধ্যে ফরেক্স সম্পর্কে একটা ধোঁয়াশা ভাব কাজ করে।
আমরা যখন শুনতে পাই যে, ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে কেউ মাসে লক্ষ্যাধিক টাকা উপার্জন করছে, তখন এটি সম্পর্কে জানার আমাদের প্রবল আগ্রহ সৃষ্টি হয়। তেমনি অন্যদিকে যখন কেউ বলে যে ফরেক্স ট্রেডিং এ টাকা ডুবে যায়, তখন আমরা লাভের আশা ছেড়ে দিয়ে সত্যিটাও জানার চেষ্টা করি না। ফরেক্স ট্রেডিং সম্পর্কে এমন কিছু বিষয় আছে যেগুলো জানলে আপনি আজই ফরেক্স ট্রেডিং শুরু করে দেবেন।
আপনি যদি সঠিক জ্ঞান বা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বিনিয়োগ করে ফরেক্স ট্রেডিং করা শুরু করেন, তাহলে অবশ্যই কম সময়ের মধ্যেই ভালো ফলাফল পাবেন বলে আমি আশা করি। তাই চলুন দেরী না করে জেনে নিই ফরেক্স ট্রেডিং এর আদ্যোপান্ত।
ফরেক্স ট্রেডিং
ফরেক্স ট্রেডিং কাকে বলে:
ফরেক্স ট্রেডিংকে সহজভাবে বোঝাতে গেলে আমি বলবো এটি হচ্ছে কোন নির্দিষ্ট দেশের মুদ্রাকে অন্য কোন দেশের মুদ্রা ক্রয় বা বিক্রয়ের কাজে ব্যবহার করা। এ কারণেই এটিকে সব সময় জোড়া হিসেবে উপস্থাপন করা হয়, যার মধ্যে একটি হচ্ছে বিক্রিত এবং অন্যটি ক্রয়কৃত মুদ্রা।
- আরো পড়ুন: বিট কয়েন কি? কিভাবে বিট কয়েন আয় করবেন?
মুদ্রাকে প্রকাশের জন্য এখানে তিন অক্ষরের তালিকা হিসাবে প্রকাশ করা হয়, যার মধ্যে প্রথম দুই অক্ষর এলাকা নির্দেশ করে এবং শেষ একটি অক্ষর উক্ত মুদ্রাকেই নির্দেশ করে।
উদাহরণ স্বরুপ বলা যায় যে, GBP/USD যদি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে একটি জোড়া হয়, যেখানে প্রথমটি দ্বারা গ্রেট ব্রিটেন পাউন্ড এবং দ্বিতীয়টি দ্বারা ইউ এস ডলার বোঝানো হয়েছে। আর এই জোড়াটিতে ইউ এস ডলার এবং গ্রেট ব্রিটেন পাউন্ড ক্রয় বিক্রয় করা হচ্ছে। মূলত এটিই হচ্ছে ফরেক্স এর প্রাথমিক ধারণা।
ফরেক্স যেভাবে কাজ করে:
ফরেক্স ট্রেডিং এর কাজের প্রক্রিয়াটি খুবই সহজ এবং সাবলীল। মুদ্রার হাত বদলের মাধ্যমেই এখানে সবাই লাভ বা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। প্রাথমিকভাবে ফরেক্স এর কাজের প্রক্রিয়া সম্পর্কে বলতে হয়-
- এটি একটি মুদ্রা কেনা বেচার প্রক্রিয়া যেখানে আপনাকে একটি মুদ্রার বিপরীতে অন্যটি কিনতে হয়। যেমন আপনি ইউএস ডলার দিয়ে ইউরো কিনলেন কিংবা ইউরো দিয়ে ইউএস ডলার কিনলেন। অর্থাৎ, আপনি যে কোন দেশের মুদ্রা দিয়ে অন্য দেশের মুদ্রা কিনতে পারবেন। এমনকি, আপনি চাইলে নিজের দেশের মুদ্রার বিপরীতে অন্য কোন দেশের মুদ্রা কিনতে বা বেচতে পারেন।
- এটি মুদ্রা লেনদেন সব সময় জোড়া হিসাবে করা হবে, যাকে কারেন্সী পেয়ার বলা হয়।
উদাহরণ স্বরুপ :
EUR/USD = 1.23700
এই মুদ্রাগুলিকে প্রকাশের ক্ষেত্রে (/) এর বামপাশের মুদ্রাকে বলা হয় বেজ কারেন্সী এবং ডানপাশের মুদ্রাকে বলা হয় কোট কারেন্সী। উপরে বেজ কারেন্সী হিসাবে ইউরো এবং কোট কারেন্সী হিসাবে ইউএস ডলার কে দেখানো হয়েছে।
আরো সহজভাবে বলতে গেলে, যে মুদ্রাকে ক্রয় করা হচ্ছে তা হল বেজ কারেন্সী এবং যে মুদ্রার বিনিময়ে ক্রয় করা হচ্ছে তা হচেছ কোট কারেন্সী। এবার আমরা সবাই হয়তো বুঝতে পারছি যে, উদাহরণে দেখানো হয়েছে যে, সেখানে ইউ এস ডলার এর বিপরীতে ইউরো ক্রয় করা হচ্ছে যেখানে ১ ইউরো = ১.২৩৭০০ ইউ এস ডলার।
যেভাবে ফরেক্স ট্রেডিং করবেন:
ফরেক্স আসলে সেই সব কাজের মধ্যে একটি, যাকে প্রথমে বেশিরভাগ মানুষই খুব সহজ ভাবে। কিন্তু আপনার জানা উচিত যে ফরেক্স ইন্ডাষ্ট্রিতে সঠিক জ্ঞান ছাড়া পতনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। এমনকি অনেক অভিজ্ঞ ট্রেডাররাও এখানে মাঝে মাঝেই ক্ষতিগ্রস্থ্য হয়ে থাকেন। আর এইসব ট্রেডারদের মধ্যে প্রতি ১০০ জনের মধ্যে ৯৬ জনকেই সবশেষে খালিহাতে ফিরতে হয়। তারা এটিকে তখন স্ক্যাম ভাবতে শুরু করেন।
কিন্তু বাস্তবতাটা হলো ফরেক্স কোন স্ক্যাম নয়, এখানে আপনার ভুল সিদ্ধান্তের ফলেই আপনি ক্ষতিগ্রস্থ হন। এ কারণেই ফরেক্স তাদেরই করা উচিত, যারা এটিতে অভিজ্ঞ এবং ভালো ভাবে বোঝেন। নতুন ট্রেডার এখানে এসেই ভালো কিছু পাওয়ার আশা করতে পারবেন না। তার জন্য তাকে এখানে যথেষ্ট পরিমাণ সময় অতিবাহিত করতে হবে, সবকিছু বুঝতে হবে।
যখন ফরেক্স সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং ফরেক্স কিভাবে করতে হয় তার প্রাথমিক নিয়মগুলি আপনার নখদর্পনে থাকবে, তখন বুঝবেন আপনি এখন প্রাকটিসের জন্য প্রস্তুত। এই পর্যায়ে আপনি বিভিন্ন ব্রোকার থেকে ভার্চুয়াল মানি নিয়ে ডেমো প্রাকটিস করতে পারেন।
এতে একদিকে আপনি যেমন অভিজ্ঞ হবেন, তেমনি আপনার কোন ঝুঁকিও থাকবে না। অভিজ্ঞদের সহায়তা নিয়ে ভার্চুয়াল মানির সাহায্যে প্রাকটিস করাটাই সবচেয়ে ভালো। এতে যদি আপনি ভালো ফলাফল পান, তাহলে আমি আপনাদের বলবো সময় এসেছে কিছু ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে আসল ট্রেডিং শুরু করার। আর যদি ফলাফল নেতিবাচক হয়, তাহলে ভেবে নিন এই কাজটি আপনার জন্য নয়।
ফরেক্স ট্রেডিং সম্পর্কে যে ধারণাগুলি প্রচলিত আছে, তার বেশিরভাগই অনুমান ভিত্তিক। কিভাবে ফরেক্স করতে হয়, ফরেক্স এর প্রাথমিক নিয়মগুলি কি কি বা কোথা থেকে এটি শেখা সম্ভব, তা অনেকেই জানেন না। বিশ্বে যতগুলি আর্ন্তজাতিক মুদ্রাভিত্তিক বাজার প্রচলিত রয়েছে, তার মধ্যে ফরেক্স ট্রেডিং সর্ববৃহৎ।
ধারণা করা হয় যে ফরেক্সে প্রতিদিন ৪ ট্রিলিয়নেরও বেশি ডলার লেনদেন হয়ে থাকে। এ থেকে আমরা বুঝতে পারি যে এর পরিধি কত বিশাল এবং এটি থেকে কেমন ইনকাম করা সম্ভব। তবুও বলবো, লোভে পড়ে না বুঝেই ফরেক্স ট্রেডং এ যাওয়া আপনার জন্যে সঠিক সিদ্ধান্ত হবে না। আগে ফরেক্স সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার করুন, ট্রেডিং করার প্রক্রিয়া বুঝুন, প্রয়োজনে যারা ফরেক্স ট্রেডিং থেকে আয় করতে পারছে, সফল হচ্ছে, তাদের সাহায্য নিন।
ফরেক্স সম্পর্কে পারফেক্ট পোস্ট, পরিষ্কার ধারণা দেয়ার জন্যে ধন্যবাদ।
ফরেক্স ট্রেডিং একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। কিন্তু, যথেষ্ট নলেজ না থাকলে এই ট্রেন্ড ফেন্ড না হয়ে এনিমি হয়ে উঠতে পারে। তাই, ফরেক্স সম্পর্কে পারফেক্টলি জানতে হবে যা এই লেখা থেকে আমি জেনেছি।
ফরেক্স সম্পর্কে পরিস্কার ও সুন্দর একটি ধারণার জন্য ধন্যবাদ।