স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপস্ দিন দিনই জনপ্রিয়তা পাচ্ছে। মূলত সকল পাসওয়ার্ড এক জায়গায় রাখার সুবিধাই এ ধরণের অ্যাপগুলোকে জনপ্রিয় করে তুলছে। সহজ সরল হোক আর অত্যন্ত জটিল হোক, কোন পাসওয়ার্ডই আপনার মনে রাখার প্রয়োজন নেই। কারণ, একটি অ্যাপই আপনার সকল পাসওয়ার্ড মনে রাখবে।
ফেসবুক, টুইটার, ইমো, স্কাইপি, ইনস্টাগ্রামসহ যত ধরণের সোশ্যাল প্লাটফর্ম আছে, সবগুলোর পাসওয়ার্ডই আপনি সহজে ম্যানেজ করে রাখতে পারবেন যে কোন একটি পাসওয়ার্ড ম্যানেজিং অ্যাপ ব্যবহার করে। এমনকি, জিমেইল, ইয়াহু মেইল, মাইক্রোসফট্সহ যত ধরণের ওয়েবসাইটের জন্যেই পাসওয়ার্ড ব্যবহার করুন না কেন, সেগুলোও আপনার স্মার্টফোনে নিরাপদ থাকবে এ জাতীয় একটি অ্যাপের মাধ্যমে।
হ্যাকাররা সাধারণত ৭টি উপায়ে আমাদের স্মার্টফোন হ্যাক করে থাকে আর আমরাই সাধারণত তাদের সে সুযোগ করে দেই। যেমন, আমরা অনেকেই আছি যারা সহজে মনে রাখার জন্যে কিংবা ঝামেলা এড়ানোর জন্যে বিভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কাজেই, একজন হ্যাকার যখন আমাদের যে কোনও একটি সাইটের পাসওয়ার্ড পেয়ে যায়, তখন সকল সাইটই সহজে হ্যাক করতে পারে।
এর থেকে পরিত্রাণের একটি ভাল উপায় হচ্ছে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা এবং পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ দিয়ে সেগুলো ম্যানেজ করে রাখা।
পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপস্
যেহেতু আপনি এখন পাসওয়ার্ড অর্গানাইজার অ্যাপ ব্যবহার করতে যাচ্ছেন, সুতরাং এখন থেকে ভিন্ন ভিন্ন সাইটে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দিন। একই সাথে পাসওয়ার্ড যেন জটিল হয় অর্থাৎ সহজে অনুমান করা না যায়, এমন স্ট্রং পাসওয়ার্ড দিন। জেনে নিন ফেসবুকসহ যে কোন ওয়েবসাইটের জন্যে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন কিভাবে।
আগে তৈরি করা বিভিন্ন ওয়েবসাইটের পাসওয়ার্ডগুলো যদি একই হয়ে থাকে, তবে পরিবর্তণ করে নিন। কিংবা যদি অত্যন্ত সহজ পাসওয়ার্ড, যেমন 123456 এ জাতীয় পাসওয়ার্ড হয়ে থাকে, তবে সেটিও পাল্টে নিন। এরপর, নিচের যে কোন একটি পাসওয়ার্ড ম্যানেজিং অ্যাপ ব্যবহার করে সবগুলো পাসওয়ার্ড এক জায়গায় রাখুন এবং সব অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করুন।
১. Dashlane Password Manager
ড্যাশলেন অত্যন্ত শক্তিশালী একটি পাসওয়ার্ড ম্যানেজার টুল যা অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের জন্যেই পাওয়া যায়। AES-256 encription সিস্টেম ব্যবহার করে এই টুলটি অত্যন্ত নিখুঁতভাবে আপনার সব পাসওয়ার্ড স্টোর এবং রক্ষা করতে সক্ষম। একটা সিঙ্গেল মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করে এই অ্যাপের ভেতর একটি ভল্টের মধ্যে আপনি আপনার সকল পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন।
২. LastPass Password Manager
লগমেইন ইনকর্পোরেশনের ডেভেলপ করা একটি অসাধারণ অ্যাপ লাস্টপাস পাসওয়ার্ড ম্যানেজার। এটির অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট ফিচার আপনাকে অত্যন্ত শক্তিশালী পাসওয়ার্ড তেরিতে সাহায্য করবে। সেই সাথে একটি সিকিউরড্ ভল্টে সমস্ত পাসওয়ার্ড রাখার সুবিধাও দেবে। আর এই ভল্টটিকে আপনি একটি মাস্টার পাসওয়ার্ড দ্বারা লক করে রাখতে পারবেন।
৩. Enpass Password Manager
সাইন আপ করার ঝামেলা ছাড়াই আপনি এনপাস পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারবেন। সেই সাথে এটির প্রায় সব প্রিমিয়াম ফিচারই আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনার যা লাগবে তা হচ্ছে জাস্ট একটি মাস্টার পাসওয়ার্ড ক্রিয়েট করা। এটি আপনাকে ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভসহ প্রায় সকল ক্লাউড সার্ভিস ব্যবহারের সুবিধা দিচ্ছে যেখানে আপনি আপনার সকল পাসওয়ার্ড স্টোর করে রাখতে পারবেন। আর প্রয়োজনের মুহূর্তে ক্লাউড সার্ভারে না গিয়েও অ্যাপ থেকেই সেগুলো অ্যাক্সেস করতে পারবেন।
৪. Password Safe – Secure Password Manager
আরো একটি অত্যন্ত কার্যকরী এবং নিরাপদ টুল হচ্ছে পাসওয়ার্ড সেফ – সিকিউর পাসওয়ার্ড ম্যানেজার। এটি উইজেট সাপোর্ট করে যা আপনাকে মোবাইলের হোম স্ক্রিণ থেকেই পাসওয়ার্ড জেনারেট করতে সহযোগীতা করে। আর অ্যাপটি একটি মাস্টার পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করা যায়। এই অ্যাপ ব্যবহারে কোনও ইন্টারনেট পারমিশনের প্রয়োজন হয় না। সুতরাং, শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে আপনার সকল পাসওয়ার্ড এই অ্যাপে সম্পূর্ণ নিরাপদ থাকবে।
৫. Password Manager SafeInCloud
সেইফইনক্লাউড আরো একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন যা ড্যাশলেন পাসওয়ার্ড ম্যানেজারের মতোই ২৫৬-বিট এইএস এনক্রিপশন ব্যবহার করে থাকে। ফলে, আপনার পাসওয়ার্ড থাকে সম্পূর্ণ নিরাপদ। এটিও আপনাকে ক্লাউড সার্ভিসে আপনার পাসওয়ার্ড সেভ করে রাখার অপশন দেয়।
আশা করি, এই ৫টি পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপস্ থেকে আপনি ইতিমধ্যেই একটি পছন্দ করে ফেলেছেন। সুতরাং, সেটি ইউজ করুন। আর যদি এখনো পছন্দ করতে না পারেন, অর্থাৎ কোনটি আপনার ডিভাইসের জন্যে সবচেয়ে ভাল হবে সেটি নিশ্চিত হতে না পারেন, তবে একটা একটা করে ইনস্টল দিন এবং ব্যবহার করে দেখুন। তারপর যেটিকে আপনার কাছে সবচেয়ে ভাল আর কার্যকর মনে হবে, সেটি রেখে দিন।
Antim Rudra says
এখানে nordpass bitwarden এবং 1password সহ আরো অনেক কিছু অ্যাড করা যেতো।
জেসিকা জেসমিন says
ধন্যবাদ, Antim Rudra ভাই। ইংশাল্লাহ্, যুক্ত করে দেয়া হবে।