ফেসবুক তার ব্যবহারকারীদের শুধু নিজস্ব ছবি এবং ভিডিও শেয়ারিং সুবিধা প্রদানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি। প্রায় ১.৪ বিলিয়ন ব্যবহারকারীর সমন্বয়ে তৈরি এই জনপ্রিয় সোশাল মিডিয়াতে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন সদস্য। আর তাদের জন্য রোজই চলছে নতুন সংযোজন। ফেসবুক গেম এর মধ্যে অন্যতম। ফেসবুকে রয়েছে অসংখ্য মজার মজার গেম। সেখান থেকে বাছাই করে এক ডজন পপুলার ফেসবুক গেম দিয়ে সাজানো হয়েছে আজকের পোস্ট। এই গেমগুলো বলতে গেলে সারা পৃথিবী জুড়েই সমান তালে পপুলার।
বর্তমানে বেশির ভাগ ব্যবহারকারীরই সময় কাটে এই সব পপুলার ফেসবুক গেম খেলার মধ্য দিয়ে। প্রতিদিনই নতুন গেম আসছে, পুরোনোদের ভিড়ে নিজের জায়গা করে নিচ্ছে; আবার আগেরগুলোর জনপ্রিয়তার কাছে হেরেও যাচ্ছে অনেক গেম। কিন্তু যে গেমগুলো সব সময়ই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে, সেগুলো থেকে বাছাই করা ১২টি গেম সম্পর্কে আলোচনা করা হল।
আরো পড়ুন:
- পৃথিবী জুড়ে ব্যান হওয়া সেরা ১৫টি ভিডিও গেম এবং এর পেছনের রহস্য
- অ্যান্ড্রয়েড ফোনের জন্যে সেরা ১০টি ফ্রি অ্যাকশন গেম
- অ্যান্ড্রয়েড ফোনের জন্য ১০টি সেরা বাইক রেসিং গেম
- মোবাইলের জন্যে ১০টি ফ্রি কার রেসিং গেম
- ছোটদের জন্য সেরা ১০টি মোবাইল গেম
- ১০টি ফ্রি মাল্টিপ্লেয়ার মুড গেম
এক ডজন পপুলার ফেসবুক গেম
এখানে যে ১২টি গেম সম্পর্কে আলোচনা করা হল তার অনেকগুলোই হয়তো আপনি খেলেছেন কিংবা এখনো খেলছেন। এই তালিকার যে গেমগুলো আপনি খেলেননি, এবার খেলে দেখতে পারেন সেগুলো। আশা করি, আপনার ফেসবুক ব্যবহার আরো আনন্দময় হয়ে উঠবে।
Candy Crush Saga
পপুলার ফেসবুক গেমগুলোর মধ্যে Candy Crush Saga অন্যতম। এই গেমের সাথে পরিচিত নয় এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। ভাবতেই অবাক লাগে যে এই গেমের ব্যবহারকারীর সংখ্যা প্রতি মাসে প্রায় ৫০ মিলিয়নেরও বেশি।
একজন নতুন খেলোয়াড় ফ্রি কয়েকটা লেভেল খেলার পরে হয় তাকে পেমেন্ট করতে হবে আর নয় নতুন লেভেলে যাওয়ার জন্য ফেসবুক বন্ধুদের রিকোয়েস্ট পাঠাতে হবে।
এই গেমটা এত জনপ্রিয় হওয়ার কারণ এর সহজ-সরল খেলার নিয়ম। পপুলার ফেসবুক গেমগুলোর মধ্যে এর চেয়ে সোজা গেম আর পাওয়া যাবে না। এখানে বিভিন্ন রঙের সুস্বাদু ক্যান্ডির মধ্য থেকে একই রঙেরগুলো একসাথে মেলাতে হয়। এভাবে প্রায় ৩০টিরও বেশি লেভেল সম্পন্ন করতে হয়। খুব স্বাভাবিকভাবেই আগের লেভেলের চেয়ে পরের লেভেলে ক্যান্ডি মেলানো আস্তে আস্তে কঠিন হতে থাকে।
এই গেমের আরেকটি সুবিধা হচ্ছে অ্যানড্রয়েড, iOS বা উইন্ডোজ যে কোন অপারেটিং সিস্টেম থেকে গেমটি খেলা যায়।
Farm Heroes Saga
প্রতি মাসে এই গেমের খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ায় ১০ মিলিয়নেরও বেশি। এটাও একটা ম্যাচ গেম। Candy Crush Saga এবং Pet Rescue Saga কর্তৃপক্ষই এই গেমটি বানিয়েছে। এই ফার্ম বেসড্ অ্যাডভেঞ্চার গেমটিতে খেলোয়াড় হবে ফার্মের সত্যিকারের হিরো। যে র্যাকন এবং র্যানসিড থেকে ফার্মের জমিকে বাঁচাবে।
সোজা কথায় তিনটার বেশি সুন্দর ক্রপ ম্যাচ করে এবং ফার্মকে র্যাকন ও র্যানসিড থেকে রক্ষা করে খেলতে হবে গেমটি। গেমটি খেলোয়াড় তার ফোনে খেলতে পারবে এবং ফেসবুকে যদি কোন লেভেল থেকে হঠাৎ বেরিয়ে যায় তবে পুনরায় ডাউনলোড করার সুবিধাও থাকবে।
8 Ball Pool
মাসিক ১০ মিলিয়ন খেলোয়াড়ের সমন্বয়ে তৈরি এই পপুলার ফেসবুক গেমটি খেলা যায় সম্পূর্ণ ফ্রিতে। এই ভার্চুয়াল গেমটি তৈরি করেছে মিনিক্লিপ এবং প্রায় এক বছরেই খেলোয়াড়দের কাছে এর জনপ্রিয়তা উঠেছে তুঙ্গে। অসাধারণ অ্যানিমেশন এবং সহজবোধ্য নিয়মের জন্যই এখন পর্যন্ত গেমটির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।
এখানে পৃথিবীর বিভিন্ন জায়গার খেলোয়াড়দের সাথে খেলার সুযোগ থাকবে। খেলা যাবে ফেসবুক ফ্রেন্ডদের সাথে। অ্যানড্রয়েড বা iOS কোন সমস্যা নয়, যে কোন অপারেটর সাপোর্ট করবে গেমটি।
Clash of Clans
Clash of Clans এর কথা না বললেই নয়। সারা পৃথিবী ব্যাপী এই গেম শুধু জনপ্রিয়ই নয় বরং একটা নেশার নাম এই Clash of Clans.
পপুলার ফেসবুক গেমগুলোর মধ্যে Candy Crush Saga’র পরই এই গেমটির নাম বলা যায়। এটা একটা কৌশলের গেম। প্রতি মাসে প্রায় ১০ মিলিয়ন খেলোয়াড়ের সমন্বয়ে তৈরি এই গেমটি। একটা পুরো সৈন্যদল এবং জাদুকরের সমন্বয়ে তৈরি গ্রুপ নিয়ে এখানে খেলোয়ার তার এলাকা গড়ে তুলবে। অন্যান্য প্লেয়ারের এলাকায় আপনার সৈন্যদলের অ্যাটাক এবং নিজের প্রতিরক্ষা এসব নিয়েই গেমটি।
এখানে খেলোয়াড় অন্যান্য অনলাইন খেলোয়াড়দের সাথে খেলতে পারবে, তাদের পোস্ট ধ্বংস করতে পারবে। কিন্তু নিজের লাইফ ফুরিয়ে গেলে এবং সাহায্য শেষ হয়ে গেলে সমস্যায় পড়তে হবে খেলোয়াড়কে। এখানে একজন খেলোয়াড় নিজের ইচ্ছেমতো ক্যারেকটার নির্বাচন করে নিজের গ্রাম গড়ে তুলতে পারবে; সৈন্য, জাদুকর, বার্বেরিয়ান, ড্রাগন অথবা ফাইটারের সমন্বয়ে দল গড়ে চ্যালেঞ্জ ছুঁড়তে পারবে অন্য খেলোয়াড়কে।
iOS বা অ্যানড্রয়েডে গেমটি ডাউনলোড যোগ্য।
Criminal Case
Crimina Case হচ্ছে এমন একটি গেম যেখানে একজন খেলোয়াড় তার তদন্ত করার দক্ষতা প্রকাশ করতে পারবে। কারণ লুকোনো বস্তু এবং পাজেলের ধারণা নিয়ে বানানো হয়েছে গেমটি। মাসিক ১০ মিলিয়ন খেলোয়াড়ের সমন্বয়ে তৈরি পপুলার ফেসবুক গেমগুলোর মধ্যে এটা অন্যতম। এই গেমের পুরোটাই উত্তেজনায় ভরপুর। এখানে বিভিন্ন জটিল অপরাধের কেস সমাধান করতে হয়। এখানে খেলোয়াড় একজন পুলিশ অফিসারের ভূমিকায় থাকবে, যিনি বিভিন্ন সূত্রের মাধ্যমে কেসের সমাধান করে অপরাধীকে বের করে আনবে।
গেমে খুনসহ বিভিন্ন অপরাধের দৃশ্য থাকবে যেটা খেলোয়াড়কে বুদ্ধি খাটিয়ে সমাধান করতে হবে। অনেকের কাছে হয়তো এই রক্তারক্তি অপরাধ নিয়ে সময় ব্যয় করতে ভালো না-ও লাগতে পারে। তবে যারা রহস্য নিয়ে খেলতে পছন্দ করে তারা চোখ বন্ধ করে প্রেমে পড়বে গেমটার।
অ্যানড্রয়েড, iOS যেকোন প্ল্যাটফর্মেই গেমটা গ্রহণযোগ্য।
Pet Rescue Saga
প্রায় ১০ মিলিয়ন মাসিক খেলোয়াড়ের সমন্বয়ে তৈরি Pet Rescue Saga আরেকটি পপুলার ফেসবুক গেম। এটা ৩ ম্যাচ নিয়ে তৈরি একটা ফেসবুক গেম যেখানে খেলোয়াড়কে একই রকমের ব্লক পাড়ি দিয়ে পরের লেভেলে যেতে হবে এবং পোষা প্রাণী চোরদের কাছ থেকে উদ্ধার করতে হবে প্রাণীদের। নিয়মটা হচ্ছে এই যাওয়ার পথে খেলোয়াড়ের টার্ন নেয়ার ক্ষমতা থাকবে সীমিত। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে সাবধানে কৌশল অবলম্বন করতে হবে।
বিল্ডিংয়ের ভেতর কুকুর, বেড়াল, পাখিসহ বিভিন্ন প্রাণী বন্দী থাকবে উদ্ধারের অপেক্ষায়। খেলোয়াড়ের সাহায্যের জন্য থাকবে হেলিকপ্টার এবং অগ্নি নির্বাপন যন্ত্র। Candy Crush Sagaর সাথে এই গেমটার মিল আছে। কারণ এখানে একই রকম ব্লকের মিল করতে হয়। ফেসবুকের বাইরেও এই গেমটাকে অ্যানড্রয়েড এবং iOS সিস্টেমে ডাউনলোড করা যাবে।
Subway Surfers
বয়স কত আপনার?
যতই হোক না কেন, বাচ্চা-বুড়ো যেই হোন Subway Surfers আপনার পছন্দ হবে। এর কারণ এখানকার চমৎকার অ্যানিমেশন এবং ভাইব্রেটিং শব্দ। এখানে আপনি যত দ্রুত সম্ভব দৌড়াতে পারবেন ইচ্ছামতো। সাবওয়েতে একটা চলন্ত ট্রেনের পাশ দিয়ে ছুটে যাওয়ার পথে কয়েন সংগ্রহ করতে হবে। গতি কমালে বা কোনকিছুর সাথে ধাক্কা খেলে সোজা গিয়ে পড়তে হবে পুলিশ অফিসারের হাতে। পুলিশের সাথে পোষা কুকুর তো আছেই।
এই গেমের মাসিক খেলোয়াড় প্রায় ১০ মিলিয়ন। যে কোন প্রসেসিং সিস্টেমে খেলা যাবে Subway Surfers.
Dragon City
Dragon City’র মাসিক ব্যবহারকারীর সংখ্যা গড়ে ১০ মিলিয়ন। পপুলার ফেসবুক গেমের মধ্যে এটা মজার একটা গেম। এই গেমে ড্রাগনরা থাকবে স্বর্গের একটা ছোট্ট শহরে। সেখানে তারা খাবে, নতুন ড্রাগনের জন্ম দিবে ইত্যাদি। আপনার জন্য গেমটা রোমাঞ্চকর, কারণ এখানে আপনার পছন্দমতো ড্রাগন নিয়ে আপনাকে দল গড়তে হবে।
আপনার ফেসবুক ফ্রেন্ডদের সাথে এই ড্রাগন স্কোয়াড নিয়ে যুদ্ধ করতে হবে। স্বয়ং ড্রাগন নিয়ে যুদ্ধ! মজার তো অবশ্যই।
তবে Dragon City শুধু ফেসবুকেই খেলা যাবে।
Trivia Crack
আপনি যদি এমন কেউ হোন যে কৌশলী প্রশ্নের উত্তর দিতে ভালোবাসেন। তবে Trivia Crack আপনার জন্য সেরা একটা টোপ বলতে পারি।
পপুলার ফেসবুক গেমগুলোর মধ্যে এটা একটু আলাদা। কারণ এটা সম্পূর্ণ মেধার খেলা। Trivia Crack এর মাসিক ব্যবহারকারী প্রায় ১০ মিলিয়ন। এখান থেকে আপনি অন্য খেলোয়াড়দের চ্যালেঞ্জ করতে পারবেন প্রশ্নের উত্তর দেয়ার জন্য। আপনার মেধাকে আরেকটু শানিত করতে এই গেমটা রাখবে অসাধারণ ভূমিকা। এই কুইজ গেমের ছয়টা সেকশন থাকবে খেলাধুলা, প্রযুক্তি, আর্ট এবং সাহিত্য, বিজ্ঞান, বিনোদন, ইতিহাস এবং জিওগ্রাফি।
খেলোয়াড় হিসেবে আপনাকে একটা চরিত্রে মনোনীত হতে হবে। তারপর হুইল ঘুরিয়ে কোন সেকশনে উত্তর দিতে হবে সেটার নির্বাচন। অ্যানড্রয়েড, iOS যেকোন অপরেটর সিস্টেমে গেমটি ডাউনলোড করা যাবে।
Hay Day
আপনি যদি ফার্মিং পছন্দ করেন এবং কঠোর পরিশ্রম এড়িয়ে যেতে চান তবে Hay Day অবশ্যই আপনার পছন্দ হবে। মাসিক ৫ মিলিয়ন ব্যবহারকারী এই অসাধারণ গেমটির।
গেমে আপনি নিজের একটি ফার্ম তৈরি করতে পারবেন। তারপর পশু পালন, রং করা, পরিষ্কার করা এবং বিভিন্ন ফসলের রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের মাধ্যমে একজন ভার্চুয়াল ফার্মারের ভূমিকা পালন করবেন। এই গেমের গ্রাফিক্স এবং অ্যানিমেশন জীবন্ত বলেই গেমটা সবার এত পছন্দের। iOS এবং অ্যানড্রয়েড দুটোতেই সমান তালে খেলা যাবে গেমটি।
Social Empires
পপুলার ফেসবুক গেম Clash of Clans এর সাথে Social Empires এর অনেক মিল আছে। এটা একটা কৌশল ভিত্তিক গেম যার মাসিক ব্যবহারকারীর সংখ্যা গড়ে ৬ মিলিয়ন। এখানে আপনি আপনার নিজের রাজত্ব গড়বেন এবং একটা লিজেন্ডে রূপ দিবেন। হিরোয়িক অ্যাডভেঞ্চার, চ্যাম্পিয়নশিপ এবং অন্যান্য অনলাইন খেলোয়াড়ের সাথে যুদ্ধের মাধ্যমে আপনাকে টেস্টে জিততে হবে।
সুতরাং, নিজের রাজত্ব বা গ্রাম গড়তে গিয়ে গ্রামবাসীকে কৌশলী ব্যাটিলিয়ন তৈরি করতে হবে সন্ত্রাসীদের হাত থেকে গ্রাম বাঁচানোর জন্য। এটা ঠিক যে অনেকটা একই রকম হওয়ার পরও Clash of Clans এর মতো জনপ্রিয়তা গেমটি পায়নি। তারপরও সহজ হওয়ার কারণে গেমটা খেলে অনেকেই যথেষ্ট মজা পায়।
Magic Land
Magic Land আরেকটি পপুলার ফেসবুক গেম। এটা অনেকটা সেই রূপকথার গল্পের মতো। বন্দী রাজকন্যাকে উদ্ধার করা। তাও আবার এক ভয়ঙ্কর ড্রাগনের হাত থেকে।
রাজকন্যাকে উদ্ধারের পথে আপনাকে খাবার রান্না, প্রতিরক্ষা দুর্গ গড়া এবং শয়তানদের আক্রমন থেকে দুর্গ রক্ষা করতে হবে। এখানে বাহুবলের পাশাপাশি বুদ্ধির পরীক্ষাও দিতে হবে কুউজ সমাধান করে। তবেই পারবেন আপনার স্বপ্নের রাজ্যের রাজকন্যাকে উদ্ধার করে আনতে।
তবে গেমটা ফেসবুকেই খেলা যাবে। অ্যানড্রয়েড বা iOS এখনো এটা সহজলভ্য হয়নি।
উল্লিখিত পপুলার ফেসবুক গেমগুলো ছাড়াও অারো অনেক জনপ্রিয় গেম আছে ফেসবুক জুড়ে। এখনকার দিনে এগুলোর জনপ্রিয়তা শীর্ষে বিধায় এগুলো আলোচনা করা হলো। Candy Crush, Clash of Clans এর মতো গেমগুলোই বর্তমানে রাজত্ব করে বেড়াচ্ছে ফেসবুকে। এছাড়াও বিভিন্ন মিশন গেম এখন অনেক জনপ্রিয়।
Leave a Reply