প্রকাশ হওয়া খবর অনুসারে এ বছরের ২৫ ফেব্রুয়ারী এইচএমডি গ্লোবাল তার নোকিয়া ৭ প্লাস মোবাইলটি লঞ্চ করতে যাচ্ছে। যদিও এখনো কিছু দিন হাতে আছে তারপরও এই ফোনটির প্রধান প্রধান ফিচার প্রকাশ পেয়ে গেছে। এমন কি এই আসন্ন ফোনটির বেশ কিছু ছবিও নেট দুনিয়ায় ঘুরে ফিরে বেড়াচ্ছে।
নোকিয়া হল মোবাইল জগতের সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে নির্ভরযোগ্য একটি ব্রান্ড। এমন অসংখ্য মোবাইল প্রেমী বিশ্বজুড়ে পাওয়া যাবে যারা মোবাইল ফোন বলতে শুধু “নোকিয়া” নামটিই শুনতে ভালোবাসে। তাদের চিন্তা মাথায় রেখেই আমার আজকের এই আলোচনা।
চলুন তাহলে দেখি আসন্ন এই নোকিয়া ৭ প্লাস ফোনটিতে কি কি ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। এমন কিছু কি নোকিয়া এবার দিতে পারবে যা বিশ্বের মোবাইল প্রেমীদের চমকে দিতে পারবে?
বিস্তারিত আলোচনার শুরুতেই আমরা দেখবো নোকিয়া ৭ প্লাস এ সম্ভাব্য কি কি ফিচার থাকতে পারে তার একটি তালিকা। বিভিন্ন উৎস থেকে প্রকাশিত হওয়া নোকিয়া ৭ প্লাস সম্পর্কিত শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্য সমুহ নিয়েই সাজানো হয়েছে এই স্পেসিফিকেশনের তালিকাটি। চলুন তাহলে দেখি কি কি থাকছে নোকিয়া ৭ প্লাসে-
নোকিয়া ৭ প্লাস এর প্রকাশিত স্পেসিফিকেশন
- ফোনটির নেটওয়ার্কিং এ GSM/CDMA/HSPA/EVDO/LTE টেকনোলোজি ব্যবহার করা হয়েছে।
- ফোনটির ফ্রন্টে গ্লাস দেয়া হয়েছে এবং বডি তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে।
- হাইব্রিড ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা যাবে।
- ডিসপ্লে সেকশনে থাকছেঃ IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১৬M কালার, ৬ ইঞ্চির ডিস্প্লের রেজুলেশন থাকছে ১০৮০*২১৬০ পিক্সেল এবং ১৮:৯ এসপেক্ট রেশিও। মাল্টি টাচের পাশাপাশি স্ক্রিন প্রটেকশনের জন্য করনিং গোরিলা গ্লাস ৩ ও থাকবে।
- সুত্রমতে, ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রোয়েড ৮.০ (অরিও) ব্যবহার করা হয়েছে বলে জানা যায়, সাথে চিমসেট থাকছে কোয়ালকম MSM8956 প্লাস স্ন্যাপড্রাগন ৬৬০। ওক্টা কোর প্রসেসরের এই ফোনটির অপারেটিং অনেক স্মুথ হবে বলে আসা করা যায়।
- নোকিয়া ৭ প্লাস এ ইন্টারনাল মেমোরি আছে ৬৪জিবি, ৪/৬জিবি র্যাম যেটা এক্সটারনাল মাইক্রো এসডি কার্ডের ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
- এবার কথা বলবো ক্যামেরা নিয়ে। প্রকাশিত তথ্য অনুযায়ী প্রাইমারী ১২ মেগাপিক্সেল এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরায় ডুয়েল পিক্সেল ফেজ ডিটেকশন অটোফোকাস, ২ x অপটিকাল জুম এবং ডুয়াল এলইডি ডুয়াল টোন ফ্ল্যাশ থাকতে পারে।সেকেন্ডারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। ক্যামেরা ফিচারে আরো থাকতে পারে জিও ট্যাগিং, টাচ ফোকাস, ফেস ডিটেকশন, প্যানোরোমা এবং এইচডিআর।
- ফোনের সাউন্ড সিস্টেম এ ভাইব্রেশন, MP3, WAV রিংটোন থাকছে বলে জানা যায়। নোকিয়ার অন্যান্য স্মার্ট ফোনের মতই লাউডস্পিকার এবং ৩.৫ mm জ্যাকও থাকবে বলে ধরে নেয়া যায়।
- ওয়াইফাই 11 a/b/g/n/ac থাকতে পারে, ডুয়াল ব্যান্ড, ওয়াইফাই ডাইরেক্টর, হটস্পট থাকবে বলে জানা গেছে। সাথে ব্লুটুথ, জিপিএস, এনেফসি এবং এফএম রেডিও ও থাকবে। টাইপ সি ১.০ রিভারসিবল কানেকটর ইউএসবি ও থাকবে।
- বর্তমানে স্মার্ট ফোনের যে সকল ফিচার খুব জনপ্রিয় তাদের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর অন্যতম। সেক্ষেত্রে নোকিয়ার ফ্যানদের জন্য সুখবর হচ্ছে নোকিয়া ৭ প্লাস এর রিয়ারে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর সাথে এক্সেলেরোমিটার, গাইরো, প্রক্সিমিটি এবং কম্পাস তো থাকছেই।
- মেসেজিং অপশনে SMS (threaded view), MMS, Email, Push Mail, IM ইত্যাদি থাকার কথা শোনা যাচ্ছে।
- ব্রাউজারেও রয়েছে বেশ কিছু সুবিধা, যেমনঃ MP4/H.264 player, MP3/WAV/eAAC+/FLAC player, ফটো বা ভিডিও এডিটর এবং ডকুমেন্ট ভিউয়ার।
- এবার চলুন ব্যাটারি সম্পর্কে কিছু জানা যাক। ৩২০০ মিলি আম্প্যায়ারের নন রিমুভেবল লি-অন ব্যাটারি থাকবে বলে শোনা গেছে। সেই সাথে ব্যাটারিটি ফাস্ট চারজিং সাপোর্ট করবে।
- তথ্য অনুসারে প্রথম অবস্থায় নীল, কালো এবং সাদা, এই তিনটি রঙে পাওয়া যাবে নোকিয়া ৭ প্লাস।
সাম্প্রতিক প্রতিবেদনগুলির ভিত্তিতে, নোকিয়া ৭ প্লাস স্মার্ট ফোনটির ডিসপ্লে যে দারুণ রকমের হবে সে বিষয়ে অনেকটাই নিশ্চিত হওয়া যায়। ফুল এইচডি ডিসপ্লে ৬ ইঞ্চি হওয়ার কারণে দেখতে বেশ চমৎকার হবে। স্ক্রিনে করনিং গোরিলা গ্লাস দেয়ার কারণে ফোনটি যে কোন স্ক্র্যাচিং থেকে নিরাপদ থাকবে। একই সাথে ফোনটি আইপি ৫৪ সারটিফাইড হওয়ায় স্প্ল্যাশ প্রুফ, এক কথায় দারুন বলতে হবে।
নোকিয়া ৭ প্লাসের ক্যামেরাও যে সেলফি প্রেমিদের আকর্ষণ করবে সে বিষয়েও ভবিষ্যত বানী করা যেতে পারে। যারা স্মার্ট ফোন ব্যবহার করেন, তাদের একটি বড় অংশ সেলফি প্রেমী। অন্য দিকে যারা নোকিয়াকে ভালোবাসে তাদের ক্যামেরা নিয়ে সব সময়ই হতাশ হতে দেখা যায়। তবে এবার মনে হচ্ছে নোকিয়া প্রেমীদের হতাশার দিন শেষ হতে চলেছে। কারণ ৭ প্লাস ফ্রন্ট ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল কার্ল Zeiss লেন্স প্যাক দিতে পারে যেটা নিঃসন্দেহে দারুণ সেলফি দিবে।
নোকিয়া ৭ প্লাস সম্ভবত অ্যানড্রইড ৮.০ ওরিও আউট-অফ-বক্স চালাবে এবং ৪ জিবি র্যামের সাথে আসবে। এদিকে, আগের একটি রিপোর্টে বলা হয়েছে যে নোকিয়া ৭ প্লাসে, গত বছরের নোকিয়া ৭ এর বড় সংস্করণ হচ্ছে, এটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরের সাথে আসতে পারে। ৪জিবি র্যামের সাথে স্ন্যাপড্রাগন ৬৬০ ফোনটির অপারেটিং সিস্টেমকে দারুণ স্মুথ করবে বলে আশা করা যায়।
নোকিয়ার ফ্যানদের অপেক্ষার দিন প্রায় শেষ হয়ে এসেছে, খুব শীঘ্রয় বাজারে আসতে চলেছে নোকিয়া ৭ প্লাস। মিড লেভেল রেঞ্জের এই ফোনটির প্রকাশিত তথ্যমতে সকল স্মার্ট ফোন প্রেমীদেরই মন দখল করতে পারবে বলে আশা করা যায়, তাই এখন শুধুই সময়ের অপেক্ষা।
Leave a Reply