চার্লস ডারউইন ইউনিভার্সিটি (CDU) অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান পাবলিক ইউনিভার্সিটি। অস্ট্রেলিয়ার আরেকটি অন্যতম প্রধান স্কুল ও কলেজ যার নাম মেনজিস স্কুল অব হেলথ্ রিসার্চ এন্ড সেন্ট্রালিয়ান কলেজ অব অ্যালিস স্প্রিংস্ এবং আরেকটি বিখ্যাত ইউনিভার্সিটি যার নাম নর্দান টেরিটোরি ইউনিভার্সিটি, এ দুইটিকে মার্জ করে ২০১৩ সালে প্রতিষ্ঠা করা হয় চার্লস ডারউইন ইউনিভার্সিটি। ইনোভেটিভ রিসার্চ ইউনিভার্সিটিস ইন অস্ট্রেলিয়া’র অন্যতম প্রধান মেম্বার হিসেবে এই ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয়।
পাবলিক ইউনিভার্সিটি হলেও, এখানে রয়েছে পৃথিবীর যে কোন দেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে পড়া-শুনার সুযোগ। একজন অস্ট্রেলিয়ান নাগরিক এ ইউনিভার্সিটিতে পড়ে যে সার্টিফিকেট অর্জণ করে, একজন ভিনদেশী ছাত্র-ছাত্রীও পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অনলাইনে পড়া-শুনা করে একই সার্টিফিকেট পায়।
চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে যে সব বিষয়ে পড়তে পারেন- ইনফরমেশন টেকনোলোজি, নার্সিং, ল এন্ড লিগ্যাল, সাইকোলোজি, বিজনেস, ক্রিয়েটিভ আর্টস্, আইটি এন্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং সহ আরো অসংখ্য বিষয়ের বিভিন্ন শাখা-প্রশাখায় পার্ট টাইম ও ফুল টাইম ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি। বিষয় সমূহ সম্পর্কে আরো বিস্তারিত এবং ফি, সময় ও সেমিস্টার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
Leave a Reply