টেক ট্রেইনির রাইটারদের রমযানের শুভেচ্ছা। কয়েকটি বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন হওয়ায় নোটিশ বোর্ডটি আবার আফডেট দেয়া হচ্ছে, মনোযোগ দিয়ে পড়ুন।
প্রসঙ্গ মাসের সেরা লেখা
প্রতি মাসের সেরা লেখার জন্য ঘোষিত পুরস্কারের কথা মনে আছে তো? মনে আছে সেরা লেখা বাছাইয়ে বিবেচিত বিষয়গুলো? না থাকলে, আরেকবার মনে করিয়ে দিচ্ছি, পাঠকের জন্যে উপকারি টপিক নির্বাচনের উপর ২০ মার্ক, লেখার মানের উপর ৩০ মার্ক, সোশ্যাল শেয়ারের উপর ৩০ মার্ক ও কমেন্টের উপর ২০ মার্ক।
বুঝতেই পারছেন, শুধু লেখা ভাল হলেই হবে না, সেই লেখাটির শোস্যাল শেয়ার এবং কমেন্টও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পুরস্কার প্রাপ্তিতে। সুতরাং নিজের এবং অন্যদের লেখা শেয়ার করে এবং অন্যদের লেখায় নিয়মিত কমেন্ট করে মার্ক বাড়িয়ে নিন, না হয় পিছিয়ে পড়বেন। আপনারা কে কে অন্যদের লেখায় নিয়মিত কমেন্ট করছেন, সেটাকে আমরা বিশেষভাবে বিবেচনায় রাখবো।
এ মাসের ১ তারিখ থেকেই আমরা পুরস্কারের জন্যে সেরা লেখা বাছাই করা শুরু করেছি। সামনের মাসের প্রথম সপ্তায় সেরা লেখকের নাম ঘোষণা করা হবে, ইনশাল্লাহ্।
প্রসঙ্গ ইমেজ সাইজ
লেখায় যে ইমেজগুলো ব্যবহার করা হয়, সেগুলো কি পাঠকের কাজে লাগে? পাঠক কি কোন ইমেজ ডাউনলোড করে? নিশ্চয়ই, না। আমরা ইমেজ ব্যবহার করি শুধু মাত্র লেখার সৌন্দর্য্য বৃদ্ধির জন্যে। ইমেজের সাইজ যদি অকারণে বড় হয়ে যায়, তবে সেটা হোস্টিং সার্ভারের উপর অহেতুক প্রভাব ফেলে। সুতরাং, ইমেজ যত কম ব্যবহার করা যায় তত ভাল এবং ইমেজের সাইজ যত কম হবে তত ভাল।
ইমেজের সাইজ কমাবেন যেভাবে-
১. অনলাইনে একই ইমেজের বিভিন্ন সাইজ রয়েছে। যে ইমেজগুলো লম্বায় (height) খুবই ছোট এবং পাশে (width) বিশাল বড়, সেই ইমেজগুলোই নেবেন। ব্যাকগ্রাউন্ডের সাইজ যেহেতু ডানে-বাঁয়ে ৭২৫, সেহেতু ইমেজ নেয়ার পর সেটির width ৭১০ করে নিন। এরপর সেটিকে ব্যাকগ্রাউন্ডের উপর বসালেই দেখবেন এক্সাট্লি মিলে গিয়েছে। মূল কথা, ইমেজের হাইট হতে হবে খুবই কম। এমনকি, ১ ইঞ্চি পরিমাণ হলেও কোন সমস্যা নেই। যে কোন লেখার ইমেজের জন্যে নিচের লেখাটিকে স্ট্যান্ডার্ড ধরতে পারেন।
স্ট্যান্ডার্ড ইমেজের জন্যে আফিয়া ইসলাম প্রমির এই লেখাটি ফলো করুন। খেয়াল করে দেখুন, এ লেখার প্রায় প্রত্যেকটি ইমেজ লম্বায় খুবই ছোট।
তবে, আপনার লেখায় যদি মাত্র ১টি বা ২টি ইমেজ থাকে, তখন হাইট একটু বড়ই রাখবেন আর ১টি ইমেজকে ফিচার ইমেজ করে দেবেন। তাহলে, নতুন করে ফিচার ইমেজ দিতে হবে না। অর্থাৎ লেখার বডিতে যে ইমেজ দিবেন সেটাকেই আবার ফিচার ইমেজ করে দেবেন, কোন সমস্যা নেই।
প্রসঙ্গ মোবাইল রিভিউ
মোবাইল রিভিউ বিভাগের লেখাগুলো একঘেঁয়ে হয়ে যাচ্ছে। বেশিরভাগ স্মার্টফোনের ফিচারই কাছাকাছি, একটার সঙ্গে আরেকটার খুব বেশি অমিল নেই। তাই, আপনাদের লেখাও হয়ে যাচ্ছে কাছাকাছি। অর্থাৎ আগে যে রিভিউটি লিখেছেন, খেয়াল করে দেখুন পরের রিভিউটি প্রায় আগেরটির মতই।
যাইহোক, এ বিভাগের লেখার জন্য আমরা শব্দ সংখ্যা নির্ধারণ করে দিচ্ছি। যে কোন সিঙ্গেল স্মার্টফোন রিভিউ’র জন্য নির্ধারিত শব্দ সংখ্যা সর্বোচ্চ ৪০০। সুতরাং, কোন মোবাইল রিভিউ যদি ৪০০ ওয়ার্ডের ওপরে লেখা হয়, তবে তা পাবলিশ করা হবে না।
প্রসঙ্গত, আপনারা জানেন আমরা এখন যে কোন ছোট লেখাই গ্রহণ করছি এবং সেগুলোর জন্যে পেমেন্টও নির্ধারণ করে দিয়েছি। এখন আরেকটা কথাও বলে রাখা প্রয়োজন যে, আমরা ছোট লেখাগুলোকেই অধিক গুরুত্ব দিচ্ছি।
আপনি ১০০০ ওয়ার্ডের একটা লেখা না লিখে যদি ৩০০ ওয়ার্ডের ৩টা লেখা দেন, তবে আপনার লেখাও পাবলিশ হবে বেশি আর আমাদের ওয়েবসাইটও পোস্ট পাবে বেশি। তাই, চেষ্টা করুন ছোট ছোট লেখা লিখতে। এমনকি, সেগুলো যদি নিউজও হয়, আমাদের আপত্তি নেই।
মোবাইল রিভিউ বেশি যাচ্ছে বলে আমাদের নিয়মিত (!) লেখক রাশেদুল ইসলাম পাভেল অভিযোগ করেছেন। তবে, এমন নয় যে, আমরা মোবাইল ফোনের রিভিউ নিয়ে মাতামাতি করছি, আপনারা লিখছেন বলে আমরাও পাবলিশ করছি। বলতে পারেন, মোবাইল রিভিউ না দিয়ে পেন্ডিং লেখাগুলো কেন দিচ্ছি না। উত্তর হচ্ছে, পেন্ডিং লেখাগুলো দিতে গেলে একেকটার এডিটিং এর পেছনে বেশ সময় দিতে হবে। রমযানে এত সময় পাওয়া যাচ্ছে না বলে প্রব্লেমেটিক লেখাগুলো পেন্ডিংই থাকছে আর ছোট লেখাগুলো অধিক গুরুত্ব পাচ্ছে।
প্রসঙ্গ পেন্ডিং লেখা
যাদের এক বা একের অধিক লেখা পাবলিশ হয়েছে, তাদের কোনও লেখা পেন্ডিং থাকার কারণ-
- ক. টপিকটি আগেই পাবলিশ হয়েছে। ভাল করে না দেখে একই টপিক নিয়ে আবার লিখেছেন।
- খ. অপ্রয়োজনে লেখাটি বড় করে লিখেছেন।
যাদের একটিও লেখা এখনো পাবলিশ হয়নি, তাদের লেখা পাবলিশ না হওয়ার কারণ-
- ক. লেখাটি গোছানো নয়।
- খ. নিয়ম-কানুন মেনে লেখা হয়নি।
- গ. বিশাল বিশাল ইমেজ আপলোড করে রেখেছেন।
- ঘ. বড় করে লিখেছেন, টপিক অনুযায়ী যা ডিমান্ড করে না।
নতুন লেখকদের আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে, যাতে আমরা ভুলগুলো বলে দিতে পারি।
প্রসঙ্গ টেক ওয়েবসাইটে অন্য কন্টেন্ট
আমাদের ওয়েবসাইটটি টেকনোলোজি নির্ভর আপনারা জানেন। কিন্তু নিশ্চয়ই খেয়াল করেছেন যে, রোযার ভেতর কিছু লেখা গিয়েছে যা পুরোপুরি টেকনোলোজি নির্ভর নয়। রাশেদুল ইসলাম পাভেল অনেকদিন ধরে লাপাত্তা হয়ে গেলেও হঠাৎ উদয় হয়ে বিষয়টি নিয়ে টেক ট্রেইনি ফোরামে অভিযোগ তুলেছেন। ওমর ফারুক, শাহরিয়ার আহমেদসহ আরো ২/১জন কমেন্টের মাধ্যমে সহমত প্রকাশ করেছেন। এবার আমাদের বক্তব্য শুনুন-
১. রোযা উপলক্ষে কিছু ইসলামি অ্যাপের রিভিউ লিখে দেয়ার জন্য নাজমুস সাকিবকে বেশ কিছু সোর্স দেয়া হয়েছিল। সাকিব এ ধরণের লেখায় স্বাচ্ছন্দ্যবোধ করছিল না বলে টপিকগুলো জেসিকা জেসমিনকে দিয়ে দেয়া হল। উল্লেখ্য, জেসিকা আমাদের আন-অফিসিয়াল স্টাফ, আমাদের সাইটের শুরু থেকেই আমাদের সঙ্গে আছে। তাকে কন্টেন্ট লেখাসহ সাইটের আরো কিছু কাজ করার জন্যে স্যালারি দেয়া হচ্ছে।
জেসিকা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ঠিক করে দেয়া টপিক নিয়ে লিখে থাকে। আমাদের এমন কিছু টপিক থাকে যেগুলো খুবই ছোট করে লেখা দরকার এবং যেগুলো লেখার ক্ষেত্রে কোনও নিয়ম-কানুন ফলো করার প্রয়োজন নেই। এ ধরণের টপিকগুলো আমরা জেসিকাকেই দিয়ে থাকি।
তো, জেসিকার লেখা রোযা সম্পর্কিত কিছু ইসলামী অ্যাপের রিভিউ প্রকাশ হতে থাকলে, আমাদের কিছু পাঠক ইনবক্সে তারাবি নামাজ নিয়ে কিছু লেখা প্রকাশের অনুরোধ করে। এ দায়িত্ব জেসিকাকেই দিয়ে দেয়া হয়। জেসিকা ইউটিউব ভিডিওর আইডিয়াটি দেয় এবং জানায় যে আমাদের তো ‘ইউটিউব’ নামের একটা ক্যাটেগরি আছে, সেখানে দেয়া যেতে পারে। ব্যাস্, এখান থেকেই তারাবি নামাজ সম্পর্কিত কিছু ইউটিউব ভিডিও প্রকাশ করা হয় যেগুলো সাইটের ধরণের সঙ্গে কিছুটা বেমানান হয়ে গিয়েছে।
প্রসঙ্গ সাইটের ধরণ
আমাদের সাইটের ধরণ টেকনোলোজি থেকে অন্যান্য দিকে মুভ করার পরিকল্পণায় রয়েছি আমরা। তবে, নিউজ পেপারের মত না করে অনলাইন ম্যাগাজিনের দিকে মুভ করা যেতে পারে, আপনারা কি বলেন? যেমন, আমরা খেলা, লাইফ স্টাইল ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরি অ্যাড করতে চাইছি।
সেক্ষেত্রে আমাদের ডোমেইনের নাম পরিবর্তণ করে নিতে হচ্ছে। আর এ ব্যাপারে আপনাদের সহযোগীতা চাইছি। আপনারা আমাদের কিছু নাম সাজেস্ট করুন যেগুলো ছোট হবে (৫/৭ বর্ণের বাংলা নাম), উচ্চারণ করা সহজ হবে, শুনতে ভাল লাগবে এবং একই সঙ্গে ম্যাগাজিন ম্যাগাজিন মনে হবে। আশা করি, আপনারা সাড়া দেবেন, সহযোগীতা করবেন।
সাইটের নাম ও কন্টেন্টের ধরণ পরিবর্তণের সাথে সাথে আমাদের আরো কিছু পরিকল্পণা রয়েছে। তার মধ্যে অন্যতম হল, পুরোপুরি অফিসিয়াল সেটআপে যাওয়া। শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে কিছু লোক নিয়োগ করে আমরা অফিসিয়াল সেটআপে যাবো।
তবে, আপনারা যারা লিখছেন, তাদের থেকে লেখা নেয়া কখনোই বন্ধ হবে না। আপনাদের লেখা মডারেট করার জন্য একজন ডেডিকেটেড লোক থাকবে। তখন, আপনাদের লেখা এখনকার মত হ্যাং হয়ে থাকবে না। লেখা সাবমিট করার ২৪ ঘন্টার মধ্যেই পাবলিশ করা হবে, ইনশাল্লাহ্।
শেষ কথা
১. আমরা খেয়াল করে দেখলাম যে, পাঠকরা সবচেয়ে বেশি পছন্দ করছে, বেশি শেয়ার করছে টিউটোরিয়াল (প্রবলেম সলবিং) পোস্টগুলো। কাজেই, আপনাদের কাছ থেকেও বেশি বেশি টিউটোরিয়াল চাইছি। আশা করি, অন্যান্য টপিকের পাশাপাশি মোবাইল টিউটোরিয়াল, কম্পিউটার টিউটোরিয়াল, ফটোশপ ও ওয়েব টিউটোরিয়াল নিয়েও লিখবেন।
২. রোযার কারণে আমাদের কার্য্যক্রম কিছুটা স্লো হয়ে গিয়েছে। আশা করি, ঈদের পর থেকে পুরোদমে কাজ চলবে। আর সেই সাথে, এও আশা করি যে, সর্বাবস্থায় আপনাদের সহযোগীতা পাবো। নোটিশ বোর্ড-১ , নোটিশ বোর্ড-২।
শাহরিয়ার আহমেদ says
ধন্যবাদ 🙂 খুব ভালো উদ্যেগ। সাইটের ডোমেইন নেম পরিবর্তনে techtraineeworld বা technews দিতে পারেন। তবে ভালো একটি ডোমেইন নেম হলে ভালো লাগবে। খেলা, লাইফ স্টাইল ইত্যাদি ক্যাটাগরি অ্যাড করলে আমার মতে ভালোই হবে। তাহলে লেখা-লেখির সুযোগটাও বেড়ে যাবে।
খুবই ভালো আইডিয়া। এগিয়ে যাও টেক ট্রেইনি, সাথে আছি।
টি আই অন্তর says
নাম সাজেস্ট করার জন্যে ধন্যবাদ, শাহরিয়ার। তবে, টেক রাখা যাবে না। টেক শব্দটি থাকলেই তো ডিফাইন হয়ে যাচ্ছে যে এটা একটা টেকনোলোজি সাইট। তখন তো খেলা বা অন্যান্য লেখা বেমানান হবে। একটা অনলাইন ম্যাগাজিনের কথা ভেবে নাম চিন্তা করতে পারেন, যেখান নিউজ থাকবে না কিন্তু খেলা, বিনোদন, স্বাস্থ্য, লাইফ স্টাইলসহ যাবতীয় সবই থাকবে।
রাশেদুল ইসলাম পাভেল says
হয়তো ব্যাস্ততার কারনে আগের মত নিয়মিত লিখতে পারছিনা কিন্তু টেকট্রেইনির প্রতি ভালোবাসা এক বিন্দুও কমেনি। নিয়মিত লেখক থাকতে না পারলেও নিয়মিত পাঠক অবশ্যই ছিলাম। যাই হোক, নতুন বিষয়গুলি সম্পর্কে জানা ছিলো না বলেই আমি আমার মত প্রকাশ করেছি। আমি যখন লেখা শুরু করি তখনকার কন্টেন্ট সম্পর্কে যে ধারনা দেয়া হয়েছিল তার বিপরীত কন্টেন্ট পাবলিশ হতে দেখেই ফোরামে মন্তব্য করা। নতুন সাইটের কথা শুনে ভালো লাগলো ও শুভ কামনা রইল।
টি আই অন্তর says
কিন্তু এভাবে হারিয়ে গেলে তো হবে না, নিদেন পক্ষে যোগাযোগটা তো রাখা যায়। যাইহোক, প্রসঙ্গটা ধরাতে ভালই হলো, সবাইকে জানানো গেল। এখন সাইটের জন্যে নাম সাজেস্ট করেন, নৈলে খবর আছে। মাথায় রাখবেন অনলাইন ম্যাগাজিন যেখানে নিউজ ছাড়া বাকি সব থাকবে।
মিনহাজুল আবেদীন says
ভাইয়া,সাইটকে অনলাইন ম্যাগাজিন করার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এতে করে সাইটে অনেক ধরনের তথ্যসমৃদ্ধ নতুন লেখা উঠে আসবে। আর তার সাথে সে-সব লেখকেরাও সুযোগ পাবে, যারা হয়ত টেক জ্ঞান কম রাখে কিন্তু অন্যান্য বিষয়ে লিখার যোগ্যতা রাখে।
টি আই অন্তর says
ধন্যবাদ, মিনহাজুল আবেদন। ঠিক বলেছেন, আমাদের সাইটও একটু বৈচিত্র্যময় হবে, সেই সাথে অন্যরাও লেখার সুযোগ পাবে।