এর আগে অসাধারন গ্রাফিক্সের টু-ডি পিসি গেম নিয়ে একটা দারুণ পোস্ট দেখেছেন আপনারা। অনেকে হয়তো ইতিমধ্যেই গেমগুলো খেলে শেষ করে ফেলেছেন আর খুঁজছেন নতুন গেম। পিসিতে গেমগুলো খেলতে গিয়ে আপনি যদি টু-ডি গেমের প্রেমে পড়ে গিয়ে থাকেন, তাহলে আপনার জন্য এবার থাকছে কাহিনী নির্ভর সেরা ৯টি টু-ডি মোবাইল গেম যেগুলো আপনার সেলফোনসহ যে কোন অ্যান্ড্রয়েড ডিভাইসেই খেলতে পারবেন।
টু-ডি মোবাইল গেম
বিভিন্ন ক্যাটেগরির গেমের কথা বলার সময় আমরা প্রথমেই থ্রিডি গেমের কথা বলে থাকি। কিন্তু এমন কিছু কাহিনী নির্ভর টুডি গেম আছে যেগুলোকে আমরা মোবাইলের সেরা গেম হিসেবে গণ্য করতে পারি। আমিও ব্যাক্তিগতভাবে টু-ডি মোবাইল গেম পছন্দ করি। তাই গুগল প্লে স্টোর থেকে বাছাই করে আপনাদের জন্য সেরা ৯টি টু-ডি গেমের এই লিস্টটা করেছি। চলুন, গেমগুলো সম্পর্কে জানি আর মোবাইলে ডাউনলোড করে খেলতে শুরু করি।
ডিজায়ার
রিলিজ ডেট: ১০ মে, ২০১৬
ডেভেলপার: সিভলান সেচ্চিয়া
রেটিং: ২/৫
ফাইল সাইজঃ ৪৮২ মেগাবাইট
ডিজায়ার এমন একটি গেম যা আপনাকে একটি মর্মস্পর্শী রোলার কোস্টার এ নিয়ে যাবে। এটি একটি অ্যাডভেঞ্চার পাজল টাইপের গেম। গেমটির ফরমেট সাদা-কালো। আপনি যে চরিত্র নিয়ে খেলবেন সে একজন বর্ণান্ধ ও সে পেয়েছে একটি কষ্টের জীবন।
গেমটিতে রয়েছে ৩৫ এর বেশি চরিত্র। আপনি গেমটি খেলতে খেলতে পাবেন নতুন নতুন জায়গা সাথে নতুন নতুন পাজেল ও কাহিনী। সাথে পুরো গেমটি জুরে থাকছে বেদনাদায়ক সুর যা আপনাকে গেমটিকে ফিল করতে সাহায্য করবে।
মেকিনারিয়াম
রিলিজ ডেট: ১৬ অক্টোবর, ২০০৯
ডেভেলপার: আমানিতা ডিজাইন
রেটিং: ৪.৫/৫
ফাইল সাইজঃ ২৩১ মেগাবাইট
এটি পিসি, ম্যাক, প্লেস্টেশন ও মোবাইলে রিলিজ পায় ২০০৯ সালের অক্টোবর মাসে। এটি রিলিজের পর বেশ কয়েকটি পুরুষ্কার অর্জন করে। এই গেমটি প্রায় সব মানুষ খেলতে পারবে ও ভালোবাসবে। এটিও অ্যাডভেঞ্চার পাজেল টাইপের গেম। এই গেমটি অরিজিনালি পিসির জন্য বানানো হয়েছে। যাতে মাউস ব্যবহার করে সহজে খেলা যায়।
তাই গেম এ এমন অনেক অবজেক্ট আছে যা আপনার মোবাইলে ক্লিক করতে অসুবিধা হতে পারে। এই গেমটি রয়েছে অসাধারণ কাহিনী যা আপনাকে গেমটি শেষ করতে বাধ্য করবে। আমি আপনাকে আপনাকে এর থেকে বেশি স্টোরি বলব না। কারণ গেমের আসল মজা স্টোরি তেই!
বেরেন ল্যাব
রিলিজ ডেট: ২৮ অক্টোবর, ২০১৭
ডেভেলপার: রেনডারেড আইডিয়াস
রেটিং: ৪/৫
ফাইল সাইজঃ ৩৯ মেগাবাইট
বেরেন ল্যাব গেমটি লিমবো থেকে অনুপ্রাণিত। এটি একটি ফিজিক্স পাজল গেম। বেরেন ল্যাব গেমটিতে প্রধান চরিত্রের নাম জোই। জোই একটি ভ্রমণে বের হয় কিছু একটা খোঁজার জন্য যা সে এক সময় হারিয়েছিল।
সেই ভ্রমণে জোই সম্মুখীন হয় অসংখ্য বিপদ ও ট্র্যাপের। জোই তার ভ্রমণে কিছুও বন্ধুও পায় এবং সমাধান করে কিছু গুপ্ত রহস্য। সব মিলিয়ে এটি একটি অসাধারণ ২ডি মোবাইল গেম।
লিওস ফরচুন
রিলিজ ডেট: ২৩ এপ্রিল, ২০১৪
ডেভেলপার: সেনরি এলএলসি
রেটিং: ৩/৫
ফাইল সাইজঃ ৩২৩ মেগাবাইট
লিওস ফরচুন একটি ২ডি মোবাইল গেম। এই গেমের প্রধান চরিত্রের নাম লিও। সে একজন মুছওয়ালা দানব। একদিন সে ঘুম থেকে উঠে দেখে তার সুবিশাল সম্পদ রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছে। লিও ঠিক করে সে নিজে তার ভাগ্য পুনরুদ্ধার করবে।
লিওর অ্যাডভেঞ্চারকে ৫টা রিজিওন এ ভাগ করা হয়েছে। লিওর অ্যাডভেঞ্চার এর সময় তাকে পয়সা অনুসরণ করতে হবে। সেই পয়সা অনুসরণ করতে করতে আপনাকে লিওর হারিয়ে যাওয়া সম্পদ খুজতে হবে। আপনাকে পয়সা ছাড়াও কিছু বস্তু সংরক্ষন করতে হবে, আরেকটি লেভেলে যাওয়ার জন্য।
এছাড়াও গেমটিতে রয়েছে অসংখ্য ট্র্যাপ। যা আপনাকে এড়িয়ে চলতে হবে। এর পাশাপাশি গেমটিতে রয়েছে সুন্দর ব্যাকগ্রাউন্ড গান। গেমটির প্রত্যেকটি লেভেল আলাদা জায়গা ও আলাদা আবহাওয়ায় তৈরি করা হয়েছে।
ভ্যালিয়েন্ট হার্ট
রিলিজ ডেট: ২৪ জুন, ২০১৪
ডেভেলপার: ইউবিসফট মন্টপেলিয়ার
রেটিং: ৪/৫
ফাইল সাইজঃ ৮৪৫ মেগাবাইট
যদি কাউকে বলা হয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত কয়েকটি গেমের নাম বলো। তাহলে অবশ্যই আপনি ব্যাটেলফিল্ড ১ থেকে শুরু করবেন। যদি আপনাকে বলা হয় মোবাইলের গেম যা নির্মিত হয়েছে বিশ্বযুদ্ধের উপর নির্মিত। তাও আবার ২ডি। নিশ্চিত বলতে পারবেন না তাই তো। কিন্তু ভ্যালিয়েন্ট হার্ট হলো প্রথম বিশ্বযুদ্ধের উপর নির্মিত ২ডি গেম যা পিসি ও মোবাইল উভয়ের উপর নির্মিত হয়েছে।
প্রথম বিশ্বযুদ্ধের কথা শুনে আপনি হয়তো মনে করছেন প্রচন্ড গোলাগুলি ও মারামারি হবে। কিন্তু না এই গেম খুব অল্পই রয়েছে শটগানের ব্যবহার। এটি একটি অ্যাডভেঞ্চার পাজল টাইপের গেম। গেমটি খেলার সময় আপনার মনে হবে আপনি একটি অসাধারণ অ্যানিমেশন মুভি দেখছেন। গেমটিতে রয়েছে ৪টি মূল চরিত্র ও ১টি কুকুর। গেমটি ৪টি চ্যাপ্টার এ বিভক্ত। বন্ধুত্য, ভালোবাসা ও বিসর্জন নিয়ে অসাধারণ গেম এটি।
ফাদার এন্ড সান
রিলিজ ডেট: ১৮ জানুয়ারি, ২০১৮
ডেভেলপার: টুওমুসেও
রেটিং: ৩/৫
ফাইল সাইজঃ ৯৬ মেগাবাইট
ফাদার এন্ড সান প্রত্নতাত্ত্বিক জাদুঘরকে নিয়ে তৈরি করা প্রথম মোবাইল গেম। এর দৃশ্যপট নেপলস এর প্রত্নতাত্ত্বিক জাদুঘরকে নিয়ে। এই গেমটি ভালোবাসা, ভয় ও স্বপ্ন নিয়ে বেষ্টিত অসাধারণ একটি গেম। এই গেমটি মূলত একজন প্রত্নতত্ত্ববীদ ও তার ছেলে কে নিয়ে নির্মিত।
এই গেম টিতে বাবার নাম ফেড্রিকো এবং তার ছেলের নাম মাইকেল। মাইকেল জানত না যে তার পিতা বিভিন্ন ধরনের যুগে গিয়ে তাদের জীবনধারা পর্যবেক্ষন করে। যেমনঃ প্রাচীন রোম, মিশর, বোরবোন নেপলস। আপনাকে বিভিন্ন সময় কিছু সিদ্ধান্ত নিতে হবে যা গেমের কাহিনী ও এন্ডিং কে প্রভাবিত করবে। ফলে সবার গেমের কাহিনী একই হয় না!!!
দিস ওয়ার অব মাইন
রিলিজ ডেট: ১৭ জুলাই, ২০১৭
ডেভেলপার: ১১ বিট স্টুডিওস
রেটিং: ৫/৫
ফাইল সাইজঃ ৪৩৬ মেগাবাইট
এই গেমটি পিসির জন্য ২০১৪ সালে নির্মিত হয়। গেমটি রিলিজ হওয়ার পরপরই ব্যাপক সাড়া ফেলে। এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম, সাথে আছে বিপুল পরিমাণ স্ট্রাটেজি। এই গেমটি যুদ্ধের অপ্রচলিত দিকগুলি সন্ধান করে সেগুলো হলো সামরিক প্রশিক্ষন বিহীন জনগণ সুরক্ষা ছাড়া এমন ভূখন্ডে বাস করে যা বন্ধু ও শত্রু উভয় দ্বারা বেষ্টিত।
এই গেমে আসল ফোকাস গোলাগুলি বা যুদ্ধে নয়। এই গেমে আসল ফোকাস হলো খাবার জন্য খাদ্য, পানীয়, ঔষুধ ও ঘুমাবার জায়গা খুঁজে বের করা এবং প্রয়োজনীয় কিছু জিনিস যেমনঃ টুলস ও প্রতিরক্ষার জন্য অস্ত্র ইত্যাদি খুঁজে বেড়ানো। এই গেমটি প্রধানত ২ ভাগে ভাগ করা, সেগুলো হলো দিন ও রাত।
দিনের বেলা আপনার কাজ আপনার বহুমুখী বাসভবন পরিষ্কার করা ও আপগ্রেড করা। আপগ্রেড হতে পারে আপনার বাসভবনের দেওয়ালে যদি গর্ত হয়ে যায় তা ঠিক করা, দেওয়াল মজবুত করা, বিভিন্ন আসবাবপত্র নির্মাণ করা, যেমন খাট, কাজ করার টেবিল(এইখানে আপনি বিভিন্ন ধরনের টুল বানাতে পারবেন)। এবং রাতের বেলা আপনাকে কিছু বিপজ্জনক কাজ করতে হবে। আপনাকে বিপজ্জনক কিছু ট্রেডিং করতে হবে, যদি আপনার অস্ত্র গ্রহণ করার জন্য অস্ত্র ও দক্ষতা থাকে। আপনাকে কারও সাথে ব্যবসা করে বেচেঁ থাকার জন্য ঔষুধ সংগ্রহ করতে হবে।
লিমবো
রিলিজ ডেট: ২৮ মার্চ, ২০১৭
ডেভেলপার: প্লে ডেড
রেটিং: ৯/১০
ফাইল সাইজঃ ১৪৪ মেগাবাইট
লিমবো ২ডি মোবাইল গেম এর মধ্যে একটি উল্লেখযোগ্য গেম। এই গেমের প্রেক্ষাপটি অনেক সহজ। আপনাকে একজন নামহীন ছেলেকে নিয়ে খেলতে হবে যার বোন লিমবোতে হারিয়ে গেছে এবং আপনাকে তাকে খুঁজে বের করতে হবে।
লিমবো একটি ফিজিক্স অ্যাডভেঞ্চার টাইপের গেম। এই অ্যাডভেঞ্চার এ আপনাকে সম্মুখীন হতে হবে নানা শত্রু ও ট্র্যাপের। আপনাকে সেগুলো এড়িয়ে চলতে হবে বাচাঁর জন্য। এই গেমটি খেলতে হলে আপনাকে অনেক বুদ্ধি খাটাতে হবে। কারণ গেমটি অন্যান্য গেম থেকে তুলনামূলক কঠিন।
৪১১৪৮
রিলিজ ডেট: ২২ জানুয়ারি, ২০১৮
ডেভেলপার: মাহদি ফানাই
রেটিং: ৪.৫/৫
ফাইল সাইজঃ ৪১ মেগাবাইট
এটি একটি হরর অ্যাডভেঞ্চার গেম। গেমটি তৈরি করেছেন শুধুমাত্র একজন মানুষ! তার নাম মাহদি ফানাই। সবগুলা গেম থেকে এই গেমের কাহিনী সবচেয়ে জটিল। এই গেমের শুরুতে আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনি একটি ধ্বংশপ্রাপ্ত ভবনে পড়ে আছেন এবং পুরো ভবন মৃতদেহে পরিপূর্ণ। তার মধ্যে আপনি হারিয়ে ফেলেছেন আপনার স্মৃতিশক্তি।
আপনাকে বেরিয়ে পড়তে হবে একটি ভয়ংকর অ্যাডভেঞ্চার এ! আপনি এই অ্যাডভেঞ্চার এর মাধ্যমে জানতে পারবেন আপনার পরিচয় এবং এই অ্যাডভেঞ্চার এর মাধ্যমে আপনি উদ্ঘাটন করবেন আপনি পড়ে গেছেন এক ভয়ংকর চক্রে। আপনাকে এই চক্রকে ধ্বংশ করে মিথ্যার বিরুদ্ধে লড়তে হবে। সব মিলিয়ে এটি একটি অসাধারণ টু-ডি মোবাইল গেম।
আমি সেরা কয়েকটি টু-ডি মোবাইল গেম এর কথা বলেছি। আমি এইগুলোকে সিরিয়াল করিনি। কারণ এইগুলোর সব গেমই আমার চোখে দারুণ। এই গেমগুলোকে একটি আগে আর একটি পরে রাখা যায় না। আশা করি গেমগুলো আপনারা খেলবেন।
Leave a Reply