ইউটিউব এখন কয়েক বিলিয়ন ডলারের প্লাটফর্ম। টেক টিউটোরিয়াল ও ফানি ভিডিও থেকে শুরু করে বিউটি টিপস্ ভিডিও তৈরি করে অনেকেই কোটি কোটি টাকা আয় করছেন ইউটিউব থেকে। কিন্তু আপনি কি জানেন এই ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি প্রতিষ্ঠার পেছনে একজন বাংলাদেশীও ছিলেন? হয়তো জানেন, আর না জানলে এখন জেনে নিন যে এই বাংলাদেশী বংশোদ্ভূত, জার্মাণীতে জন্ম নেয়া মেধাবী তরুণের নাম জাওয়েদ করিম।
২০০৪ সালে জাওয়েদ করিম তার বন্ধু অ্যামেরিকান নাগরিক Chad Meredith Hurley এবং চাইনিজ নাগরিক Steven Shih Chen এর সঙ্গে একটি ডিনার পার্টিতে জয়েন করেন। পার্টিতে তারা যে-সব মজা করেন সেগুলোর ভিডিও ধারণ করে রাখেন বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্যে।
কিন্তু শেয়ার করতে গিয়েই বিপাকে পড়েন তারা। কারণ, এত বড় ফাইল মোবাইলে শেয়ার করা সম্ভব ছিল না। তখনই তাদের মাথায় একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের আইডিয়া চলে আসে। তিন বন্ধুই যেহেতু প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাই ওই বছরই তারা ওয়েবসাইটি ডেভেলপের কার্য্যক্রম শুরু করে দেন। আর পরের বছরই, অর্থাৎ ২০০৫ সালে ইউটিউবের জন্ম হয় এবং এ দীর্ঘ সময়ে ইউটিউবের রয়েছে অনেক মজার ও অজানা তথ্য।
মজার ব্যাপার হচ্ছে, ইউটিউবে শেয়ার করা প্রথম ভিডিওটিও ছিল জাওয়েদ করিমের। ইউটিউব অনলাইনে লাইভ হওয়ার কিছু দিন আগে তিনি একটি চিডিয়াখানায় বেড়াতে গিয়েছিলেন এবং ১৮ সেকেন্ডের একটি ভিডিও রেকর্ড করেছিলেন। ইউটিউব লাইভ হওয়ার পর ওই ক্লিপটিই তিনি ইউটিউবে আফলোড করে দেন। দেখে নিন জাওয়েদ করিমের আফলোড করা ইউটিউবের প্রথম ভিডিওটি।
জাওয়েদ করিমের বাবার নাম নাইমুল করিম, তিনি একজন গবেষক হিসেবে জার্মাণীতে কর্মরত ছিলেন। কর্মসূত্রে জার্মান নাগরিক ও প্রাণরসায়ন বিজ্ঞানী ক্রিস্টিনের সঙ্গে তার ভালবাসার সম্পর্ক গড়ে উঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর তাদের কোল জুড়ে ১৯৭৯ সালে পৃথিবীতে আসেন জাওয়েদ করিম। ১৯৯২ সালে জাওয়েদ করিম বাবা মায়ের সঙ্গে অ্যামেরিকায় চলে আসেন।
অ্যামেরিকার Saint Paul Central High School এ পড়াশুনাকালীণ সময়েই তিনি প্রযুক্তির প্রতি আসক্ত হন। যারফলে, পরবর্তীতে তিনি অ্যামেরিকার University of Illinois এ কম্পিউটার সায়েন্সে ভর্তি হন এবং ডাবল গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পড়াশুনা শেষ করেই তিনি পে-পালে জয়েন করেন এবং সেখানেই পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে ইউটিউবের অন্য দুইজন সহ প্রতিষ্ঠাতার সঙ্গে।
তাজওয়ার উচ্ছাস says
যদিও ইনফোটা জানতাম। তবুও, বাংলাদেশের এই সাফল্যগুলো সবার জানা উচিত। লেখাটা গুরুত্বপূর্ণ ছিল।
মুনতাকিমুল আবেদীন says
আমিও নিজেও ইউটিউব নিয়ে আর্টিকেল লিখেছি কিন্তু এই তথ্যটি অজানা ছিল…ধন্যবাদ।